Tolaram College Short Stories

Tolaram College Short Stories সাড়ে ৭ একরে আপনার না বলা যেকোনো গল্প, নিজেদের সুন্দর মুহূর্ত— নির্দ্বিধায় পাঠাতে পারেন এখানে....
(1)

আর্জেন্টিনার মাঠ থেকে মেসির বিদায়ে দর্শকরা দিলেন মেসিকে ভালোবাসা৷ আর মেসি সবাইকে উপহার দিলেন দুটো গোল। কেউ কেউ চলে যাওয়া...
05/09/2025

আর্জেন্টিনার মাঠ থেকে মেসির বিদায়ে দর্শকরা দিলেন মেসিকে ভালোবাসা৷ আর মেসি সবাইকে উপহার দিলেন দুটো গোল। কেউ কেউ চলে যাওয়ার সময় এভাবেই পদচিহ্ন রেখে যায়। যা কখনও মুছে ফেলা যায় না।

প্রিয় কাঠগোলাপ কেমন আছিস? তুই আমার না আজ প্রায় ৩ বছর। তবুও তোকে তোর হাজব্যান্ড এর সাথে দেখলে বুকটা কেমন করে ওঠে। জানিস...
04/09/2025

প্রিয় কাঠগোলাপ কেমন আছিস? তুই আমার না আজ প্রায় ৩ বছর। তবুও তোকে তোর হাজব্যান্ড এর সাথে দেখলে বুকটা কেমন করে ওঠে। জানিস এখনও মানতে কষ্ট হয় যে তুই আর আমার না। হ্যা তুই যাওয়ার পর আমার জীবনে অন্য একজন এসেছে। কিন্তু বিশ্বাস কর তোর মতো করে কাউকে কখনো এতোটা ভালোবাসতে আর ফীল করতে পারবো না। তুই চাইলেই আমার হতে পারতি কিন্তু হইলি না।
তুই আমার হইলে কিন্তু মন্দ হতো না।

ইতি
🌚🌚

গত ৩ তারিখ পরীক্ষায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সম্পর্কিত আপডেট:তোলারাম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র রবিউলের মোবাই...
04/09/2025

গত ৩ তারিখ পরীক্ষায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সম্পর্কিত আপডেট:

তোলারাম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র রবিউলের মোবাইল হারানোর ঘটনায় সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে কে নিয়েছে। বারান্দায় মুখও পরিষ্কার দেখা যাচ্ছে। পরবর্তী এক্সামে তাকে সবার ধরা কোন ব্যাপার না। তার ব্যাপারে সকল তথ্য আছে আমাদের কাছে। তবে আমরা চাই না এই বিষয়টি বড় আকার ধারণ করুক এবং থানায় মাম'লা করতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যৎ ক্যারিয়ার ও জীবনে বড় ধরনের সমস্যা তৈরি হবে।

শেষবারের মতো সতর্ক করে বলছি— আজকের মধ্যেই রবিউলের মোবাইল ফেরত দিন অথবা পেজের ইনবক্স/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। কথা দিচ্ছি পরিচয় গোপন রাখা হবে। তবে সময়মতো ফেরত না এলে ছবি-ভিডিওসহ থানায় মাম'লা করা হবে।

মো ইমন হোসেন
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
01842990367

🥹
04/09/2025

🥹

03/09/2025

আজ নারায়ণগঞ্জ মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন সময়ে জাহানারা ইমাম ভবনের ৪র্থ তলায় একটি মোবাইল ফোন হারিয়ে গেছে।

পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা নিয়মমতো মোবাইল ফোনগুলো ক্লাসের সামনে রেখে দেয়। কিন্তু দুঃখজনকভাবে, সরকারি তোলারাম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র রবিউল পরীক্ষা শেষে তার মোবাইল ফোনটি খুঁজে পাননি। পরবর্তীতে ফোনে কল করলে দেখা যায় মোবাইলটি বন্ধ, অথচ পরীক্ষার আগে সেটি চালু ছিল।

সেই কক্ষে ইসলামের ইতিহাস, সমাজকর্ম ও দর্শন বিভাগের মোট ৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। যদি কেউ নিজের অজান্তে ভুলবশত রবিউলের মোবাইল ফোনটি নিয়ে থাকেন, তবে অনুরোধ রইলো—দয়া করে দ্রুত সেটি ফেরত দিন।

রবিউল বরিশাল থেকে এসে নারায়ণগঞ্জে পরীক্ষা দিচ্ছে। এখানে তার নিজস্ব থাকার জায়গা নেই; বর্তমানে তিনি বন্ধুর বাসায় অবস্থান করছেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে ফোনটি ফেরত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

আমি কথা দিচ্ছি যদি কেউ মোবাইলটি ফেরত দেন, তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। প্রয়োজনে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করতে পারেন।

তবে দুঃখের বিষয় হলো, যদি মোবাইলটি ফেরত না আসে, তাহলে আগামীকাল মোবাইলের আইএমইআই নম্বর দিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য হব। সেইসাথে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা হবে।

সবাইকে আবারও অনুরোধ করা হচ্ছে যদি ভুলবশত মোবাইলটি আপনার কাছে চলে গিয়ে থাকে, তবে দয়া করে দ্রুত ফেরত দিয়ে একজন দূর থেকে এসে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর সমস্যার সমাধান করুন।

ব্যাপারটা উত্তেজনার 😶
03/09/2025

ব্যাপারটা উত্তেজনার 😶

😶
03/09/2025

😶

03/09/2025

একদিন চুপচাপ ৫ বছরের সম্পর্ক থেকে বের হয়ে আসলাম।
অনেকদিন কেউ কারণ জিজ্ঞেস করে নি, ভাবতো কষ্ট পাবো। সত্য, বেশ কষ্ট পেতাম।
অনেকদিন পর হুট করে এক বিকেলে এক বন্ধু জিজ্ঞেস করলো, কেন ?
- আমার প্রিয় ফুল জানতো না।
- তো ?
কতক্ষণ তাকিয়ে থেকে বললাম, বেলা পড়ছে, চলো চা নাস্তার আয়োজন করি।
আমার প্রিয় ফুল দোলনচাঁপা। পাঁচ বছরে আমাকে কখনো নিজ থেকে এক তোড়া দোলনচাঁপা এনে দেয় নাই। আমিও কখনো চাই নাই,চাইলে বলতো, পাওয়া যায় না। অথচ আমি দেখতাম কয়েকটা মোড়ে ফুলের দোকানে দোলনচাঁপার তোড়া। দোকানগুলো দেখলে হাঁটার গতি কমিয়ে দিতাম, যদি কোনোভাবে বুঝে, একটু ফুল চাই আমি। সে জানতো আমার ফুল পছন্দ, কী ফুল জানতো না। কখনো জানতেও চায় নাই।

বিকেলের সেই বন্ধু অনেকদিন পর আবার জিজ্ঞেস করলো, কেবল ফুল জানতো না তাই ?
- না।
- তবে ?
- প্রিয় রং জানতো না। শরত পছন্দ জানতো না, কাশফুল দেখাতে নিতো না। চিঠি লিখতো না। এক গোছা চুড়ি কখনো হাতে নিয়ে আসতো না। এক পাতা টিপ কখনো দেয় নি।এই তো।
- এসব তো খুবই অগুরুত্বপূর্ণ বিষয়। আর কিছু হয় নি ?

সেদিনও প্রসঙ্গ ঘুরিয়েছিলাম। তারপর গভীর রাত পর্যন্ত চোখের জল ফেলেছি।কীভাবে বুঝাই, কেন একটা দোলনচাঁপার তোড়া, একটা চিঠি,এক গোছা চুড়ির মত সামান্য জিনিস নিয়ে এত বছরের সম্পর্ক ছেদ করে আসলাম ! অনেক সময় অনেক ভাবে বলতে চেয়েছি, জানো,আমার ছোট কালো টিপ দরকার। সরাসরি বলেছি, ঘুরিয়ে বলেছি। কখনো রাস্তার পাশের ঝুড়ি থেকে এক পাতা নিয়ে বলে নাই, দেখো তো, এমন চলবে ? চাইতে চাইতে ক্লান্ত হয়ে একসময় চাওয়া বন্ধ করে দিলাম,কিন্তু চোখের জল বন্ধ হয় না। একসময় ভাবতাম সব ঠিক হয়ে যাবে, একটু শেখাতে হবে, বুঝাতে হবে, তারপর অনেকটা সময় কেটে গেলো বলতে বলতে, বুঝলাম, কখনো ঠিক হবে না,যদি হতো, তবে হয়ে যেতো।

এরও অনেকবছর পর আবার প্রেমে পড়েছিলাম। তৃতীয় সাক্ষাতে হাঁটতে হাঁটতে যখন একটা ফুলের দোকান পড়লো, সে জিজ্ঞেস করলো, একটা দরকারি প্রশ্ন,তোমার প্রিয় ফুল কী ? কিনে দেই ?

চোখ ছলছল করে উঠলো, প্রিয় ফুলের মত এত অগুরুত্বপূর্ণ বিষয়ে কেউ জিজ্ঞেস করে ?

- প্রিয় ফুল
৩১.০৮.২০২৪

©নিশাত তাসনিম ফারিহা

03/09/2025

প্রিয় আদরের মানুষ,
কতদিন হলো তোর বিদঘুটে হাসিটা শুনিনা। তোর অহেতুক কথাবার্তা কিংবা হুটহাট মন খারাপের কথাগুলোকে আজকাল বড্ড মিস করি।তোর মায়াবি মুখটা দেখার জন্য মন আঁকুপাঁকু করে। তোর বোঁচা নাকটাকেও মিস করি হাহা। ছোট ছোট কারনে আমার উপর তোর অভিমানকেও মিস করি। তোরে বলার জন্য কত কথা জমে আছে আমার যা আর কখনো বলা হবেনা। তুই যাওয়ার পর থেকে সবকিছু বিষাদে ঢেকে গেছে। তুই ছাড়া জীবনটাকে দু:স্বপ্নের মতই দীর্ঘ লাগে। কি নির্মম সত্য যে তোরে ভুলবো এই সাহসটা এখনো করতে পারি নাই। জানিনা আর কত সময় পরে নিজেকে আবার ফিরে পাব আদৌ পাবো কিনা জানিনা। সে তোর যত্ন ঠিকমতো নেয়তো, তোর মন খারাপ কি বুঝতে পারে? সামান্য অবহেলায় অভিমানে যখন নাক ফুলিয়ে থাকিস তখন কিভাবে তোকে মানায়? খুব জানতে ইচ্ছে করে। বড্ড বেশি মনে পড়ে তোকে।

ইতি
আগন্তুক

02/09/2025

প্রেমিকা,
যদিও তুমি আমার আর প্রেমিকা নও, প্রাক্তন হয়ে গেছো বলে দাবী করো। কিন্তু আমি দেশের আর সব দাবীর মতো এই দাবীতে সংহতি জানাইতে ভয় পাই। আমার জীবনাশঙ্কা অনুভব হয়। আমি ভয় পাইলেও তুমি খুব সাহসের সঙ্গে জানিয়ে গেছো গত ১০০ এর'ও বেশি দিন। সেপ্টেম্বরে নাকি ভালো কিছু আসে মানুষের জীবনে? আমি বিশ্বাস করা শুরু করেছিলাম তুমি আসার পর থেকেই। কারণ তোমার সঙ্গে দেখা এই সেপ্টেম্বরেই। সেই বিশ্বাসটা আজীবন ধরে রাখতে পারলে বোধয় শান্তি পেতাম। তোমাকে পাইতাম তুমিও পাইতা এমন একটা মানুষকে যে তোমার দিকে তাকিয়ে কথা না বললে তোমার কষ্ট হতো।

আমাদের এভাবে হারাতে হলো কেন অপরকে? নাকি শুধু তুমিই হারিয়েছো আমাকে? প্রশ্ন রাখতে পারি। যার উত্তর আজীবনও মিলবে না আমি জানি। সম্পর্কে স্পেস দেয়ার মানে তোমাকে হারিয়ে ফেলা জানলে তোমাকে ঐ স্পেসটাই হয়তো কখনো দিতে চাইতাম না। তোমার মানসিক চাপ, এটার ওটার প্যারা সবকিছু থেকে প্রেশারমুক্ত থাকতে চেয়েছিলে যেনো থাকি নিজের মতো, তুমিও তাই থাকবে। ফলাফল জঘন্যভাবে আমাকে ছেড়ে গেলে। তোমার এই ছেড়ে যাওয়ার ব্যাপার কেউ জানবে না প্রেমিকা। তুমি একটা ফুলের মতো থাকবে আজীবন। যারা আমাদের ব্যাপারে জানে তারা তোমার কথা জিগ্যেস করলে বলি, দোষ আমার, তুমি যেমন জানাও অন্যদেরকে।

প্রেমিকা,
রঙিন চোখে আজকাল আকাশ ঠিক কেমন দেখো? এতো এতো নক্ষত্র! তাইনা? নক্ষত্র গুনতে গুনতে চাঁদকে অবহেলা স্পর্ধা দেখাতে পারাটা তোমার পক্ষে কিভাবে সম্ভব হয়ে গেলো ভাবতে গেলে সিগারেটের প্যাকেট, রাত, স্বাভাবিক জীবনের আয়ু শেষ হয়ে আসে। তোমার কিভাবে কাটে আমি জানি না। আমার চেয়ে ভালো নিশ্চয়ই। ভালো থাকো, জীবন সফলতায় ভরে উঠুক; অনেকদূরে যাও, যেই যাত্রার একমাত্র সঙ্গী হিসেবে আমাকে চেয়েছিলে কখনো...

ইতি
যে কোনো পরিচয়েই তোমার না

02/09/2025

আমি এমন মহান কোনো ব্যক্তি নই যে, আমি তোমাকে ক্ষমা করে দিবো। কারণ তুমি আমার সোনালি জীবনটা ধ্বংস করে দিয়ে গেছো। শুধু তাই নয়, আমার পরিবারের সপ্নটাও শেষ করে দিয়ে গেছো।
সবাইকে ক্ষমা করা যায় না। আমি তোমাকে আজীবন অভিশাপ দিয়েই যাবো। প্রতিটি মুনাজাতে অভিশাপ দিয়েই যাবো।

ইতি
ছদ্মনাম- ডাকপিয়ন
২০১৮-১৯ ব্যাচ
সরকারি তোলারাম কলেজে।

Address

Allama Iqbal Road
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Tolaram College Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tolaram College Short Stories:

Share

Category