M R Agro Farm

M R Agro Farm We are a Famous fashion house in West Bengal in Kolkata .We are producing all kind of dresses for Ladies, Gents & Kids. So Stay with us❤️🙏

Our Product is made of high qualities fabrics. All The Member of this Page will get % Special discount all time.

আপনার সিট দখল করে অন্য যাত্রী বসে? TTE এসে ফাঁকা করাবে সিট, শুধু করুন এই মেসেজ....উৎসবের মরশুম চলছে।  ভিন রাজ্য থেকে বাড...
31/10/2024

আপনার সিট দখল করে অন্য যাত্রী বসে? TTE এসে ফাঁকা করাবে সিট, শুধু করুন এই মেসেজ....

উৎসবের মরশুম চলছে। ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার ধুম পড়েছে। দূরপাল্লার ট্রেনগুলিতে তাই ব্যাপক ভিড়। ভারতীয় রেলওয়ের তরফে ইতিমধ্যেই ৩০০০-রও বেশি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তবে উৎসবের সময়ে জেনারেল কামরা তো দূর, রিজার্ভ কামরাতেও আরামে নিজের সিটে বসে আসা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এই উৎসবের মরশুমে ট্রেনে ফেরার সময় যদি কেউ আপনার আসনে বসে পড়েন এবং উঠতে না চান, তবে কোনও বচসায় জড়াবেন না। করুন শুধু এই কাজ। সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে।

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, রিজার্ভ করা সিটে শুধু সেই যাত্রীরই বসার অধিকার রয়েছে। যদি কেউ অনায্যভাবে আপনার সিট দখল করে রাখে, তবে আপনি টিটিই-কে ডেকে অভিযোগ জানাতে পারেন। তিনি সিট ফাঁকা করে দেবেন।

যদি ভিড় ট্রেনে টিটিই-কে খুঁজে না পান, তবে চিন্তার কোনও কারণ নেই। ১৩৯- এই নম্বরে করুন শুধু একটি মেসেজ। টিটিই এসে আপনার সিট ফাঁকা করিয়ে দিয়ে যাবেন।

কী লিখতে হবে?

139- রেলের হেল্পলাইন নম্বর। এই নম্বরে মেসেজে প্রথমে ইংরেজি বড় অক্ষরে SEAT লিখুন। স্পেস দিয়ে ট্রেনের PNR নম্বর, তারপর স্পেস দিয়ে কোচ নম্বর, সিট নম্বর লিখুন। এরপর একটা স্পেস দিয়ে OCCUPIED BY UNKNOWN PASSENGER লিখুন। ১৩৯ নম্বরে মেসেজ পাঠালেই ভারতীয় রেলওয়ের কাছে সরাসরি অভিযোগ দায়ের হবে। এক্ষেত্রে টিটিই পদক্ষেপ করতে বাধ্য।

এছাড়াও, আপনি রেলওয়ের অফিসিয়াল অ্যাপ ‘রেল মদদ’ ব্যবহার করে তার মাধ্যমে অভিযোগ জানাতে পারেন।

হেল্পলাইন নম্বরে কী কী সুবিধা পাবেন?
•ট্রেনে নিরাপত্তা সংক্রান্ত তথ্যের জন্য ১ টিপুন।
•মেডিকেল ইমার্জেন্সির জন্য ২ টিপুন।
•ট্রেন দুর্ঘটনার তথ্যের জন্য ৩ টিপুন।
•ট্রেন সংক্রান্ত কোনও অভিযোগের জন্য ৪ টিপুন।
•সাধারণ অভিযোগের জন্য ৫ টিপুন।
•কোনও বিষয়ে সতর্ক করতে হলে বা তথ্য জানাতে চাইলে ৬ টিপুন।
•মালবাহী, পার্সেল সম্পর্কিত তথ্যের জন্য ৭ টিপুন।
•অভিযোগের কী ব্যবস্থা করা হল, তা জানতে ৮ টিপুন।
•যে কোন স্টেশন, সতর্কতা এবং দুর্নীতির বিষয়ে অভিযোগ করতে ৯ টিপুন।
•কল সেন্টার এক্সিকিউটিভের সাথে কথা বলতে * টিপুন
•PNR, ভাড়া এবং টিকিট বুকিং সংক্রান্ত তথ্যের জন্য 0 টিপুন।

ইনফো সোর্স - Tv9 বাংলা, ছবি - Getty Images

খামার শুরুটা সহজ টিকিয়ে রাখা বড়ই কষ্ট! খামার করবেন ছোট পরিসরে! আর আপনার পরিচালনার উপর নির্ভর করবে আপনার সফলতা খামার করা ...
30/10/2024

খামার শুরুটা সহজ টিকিয়ে রাখা বড়ই কষ্ট!

খামার করবেন ছোট পরিসরে!

আর আপনার পরিচালনার উপর নির্ভর করবে আপনার সফলতা

খামার করা যত টা কষ্ট তার চেয়ে কয়েক গুন বেশি কষ্ট তা সুন্দর ভাবে পরিচালনা করা।

অতএব খামার করতে হলে যে কাজ গুলো করবেন তা আমার ছোট অভিক্ততা থেকে তুলে ধরলাম

মানা না মানা আপনার ব্যক্তিগত বিষয়

১।খামার সব সময় পাক পবিত্র রাখার চেস্টা করবেন। নাপাক শরীলে কেউ খামারে ঢুকবেন না এবং গরুর শরীলে স্পশ' করবেন না,,,,তাতে উপকারই হবে।

২। খামারে অপরিচিত কেউ প্রবেশ করার আগে জীবাণু নাশক স্পে ব্যবহার করুণ।

৩।খামারের জন্য আলাদা জুতা ব্যবহার।

৪।নিয়মিত খামার পরিস্কার করুন ও গরুর শরীল পরিস্কার রাখুন।

৫।গরুর খাদ্যর বাসন/পাএ নিয়মিত পরিস্কার করুন, ১ম দিনের খাদ্য থাকলে পঁচা গন্ধ হলে পরদিন তা গরুকে দিবেন না।

৬। নিয়ম মতো গরুকে ভ্যাকসিনের কাজ সম্পূর্ণ করবেন, আজ নয় কাল দিবো এটা করবেন না।

৭।প্রতি ৩মাস পরপর গরুকে সঠিক ডোজ অনুযায়ী কৃমি নাশক ব্যবহার করবেন।
মনে রাখবেন, কৃমির ডোজ পরিমাণ মতো না দিলে আপনার গরু কোন সময়ই কৃমিমুক্ত হবে না।

৮।কৃমি মুক্ত করার পর প্রয়োজন অনুসারে লিভার টনিক, জিংক,ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি ব্যবহার করবেন।

৯।গরুর যে কোন অসুখ হলে অবহেলা না করে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করবেন।

১০। খামারের গরুর যে কোন সমস্যায় প্রাণীসম্পদ হাসপাতালে অথবা প্রাণী চিকিৎসক এর সাথে যোগাযোগ করবেন।

কাঁচা ঘাস ও দানদার খাদ্য নিয়মিত খাওয়াবেন পরিমাণমতো।। গবাদি পশু পালন তথ্য ও পরামর্শ #গবাদিপশুপালনতথ্যওপরামর্শ
https://www.facebook.com/share/g/69DTy6rBCsyknXd6/?mibextid=A7sQZp

সবাই শেয়ার করেন গবাদিপশুকে টিকা বিভিন্ন ঝুঁকিপূর্ণ রোগ এড়াতে পশুকে নিয়মিত টিকা দেয়া আবশ্যক। যেমন: তড়কা, বাদলা, ক্ষুরারো...
27/10/2024

সবাই শেয়ার করেন
গবাদিপশুকে টিকা

বিভিন্ন ঝুঁকিপূর্ণ রোগ এড়াতে পশুকে নিয়মিত টিকা দেয়া আবশ্যক। যেমন: তড়কা, বাদলা, ক্ষুরারোগ, গলা ফুলা, রিন্ডারপেস্ট, জলাতঙ্ক ইত্যাদি কঠিন কঠিন রোগ নিয়মিত টিকা দেয়ায় নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু কোন টিকা কখন দিতে হবে এবং কতোদিন পর পর দিলে তা পশুর শরীরে সহনীয় হবে তার একটা সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। গরুর সুস্থ স্বাভাবিক জীবন যাপনে টিকা দেয়ার খুটিনাটি তথ্য নিয়েই আমাদের আজকের আলোচনা “গরুর টিকা দেয়ার তালিকা” –



টিকার তালিকা জানার আগে আমাদের এর সঠিক প্রয়োগ সম্পর্কে জানতে হবে। টিকার সঠিক ব্যবহারের জন্য যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে তা হলোঃ



১। ভ্যাকসিন সংরক্ষণের সময় এর যথাযথ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ ঠান্ডা স্থানে ভ্যাকসিনের গুনগত মান যথাযথ ভাবে বজায় থাকে।

২। ভ্যাকসিনের শিশি বা ভায়াল কখনোই সরাসরি সূর্যালোকের সংস্পর্শে রাখা যাবে না। কারণ সূর্যালোকের সংস্পর্শে আসলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এর গুণগত মান নষ্ট হতে পারে এবং তা পশুর শরীরে প্রবেশ করালে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

৩। সকালে অথবা সন্ধ্যায় যখন সূর্যের আলোর তীব্রতা কম থাকে তখনই টিকা প্রদান কর্মসূচি শুরু করতে হবে।

৪। সূর্যের আলোর সংস্পর্শ এড়িয়ে প্রস্তুতকারক কোম্পানি বা প্রতিষ্ঠানের নির্দেশ মতো টিকা তৈরি করতে হবে। এতে করে টিকার গুনগত মান যথাযথ ভাবে বজায় রাখা সম্ভব হয়।

৫। টিকা গোলানোর পর অতিদ্রুত ছায়াযুক্ত স্থানে বসে সঠিক পদ্ধতিতে ও সঠিক মাত্রায় স্বাস্থ্যসম্মত পরিবেশে পশুর শরীরে টিকার প্রয়োগ করা উচিত।

৬। অসুস্থ গবাদি প্রাণি ও হাঁস-মুরগিকে কখনোই টিকা প্রদান করা উচিত নয়। কারণ টিকা দেয়া হয় নির্দিষ্ট রোগ ব্যাধি থেকে পশুকে রক্ষা করতে এবং সে রোগের বিরুদ্ধে পশুর শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য । কিন্তু রোগাক্রান্তের পর প্রাণিকে টিকা প্রদান করলে তা আর কাজে আসে না বরং বিপরীত ক্রিয়া ঘটাতে পারে।

৭। শীতকালে ভ্যাকসিন তৈরির ২ ঘন্টা ও গ্রীষ্মকালে ১ ঘন্টার ভিতর পশুর শরীরে প্রয়োগ করতে হয়। টিকা প্রদানে বিলম্ব হলে গোলানো টিকার পাত্রের পাশে কিছুক্ষণ পর পর ঠান্ডা পানি অথবা বরফের টুকরা রাখতে হবে। যাতে এর গুনগত মান অক্ষুণ্ণ থাকে।

পশুকে টিকা প্রদানের জন্য নিম্নে বর্ণিত তালিকাটি বিবেচনায় রাখতে হবে –



পশুকে রোগমুক্ত রাখতে নিয়মিত টিকা প্রদানের কোন বিকল্প নেই। আবার নিয়মিত টিকা সেবন পশুর মৃত্যু ঝুঁকি এড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষেধক হিসেবে কাজ করে। তাই খামারীদের বিভিন্ন বড় বড় রোগ ব্যধি থেকে পশুদের রক্ষা করতে টিকা সেবনের প্রতি যত্নবান ও দায়িত্বশীল হতে হবে।

Address

Narayanganj
700156

Opening Hours

Monday 09:00 - 18:30
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801832677061

Alerts

Be the first to know and let us send you an email when M R Agro Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M R Agro Farm:

Share