Gulbag24.com

Gulbag24.com গুলবাগের (গকুলদাসের বাগ) সকল ও সর্বশেষ

আজ সকালে ফজর নামাজ এর পরে এসে দেখি আমার দোকান এর তালার সাথে একটি রড লাগানো অবস্থায় আছে। তা হাতে নিয়ে দেখি অনেকবার তালা...
27/12/2024

আজ সকালে ফজর নামাজ এর পরে এসে দেখি আমার দোকান এর তালার সাথে একটি রড লাগানো অবস্থায় আছে। তা হাতে নিয়ে দেখি অনেকবার তালার করা ভাঙ্গার চেষ্টা করা হয়েছে যার ফলে পুরো রড বাকা হয়ে গেছে।
মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে হয়তো আজ চোরের হাত থেকে দোকান চুরি হতে রক্ষা পেলাম । ((আলহামদুলিল্লাহ 🤲))

একটি শোক সংবাদ 🏴, গোকুল দাসেরবাগ নিবাসীনি মোহাম্মদ  #শাহজাহান_টেইলার ( #শাফায়েত_উল্লাহ) ভাইয়ের পিতা আজ বিকাল ৩:৪৫ মি: ...
26/12/2024

একটি শোক সংবাদ 🏴, গোকুল দাসেরবাগ নিবাসীনি মোহাম্মদ #শাহজাহান_টেইলার
( #শাফায়েত_উল্লাহ) ভাইয়ের পিতা আজ বিকাল
৩:৪৫ মি: ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) মরহুমের জানাজার নামাজ, আজ রাত ৯ টায় জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তাই সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কে উক্ত জানাজায় অংশগ্রহণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। মহান আল্লাহ উনার সকল দোষ ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং এই বিপদে ওনার শোকাহত পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এই কামনাই করি, ((আমিন 🤲))

একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায়...কারও সাথে অকারণ তর্কে যাওয়াটা বোকামি। কেউ যদি বলে "পৃথিবী গোল নয় লম্বা", তাতেই সায...
26/12/2024

একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায়...
কারও সাথে অকারণ তর্কে যাওয়াটা বোকামি। কেউ যদি বলে "পৃথিবী গোল নয় লম্বা", তাতেই সায় দিয়ে হেসে চলে আসাটা বরং বেশি দরকারি। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন,কেউ কারও ভাবনা-চিন্তা বা মতামত আসলে বদলায় না, অন্তত তর্ক করে আপনি তা বদলাতে পারবেন না। তাই চুপ করে হাসিমুখে নিজের কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। একটা বয়সের পেরিয়ে আপনি বুঝে যাবেন, বাইরের লোক তো ছেড়েই দিলাম, আপনার খুব কাছের মানুষজনও আসলে আপনার মনের মতো হবে না। আপনি যেমন করে তাদের ভালোবাসা চান, তারা তেমন করে আপনাকে কখনোই ভালোবাসবে না, আপনাকে তেমন করে গুরুত্ব দেবে না। আসলে সব মানুষই নিজের ইচ্ছে, বিবেচনা, ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে, আর এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষের বিচার, বিবেক আর বিবেচনাবোধ আলাদা— এটাই কঠিন সত্যি। আপনার মতামত, আপনার চিন্তা- ভাবনা, আপনার জীবনবোধ, আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব, আর কারো তা নিয়ে ভাববার বা বোঝবার দায় নেই। একথা যত সহজে বুঝবেন, তত আঘাত কম পাবেন। একটা বয়সের পর মানুষ বুঝে যায়, মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করে,কারো প্রতি বেশি আপনতা দেখিয়ে, বেশি কর্তব্য করে বা কাউকে বেশি ভালোবেসে সবসময় নিজেকে কারো কাছের মানুষ, কারো নিজের মানুষ,কারো ভরসার মানুষ তৈরি করা যায় না। মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে, ততটুকুই গুরুত্ব দেবে, ততটুকুই সম্মান বা অগ্রাধিকার দেবে— যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন,গুরুত্ব বা স্বার্থ থাকবে। তার বেশি একচুলও নয়। তাই একটা বয়সের পর আপনি বুঝবেন—কারো জন্য কোনো কিছুই বেশি করে বা আগ বাড়িয়ে বেশি ভালোমানুষি দেখিয়ে আসলে কোনো লাভ হয় না। তাই তখন আপনি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু করতে শিখে যাবেন। একটা বয়সের পর আর কারো উপর কিছু চাপিয়ে দিতে ইচ্ছে করবে না,নিজেকেও সবরকম চাপমুক্ত,ভারমুক্ত রাখতে ইচ্ছে করবে। কারো কাছে কোনোকিছু আশা করে কোনো লাভ হয় না— একটা বয়স তা ভালোভাবেই বুঝিয়ে দিয়ে যায়। তখন নিজের হাতে,নিজের ক্ষমতার মধ্যে যেটুকু আছে শুধু সেটুকু করে মানুষকে ভালো থাকার চেষ্টা করে যেতে হয় অবিরাম,আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয়। একটা বয়সের পর কে আপনার সম্পর্কে কী ভাবলো,আপনাকে নিয়ে কী মন্তব্য করল,আপনাকে কে কী বলল না বলল —কিছুই আর তেমন যায় আসে না। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের গন্ডী,নিজের মনোভাব,নিজের স্বভাব,দৃষ্টিভঙ্গি বা শিক্ষা অনুযায়ী চিন্তা-ভাবনা করে। কারো চিন্তা-ভাবনা আপনাকে নয়,বরং সেই লোকটিকে চেনায়। তাই একটা বয়সের পর আপনি নিজে এবং যাদের আপনার ব্যক্তিগত জীবনে গুরুত্ব আছে তারা ছাড়া পৃথিবীর আর কেউ আপনাকে নিয়ে কী ভাবছে তা অর্থহীন হয়ে যায়। একটা বয়সের পর মানুষ আর সকলের সঙ্গে একটা বিরাট দূরত্ব তৈরি করে নেয়। এমনকি অনেক লোকজনের মধ্যে থাকলেও আসলে তাদের সকলের আর তার নিজের মধ্যে এমন এক বিরাট বড় খাদ,বিরাট এক শূন্যতা তৈরি হয়ে যায় যা আর পার করা যায় না। চারপাশের মানুষের প্রতি গভীর নিরাশা আর বহুকালের জমা ক্ষোভ, অভিমান এই বিরাট দুর্ভেদ্য গহ্বর টা তৈরি করে। একটা বয়সের পর মানুষ বুঝে যায়— পৃথিবীর কারো কাছে তার আর চাওয়া- পাওয়ার কিছু বাকি নেই। একটা সময় পর রাগ, ক্ষোভ, বিরক্তি, অভিমানও হারিয়ে যায়। একটা বয়স ধীরে ধীরে মানুষকে নির্বিকার তৈরি করে,শান্ত হতে শেখায়, নিরুত্তাপ হতে শেখায়। কারো সাথে দেখা করার তাগিদ,কথা বলার তেমন উৎসাহ আর থাকে না। তখন তার একমাত্র প্রিয় বন্ধু,তার একমাত্র কাছের মানুষ সে নিজে। সে নিজেকে ভালোবাসতে শেখে,নিজেকে সময় দিতে শেখে,নিজের গভীরে ডুব দিতে শেখে। অন্য কোনোকিছুই আর তাকে তেমন আনন্দ দেয়না তখন,উৎসাহ দেয় না। কিছুই আর যেন তেমন টানে না তাকে। তখন শুধু নিজের মতো করে ভালো থাকতে পারা,নিজের সঙ্গে একান্তে সময় কাটানো আর মনের অপরিসীম শান্তি ছাড়া তার বোধহয় আর চাওয়ার কিছুই থাকে না।

13/12/2024

  😁
12/12/2024

😁

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না।  জোর করে নিয়ে আসতে হয় 🍁🍁শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও...
11/12/2024

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না। জোর করে নিয়ে আসতে হয়

🍁🍁শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিন শেষে আজ শচীনকে ক্রিকেট নক্ষত্র হিসাবেই জানে.

🍁🍁মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ড এর টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কি করতেন? শেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন আর বলতেন- বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর...

🍁🍁টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেওনি। ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টাটা করতে পারবেন?

🍁🍁সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় প্ল্যান করে যতবার চেষ্টা করে করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমান টা আবিষ্কার করেই ছাড়লেন।

🍁🍁সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না...
ছোট বেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে বেথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন, এখন সময় এসেছে আবার দাতে দাত চেপে নাছোড়বান্দার মতো লেগে থাকার।

🍁🍁যে যাই বলুক, যে যা করুক আপনি শুধু লেগে থাকুন, বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দিবেন।

সংগৃহীত

11/11/2024

শুভ সন্ধ্যা 😊

একটি শোক সংবাদ 🏴গকুল দাশের বাগ মধ্যে পাড়া নিবাসী, জনাব আলহাজ্ব আব্দুর রহমান মেম্বার কিছুক্ষণ পুর্বে ইন্তেকাল করেছেন। ইন্...
04/11/2024

একটি শোক সংবাদ 🏴
গকুল দাশের বাগ মধ্যে পাড়া নিবাসী,
জনাব আলহাজ্ব আব্দুর রহমান মেম্বার কিছুক্ষণ পুর্বে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
মহান আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং এই বিপদে ওনার শোকাহত পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এই কামনাই করি, (আমিন 🤲)

Address

Narajanganj

Alerts

Be the first to know and let us send you an email when Gulbag24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share