Tolaram College Short Stories

Tolaram College Short Stories সাড়ে ৭ একরে আপনার না বলা যেকোনো গল্প, নিজেদের সুন্দর মুহূর্ত— নির্দ্বিধায় পাঠাতে পারেন এখানে....
(1)

আজকে থেকে আমরা বেস্টফ্রেন্ড, কখনোই ছেড়ে যাবো না কেউ কাউকে 🥺🤝
01/10/2025

আজকে থেকে আমরা বেস্টফ্রেন্ড, কখনোই ছেড়ে যাবো না কেউ কাউকে 🥺🤝

ইংরেজি বিভাগ বাংলাদেশের লন্ডন (সিলেট) গেলেই ইতিহাস হয়ে যাবে।
01/10/2025

ইংরেজি বিভাগ বাংলাদেশের লন্ডন (সিলেট) গেলেই ইতিহাস হয়ে যাবে।

কাশফুল × তুমি × আমি × তোলারাম। পূজার দীর্ঘ বন্ধে শরৎ নেমে এসেছে তোলারামে। কলেজ খোলার পরে না পাইলে আমার দোষ নাই।
30/09/2025

কাশফুল × তুমি × আমি × তোলারাম।
পূজার দীর্ঘ বন্ধে শরৎ নেমে এসেছে তোলারামে। কলেজ খোলার পরে না পাইলে আমার দোষ নাই।

আমারো, কেন এমন হয়?
30/09/2025

আমারো, কেন এমন হয়?

সম্ভবত!
30/09/2025

সম্ভবত!

— নাসরিনফিলোসোফি ডিপার্টমেন্ট
29/09/2025

— নাসরিন
ফিলোসোফি ডিপার্টমেন্ট

বলো সখি?
29/09/2025

বলো সখি?

ইংরেজি বিভাগ (২০১৮-১৯) সেশনের ফেয়ারওয়েল নোটগুলা আজ আবার সামনে আসলো। আপনাদেরগুলা কই?
28/09/2025

ইংরেজি বিভাগ (২০১৮-১৯) সেশনের ফেয়ারওয়েল নোটগুলা আজ আবার সামনে আসলো। আপনাদেরগুলা কই?

নটর ডেম কলেজ নিয়ে যাচ্ছে NASA তে। আর আমাদের স্যারেরা ট্যুরে গেলে সকালে গিয়ে সন্ধার আগেই কলেজে থাকতে চায় 😑
28/09/2025

নটর ডেম কলেজ নিয়ে যাচ্ছে NASA তে। আর আমাদের স্যারেরা ট্যুরে গেলে সকালে গিয়ে সন্ধার আগেই কলেজে থাকতে চায় 😑

28/09/2025

আমাকে যখন কেউ বলে- তোমার ফিউচার প্লান কি?

আমার তখন শুধু মাথায় আসে দু কামরার ছোট্ট একটা বাড়ি,সাথে লাগোয়া বারান্দা আর এক চিলতে উঠান।

যে উঠান জুড়ে স্বপ্ন বুনে বেড়াবে আমার গর্ভজাত পরীর মতো কোনো মেয়ে। বিকেল হতেই শুরু হবে আমার অপেক্ষা। এমন একটা মানুষের অপেক্ষা, যাকে আমি সঁপে দিয়েছি সমস্ত জীবন। সন্ধা হতেই বাড়ির পাশে গরুর গোয়ালে গরুদের ডাক আর পুকুর জুড়ে হাঁসের প্যাঁক প্যাঁক।রাতে শুরু হবে আমার সুখের সংসারের গল্প। কোনো কোনো পূর্ণিমা রাতে সে আর আমি পুকুর পাড়ে বসে জোৎস্না বিলাস করবো।

আপাতত এই ছাড়া আমার কোনো ফিউচার প্লান নেই।

আমি চাই,মায়ের মতো একটা সংসার হোক আমার। যেখানে দৈন্যতা থাকলে ও অপূর্ণতা বলে কিছু থাকবে না।

©Shahina

পরামর্শ দেন...
28/09/2025

পরামর্শ দেন...

⚠️ মেয়েদের জন্য সতর্কবার্তা ⚠️আজকে আমার সাথে খুবই অস্বস্তিকর একটি ঘটনা ঘটেছে। অভিজ্ঞতাটা শেয়ার করছি যেন অন্য মেয়েরা আ...
27/09/2025

⚠️ মেয়েদের জন্য সতর্কবার্তা ⚠️

আজকে আমার সাথে খুবই অস্বস্তিকর একটি ঘটনা ঘটেছে। অভিজ্ঞতাটা শেয়ার করছি যেন অন্য মেয়েরা আগেভাগে সতর্ক হতে পারেন।

আমাদের কলেজের আইডি কার্ডে সাধারণত ফোন নম্বর থাকে। আমরা অনেকেই ভাবি—এটা তো বড় কিছু নয়, কে-ই বা দেখবে! কিন্তু এই নম্বর থেকেও বিপদ হতে পারে।

আমি প্রায়ই ট্রেনে করে কলেজে যাই। পরশুদিন কয়েকজন ছেলে আমার আইডি কার্ড দেখে নম্বর নিয়ে নেয়। ট্রেন থেকে নামার পর তারা আমাকে কল দেয় এবং কথা বলতে চায়। আমি জিজ্ঞেস করলে নম্বর কোথা থেকে পেয়েছে, তারা এড়িয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে ব্লক করে দিই। কিন্তু ব্লক করা সত্ত্বেও বারবার কলের নোটিফিকেশন আসতে থাকে।

আমার সেই নম্বর একেবারেই ব্যক্তিগত—ফ্যামিলি ও ঘনিষ্ঠ বন্ধু ছাড়া কারো জানা নেই। পরের দিন হঠাৎ এক মহিলা (যিনি ওই লোকটির স্ত্রী) অন্য নম্বর থেকে আমাকে কল দেন। তিনি জানতে চান আমি কে। আমি পুরো ঘটনাটা তাকে খুলে বলি। পরে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলেন। সেখানে জানতে পারি, তার স্বামী শুধু আমার নম্বর নিয়েই থামেননি—আরও ২–৩ জনকে দিয়ে দিয়েছেন এবং তারা আমাকে মেসেজও করেছে।

ভাবতে কষ্ট হয়—একজন পুরুষ কতটা খারাপ হলে, ঘরে স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও, কোনো মেয়ের অনুমতি ছাড়া তার নম্বর নিয়ে এভাবে হয়রানি করতে পারে!

যাই হোক, ওই আপু অনেক কষ্ট করে বিষয়টা সমাধান করেন এবং আমার কাছে দুঃখপ্রকাশ করেন।

আমার এই পোস্টের উদ্দেশ্য সবাইকে সচেতন করা। যাদের আইডি কার্ডে ফোন নম্বর লেখা আছে, দয়া করে সেই নম্বর টুকু যতটা সম্ভব টেপ বা স্টিকারে ঢেকে রাখুন, তবে এমনভাবে নয় যে একেবারেই দেখা যাবে না—কারণ প্রয়োজনের সময় লাগতে পারে।

বিশেষ করে মেয়েদের বলছি: নিজের নিরাপত্তার জন্য অবশ্যই সতর্ক থাকুন। 💜

Address

Allama Iqbal Road
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Tolaram College Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tolaram College Short Stories:

Share

Category