Dr. Anayetullah Abbasi

Dr. Anayetullah Abbasi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Anayetullah Abbasi, Digital creator, Narayanganj.

আলহামদুলিল্লাহ ~ প্রায় লাখো জনতার ঢলে সফলভাবে সম্পন্ন হয়েছে মুন্সীগঞ্জ, গজারিয়া, ভবেরচর কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানের পবি...
07/06/2025

আলহামদুলিল্লাহ ~ প্রায় লাখো জনতার ঢলে সফলভাবে সম্পন্ন হয়েছে মুন্সীগঞ্জ, গজারিয়া, ভবেরচর কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানের পবিত্র ঈদুল আযহার নামাজ √

বৃহত্তম এই ঈদের নামাজের ইমামতি করেছেন, খুৎবা দিয়েছেন এবং খাছ মুনাজাত করেছেন, আল্লামা মুফতী ড.
~ সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী ~
___পীর সাহেব জৈনপুরী।

৮ অক্টোবর ২০২৪ইং, আছরের পর, স্কলার আলেমদের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠনের দাবিতে, বাইতুল মুকাররামের উত্তর গেইটে "জাতীয় সমাবে...
07/10/2024

৮ অক্টোবর ২০২৪ইং, আছরের পর, স্কলার আলেমদের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠনের দাবিতে, বাইতুল মুকাররামের উত্তর গেইটে "জাতীয় সমাবেশ"

রবিউল আউয়াল মাস অত্যন্ত ফজিলাতপূর্ণ।তাকওয়ার দৃষ্টিকোণ থেকে এ মাসটির শান-মান, মর্যাদা ও ফাজিলাত অন্যান্য সকল মাস থেকে ঊ...
05/09/2024

রবিউল আউয়াল মাস অত্যন্ত ফজিলাতপূর্ণ।
তাকওয়ার দৃষ্টিকোণ থেকে এ মাসটির শান-মান, মর্যাদা ও ফাজিলাত অন্যান্য সকল মাস থেকে ঊর্ধ্বে।

আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এরশাদ করেছেন--
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ
মানাসেকে হজ্বের কথা বলতে গিয়ে আল্লাহ তায়ালা বলেন, এ কাজগুলো আল্লাহ তায়ালার নিদর্শনগুলোকে মুমিনগনের মধ্যে থেকে যারা তা'জিম করে। এ তা'জিমটা তাদের অন্তরের তাকওয়ার সাথে সংশ্লিষ্ট।

হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী (রহঃ) ব্যাখ্যা করেছেন,, আল্লাহর شعائر এর সম্পর্ক অর্থাৎ شعائر الله এর সাথে সম্পর্ক চার প্রকার।যেমন-
১। বাইতুল্লাহ,
২। আল্লাহর ইবাদত। (নামাজ, নামাজের জন্য অযু ইত্যাদি)
৩। আল্লাহর কিতাব (কুরআন)‌। ওযু ছাড়া স্পর্শ করি না।
৪। আল্লাহর হাবিব (মুহাম্মাদ ﷺ)।

এর চার প্রকারের মধ্যে আল্লাহ তায়ালা সবার ঊর্ধ্বে রাসূলুল্লাহ ﷺ - এর তা'জিমকে রেখেছেন। এজন্য আজমতে রাসূল ﷺ এর সম্পর্ক যতটা না ফতোয়ার সাথে, তার চেয়ে বেশি তাকওয়ার সাথে সম্পর্কিত।

অতএব ঈদে মিলাদুন্নবী ﷺ কে খুজে পেতে তাকওয়ার দৃষ্টিকোণ এবং মারেফাতের নূর লাগবে।

সেজন্য ইমাম ইবনে হাজার বলেছেন-- আল্লাহর রাসূল ﷺ কে তা'জিম করার যত পদ্ধতি রয়েছে, প্রত্যেক তরিকায় রাসূল ﷺ কে তা'জিম করা যাবে, যদি সে তরিকা আল্লাহর সাথে শিরক না হয়। এ সকল তরিকায় তাজিম করা মুস্তাহাব,

ঐ সকল লোকদের নিকট যাদেরকে আল্লাহ মারেফাতের নূর চক্ষুষ্মান করে দিয়েছেন। অর্থাৎ অন্তর চক্ষু ছাড়া আল্লাহর হাবিব ﷺ এর শান-মান বোঝা কারো পক্ষে সম্ভব না।

🎙️ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, পীর সাহেব জৌনপুরী।

আসিফ মাহতাব উৎস স্যারের গ্রেফতার নিয়ে ড. এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বিবৃতি:আসিফ মাহতাব আমার পরিচিত। ট্রা-ন্স-জে-ন্ডা-র...
31/07/2024

আসিফ মাহতাব উৎস স্যারের গ্রেফতার নিয়ে ড. এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বিবৃতি:

আসিফ মাহতাব আমার পরিচিত। ট্রা-ন্স-জে-ন্ডা-র বিরোধী আন্দোলনের সময় কয়েকবারই তিনি এসেছেন। আসিফ মাহতাব এবং ড. সারোয়ার উভয়ে এ বিষয়ে আমাদের কাছে এসেছেন। আমাদের পক্ষ থেকে যে ফতোয়াটি দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে, তারাই আমাকে উদ্বুদ্ধ করেছে।
আসিফ মাহতাব একজন সংগ্রামী ব‍্যক্তি। দর্শনের উপর Msc ডিগ্রীধারী একজন উচ্চশিক্ষিত ভদ্র জ্ঞানী মানুষ। একজন শিক্ষিক হিসেবে মাজলুম ছাত্রদের পক্ষে তার কথা বলাটা কোন অন‍্যায় বলে আমি মনে করিনা। ছাত্রদের পক্ষে তো অনেকেই কথা বলেছেন কিন্তু ঐসব বুদ্ধিজীবীদেরকে তো গ্রেফতার করা হচ্ছেনা কিন্তু আসিফ মাহতাবকে কেন গ্রেফতার করা হল? গ্রেফতার করার পর তাকে যেভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হল সে দৃশ্যটা খুবই দুঃখজনক। তার হাতে হ‍্যান্ডকাফের সাথে রশি বেধে যেভাবে টেনে নেওয়া হলো, এটা খুবই অপ্রীতিকর।
প্রশ্ন হল কেন? আন্দালিব রহমান পার্থ, তাকেও তো গ্রেফতার করা হয়েছে। কিন্তু তার হাতে তো হ‍্যান্ডকাফও ছিল না। কিন্তু ড. মাহতাব একজন শিক্ষক। ছাত্রদের পক্ষে সে বক্তব্য দিতেই পারে। তাই বলে তাকে এতটা অপমান করা হবে এবং এরকমভাবে হাতকড়া ও রশি দিয়ে বেধে টেনে নেওয়া হবে? বতর্মান প্রজন্ম যদি এরকম ঘটনা দেখে অভ‍্যস্ত হয় তবে ভবিষ্যত প্রজন্ম তো আর জ্ঞানীগুণী, প্রতিভাবান ব‍্যক্তিদেরকে মূল‍্যায়ন করবে না। আমার তো মনে হয় আসিফ মাহতাবের গ্রেফতারের পিছনে কু-খ্যা-ত ই-হু-দী-দে-র মদদপুষ্ট ব্র‍্যাকের হাত থাকতে পারে। কারন আসিফ মাহতাব তাদের সমস্ত গোমড় ফাস করে দিয়েছেন। ই-হু-দী-দে-র এজেন্ডা কিভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশে আসিফ মাহতাবই অত্যন্ত সোচ্চার ভাবে তুলে ধরেছেন। উনার গ্রেফতারের পিছনে তাদের ইন্ধন আছে কিনা সেটাও আমাদের খতিয়ে দেখা উচিৎ। আমি অসুস্থ আসিফ মাহতাব সাহেবের মুক্তি কামনা করছি। কর্তৃপক্ষ যেন বিষয়টির দিকে নজর দেন।

- ড. এনায়েতুল্লাহ আব্বাসী, পীর সাহেব জৌনপুরী

ইনশাআল্লাহ~ আগামী ১লা আগষ্ট ২০২৪ইং, রোজ বৃহস্পতিবার; আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফের মাসিক জিকির মাহফিল √সময়- বাদে এশ...
31/07/2024

ইনশাআল্লাহ~ আগামী ১লা আগষ্ট ২০২৪ইং, রোজ বৃহস্পতিবার; আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফের মাসিক জিকির মাহফিল √
সময়- বাদে এশা।

আলোচনা, মিলাদ-কিয়াম ও খাছ মুনাজাত করিবেন- আল্লামা মুফতী ড.
~ সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী ~
___পীর সাহেব জৌনপুরী।

14/07/2024

ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন যৌক্তিক কিনা? ইসলাম কি বলে?
___ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

ইনশাআল্লাহ আগামীকাল ১১ জুলাই ২০২৪ইং, আব্বাসী হুজুরের মাহফিল- ভাউকসার শেখ চাঁন হাফিজিয়া মাদ্রাসা মাঠ, বরুড়া-কুমিল্লা। ইনশ...
10/07/2024

ইনশাআল্লাহ আগামীকাল ১১ জুলাই ২০২৪ইং, আব্বাসী হুজুরের মাহফিল- ভাউকসার শেখ চাঁন হাফিজিয়া মাদ্রাসা মাঠ, বরুড়া-কুমিল্লা।
ইনশাআল্লাহ হুজুর বাদে এশা (রাত ৯ টায়) আলোচনা পেশ করবেন ।

ইনশাআল্লাহ প্রতি মাসের ন্যায় আগামী ৬ জুন ২০২৪ইং রোজঃ বৃহস্পতিবার আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের মাসিক জিকির মাহফিল ...
05/06/2024

ইনশাআল্লাহ প্রতি মাসের ন্যায় আগামী ৬ জুন ২০২৪ইং রোজঃ বৃহস্পতিবার আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের মাসিক জিকির মাহফিল অনুষ্ঠিত হবে।

স্থানঃ আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফ, পাঠানটুলী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

31/05/2024
24/05/2024
ইনশাআল্লাহ আগামীকাল ১৫ মে ২০২৪ইং রোজঃ বুধবার বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ বৃহত্তর কুতুবদিয়া পাড়া শাখা ও তাহরিকে...
14/05/2024

ইনশাআল্লাহ আগামীকাল ১৫ মে ২০২৪ইং রোজঃ বুধবার বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ বৃহত্তর কুতুবদিয়া পাড়া শাখা ও তাহরিকে খাতমে নবুওয়্যাত কক্সবাজার জেলার যৌথ উদ্যোগে মাহফিলে ঈছালে ছওয়াব।

স্থানঃ মেয়র মুজিবুর রহমান স্টেডিয়াম পৌর ১ নং ওয়ার্ড, কক্সবাজার।

প্রধান মুফাসসির হিসেবে তাফসীর করবেন আমির তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ। আল্লামা মুফতি ড. সাইয়্যেদ
~ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী হুজুর। ~
বয়ানঃ বাদ এশা।

Address

Narayanganj

Telephone

+8801933906219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Anayetullah Abbasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Anayetullah Abbasi:

Share