26/07/2023
পদের নাম : সহকারী শিক্ষক
বিষয় সমূহ: বাংলা, ইংরেজি (গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত ও বিজ্ঞান (পদার্থ ও রসায়ন)
বিস্তারিত বিবরণ:
১। জাতীয় পর্যায়ে চারবার প্রথম স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান " শাহীন শিক্ষা পরিবার" এ বাংলা, ইংরেজি (গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত ও বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) পাঠদানে পারদর্শী, পরিশ্রমী ও অধূমপায়ী সহকারী শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন।
২। ইংরেজি (গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত ও বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) বিষয়ে দক্ষতা ভাল থাকলে সম্পৃক্ত বিষয়ে এম.এ. পাশ না হলেও চলবে।
৩। বিজ্ঞান বিষয়ে পাঠদানে আগ্রহী প্রার্থীগণকে পদার্থ, রসায়ন উভয় বিষয়ে পাঠদানে পারদর্শী হতে হবে।
৪। সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মাসিক বেতন নির্ধারণ করা হবে ক) বাংলা বিষয়ে পারদর্শীগণ ১০,০০০-১২,০০০/-, খ) ইংরেজি গ্রামার ও স্পোকেন পারদর্শীগণ ১০,০০০-১৫,০০০/-টাকা। গ) গণিত বিষয়ে পারদর্শীগণ ১০,০০০-১২,০০০/- টাকা। ঘ) বিজ্ঞান বিষয়ে পারদর্শীগণ - ১০,০০০-১২,০০০/- টাকা। (যা লিখিত ও মৌখিক পরীক্ষার উপর নির্ধারণ করা হবে)।
৫। শাহীন শিক্ষা পরিবারের যে ক্যাম্পাসেই শিক্ষক হিসেবে পাঠানো হবে সে ক্যাম্পাসে আপনার জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা প্রতিষ্ঠানের আবাসিকে করা হবে। তার জন্য কোন খরচ প্রার্থীর নিকট হতে নেওয়া হবে না।
৬। শাহীন শিক্ষা পরিবারের যেকোনো ক্যাম্পাসে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৭। স্নাতক অধ্যয়নরত আবেদন করতে পারবেন। তবে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে।
৮। ট্রেনিং এর সময়ঃ ২০ হতে ২৫ দিন। ট্রেনিং এর আগে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কোন প্রার্থী কাজ করতে অনাগ্রহ প্রকাশ করলে ট্রেনিংকালীন সময়ের যাবতীয় খরচাদি কর্তৃপক্ষকে ফেরত প্রদান করতে হবে।
৯। ট্রেনিংকালীন থাকা-খাওয়া কর্তৃপক্ষ বহন করবে।
* অতিরিক্ত তথ্য জানতে- ০১৬২২-২২২১১১, ০১৬৮০-০৬৪১২৫,০১৭৮৫-০০৩৩৪৪
**নিয়োগ এর আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন: https://drive.google.com/file/d/1aomLkITVIs0WjO2WrrVGMy5TRhxKU1nU/view?usp=drive_link
* আবেদন ফরম পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার
শাহীন স্কুল উত্তরা শাখা (বাসা # ১৫, রোড # ০৩, সেক্টর # ১১, উত্তরা, ঢাকা)
আবেদন ফরম পাঠনোর শেষ সময়ঃ ১৭ আগস্ট, ২০২৩। রাত ৮.০০ টা পর্যন্ত।
লিখিত পরীক্ষার সময়: ১৮ আগস্ট, ২০২৩ । সকাল ১০.০০ ঘটিকা
প্রবেশপত্র বিতরণ: ১৮ আগস্ট, ২০২৩। সকাল ৯.৩০ মিনিট হইতে ৯.৫৫ মিনিট পর্যন্ত।
পরীক্ষার ভেণ্যু: শাহীন স্কুল উত্তরা শাখা (বাসা # ১৫, রোড # ০৩, সেক্টর # ১১, উত্তরা, ঢাকা)।