M R Agro Farm

M R Agro Farm We are a Famous fashion house in West Bengal in Kolkata .We are producing all kind of dresses for Ladies, Gents & Kids. So Stay with us❤️🙏

Our Product is made of high qualities fabrics. All The Member of this Page will get % Special discount all time.

01/09/2025

মুরগির বাচ্চাটা খেয়াল করেন,পাখা ঝুলে আছে,পা শুকিয়ে গেছে।বাচ্চাটা খাবার ঠিকই খাচ্ছে কিন্তু ওজন নেই।এ সকল ক্ষেত্রে এমাইনো দেন সাথে ভিটামিন সি দেন সিভিট দিতে পারেন।লিটারে ১মিলি সিভিট অর্ধেক এর বেশি।
#মুরগিরবাচ্চা #রায়হানএগ্রোপ্রজেক্ট

01/09/2025
01/09/2025
01/09/2025
01/09/2025

মুরগিকে সারা বছর সুস্থ রাখার উপায়,,,মুরগির খামারের জন্য চমৎকার ১টি ঔষধ,,পাকস্থলীর pH নিয়ন্ত্রণ করে,,,ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বং*স করে ও উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে।হজম শক্তি বৃদ্ধি করে।রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
#রায়হানএগ্রোপ্রজেক্ট

01/09/2025
01/09/2025

মুরগি থেকে বেশি ডিম পাওয়ার উপায় নিয়ে ভিডিও আসবে সন্ধ্যা ৭টায় ইনসআল্লাহ।
#মুরগিরডিম #রায়হানএগ্রোপ্রজেক্ট #দেশিমুরগি

01/09/2025
01/09/2025

★ফার্মিং টিপস-০১★
বিষয়: স্বনির্ভরতা।
ফার্মিং এ সফলতার অন্যতম পূর্বশর্ত হলো নিজের কাজ নিজে করতে পারা। শুরুতে একটা সুশৃঙ্খল চেইন অর্থাৎ সিস্টেম তৈরি করা এবং সঠিক জায়গায় সঠিক লোকটা সেট করতে পারা একটা বড় চ্যালেঞ্জ।

যদি নিজে নবাবজাদা হয়ে বেলা ৮-৯টায় ঘুম হতে উঠেন এবং সবকাজ কর্মচারী দিয়ে করাতে চান তাহলে বলবো খামোখা ফার্মিং এ ইনভেস্ট করে টাকা নষ্ট করবেননা।
অনেকে বলবেন সবকাজ কি নিজে করা সম্ভব?

হ্যা, এটা মানি সবকাজ নিজে করা সম্ভব নয়। কিন্তু নিজে না করলেও অন্তত কর্মচারীদের পাশে দাড়িয়ে থাকতে পারাটাতো সম্ভব?
ফার্ম মালিক যদি সামনে থাকে তাহলে কর্মচারী যতই ফাঁকিবাজ হোক অন্ততপক্ষে মালিকের সামনে ফার্মের ক্ষুদ্র হতে ক্ষুদ্রতম ক্ষতি হতে পারে এমন সম্ভাবনার কাজও সে করবেনা।

এটা বলছিনা যে, সব কর্মচারীই কাজে ফাঁকি দেয়। কিন্তু এটাও ভাবার ১% সুযোগ নেই যে, ফার্মের কর্মচারী ফার্ম মালিকের দৃষ্টিতেই ফার্মের সুরক্ষা নিশ্চিত করবে।

★বিশেষ করে প্রবাসীরা এবং দেশে থেকেও যারা প্রবাসীর মতই দূরে চাকরি করেন তারা নিজে ফার্মে সময় দিতে পারবেননা জেনেও নিরাপদ ভবিষ্যৎ এর স্বপ্নে বিভোর হয়ে হারভাঙ্গা পরিশ্রমে উপার্জিত অর্থ বন্ধু কিংবা বাপ-ভাই এর হাতে তুলে দেন নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য।

এটা অধিকাংশ ক্ষেত্রেই একটি মস্তবড় ভুল সিদ্ধান্ত হয়। অহর্নিশি ভেবেও শেষে কুল পাবেননা কি ভুল করেছেন!
এক্ষেত্রে পুঁজি হারানোর সাথে সাথে বাপ-ভাই কিংবা বন্ধুর সাথে সম্পর্ক ছেদের সম্ভাবনা থাকে প্রায় শতভাগ।

🗣️পরের গোলামী করে, গালমন্দ শুনে, নিজের সুখ এবং শখকে বিসর্জন দিয়ে, নিজেকে কষ্ট দিয়ে উপার্জিত অর্থের প্রতি নিজের যেমন মায়া ও দরদ থাকবে, সেটা স্বাভাবিক ভাবেই বন্ধু কিংবা বাপ-ভাইয়ের থাকবেনা।

🪴সুতরাং বিনিয়োগ করার পূর্বে ভেবেচিন্তে করবেন। নিজে যদি দেখভাল করতে না পারেন তাহলে শতভাগ নির্ভর করার মত কাউকে না পেলে বিনিয়োগ হতে বিরত থাকুন।
এতে অন্তত সঞ্চিত অর্থ ফুলে-ফেপে না বাড়লেও নষ্ট হবেনা।

★★ফার্মিং তথা যেকোন ব্যবসায়েই মেধার বিকল্প নাই। বিনিয়োগের ক্ষেত্রে টাকা না, মেধাকেই প্রাধান্য দিতে হবে। অর্থ, মেধা, সৃজনশীলতা, দক্ষতা এবং পরিশ্রমের সমন্বয় ঘটানোর সক্ষমতা নিজের থাকতে হবে। শুধু অর্থ বিনিয়োগে স্বনির্ভর হলেন, বাকিগুলোতে অন্যের উপর নির্ভর করলেন তাহলে বিনিয়োগকৃত অর্থ অনর্থ ডেকে অানতে পারে যেকোন সময়!

💦পুনশ্চ:
দূরের ঘাস দেখতে সবসময় সবুজ লাগে। অন্যের সফলতার গল্পগুলো শুনতে অমিয় মনে হয়।
কিন্তু প্রতিটি সফলতার পেছনে যে অক্লান্ত পরিশ্রম, বুক চিনচিন করে গুমরে গুমরে কাঁদা এবং ত্যাগ রয়েছে, সেটা শুধুমাত্র ফার্মিং এ বিনিয়োগকারীর নিজের পক্ষেই সম্ভব।
ভাড়াটে কারো দ্বারা নয়। হোক না সে বন্ধু, বাপ কিংবা ভাই!

-চাষী মানিক
স্বত্বাধিকারী
শখের খামার এগ্রো প্রজেক্ট
এবং
বার্ডস ক্যানভাস।

01/09/2025

ছাগল সম্পর্কে হাদীস শরীফে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় হাদীস বর্ণিত হয়েছে। ছাগল একটি পবিত্র ও হালাল প্রাণী , এবং এর পালন, দান, ও ব্যবহারের বিভিন্ন দিক ইসলামে আলোচিত হয়েছে।
🔀নিচে ছাগল সম্পর্কিত কিছু হাদীস তুলে ধরা হলো:

🔀নবী করিম (সা.) নিজে ছাগল লালন পালন করতেন:

🔀হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন:

⏩"আল্লাহ্‌র প্রত্যেক নবীই মেষপালক ছিলেন।"
সাহাবীরা বললেন: "আপনিও?"
তিনি বললেন:
"হ্যাঁ, আমি কুরাইশদের কিছু পারিশ্রমিকে মক্কার অধিবাসীদের ছাগল চরাতাম।"
সহিহ বুখারী: ২২৬২

🔀 এই হাদীস থেকে বোঝা যায়,

⏩ছাগল চরানো একটি সম্মানজনক কাজ।

⏩ছাগলের দুধ ও গোশত হালাল ও বরকতময়:

হাদীস:

⏩"তোমরা গরুর দুধ পান করো, কারণ তা আরোগ্যদায়ক। এবং ছাগলের দুধ পান করো, কারণ তাতে ওষুধ রয়েছে।"
(আল-মু’জামুল আওসাত: ৫৯২৮)

🥰 ছাগলের দুধের উপকারিতা হাদীসে স্বীকৃত।

🔀কুরবানিতে ছাগল গ্রহণযোগ্য:

রাসূল (সা.) নিজে ছাগল কুরবানি করতেন।

🔀হাদীস:

="নবী করিম (সা.) দুটি সাদা-কালো শিংওয়ালা বড় ছাগল কুরবানি করেন।"
— সহিহ বুখারী ও সহিহ মুসলিম

🥰ছাগল কুরবানির জন্য অনুমোদিত এবং প্রিয় প্রাণী।

🔀গরিবের দান হিসেবে ছাগল:

রাসূলুল্লাহ (সা.) সাহাবীদেরকে গরিবদের সাহায্য করতে বলতেন, এমনকি একটি ছাগল দান করাও ছিল প্রশংসনীয়।

🔀হাদীস:

=⏩"তুমি এক খেজুর, এক টুকরো রুটি বা একটি ছাগল দান করলেও তা সদকা হিসেবে গণ্য হবে।"
তিরমিজি
🔀. বিনয় শিক্ষা ছাগলের মাধ্যমে:

হাদীস:

⏩"আমি বিনয় শিখেছি ছাগলের সাথে আচরণ করে।"
ইমাম গাজ্জালি (ইহইয়া উলুমুদ্দিন)

🥰ছাগল লালনপালন মানুষকে বিনয় ও ধৈর্য শেখায়।

🥰সারাংশ:

🔀ছাগল সম্পর্কে হাদীসগুলোতে যা উঠে এসেছে—

⏩এটি হালাল, বরকতময় ও আরোগ্যদায়ক।

⏩নবী (সা.) নিজে ছাগল পালন করতেন।

⏩কুরবানির জন্য ছাগল সুপারিশকৃত।

⏩ছাগল পালন বিনয় ও ধৈর্যের শিক্ষা দেয়।

🥰🥰স্বপ্নবাজ এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ।।

নোটিশ:ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

01/09/2025

ছাগলের গড পক্স (Goat Pox) রোগের টিকা ও টিকা সম্পর্কিত তথ্য:

---

🐐 গড পক্স রোগ কী?

গড পক্স হলো ছাগলের একটি ভাইরাসজনিত মারাত্মক ছোঁয়াচে রোগ। এটি Capripoxvirus নামক ভাইরাস দ্বারা হয়ে থাকে এবং এটি চামড়ায় ফুসকুড়ি, জ্বর, দুর্বলতা ইত্যাদি লক্ষণ সৃষ্টি করে।

---

💉 গড পক্স রোগের টিকা (Vaccine):

টিকার নাম:
Goat Pox Vaccine (ক্যাপ্রিপক্স ভাইরাস লাইভ অ্যাটেনুয়েটেড)

টিকার ধরন:
লাইভ অ্যাটেনুয়েটেড (Live attenuated vaccine)

টিকা দেয়ার সময়ঃ

সাধারণত ছাগল জন্মের ৩-৪ মাস বয়সে প্রথম ডোজ দেওয়া হয়।

তারপর বছরে একবার করে বুস্টার ডোজ দেওয়া হয়।

---

📋 টিকা দেয়ার নিয়ম:

মাত্রা (Dosage): প্রতি ছাগলের জন্য ১ মিলি সাবকুটেনিয়াস (চামড়ার নিচে)।

প্রয়োগ পদ্ধতি: সাবকুটেনিয়াস ইনজেকশন (চামড়ার নিচে)।

টিকা দেয়ার স্থান: সাধারণত কাঁধের নিচে চামড়ায় ইনজেকশন দেওয়া হয়।

---

⚠️ টিকার গুরুত্ব:

ছাগলের গড পক্স রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদ্ধতি।

একবার টিকা দিলে প্রায় ১ বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে।

খামারে এই রোগ হলে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না, তাই আগেভাগে টিকা দেওয়া গুরুত্বপূর্ণ।

---

✅ টিকা দেয়ার আগে ও পরে করণীয়:

টিকা দেয়ার সময় ছাগল যেন সুস্থ থাকে।

টিকা দেয়ার পরে ২-৩ দিন বিশ্রাম দেওয়া ভালো।

টিকা দেয়ার স্থান পরিষ্কার রাখতে হবে।

প্রয়োজনে অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার দ্বারা টিকা দেওয়া উচিত।

---

🏥 কোথায় টিকা পাওয়া যায়?

উপজেলা প্রাণিসম্পদ অফিস

সরকারি ভেট হসপিটাল

অনুমোদিত ভেটেরিনারি ফার্মেসি

---

আপনার ছাগলদের যদি আগে কখনো এই টিকা দেওয়া না হয়ে থাকে, তাহলে স্থানীয় পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত টিকা দিন। প্রয়োজনে আমি টিকার ছবি বা আরও তথ্য দিয়ে সাহায্য করতে পারি।

❤️❤️🐐🐐এ ধরনের আরো নতুন নতুন তথ্য পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ ❤️❤️

01/09/2025

🔀 প্রশ্ন:-
আজকে ছাগলের খাদ্য তালিকায় কি কি ছিল?

⏩ উত্তর:-
#চাল ধোয়া পানি, আস্ত ছোলা আস্ত বুট, রুমেনই, লবণ,
পাকুড় গাছের পাতা, কাঁঠালের পাতা, কাঁচ কলার খোসা কাঁচ কলা।

🔀চাল ধোয়া পানিতে আছে প্রোটিন, ভিটামিন, শর্করা, খনিজ পদার্থসহ অন্যান্য পুষ্টি উপাদান বিদ্যমান। প্রথম ও দ্বিতীয়বার ধোয়ার সময় চাল থেকে প্রচুর পরিমাণ পটাশিয়াম বের হয়। পটাশিয়াম সমৃদ্ধ পানি ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। চাল ধোয়া পানি গরম করে পান করলে হজমের সমস্যা দূর হয়। প্রাচীন চীনা চিকিৎসায় এই পানি পাকস্থলীর চিকিৎসায় ব্যবহৃত হতো।

🔀প্রতি ১০০ গ্রাম ছোলায় আছে: প্রায় ১৭ গ্রাম আমিষ বা প্রোটিন, ৬৪ গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং ৫ গ্রাম ফ্যাট বা তেল। ছোলার শর্করা বা কার্বোহাইডেটের গ্লাইসেমিক ইনডেক্স কম। খাওয়ার পর খুব তাড়াতাড়িই হজম হয়ে গ্লুকোজ হয়ে রক্তে চলে যায় না। বেশ সময় নেয়।

🔀প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া ছোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ। প্রতি ১০০ গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় ২০০ মিলিগ্রাম, লৌহ ১০ মিলিগ্রাম, ও ভিটামিন এ ১৯০ মাইক্রোগ্রাম। এ ছাড়াও আছে ভিটামিন ব্লি-১, বি-২, ফসফরাস ও ম্যাগনেশিয়াম। ছোলায় খাদ্য-আঁশও আছে বেশ। খাবারের আঁশ হজম হয় না। এভাবেই খাদ্যনালী অতিক্রম করতে থাকে। প্রতি ১০০ গ্রাম ছোলা থেকে পাওয়া যায় ৩৬০ ক্যালরিরও অধিক শক্তি।

🔀ভাতের মাড়ে থাকে হরেক রকম পুষ্টিমান। গবেষণায় দেখা গেছে, ভাতের মাড়ে উল্লেখযোগ্য হারে ভিটামিন- বি এবং ভিটামিন-ই রয়েছে। এছাড়া এতে রয়েছে আমিষ, শর্করা, লৌহ, ফসফরাস ও অন্যান্য পুষ্টি উপাদান। আমরা মাড় নিয়ে না ভাবলেও বিশ্বের বিভিন্ন দেশ নানা গবেষণা চালিয়ে যাচ্ছে। চীনা বিজ্ঞানী মি. লিন ফেলে দেয়া ভাতের মাড় নিয়ে গবেষণা করে দেখেছেন, ভাতের মাড়ে ক্যালসিয়াম, লৌহ, জিংক, ম্যাঙ্গানিজ, কপার, মেলেনিয়াম-এ ছয়টি উপাদান রয়েছে। তিনি বিশ্লেষণ করে দেখেছেন মাড়ের মধ্যে লৌহ ১০ গুণ, ক্যালসিয়াম ৪ গুণ, ম্যাঙ্গানিজ ১২ গুণ, কপার ৬ গুণ ও মেলেনিয়াম ২ গুণ রয়েছে। এছাড়াও আছে টোকোট্রাইনোল ও অন্যান্য প্রাকৃতিক উপাদান।

🔀এংকর/বুটের ডাল/ভুষি
আমাদের দেশে গবাদিপশুর খাদ্যে প্রোটিন চাহিদা পূরণের জন্য অন্যতম জনপ্রিয় এবং মধ্যম দামি উপাদান হচ্ছে বুট বা এংকর ডাল। মটর বা এংকর ডালের কয়েকটা জাত থাকলেও পুষ্টিগুণ প্রায় কাছাকাছি।

🔀এংকর/বুটের ডাল/ভুষির পুষ্টি উপাদান :
⏩ড্রাই ম্যাটার : ৮৭-৮৯%
⏩ক্রুড প্রোটিন : ২৪%
⏩ক্রুড ফাইবার : ৬.০%
⏩স্টার্চ : ৫১.৫%
⏩নিউট্রাল ডিটারজেন্ট ফাইবার : ১৪.২%
⏩এসিড ডিটারজেন্ট ফাইবার : ৭.০%
⏩লিগনিন : ০.৪%
⏩হজম যোগ্য এনার্জি : ১৮.৫ মে.জুল/কেজি
⏩ক্যালসিয়াম : ১.২ গ্রাম/কেজি
⏩ফসফরাস : ৪.৫ ”
⏩ম্যাগনেসিয়াম : ১.৭ ”
⏩পটাসিয়াম : ১১.৩ ”
⏩সোডিয়াম : ০.০১ ”
⏩জিংক : ৩৭ মিগ্রাম/কেজি
⏩আয়রন : ১০৭ ”
⏩ম্যাঙ্গানিজ : ১০ ”
⏩কপার : ৮ ”

🔀পাকুড় পাতার রাসায়নিক দ্রব্যে প্রচুর পরিমাণ প্রোটিন, নাইট্রোজেন, ফসফরাস ও ক্যালসিয়াম পাওয়া যায়।

🔀কাঁঠালের পাতায় আছে ১৮ পার্সেন্ট প্রোটিন আরো অনেক কিছুই। কাঁঠালের পাতা ছাগল এর জন্য কাচ্চি বিরিয়ানি। মাঝে মধ্যে দিতে চেষ্টা করি।

🔀 যাদের ছাগল চরিয়ে খাওয়ানো হয়, পারিবারিক ভাবে পালন করে তাঁরা তাঁদের ছাগলের ভিটামিন মিনারেল এর চাহিদা পূরণ করে নিজের অজান্তেই।

🥰🥰 পোষ্টটি ভালো করে পড়ুন তারপর কমেন্ট করুন🥰

SopnoBaz Agro & Dairy Farm

Address

Narayanganj
700156

Opening Hours

Monday 09:00 - 18:30
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801832677061

Alerts

Be the first to know and let us send you an email when M R Agro Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M R Agro Farm:

Share