Hifa's Kingdom

Hifa's Kingdom Be sure to follow, like and pray for me.

কয়েকটা প্রশ্ন এবং তার উত্তরঃ- খালি ছেলেরাই চিট করে? মেয়েরা করে না?উত্তরঃ হ্যাঁ মেয়েরাও করে। চিটারদের আসলে কোনো 'জেন্ডার'...
03/06/2025

কয়েকটা প্রশ্ন এবং তার উত্তরঃ
- খালি ছেলেরাই চিট করে? মেয়েরা করে না?
উত্তরঃ হ্যাঁ মেয়েরাও করে। চিটারদের আসলে কোনো 'জেন্ডার' নাই! একটা মেয়ের কথা মনে আছে না? ৬ টা বয়ফ্রেন্ড নিয়া যে ধরা খাইলো! একসাথে ৬ জনের সাথে প্রেম! প্রো লেভেলের চিটার!
আবার 'ফর্সা মানুষ রাই চিট করা বা সুন্দর রাই চিট করে' এইটাও ভাবা বাদ দেন! রাফসান সাবাব উদাহরণ!

- চিট হওয়া মানুষজন চিট হওয়ার পর কি ভাবে? 'আমার কোনো কমতি আছে,নাহলে আমাকে কেনো ঠকাইলো?'
উত্তরঃ না, আপনার কোনো কমতি নাই। আপনাকে যে ঠকাইছে তাকে দুনিয়ার সবচেয়ে ১০০ তে ১০০ মানুষ টা এনে দিলেও সে তাকেও ঠকাবে। এইটা তাদের 'চরিত্র!'
তাদের একজনের উপর মন থাকেনা বেশিদিন! তারা তখন রাস্তার পাশে থাকা ড্রেনের ময়লা'র প্রেমেও পড়তে রাজী!

- চিট করা কাউকে কি ফিরিয়ে আনা উচিত? ভালোবাসা ভিক্ষা করা উচিত?
উত্তরঃ জীবনেও না! ভুলেও না! তাদের কে একবার সুযোগ দিবেন আর তারা ধরেই নিবে 'ধুর! ও তো আছেই। ও আমারে ছাড়া চলতে পারবেনা!'
এইসব চিন্তা করে আপনাকে 'করুনা' করবে,ভালোবাসবে না!

প্রচন্ড ভালোবেসে ঠকে যাওয়ার পর সারা দিন রাত কান্না করুন, কান্না করতে করতে চোখের পানি শুকাবে তবুও তাকে ফিরাবেন না। কান্না করতে করতেই স্ট্রং হবেন, আপনার স্ট্রং হতেই হবে। যে ঠকাইলো, তাকে দেখিয়ে দিতে হবেনা? ❤️

02/06/2025

আসলেই নারীর চেহারা সুন্দর হওয়া থেকে ভাগ্য সুন্দর হয় অনেক বেশি জরুরী,

এই আপুটা দেখতেও অনেক সুন্দর+ পড়াশোনা + যোগ্যতা সবই আছে তারপর তার ডিভোর্স হলো🙂 কারণ ছেলেটা পরকিয়াতে জড়িতো অন্য নারীতে আসক্ত
নারীদের রুপ থাকলে বইলে ছেলেরা শুধু তার প্রতিই আসক্ত থাকে তার তো রুপ ছিলো তাও ডিভোর্সির কলঙ্ক লাগলো তার
🙃
কিছু পুরুষ মানুষ এমনে এফোর্ট দিয়েও চিট করে।
আসলে সবকিছুই ন-জ-র বলে উড়িয়ে দিয়েন না !...
যেই পুরুষের চরিত্রের সমস্যা ওর সামনে প্রিন্সেস ডায়নার মতো সুন্দরী বসিয়ে রাখলেও আরেকজন লাগবেই

আসলে ব্যাডা মানুষ কিসে আটকায় ভাই????
(অবশ্য সবাই একরকম না)

সান্ডা যা মধ্যপ্রচীর দেশ মরুভূমিতে থাকে প্রচন্ড গরমে এদের দেখা যায়। এটা হালাল বা হারাম কিছু না বরং মাখরু। বিশেষ করে সৌদি...
16/05/2025

সান্ডা যা মধ্যপ্রচীর দেশ মরুভূমিতে থাকে প্রচন্ড গরমে এদের দেখা যায়। এটা হালাল বা হারাম কিছু না বরং মাখরু। বিশেষ করে সৌদি কফিলরা বেশি বেশি খায় তারা তাদের শারীরিক দূবলতা কম করার জন্য সান্ডা খাওয়া বা তেল অনেক উপকারী। যার জন্য এটা দেখে বাংলাদেশী অনেক তরুণ সান্ডা মনে করে গুইসাপ খেয়ে ফেলছে যার জন্য এখন তারা অনেক অসুস্থ। সান্ডা আর গুইসাপ দেখতে এক কিন্তু কাজ এক না। সবাই বেশি বেশি শেয়ার দেন অনেকে ভূল করা থেকে বিরত থাকবে🦎🦎🙏🙏

বউ আমাকে রিলস দেয়, আমিও বউকে রিলস দেই।ও পাঠায় স্বামীর প্রতি স্ত্রীর হকের ওয়াজ, আমিও খুঁজে খুঁজে পাঠাই স্ত্রীর প্রতি স্ব...
05/05/2025

বউ আমাকে রিলস দেয়, আমিও বউকে রিলস দেই।
ও পাঠায় স্বামীর প্রতি স্ত্রীর হকের ওয়াজ,
আমিও খুঁজে খুঁজে পাঠাই স্ত্রীর প্রতি স্বামীর অধিকার।
কেউ কারোটা দেখি না!
এভাবেই চলছে সংসার..😁😁

01/05/2025

pov:আম্মু যখন কারো কাছে আমার রুটিন বলে।

27/03/2025

বংচং খাবি।

26/03/2025

এটাই বাস্তব, হা হা হা আই লাভ ইউ।

24/03/2025

pov:আম্মুকে ছাড়া যখন একা মার্কেটে যাই।

14/03/2025

সালামি লাগবে না
ঈদের দিন খোঁজ নিয়েন ,টেক্সট দিয়েন, কল দিয়েন। এতোটুকুই অনেক!🖤☺️

28/02/2025

ঘুম থেকে উঠে এই দোয়া পরলে যা চাইবেন তা ই পাইবেন।

ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেতো তবেউপন্যাসের শেষ পাতায় সবাই সুখ খুঁজে পেতো🖤
29/07/2023

ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেতো তবে
উপন্যাসের শেষ পাতায় সবাই সুখ খুঁজে পেতো🖤

🌸
24/06/2023

🌸

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hifa's Kingdom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share