Shaheen School & Cadet Academy, Shiddhirganj Branch

Shaheen School & Cadet Academy, Shiddhirganj Branch Education is the backbone of a nation.

চিত্রাংকন প্রতিযোগিতা২০২৪ এর ফলাফল
12/12/2024

চিত্রাংকন প্রতিযোগিতা২০২৪ এর ফলাফল

01/08/2024

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।

২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।

৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।
(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")

৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।

৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।

৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।

৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।

৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।

৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি ডাক্তার হবো, "আমি শিক্ষক হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।

১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।

কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ভালো ফল পাবেন।
কপি পোস্ট

25/05/2024

ক্যাডেট ব্যাচের সাপ্তাহিক পরীক্ষা।

With Mutashim Billah Santo – I just got recognized as one of their top fans! 🎉
12/05/2024

With Mutashim Billah Santo – I just got recognized as one of their top fans! 🎉

11/05/2024

শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখানো হচ্ছে👍

এই ছবিই জানিয়েছিল রাহাত তুমি ক্যাডেট হবে! আলহামদুলিল্লাহ হয়েছো
06/05/2024

এই ছবিই জানিয়েছিল রাহাত তুমি ক্যাডেট হবে!
আলহামদুলিল্লাহ হয়েছো

শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমি সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জ। প্রথম বছরে প্রথম সাফল্য। ২০২৪ সনে সিলেট ক্যাডেট কলেজে চূড়ান্ত...
22/04/2024

শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমি সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জ।
প্রথম বছরে প্রথম সাফল্য। ২০২৪ সনে সিলেট ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে নির্বাচিত।

10/02/2024

পুরস্কার বিতরণী ও পিঠা উৎসব ২০২৪

29/01/2024
দ্বিতীয় সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা ২০২৩ এর ফলাফলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
04/10/2023

দ্বিতীয় সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা ২০২৩ এর ফলাফলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

26/07/2023

পদের নাম : সহকারী শিক্ষক

বিষয় সমূহ: বাংলা, ইংরেজি (গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত ও বিজ্ঞান (পদার্থ ও রসায়ন)
বিস্তারিত বিবরণ:
১। জাতীয় পর্যায়ে চারবার প্রথম স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান " শাহীন শিক্ষা পরিবার" এ বাংলা, ইংরেজি (গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত ও বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) পাঠদানে পারদর্শী, পরিশ্রমী ও অধূমপায়ী সহকারী শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন।
২। ইংরেজি (গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত ও বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) বিষয়ে দক্ষতা ভাল থাকলে সম্পৃক্ত বিষয়ে এম.এ. পাশ না হলেও চলবে।
৩। বিজ্ঞান বিষয়ে পাঠদানে আগ্রহী প্রার্থীগণকে পদার্থ, রসায়ন উভয় বিষয়ে পাঠদানে পারদর্শী হতে হবে।
৪। সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মাসিক বেতন নির্ধারণ করা হবে ক) বাংলা বিষয়ে পারদর্শীগণ ১০,০০০-১২,০০০/-, খ) ইংরেজি গ্রামার ও স্পোকেন পারদর্শীগণ ১০,০০০-১৫,০০০/-টাকা। গ) গণিত বিষয়ে পারদর্শীগণ ১০,০০০-১২,০০০/- টাকা। ঘ) বিজ্ঞান বিষয়ে পারদর্শীগণ - ১০,০০০-১২,০০০/- টাকা। (যা লিখিত ও মৌখিক পরীক্ষার উপর নির্ধারণ করা হবে)।
৫। শাহীন শিক্ষা পরিবারের যে ক্যাম্পাসেই শিক্ষক হিসেবে পাঠানো হবে সে ক্যাম্পাসে আপনার জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা প্রতিষ্ঠানের আবাসিকে করা হবে। তার জন্য কোন খরচ প্রার্থীর নিকট হতে নেওয়া হবে না।
৬। শাহীন শিক্ষা পরিবারের যেকোনো ক্যাম্পাসে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৭। স্নাতক অধ্যয়নরত আবেদন করতে পারবেন। তবে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে।
৮। ট্রেনিং এর সময়ঃ ২০ হতে ২৫ দিন। ট্রেনিং এর আগে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কোন প্রার্থী কাজ করতে অনাগ্রহ প্রকাশ করলে ট্রেনিংকালীন সময়ের যাবতীয় খরচাদি কর্তৃপক্ষকে ফেরত প্রদান করতে হবে।
৯। ট্রেনিংকালীন থাকা-খাওয়া কর্তৃপক্ষ বহন করবে।
* অতিরিক্ত তথ্য জানতে- ০১৬২২-২২২১১১, ০১৬৮০-০৬৪১২৫,০১৭৮৫-০০৩৩৪৪
**নিয়োগ এর আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন: https://drive.google.com/file/d/1aomLkITVIs0WjO2WrrVGMy5TRhxKU1nU/view?usp=drive_link
* আবেদন ফরম পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার
শাহীন স্কুল উত্তরা শাখা (বাসা # ১৫, রোড # ০৩, সেক্টর # ১১, উত্তরা, ঢাকা)
আবেদন ফরম পাঠনোর শেষ সময়ঃ ১৭ আগস্ট, ২০২৩। রাত ৮.০০ টা পর্যন্ত।
লিখিত পরীক্ষার সময়: ১৮ আগস্ট, ২০২৩ । সকাল ১০.০০ ঘটিকা
প্রবেশপত্র বিতরণ: ১৮ আগস্ট, ২০২৩। সকাল ৯.৩০ মিনিট হইতে ৯.৫৫ মিনিট পর্যন্ত।
পরীক্ষার ভেণ্যু: শাহীন স্কুল উত্তরা শাখা (বাসা # ১৫, রোড # ০৩, সেক্টর # ১১, উত্তরা, ঢাকা)।

১ম সামষ্টিক মুল্যায়নের পুরষ্কার বিতরন
13/07/2023

১ম সামষ্টিক মুল্যায়নের পুরষ্কার বিতরন

নেতৃত্ব, দায়িত্ব বা প্রতিশ্রুতি যে ভূমিকা থেকেই হোক না কেন  আপনার চলার পথ যে সহজ করে দেয়,তার চলার পথ কিন্তু এতটা সহজ ন...
16/10/2022

নেতৃত্ব, দায়িত্ব বা প্রতিশ্রুতি যে ভূমিকা থেকেই হোক না কেন আপনার চলার পথ যে সহজ করে দেয়,
তার চলার পথ কিন্তু এতটা সহজ নয়....!!!

লিডার তিনিই হন যিনি সবার সামনে থেকে অন্যদের জন্য পথ তৈরি করে দেন।

28/09/2022

Address

Workshop Mor, Painadi Notun Moholla, Shiddhirganj
Narayanganj

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801859151111

Alerts

Be the first to know and let us send you an email when Shaheen School & Cadet Academy, Shiddhirganj Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share