22/03/2025
✅ মেয়ে সন্তান জন্ম দেওয়া যেন পিতা-মাতার বড় পাপ,
যার মাশুল পিতা-মাতার সারাজীবন বহন করতে হয়।
✔️ কস্ট করে বড় করা।
✔️ বড় করে বিয়া দেওয়া আর বিয়ের পরই শুরু হয় পাপের আসল শাস্তি,
✔️ মেয়ের জামাইকে খুশি করার জন্য শুরু হয় অনেক আয়োজন
কিন্তু সামর্থ্য অনুযায়ী যতই করো দিন শেষে সব ব্যর্থ,
জামাইকে সাময়িক খুশি করা যায়, স্থায়ী খুশি করা যায়না।
-