Mehedi By Binte

Mehedi By Binte Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mehedi By Binte, Digital creator, Narayanganj.
(5)

Assalamu alaikum 🩷
Owner/Artist : Binte Labony ✨
Henna Artist from Narayanganj📍,chasara Ponchoboti 💥
100% halal Handmade Organic henna, nail💅 henna,Hair henna seller Alhamdulillah

আমার প্রিয় এলবাম এটা 🥹❤️❤️✨
20/07/2025

আমার প্রিয় এলবাম এটা 🥹❤️❤️✨

যে যুগে মানুষ, মানুষের খোঁজ টাও নেয়না স্বার্থ ছাড়া সেই যুগে আপনারা নিঃস্বার্থ হয়ে ফিডব্যাক দিচ্ছেন 😍 এটা অস্বাভাবিক কিছু...
20/07/2025

যে যুগে মানুষ, মানুষের খোঁজ টাও নেয়না স্বার্থ ছাড়া সেই যুগে আপনারা নিঃস্বার্থ হয়ে ফিডব্যাক দিচ্ছেন 😍 এটা অস্বাভাবিক কিছু😱😱 মহান রব যেনো আপনাদের ভালো কাজ কবুল করেন আল্লাহুম্মা আমীন।😍❤️

বহুদিন আপনাদেরকে ধন্যবাদ বলা হয়না আয়োজন করে🥹🤌। যদিও রোজ দু'আ তে আপনাদের জন্য হাত তুলতে ভুলে যাইনা আমি। আমার প্রিয় আপু, ভাইয়ারা
আমি নোটিস করি আর না করি আপনাদের ভালোবাসার উত্তম প্রতিদান যেনো আল্লাহ আপনাদের দান করেন। আমীন।

ভালোবাসা নিবেন🫶🫶আপনাদের এক একটা ম্যানশন, ফিডব্যাক,রিভিউ আমাকে ভয়াবহ উৎসাহ দেয়।🥹🥹
নিজের টাকায় মেহেদী কিনে এতো সুন্দর ফিডব্যাক দিতে পারাটা তাও আবার এই যুগে!! আমি এটাকে অন্য লেভেলের ভালোবাসা মনে করি। সাপোর্ট টা নিরব হোক কিংবা সরব আপনি যে পাশে এসে দাড়িয়েছেন এটাই আমার জন্য অনেক অনেক বেশি। আল্লাহুম্মা বারিক লাহু।

আলহামদুলিল্লাহ🫰❤️
আমাদের মেহেদী নিতে পারবেন ঠিকানা 👇👀

১.চাষাড়া আল জয়নাল ট্রেড সেন্টার (তিন তলা,গার্লস এন্ড গ্লোরি )
২. মুসলিম নগর, এতিমখানা মসজিদ সংলগ্ন ✅ কাছাকাছি লোকেশন
৩. পঞ্চবটি এডভেঞ্চার ল্যান্ড পার্ক সংলগ্ন
৪. বিসিক ভাংগা ক্লাব কাঁচা বাজার

👉কাছাকাছি লোকেশন👉
নয়াবাজার,শাসন গাও,আমতলা,ধর্মগঞ্জ, বক্তাবলী, নবীনগর, কাশীপুর,ভোলাইল, উত্তর নরসিংপুর, পশ্চিম দেওভোগ।

মেহেদী পরতে/ সার্ভিস নিতে পারবেন যেভাবে 🤌😍😍
🔴হোম সার্ভিস নারায়ণগঞ্জের সিলেক্টেড এরিয়া গুলোতে ✅
🔴চাষাড়া আল জয়নাল ট্রেড সেন্টার এসে✅

💥💥💥এছাড়া সারাদেশে হোম ডে লি ভা রিতে পাঠানো হবে মেহেদী ইনশাআল্লাহ।💥💥💥

আমাদের 📌গ্রুপ লিংক 👇

https://m.facebook.com/groups/1157015038096294/?ref=share&mibextid=NSMWBT

আমি কিছুদিন আগে আমার বড় খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। খালার ধর্মীয় জীবন বরাবরই আমাকে ভাবিয়ে তোলে—তিনি খুব পরহেজগার, নাম...
19/07/2025

আমি কিছুদিন আগে আমার বড় খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। খালার ধর্মীয় জীবন বরাবরই আমাকে ভাবিয়ে তোলে—তিনি খুব পরহেজগার, নামাজ-রোজা ঠিকমতো করেন, মুখে সবসময় কোরআনের আয়াত অথবা কোনো হাদিস ভাসে।

এক বিকেলে আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে হাতে-পায়ে নেলপালিশ দিচ্ছিলাম, খালা হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে বললেন,
"মিতালি মা, নেলপালিশ দিস না… এটা ওজুর বাধা। আর জানিস তো, আল্লাহর রাসূল (সঃ) বলেছেন—পতিতালয়ের নারীদের অন্যতম বৈশিষ্ট্য ছিল রঙিন নখ। (বানীতে: আব্দুর রাজ্জাক বিন ইউসুফ)"

আমি একটু হেসেই বলেছিলাম,
"খালা, এখন তো সবাই দেয়! রিমুভার দিলে উঠে যায় তো, এত ভয় দেখাইয়ো না!"
খালাও চুপ করে গিয়েছিলেন, হয়তো কেবল আল্লাহর কাছে দোয়া করেছিলেন—এই মেয়ে যেন একদিন নিজে বুঝে।

তারপর কয়েক দিন পরে ঘটল এক এমন ঘটনা—যেটা চোখের সামনে দেখার পর আজও আমি রাতে ঘুমাতে গেলে সেই দৃশ্য মনে পড়ে গা শিউরে ওঠে!

খালার পাশের বাড়ির এক চেনা মহিলা—ভদ্র, পর্দানশীন, সদালাপী—হঠাৎ রাত ১টায় মারা গেলেন। স্বাভাবিক মৃত্যু। সবাই ভাবছিলো, সকালে জানাজা হবে—জোহরের দিকে মাটি দেয়া যাবে।

মরদেহটা রাখা হলো বরফের উপর। পুরো ঘরে কান্নার শব্দ, শোকের ভার যেন ঘর ভেঙে পড়বে এমন।

সকাল বেলা যখন তাকে গোসল করাতে ইমাম সাহেবের স্ত্রী ঘরে গেলেন, হঠাৎ দেখলেন—মৃত মহিলার হাত-পায়ে চকচকে গাঢ় রঙের নেলপালিশ!
তিনি কোনো কথা না বলে বাইরে এসে স্বামীকে ডাকলেন, খুব আস্তে কানে বললেন—

"আপনারা গোসল দিচ্ছেন… কিন্তু ওনার নখে নেলপালিশ!"

ইমাম সাহেব থমকে গেলেন। দ্রুত এসে লাশ দেখলেন। তারপর মহিলার ছেলেমেয়েদের ডেকে বললেন:
"আপনাদের আম্মাকে এখন দাফন করা যাবে না। প্রতিটি নখে নেলপালিশ। ওজু হয়নি, গোসলও হয়নি। যতক্ষণ পর্যন্ত নেলপালিশ না উঠবে, জানাজাও হবে না, দাফনও না। এটা শরীয়তের নিয়ম।"

সবার মুখ শুকিয়ে গেল।
হাত-পা কাঁপছে সবার, কান্না থেমে গিয়ে শুরু হলো উৎকণ্ঠা।
রিমুভার আনা হলো… কাজ হলো না!
কেরোসিন, ব্লেড, তুলা—কোনো কিছুতেই নেলপালিশ উঠছে না।

ততক্ষণে লাশ ফুলে গেছে।
সারা শরীর থেকে অদ্ভুত গন্ধ।
পোকা-মাকড় চারদিক দিয়ে ভিড় করছে।
নতুন বরফ এনে আবার রাখা হলো।
তবুও… নেলপালিশ কিছুতেই উঠছে না!

রাত হয়ে এলো।
এশার ওয়াক্ত পেরিয়ে গেছে।
একজন মা, স্ত্রী, মুসলিম নারী—মাটির অপেক্ষায় কষ্ট পাচ্ছেন।
সবাই ইমাম সাহেবকে অনুরোধ করলো,
"হুজুর, এমনি করে দাফন দেই না? আর রাখা যাচ্ছে না!"

ইমাম সাহেব ধীরে বলে উঠলেন,
"এই অবস্থায় দাফন করলে ওনার আজাব অনেক বেশি হবে। শরীরের যেই অংশে ওজু না হয়, সেই অংশ আগুনে পুড়ে যাবে—এটা কোনো কাহিনী না, হাদিসে আছে।"

শেষমেশ সবাই মিলে সিদ্ধান্ত নিল—
তার প্রতিটা নখ কেটে ফেলা হবে!
একটা একটা করে কাটা হলো—একটা লাশের আঘাত সহ্য করার ক্ষমতা নেই, কিন্তু আমাদের ভুলে তাকে এভাবে সহ্য করতে হলো।

ফজরের পরে তাকে দাফন করা হলো—একটা মৃতদেহ, যার ওজু সম্পূর্ণ হলো নখ হারিয়ে…!

প্রিয় বোনেরা,
এই ঘটনা আমি আমার চোখে দেখেছি।
আজও যেন সেই লাশটার ব্যথা আমার বুকের মধ্যে ঢুকে আছে।

নেলপালিশ কি এতটাই দরকার ছিল?
একটা গা শিউরে ওঠা মৃত্যু, আর একটা লাশ—যার জানাজা আটকে গেল শুধু আমাদের একটুখানি অবহেলায়।

আজও আমি আর কখনো নেলপালিশ দেই না।
আপনাদের বলি—অনেক সুন্দর মেহেদী দিয়ে হাত সাজান, ওজু হয়, পাপ হয় না।

আসুন, আজকেই প্রতিজ্ঞা করি—
"হে আল্লাহ, আমি আর নেলপালিশ ব্যবহার করবো না—তাওবা করি, তুমি ক্ষমা করো…!"

মৃত্যু তো বলে আসে না,
কারো বয়সের আগেই যেকোনো এক্সিডেন্টে মৃ*ত্যু হতে পারে.. তবে প্রস্তুতি তো আমাদের থাকা উচিত… নয় কি? 🍃

আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মৃত্যু দিন। আমাদের নখ, চোখ, মুখ—সবকিছু পাক হোক সেই শেষ যাত্রার সময়… 🤲🏻
©️
collected post

🩵 Bookings are open for upcoming Wedding season 🩵🩵🩵
For booking and price details please inbox us 📥
চাষাড়া আল জয়নাল থেকেও মেহেদী সার্ভিস নিতে পারবেন ইনশাআল্লাহ।
হোম সার্ভিস সিলেক্টেড এরিয়া গুলোতে এভেলএভেল (Only Narayanganj city)

Artist : Binte Labony
Art by : Mehedi By Binte henna cones

মেহেদী খালি পরলেই হলো না,রিভিউ টাও দেয়া জরুরি 🤓Artist : Binte Labony Art by : Mehedi By Binte  henna cones🩵 Bookings are...
18/07/2025

মেহেদী খালি পরলেই হলো না,রিভিউ টাও দেয়া জরুরি 🤓

Artist : Binte Labony
Art by : Mehedi By Binte henna cones

🩵 Bookings are open for upcoming Wedding season 🩵🩵🩵
For booking and price details please inbox us 📥
চাষাড়া আল জয়নাল থেকেও মেহেদী সার্ভিস নিতে পারবেন ইনশাআল্লাহ।
হোম সার্ভিস সিলেক্টেড এরিয়া গুলোতে এভেলএভেল (Only Narayanganj city)

আমাদের মেহেদী নিতে পারবেন ঠিকানা 👇👀

১.চাষাড়া আল জয়নাল ট্রেড সেন্টার (তিন তলা,গার্লস এন্ড গ্লোরি )
২. মুসলিম নগর, এতিমখানা মসজিদ সংলগ্ন ✅ কাছাকাছি লোকেশন
৩. পঞ্চবটি এডভেঞ্চার ল্যান্ড পার্ক সংলগ্ন
৪. বিসিক ভাংগা ক্লাব কাঁচা বাজার

👉কাছাকাছি লোকেশন👉
নয়াবাজার,শাসন গাও,আমতলা,ধর্মগঞ্জ, বক্তাবলী, নবীনগর, কাশীপুর,ভোলাইল, নসীমপুর, পশ্চিম দেওভোগ।

মেহেদী পরতে/ সার্ভিস নিতে পারবেন যেভাবে 🤌😍😍
🔴হোম সার্ভিস নারায়ণগঞ্জের সিলেক্টেড এরিয়া গুলোতে ✅
🔴চাষাড়া আল জয়নাল ট্রেড সেন্টার এসে✅

💥💥💥এছাড়া সারাদেশে হোম ডে লি ভা রিতে পাঠানো হবে মেহেদী ইনশাআল্লাহ।💥💥💥

আমাদের 📌গ্রুপ লিংক 👇

https://m.facebook.com/groups/1157015038096294/?ref=share&mibextid=NSMWBT

জুম্মা কনটেস্ট অফ Mehedi By Binte 💥💥💥 #সেই নো রিপ্লাই গেম টা!! জ্বি ঠিক ধরেছেন🫵যার কমেন্টে কোনো রিপ্লাই থাকবে না তিনিই উ...
17/07/2025

জুম্মা কনটেস্ট অফ Mehedi By Binte 💥💥💥
#সেই নো রিপ্লাই গেম টা!!

জ্বি ঠিক ধরেছেন🫵যার কমেন্টে কোনো রিপ্লাই থাকবে না তিনিই উইনার, এবার খেলেন!!😒
কিন্তু কিছু রুলস অবশ্যই মেইনটেইন করতে হবে🤚🤚

📍রুলস মেইনটেইন না করা হলে তাকে বাতিল ঘোষণা করা হবে গেম থেকে!!⛔

✅একজন শুধুমাত্র ২ টা করে কমেন্ট করতে পারবেন,
✅কোনো স্টিকার কমেন্ট গ্রহণযোগ্য হবে না!!
✅গেম খেলতে যেয়ে কাউকে মনে কষ্ট দেওয়ার মতো কোনো কমেন্ট করা যাবে না,বদ দুয়া,অভিশাপ ( বিয়ে হবে না,ডিভোর্স হয়ে যাবে,অন্য কোনো ক্ষতি হয়ে যাবে) টাইপের কোনো কমেন্ট করা যাবে না!! এই টাইপের কমেন্ট যার টাই চোখে পড়বে তাকে সরাসরি পেইজ থেকে ই ব্যান করে দেওয়া হবে!!
✅৫০জনের কম খেল্লে কনটেস্ট বাতিল।

বিশেষ নোট: ভাইদের কমেন্ট গ্রহণযোগ্য হবে না তাই নন মাহরাম দের কোনো কমেন্টের কোনো রিপ্লাই করবেন না কেউ!!

গেইম কে গেইম এর মতোই খেলুন!! সো ডোন্ট বি সিরিয়াস!! 🫶🥱

উইনার হবেন দুইজন ✌️
নো রিপ্লাই একজন আর 💥💥 যার কমেন্টে সবচেয়ে বেশি রিয়্যাক্ট আসবে সে ২য়

১ম পুরস্কার ২টি অর্গানিক মেহেদী 😍❤️
২য় পুরস্কার ১০০টাকা বিকাশ হাদিয়া😍

Mehedi By Binte পেইজের তরফ থেকে ২টি মেহেদী ও ১০০টাকা বিকাশ হাদিয়া দেওয়া হবে। 🥳🥳🥳🥳

⛔⛔সময়সীমা আগামীকাল রাত ১২টা পর্যন্ত ⚠️⚠️

Artist : Binte Labony 💦💦Art by : Mehedi By Binte  বৃষ্টি তে আমাদের মেহেদীর রঙ 🫶বেস্ট কম্বো🩷বৃষ্টির সময় কিন্তু মেহেদি হাত...
15/07/2025

Artist : Binte Labony 💦💦
Art by : Mehedi By Binte

বৃষ্টি তে আমাদের মেহেদীর রঙ 🫶
বেস্ট কম্বো🩷

বৃষ্টির সময় কিন্তু মেহেদি হাতে পরার জন্য পারফেক্ট। ✨✨
এসময় আপনার শরীরে উষ্ণ ভাবটা বেশি থাকে।আবহাওয়া ঠান্ডা থাকায় নিজেকে গরম রাখার চেষ্টা করি আমরা এ সময় বেশি। এতে করে আলাদা কোনো আফটার কেয়ার দরকার হয়না মেহেদী পরার জন্য।
হালাল মেহেদী হাতে পরলে হাত উষ্ণ রাখাটা অনিবার্য🫵। এতে করে রঙ টা খুব সুন্দর আসে।

🤌🫶আমাদের মেহেদী নিতে পারবেন ঠিকানা 👇👀

১.চাষাড়া আল জয়নাল ট্রেড সেন্টার (তিন তলা,গার্লস এন্ড গ্লোরি )
২. মুসলিম নগর, এতিমখানা মসজিদ সংলগ্ন ✅ কাছাকাছি লোকেশন
৩. পঞ্চবটি এডভেঞ্চার ল্যান্ড পার্ক সংলগ্ন
৪. বিসিক ভাংগা ক্লাব কাঁচা বাজার

👉কাছাকাছি লোকেশন👉
নয়াবাজার,শাসন গাও,আমতলা,ধর্মগঞ্জ, বক্তাবলী, নবীনগর, কাশীপুর,ভোলাইল, নসীমপুর, পশ্চিম দেওভোগ।

মেহেদী পরতে/ সার্ভিস নিতে পারবেন যেভাবে 🤌😍😍
🔴হোম সার্ভিস নারায়ণগঞ্জের সিলেক্টেড এরিয়া গুলোতে ✅
🔴চাষাড়া আল জয়নাল ট্রেড সেন্টার এসে✅

💥💥💥এছাড়া সারাদেশে হোম ডে লি ভা রিতে পাঠানো হবে মেহেদী ইনশাআল্লাহ।💥💥💥

আমাদের 📌গ্রুপ লিংক 👇

https://m.facebook.com/groups/1157015038096294/?ref=share&mibextid=NSMWBT

Artist :  Binte Labony Art by : Mehedi By Binte  henna cones🩵 Bookings are open for upcoming Wedding season 🩵🩵🩵 For book...
14/07/2025

Artist : Binte Labony
Art by : Mehedi By Binte henna cones

🩵 Bookings are open for upcoming Wedding season 🩵🩵🩵
For booking and price details please inbox us 📥
চাষাড়া আল জয়নাল থেকেও মেহেদী সার্ভিস নিতে পারবেন ইনশাআল্লাহ।
হোম সার্ভিস সিলেক্টেড এরিয়া গুলোতে এভেলএভেল (Only Narayanganj city)
আমাদের ব্রাইডাল প্যাকেজে অর্গানিক মেহেদী ফ্রী থাকবে ইনশাআল্লাহ। ✅




















হাজার ডিজাইনের ভীড়ে এই ক্যাপ ফিংগারটা Evergreen🫰মায়মুনা আপুর রিভিউ মানেই অসম্ভব সুন্দর কিছু ছবি🥹❤️‍🔥আমাদের মেহেদী নিতে প...
13/07/2025

হাজার ডিজাইনের ভীড়ে এই ক্যাপ ফিংগারটা Evergreen🫰
মায়মুনা আপুর রিভিউ মানেই অসম্ভব সুন্দর কিছু ছবি🥹❤️‍🔥

আমাদের মেহেদী নিতে পারবেন ঠিকানা 👇👀

১.চাষাড়া আল জয়নাল ট্রেড সেন্টার (তিন তলা,গার্লস এন্ড গ্লোরি )
২. মুসলিম নগর, এতিমখানা মসজিদ সংলগ্ন ✅ কাছাকাছি লোকেশন
৩. 📍পঞ্চবটি এডভেঞ্চার ল্যান্ড পার্ক সংলগ্ন 📍
৪. 📍বিসিক ভাংগা ক্লাব কাঁচা বাজার 📍

👉কাছাকাছি লোকেশন👉
নয়াবাজার,শাসন গাও,আমতলা,ধর্মগঞ্জ, বক্তাবলী, নবীনগর, কাশীপুর,ভোলাইল, নসীমপুর, পশ্চিম দেওভোগ।

মেহেদী পরতে/ সার্ভিস নিতে পারবেন যেভাবে 🤌😍😍
🔴হোম সার্ভিস নারায়ণগঞ্জের সিলেক্টেড এরিয়া গুলোতে ✅
🔴চাষাড়া আল জয়নাল ট্রেড সেন্টার এসে✅

💥💥💥এছাড়া সারাদেশে হোম ডে লি ভা রিতে পাঠানো হবে মেহেদী ইনশাআল্লাহ।💥💥💥

আমাদের 📌গ্রুপ লিংক 👇

https://m.facebook.com/groups/1157015038096294/?ref=share&mibextid=NSMWBT






















দরুদ পড়েছেন তো⁉️দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা না...
10/07/2025

দরুদ পড়েছেন তো⁉️
দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩
ছবিতে ঃ Mehedi By Binte চুলের মেহেদী 🫰🌸🌸

আমাদের মেহেদী নিতে পারবেন ঠিকানা 👇👀

১.চাষাড়া আল জয়নাল ট্রেড সেন্টার (তিন তলা,গার্লস এন্ড গ্লোরি )
২. মুসলিম নগর, এতিমখানা মসজিদ সংলগ্ন ✅ কাছাকাছি লোকেশন👉👉
পঞ্চবটি,আমতলা,ধর্মগঞ্জ, বক্তাবলী, নবীনগর, নয়াবাজার,কাশীপুর,ভোলাইল।

মেহেদী পরতে/ সার্ভিস নিতে পারবেন যেভাবে 🤌😍😍
🔴হোম সার্ভিস নারায়ণ গঞ্জের সিলেক্টেড এরিয়া গুলোতে ✅
🔴চাষাড়া আল জয়নাল ট্রেড সেন্টার এসে✅

💥💥💥এছাড়া সারাদেশে হোম ডে লি ভা রিতে পাঠানো হবে মেহেদী ইনশাআল্লাহ।💥💥💥

আমাদের 📌গ্রুপ লিংক 👇

https://m.facebook.com/groups/1157015038096294/?ref=share&mibextid=NSMWBT

আজই ঐতিহাসিক ১০জুলাই 😃😱😱ফ্রী ডেলিভারিতে আজই লাস্ট মেহেদী অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ। 🥳🥳🥳
10/07/2025

আজই ঐতিহাসিক ১০জুলাই 😃😱😱

ফ্রী ডেলিভারিতে আজই লাস্ট মেহেদী অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ। 🥳🥳🥳

বাক্স ভর্তি মেহেদী 😱😱তাও আবার ফ্রী ডেলিভারিতে নিতে পারবেন আগামীকাল ১০জুলাই,২০২৫ পর্যন্তই 🤭😃আগামীকাল ফ্রী ডেলিভারি অফার শ...
09/07/2025

বাক্স ভর্তি মেহেদী 😱😱তাও আবার ফ্রী ডেলিভারিতে নিতে পারবেন আগামীকাল ১০জুলাই,২০২৫ পর্যন্তই 🤭😃

আগামীকাল ফ্রী ডেলিভারি অফার শেষ হচ্ছে জানেন তো🫵🫵

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi By Binte posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi By Binte:

Share