Meghlatv.tv - মেঘলা টিভি

Meghlatv.tv - মেঘলা টিভি ip tv

29/06/2025

এসএসসি ১৯৮২-৮৩ বন্ধু মহলের পূর্ণ মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন
এসএসসি ১৯৮২-৮৩ ব্যাচের বন্ধু মহলের পূর্ণ মিলনীকে কেন্দ্র করে সোনারগাঁয়ে গঠন করা হয়েছে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী মো. মোশারফ হোসেন এবং সদস্য সচিব হয়েছেন শাহ আলম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: দেওয়ান হাবিবুর রহমান, মো. আনোয়ার হোসেন, শফিউদ্দিন, আ. হাই সিকদার বাবুল, মনিরুজ্জামান, হাজী এম এ জামান, মোতালেব মিয়া স্বপন, জানে আলম, মোহাম্মদ আলী, মোক্তার হোসেন, মনির হোসেন, মো. আনোয়ার হোসেন, আল মুজাহিদ, মুক্তার হোসেন মিন্টু, মনিরুজ্জামানসহ আরও অনেক বিশিষ্ট বন্ধু সদস্য। এছাড়াও, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মো. শাহজাহান মেম্বার ও মোহাম্মদ আলী।
সোনারগাঁ জি.আর. স্কুল অ্যান্ড কলেজ শাখা কমিটি
একই উপলক্ষে সোনারগাঁ জি.আর. স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রিক একটি পৃথক আহ্বায়ক কমিটিও গঠিত হয়েছে।
এই কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন হাজী এম এ জামান এবং সদস্য সচিব নির্বাচিত হলেন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক একাউন্ট এন্ড ফিন্যান্স অফিসার মো. আনোয়ার হোসেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন: মোতালেব মিয়া স্বপন, জানে আলম, সোহরাব মোল্লা, ফরিদ উদ্দিন আহমেদ বকুল, হাজী আমির হোসেন, আবুল হাসেম, মাহাবুব মোল্লা নিলু, আবুল বাশার, আব্দুর রউফ, মো. শাহজাহান মাস্টার, মো. ফরিদ হোসেনসহ আরও অনেকে।
দল মত নির্বিশেষে এই পূর্ণ মিলনী আয়োজনের মাধ্যমে দীর্ঘদিন পর প্রিয় বন্ধুরা একত্রিত হয়ে পুরনো স্মৃতিচারণ ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

28/06/2025

সোনারগাঁওয়ে ঝমকালো আয়োজনে এসএসসি-'৯৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠিত
মাসুদ রানা
'এসো স্মৃতির প্রঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে' এই শ্লোগানে
ঝমকালো আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের এসএসসি- '৯৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। প্রিয় বন্ধুদের বেজ ও ফুল দিয়ে বরণ করে দিনব্যাপী স্বাগত বক্তব্য, ফটোসেশান, স্মৃতিচারণ, মুক্ত আলোচনা ও প্রীতিভোজসহ বর্ণাঢ্য নানা আয়োজন করা হয়। '৯৪ ব্যাচের শিক্ষার্থী মোঃ আশরাফ উদ্দিনের পৃষ্ঠপোষকতায় এ মিলনমেলার আয়োজন করা হয়।
মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের এসএসসি- '৯৪ ব্যাচের শিক্ষার্থী ও আনিরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বলেন, এসএসসি- '৯৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠানটি আমার একার নয়, অনুষ্ঠান '৯৪ ব্যাচের সকল বন্ধুদের। আমি আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী। আমি মনে করি এই নির্বাচন '৯৪ ব্যাচের বন্ধুদের নির্বাচন। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে আমার প্রাণপ্রিয় '৯৪ ব্যাচের বন্ধুরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বলে আমি আশা রাখি।
পুনর্মিলনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহপাঠী কামাল মোল্লা। এ সময় '৯৪ ব্যাচের সহপাঠীদের পরিবারের সবাই উপস্থিত ছিলেন। দুপুরে খাবারের পড়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পুনর্মিলনির শেষ পর্বে লটারির মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়। প্রথম পুরষ্কার হিসেবে বিজয়ী মনি আক্তার পেয়েছেন এসি।
দ্বিতীয় পুরষ্কার হিসেবে বিজয়ী মরিয়ম পেয়েছেন এলইডি টিভি এবং তৃতীয় পুরষ্কার হিসেবে বিজয়ী মোর্শেদা পেয়েছেন মাইক্রোওভেন। তবে ৪র্থ পুনস্খার পেয়েছেন শাহনাল পলু, ৬ষ্ঠ পুরষ্কার বিজয়ী স্মার্ট মোবাইল, ৭ম পুরস্কার জাহাঙ্গীর হোসেন, ৮ম মোজাম্মেল, ৯ম পুরষ্কা স্মার্ট মোবাইল, ১০ম পুরস্কার পেয়েছেন তাজউদ্দীন স্মার্ট মোবাইল, ৪র্থ থেকে ১০ম পুরষ্কার বিজয়ীরা সবাই স্মার্ট মোবাইল ফোন পেয়েছেন। নিশ্চিত উপহার হিসেবে উপস্থিত সকল বন্ধুদের দেয়া হয় ফ্রাইপেন ও মগ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, আকতার মাহমুদ ও মোঃ খোকন মিয়া, নিউজ কভারেজ করেন, সোনারগাঁ ঈসাখাঁ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক রূপবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ রানা ও সোনারগাঁও দর্পনের মোকাররম মোল্লা মামুন, দৈনিক ইনকিলাবের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও সোনারগাঁও প্রেসক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, খাবারের মনোরম পরিবেশ ও রান্নার তদারকি দায়িত্বে ছিলেন শাহনাল পলু, বেজপিন ও ফুল দিয়ে বরণ করেন, এম এইচ মিলন, জহিরুল ইসলাম রিপন, আমেনা আক্তার, পাপিয়া, মিনহাজ, আইসক্রিম ও কফির আনন্দ ভাগাভাগি করেন বেলায়েত হোসেন, মফিজুল ইসলাম ও কামাল ভূইয়া। অনুষ্ঠানে '৯৪ ব্যাচের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মোঃ আশরাফ উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দ্বিতীয় সম্মাননা স্মারক প্রদান করা হয় সহপাঠী আশরাফ জাহান কনককে। পুনর্মিলনী উপস্থিত ছিলেন, ঞ্জুর হোসেন, তৌফিক, কামাল হোসেন, পরবর্তীতে '৯৪ ব্যাচের সকল বন্ধুদের জন্য দোয়া ও মঙ্গল কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

28/06/2025

সোনারগাঁ থানা রোডের কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

28/06/2025

নিউইয়র্ক থেকে

28/06/2025

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির আয়োজিত সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক
মোতালেব কমিশনার, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি
হাজ্বী কিসমত আলী, সোনারগাঁও পৌরসভার শ্রমিক দলের আহবায়ক আবুল হোসেন,
সোনারগাও উপজেলা যুবদল রাকিব হাসান,মোগরাপাড়া যুবদলের সদস্য সচিব
মো: আরিফুল ইসলাম, সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম - আহবায়ক জাহের আলী ও আল আমিন, যুবদল নেতা আরিফ হোসেন বাবু।
আরো উপস্থিত ছিলেন, শ্রমিক দল নেতা,আমিনুল ইসলাম মিন্টু, রোকন,উজ্জ্বল, রিফাত, জাহাঙ্গীর, নূর আলম।
যুবদল নেতা,ইয়াফি হামিদুল,লিটন, মাসুম।
সভাপতিত্ব করেন, মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক মো: জুয়েল রানা।
সঞ্চালনায়,মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মো:ইলিয়াস শাহ।

27/06/2025

সোনারগাঁয়ে এক নবজাতকের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্ত দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘এ....

27/06/2025

বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ভূমিদস্যু ,আন্তঃজেলা ডাকাত দলের সরদার ঝন্টু ব্যাপার ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার (২৭ জুন),শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দলের ক্ষমতার অপব্যবহার করে জোর জবরদস্তি জমি দখল করে এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করে, অবৈধ ভাবে ১০-১২ জন ভুক্তভোগীর জমি জমা আত্মসাৎ করে শূন্য থেকে বনে জান কোটিপতি। তিনি ছিলেন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার প্রভাবে এলাকাবাসী মুখ খুলতে ভয় পেতো। দরিদ্র অসহায় এলাকাবাসী এই ভূমিদস্যুর ও তার সহযোগীদের হাত থেকে মুক্তি চায়। অসহায় এলাকাবাসী তাদের জমি ফেরত চান এই ভূমিদস্যু ঝন্টু ব্যাপারী থেকে । মানববন্ধনে ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসী জানান, হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় ঝন্টু বেপারী ও তার সহযোগিরা দীর্ঘ দিন ধরে এলাকায় জোরপূর্বক জমি দলখ,অবৈধ কার্যকলাপ সহ নানা অপকর্ম করে আসছে। এদের বিরুদ্ধে কেউ মুখ খুললে খুন করার হুমকি সহ তাদের শারীরিক নির্যাতনের মাধ্যমে এলাকা ছাড়া করেন । জমির দলিল, খাজনা, মিউটিসন থাকার পরেও নিরীহ মানুষের জমি জোরপূর্বক দলখ করে হয়রানি করে আসছে এই ভূমিদস্যুরা। তাদের বিরুদ্ধে হিজলা থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। এরই প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবী, এই মামলাবাজ ভূমিদস্যু ঝন্টু বেপারী ও তার সহযোগীদের হাত থেকে নিরীহ মানুষেরা মুক্তি চায় । নিরীহ মানুষেরা বাঁচতে ও তাদের জমি ফেরত চায়।

27/06/2025

সোনারগাঁয়ে মানবিক আনোয়ার হোসেনের নামে মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ।

26/06/2025

✅ সোনারগাঁয়ে লেবার সাপ্লাই সার্ভিস — এখন আপনার কাজ হবে আরও সহজ!

সোনারগাঁয়ে প্রথম আমরাই দিচ্ছি লেবার সাপ্লাই।
আপনি কি মাটি কাটার কাজসহ বিভিন্ন নির্মাণ কাজের জন্য দক্ষ লেবার খুঁজছেন?

আমরা দিচ্ছি বিশ্বস্ত, অভিজ্ঞ এবং পরিশ্রমী লেবার সরবরাহ পরিষেবা।
👉 মাটি কাটা
👉 নির্মাণ কাজ
👉 রড-বালুর কাজ
👉 আনলোডিং / লোডিং
👉 অন্যান্য দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক

💼 যেকোনো প্রজেক্টে, যে পরিমাণ দরকার — আমাদের কাছ থেকে পাবেন সময়মতো ও নির্ভরযোগ্য লেবার সাপ্লাই।

📞 যোগাযোগ করুন:
অফিস- সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের পিছনে।
📍 সোনারগাঁ, নারায়ণগঞ্জ
📱 মোবাইল:01823-470038.01997-135161
📧 ইমেইল bbcpressnews@gmail

26/06/2025

সোনারগাঁয়ে জমি কিনুন, স্বপ্নের ঠিকানা গড়ে তুলুন!

জমির পরিমান : ৩, ৫, ৭ ও ১০ কাঠা এবং চাহিদামতো জমি দেওয়া হবে।
হালনাগাদ কাগজ সহ নিস্কন্টক জমি।

পানি, বিদ্যুৎ ও রাস্তা সহ নিরিবিলি পরিবেশ
উন্নয়নাধীন হাউজিং প্রকল্পের পাশে
প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা

📞 যোগাযোগ করুন এখনই!

অফিস- সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের পিছনে।
📲 মোবাইল: 01997135161-01823470038 তে
📧 ইমেইল bbcpressnews@gmail
আজই বুকিং দিন জমির দাম দ্রুত বাড়ছে!

25/06/2025

সোনারগাঁয়ে জমি কিনুন, স্বপ্নের ঠিকানা গড়ে তুলুন!

জমির পরিমান : ৩, ৫, ৭ ও ১০ কাঠা এবং চাহিদামতো জমি দেওয়া হবে।
হালনাগাদ কাগজ সহ নিস্কন্টক জমি।

পানি, বিদ্যুৎ ও রাস্তা সহ নিরিবিলি পরিবেশ
উন্নয়নাধীন হাউজিং প্রকল্পের পাশে
প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা

📞 যোগাযোগ করুন এখনই!
সাংবাদিক, জহিরুল ইসলাম সিরাজ, চেয়ারম্যান- মেঘলা টিভি।
অফিস- সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের (সরকারী হাসপাতাল।) পিছেনে।
📲 মোবাইল: 01997135161-01823470038 তে

আজই বুকিং দিন জমির দাম দ্রুত বাড়ছে!

23/06/2025

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে শ্রমিক দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ জুয়েল রানা আহ্বায়ক ও মোঃ ইলিয়াস শাহ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
তারা বলেন,সোনারগাঁ থানা বিএনপি'র সভাপতি আজহারুল ইসলাম মান্নানের হাতকে শক্তিশালী করতে আমরা সরবদা কাজ করে যাব। আমরা সকলের দোয়া চাই।

Address

Sonargaon Upazila Health Complex Gate, Sonagaon, Dhaka
Narayanganj
1440

Alerts

Be the first to know and let us send you an email when Meghlatv.tv - মেঘলা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meghlatv.tv - মেঘলা টিভি:

Share