
03/06/2025
কয়েকটা প্রশ্ন এবং তার উত্তরঃ
- খালি ছেলেরাই চিট করে? মেয়েরা করে না?
উত্তরঃ হ্যাঁ মেয়েরাও করে। চিটারদের আসলে কোনো 'জেন্ডার' নাই! একটা মেয়ের কথা মনে আছে না? ৬ টা বয়ফ্রেন্ড নিয়া যে ধরা খাইলো! একসাথে ৬ জনের সাথে প্রেম! প্রো লেভেলের চিটার!
আবার 'ফর্সা মানুষ রাই চিট করা বা সুন্দর রাই চিট করে' এইটাও ভাবা বাদ দেন! রাফসান সাবাব উদাহরণ!
- চিট হওয়া মানুষজন চিট হওয়ার পর কি ভাবে? 'আমার কোনো কমতি আছে,নাহলে আমাকে কেনো ঠকাইলো?'
উত্তরঃ না, আপনার কোনো কমতি নাই। আপনাকে যে ঠকাইছে তাকে দুনিয়ার সবচেয়ে ১০০ তে ১০০ মানুষ টা এনে দিলেও সে তাকেও ঠকাবে। এইটা তাদের 'চরিত্র!'
তাদের একজনের উপর মন থাকেনা বেশিদিন! তারা তখন রাস্তার পাশে থাকা ড্রেনের ময়লা'র প্রেমেও পড়তে রাজী!
- চিট করা কাউকে কি ফিরিয়ে আনা উচিত? ভালোবাসা ভিক্ষা করা উচিত?
উত্তরঃ জীবনেও না! ভুলেও না! তাদের কে একবার সুযোগ দিবেন আর তারা ধরেই নিবে 'ধুর! ও তো আছেই। ও আমারে ছাড়া চলতে পারবেনা!'
এইসব চিন্তা করে আপনাকে 'করুনা' করবে,ভালোবাসবে না!
প্রচন্ড ভালোবেসে ঠকে যাওয়ার পর সারা দিন রাত কান্না করুন, কান্না করতে করতে চোখের পানি শুকাবে তবুও তাকে ফিরাবেন না। কান্না করতে করতেই স্ট্রং হবেন, আপনার স্ট্রং হতেই হবে। যে ঠকাইলো, তাকে দেখিয়ে দিতে হবেনা? ❤️