16/08/2025
আচ্ছা টাকা কী মানসিক শান্তি বা সুখ দিতে পারে.? ম্যাক্সিমাম মানুষ বলবে না.. পারেনা।
আমি আবার টাকার পক্ষে নিলাম। আমার মনে হয় প্রতিটি মানুষের সব বাদ দিয়ে কীভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত। ছোট একটা ঘটনা মনে পড়লো বলি-
একদিন পরিচিত এক বড় ভাইকে দেখলাম তার মায়ের জন্য ওষুধ কিনবে তাই মাসের প্রথম দিকে সে অনেকের কাছেই টাকা চেয়েছিলো কিন্তু পাইনি। তার বাবা নেই, সংসারে সে সবার বড় (৩ ভাই)! অনেক চেষ্টা করেও পাইনি, তাকে সব সময় দেখতাম ডিপ্রেশনে থাকতে।
অনেক কষ্টে সে টিউশনি পায়, টাকা না পেয়ে শেষে টিউশনিতে গেল এবং সেখানে তার লাস্ট মাসের টাকাগুলো হাতে পেল। ঔ টাকা দিয়ে সে তার মায়ের জন্য ওষুধ কিনলো এবং ছোট ভাই বোনদের জন্য খাতা-কলম কিমলো। তার মা তাকে জড়িয়ে ধরে হাসি মুখে কান্না করতে দেখেছি। এ পৃথিবীতে টাকায় সব, আবার টাকায় ধ্বং'স। ঔ দিনই কেবল দেখেছিলাম তাকে এতো সুখী আর আনন্দিত। তখনই বুঝতে পারছি টাকা মানুষকে মানসিক শান্তি -সুখ দিতে পারে।
পকেটে টাকা থাকলে কখনোই মন বেশিক্ষণ খারাপ থাকে না। টাকাতে মানুষকে সম্মান বেড়ে দেয়, আত্মবিশ্বাস বেড়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, প্রিয় মানুষকে হাতে রাখা যায়, পরিবারের খুশি বেড়ে যায়। টাকা,টাকা; দিনশেষে সবকিছুরই মোড় ঘুরিয়ে দিতে পারে এই টাকা ই..! টাকা আছে তো জীবন সুন্দর আর আনন্দিত।
সো মেক মানি এন্ড মানি দ্যান দ্যা ওয়ার্ল্ড ইস ইউর।