Towhid Network

Towhid Network আসসালামু আলাইকুম আমার পেইজ এ আপনাকে স্বাগতম। আমি আপনাদের ভালো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো।
(26)

তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার  সাথে কথা বলেছি, কেন তালাক হলো।এর  ৭২% ত...
30/08/2025

তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি, কেন তালাক হলো।
এর ৭২% তালাক হয়েছে ভুলবুঝা বুঝি একে অপরকে অসন্মান। আর ১৮℅ তালাকের কারণ পরকীয়া। ১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাশিতার কারনে। ৭৮℅ তালাক হয়েছে মেয়ের কারণে। ২২℅ পুরুষের দোষে।

মজার বিষয় হলো ৯২℅ তালাক প্রাপ্ত মহিলা পুরুষ তালাকের পরে অনুতপ্ত তারা বলছে সিদ্ধান্তটি ভুলছিলো। তালাক প্রাপ্ত ৮৯℅ মেয়েদের আর বিয়ে হচ্ছে না।

০৪℅ মেয়ে বিয়ের প্রতি অনিহা। ০৭℅ মেয়ে পথভ্রষ্টা। ছেলেদের মধ্যে ৮৫ ℅ বিয়ে করে সংসার করছে।

১৩℅ ছেলে বিয়ের প্রতি অনিহা। ০২ ℅ ছেলে পথভ্রষ্ট।

আরো মাজার বিষয় হলো ৬৭℅ ছেলেই কুমারি মেয়ে বিয়ে করেছে। আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে ০০১℅।
আমি তালাকের বিরুদ্ধে তাই এই জরিপ করেছি।

যারা দাম্পত্য জিবন নিয়ে হতাশ তাদের পরামর্শকের কাজ করতে চাই। চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
প্লিজ তালাক দেওয়ার এগে ভাবুন আবার ভাবুন দেখুন সমযতা করা যায় কিনা।

সততার পথেই সঠিক পথ যা আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় বিয়ের পরে ১২℅ মেয়ের আবারও তালাক হয়েছে।
৮৯% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখি।

অপর দিকে মাত্র ০২℅ ছেলের আবারও তালাক হয়েছে আর অসুখি ০৩℅ পুরুষ। অবাক করা বিষয় হলো দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের স্ত্রী হয়েছিল কোন তালাক প্রাপ্ত মহিলা।
আর বিধ্বা মহিলাকে বিয়ে করে চরম সুখি ৯৩℅ পুরুষ। আশা করি বুঝতে পারছেন।

এটি ১৮৮৩ সালে একজন আরব পুরুষের ছবি, এই লোকটি নিশ্চয় কখনও নারী অধিকার সম্পর্কে কোন বই পড়েননি, অথবা কখনও নারী অধিকার সংক্র...
29/08/2025

এটি ১৮৮৩ সালে একজন আরব পুরুষের ছবি, এই লোকটি নিশ্চয় কখনও নারী অধিকার সম্পর্কে কোন বই পড়েননি, অথবা কখনও নারী অধিকার সংক্রান্ত কোন সভায় অংশগ্রহণও করেননি.. অথচ লোকটি নিজ স্ত্রীকে ঘোড়ার পিঠে বসিয়ে নিজে ঘোড়ার লাগাম ধরে খালি পায়ে উত্তপ্ত মরুভূমিতে হেটে চলেছে.........

— প্রোফেসর মোখতার আহমেদ (হাফি.)

কি মনে হয় আদোও বাংলাদেশে এই আইন কার্যকর হবে।।।।।।???? ゚viralシfypシ゚viralシalシ
28/08/2025

কি মনে হয় আদোও বাংলাদেশে এই আইন কার্যকর হবে।।।।।।????
゚viralシfypシ゚viralシalシ

28/08/2025

Who is Hasnat Abdullah ?

প্রতিটি মানুষের একটি আবেগের জায়গা থাকে। আমরা যারা ৫ই আগস্টকে বুকে ধারণ করি এবং বিশ্বাস করি একদল তরুণ ১৬ বছরের বন্দিদশা এবং ফ্যাসিবাদীদের হাত থেকে আমাদের মুক্ত করেছেন তারা অবশ্যই, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাহিদ ইসলাম কিংবা সজীব ভূঁইয়াদের অস্বীকার করতে পারিনা, সে জামায়াত, বিএনপি বা অন্য কোন দলের লোকই হোক না কেন।

বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর কথা বলতেই হয়। তার ৫ই আগস্টের আগে এবং পরের কার্যকলাপ আমাদের মনে দাগ কেটেছে, এবং তার প্রতি একটা ভালোবাসার বিশাল জায়গা তৈরি করছে ।

কেউ যদি তাদের অবদানকে অস্বীকার করে সে যেন পুরো বাংলাদেশকেই অস্বীকার করলো।

আর রুমিন ফারহানা বলে কিনা
Who is Hasnat Abdullah ?

Hasnat Abdullah is that person

যাদের কারনে আজকে তোমরা টকশোতে বড়ো বড়ো কথা বলতে পারতেছো।

27/08/2025

দয়া করে এক মিনিট ধৈর্য ধরে সম্পূর্ণ কথাগুলো শুনে যাবেন।
゚viralシfypシ゚viralシalシ

23/08/2025

তিন ধরনের লোক বেশি পেরেশানিতে থাকে!

সাহায্যকারী, দায়িত্বশীল, যার অন্তর পরিচ্ছন্ন!

21/08/2025

উচিত কথা কইলেই যত দোষ


17/08/2025

জীবনে তিনটি জিনিসের সাথে কখনো পাঙ্গা নিবেন না

#বেডি_মানুষ

16/08/2025

কোথাও গুলা ১০০% বাস্তব সত্য। আমার কাছে কেন জানি মনে হয় আমাদের দেশ কখনোই উন্নত হবে না। শুধু শুধু বৃথা চেষ্টা চিন্তাভাবনা করে কি লাভ।

15/08/2025

প্রিয় ডাক্তার সাহেব এত টাকা দিয়ে আসলে কি করবেন। আপনার মৃত্যুর সময় যে কাফনের কাপড় লাগবে সেটার দাম সর্বোচ্চ ২০০০ টাকা হবে।

Address

Chashara
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Towhid Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share