Rohan-Ul-Islam Rubel

Rohan-Ul-Islam Rubel আগামীর পথে বিএনপির সাথে
(5)

09/06/2025
06/01/2025

মেজর জিয়াই ছিলেন বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আন্তরিক কু...
05/01/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আন্তরিক কুশল বিনিময় করেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

আজ ৫ জানুয়ারি ২০২৫, রোজ: রবিবার, রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

#খালেদাজিয়া #বিএনপি

"দলের জন্য ত্যাগ, পরিশ্রম এবং একনিষ্ঠ ভালোবাসাই আমার আসল নেতৃত্ব"
05/01/2025

"দলের জন্য ত্যাগ, পরিশ্রম এবং একনিষ্ঠ ভালোবাসাই আমার আসল নেতৃত্ব"

"রূপগঞ্জ রূপ ফিরিয়ে আনব ইনশাআল্লাহ"-দিপু ভূঁইয়া
04/01/2025

"রূপগঞ্জ রূপ ফিরিয়ে আনব ইনশাআল্লাহ"
-দিপু ভূঁইয়া

রাইসা ইসলামের কথা গুলো পড়েন, আশা করি উত্তর দেবেন। নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলন'র আয়-ব্যয় কিভাবে হচ্ছে তা জানতে চ...
02/01/2025

রাইসা ইসলামের কথা গুলো পড়েন, আশা করি উত্তর দেবেন। নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলন'র আয়-ব্যয় কিভাবে হচ্ছে তা জানতে চেয়েছেন, নারায়ণগঞ্জ থেকে জমায়েতে যোগ দেয়া শিক্ষার্থী- কমেটে মুল স্ট্যাটাস লিঙ্ক দেয়া।

-প্রথমে বলেছিলেন "জুলাই বিপ্লবের" ঘোষণা হবে তারপর শুনলাম "মার্চ ফর ইউনিটি" হবে!! তবুও যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেহেতু প্রোগ্রামে এটেন্ড করলাম!! দিনশেষে দেখি সবাই নেতা হতে চায় ! ক্ষমতার লোভ পেয়ে বসেছে!!
-ফেরার পথে যা শুনলাম তা তো আলহামদুলিল্লাহ! স্ব-ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়ক সহযোদ্ধা ভাইয়েরা আমাদের নারায়ণগঞ্জ জেলার জন্য ১০ বাসে বরাদ্দ ১ লক্ষ টাকা হুজুরদের (নারায়ণগঞ্জের সংগঠকদের) হাদিয়া দান করেছে! এই ১০ বাসে যে বা যারা যাচ্ছে তাদের মাথাপিছু ২০০/- টাকা (এড করি যেটা আমাকে সাধা হয়েছে)! এখন প্রশ্ন হচ্ছে নারায়ণগঞ্জের ১ লক্ষ টাকা গ্রহনকারী এবং ভাগাভাগি কারী হুজুর'রা (সংগঠক) কে/কারা তা এই নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী বৃন্দ কেউই জানি না!!
-কেন্দ্রীয় সমন্বয়ক'গন নারায়ণগঞ্জের জন্য ১ লাখ বরাদ্দ রাখলে বাকি জেলা প্রতি কতো লাখ/কোটি বরাদ্দ করেছিলেন.? এই টাকার উৎস কি..? যারা গতকালের প্রোগ্রামে গিয়েছিলাম তারা কি টাকার জন্য গিয়েছিলাম.?
-আমরা যারা চাষাড়া অব্দী আসলাম তাদের টাকা সাধা হলো তাহলে বাকি যারা মধ্য রাস্তায় নেমে গেলো তাদের টাকা গুলো কার পকেটে গেলো.?? ছাত্রলীগ/আওয়ামীলীগ তো একই কাজ করতো তাই না টাকার বিনিময়ে লোক এটেন্ড!
আমার কথা হচ্ছে আমরা যারা বৈষম্য বিরোধী ব্যানারে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম ফ্যাসিস্ট এর বিরুদ্ধে তারা কি টাকার জন্য করেছিলাম নাকি একটা সুন্দর দেশের জন্য.? তাহলে আপনারা এতো টাকা কই থেকে পান আমার কেন্দ্রীয় সমন্বয়ক ভাইয়ে'রা! আপনারাও পরাজিত শক্তির মতো একই কাজ কেন করতেছেন.? আপনারাও ক্ষমতার লোভে পড়লেন নাকি.?
-টাকার খেলা খেলছেন...!! টাকা দিয়ে সবাইকে কিনে রাজত্ব কায়েম করতে চাচ্ছেন!
#ভেবেছিলাম এদের দিয়ে দেশটা সুন্দর হবে! কিন্তু ওনারাও শেষমেশ রাজনীতিকে বিজনেসের আখড়া বানিয়েছে!

নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্ধকার সময়ে গোলাম ফারুক খোকন ভাই ছিলেন আমাদের আলো। তাঁর নেতৃত্বে দল আবারও শক্তিশালী হয়েছে। #নার...
30/12/2024

নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্ধকার সময়ে গোলাম ফারুক খোকন ভাই ছিলেন আমাদের আলো। তাঁর নেতৃত্বে দল আবারও শক্তিশালী হয়েছে।

#নারায়গঞ্জ_জেলা_বিএনপি #গোলাম_ফারুক_খোকন

যে নেতা জনগণের ও নেতাকর্মীদের জন্য নিবেদিত, তার জন্য দোয়া করি—গোলাম ফারুক খোকন ভাই যেন জেলা বিএনপির নেতৃত্বে জয়ী হন।
28/12/2024

যে নেতা জনগণের ও নেতাকর্মীদের জন্য নিবেদিত, তার জন্য দোয়া করি—গোলাম ফারুক খোকন ভাই যেন জেলা বিএনপির নেতৃত্বে জয়ী হন।

জুলাইয়ের আন্দোলনে, গোলাম ফারুক খোকন ভাই ছিলেন আমাদের মহানায়ক, যিনি জনগণ ও নেতাকর্মীদের শক্তি ও একতার প্রেরণা হয়ে দাঁড়িয়ে...
28/12/2024

জুলাইয়ের আন্দোলনে, গোলাম ফারুক খোকন ভাই ছিলেন আমাদের মহানায়ক, যিনি জনগণ ও নেতাকর্মীদের শক্তি ও একতার প্রেরণা হয়ে দাঁড়িয়েছিলেন।

Address

Rupganj
Narayanganj

Opening Hours

Monday 09:00 - 00:03
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 00:00
Friday 09:00 - 00:06
Saturday 09:00 - 00:04
Sunday 09:00 - 00:00

Telephone

+8801916055022

Alerts

Be the first to know and let us send you an email when Rohan-Ul-Islam Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rohan-Ul-Islam Rubel:

Share