Injamul Hoque

Injamul Hoque Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Injamul Hoque, Narayanganj.

24/06/2025
01/06/2025

★★ Breaking News★★
✅শিক্ষক নিবন্ধনে বয়স ও সনদের মেয়াদ পার হওয়া প্রার্থীরা কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না।
✅প্রার্থীদের সনদের মেয়াদ থাকবে তিন বছর। সে হিসেবে ১ থেকে ১৬তমরা আবেদন করতে পারবেন না।
✅আর ১৭তমদের মধ্যে যাদের বয়স ৩৫ ঊর্ধ্ব তারাও আবেদন করতে পারবে না বলে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
💥 ভাইভা রেজাল্ট এই সপ্তাহেই।

31/03/2025

তোমার টাকা নেই, সমাজে তোমার কোন সন্মান নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। নইলে...

নিজের পরিবার, আত্মীয় স্বজন, ও বন্ধু মহলে তোমার কোন মূল্য নেই।
যতই তুমি সুদর্শন হও না কেন? তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম।
যতই তুমি উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো। তোমার আসল ডিগ্রি তোমার রোজগার।

যতই তুমি মহান প্রেমিক হও, টাকা না থাকলে তোমার বেলা বোস অন্যের ঘরণী।
যতই তুমি গন্ধহীন ফুল হও, তোমার পকেট ভর্তি থাকলে, অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে।

তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে।
তোমার টাকাই ঠিক কবরে, কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী।
তোমার টাকাই ঠিক করবে, তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে।

মৃত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গালাগালি দেবে, সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমানের উপর।
তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য। পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য, তাই তোমার টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা।

তোমার পরিশ্রম, তোমার ঘাম, তোমার রক্তর হিসাব কেউ রাখবে না। শুধু তোমার টাকার হিসেব রাখা হবে।
তোমার আবেগ, তোমার ক্ষিদে, তোমার চাহিদা কেউ বুঝবে না। বুঝবে শুধুই তোমার ব্যাঙ্ক ব্যালেন্স।

টাকা থাকলে তুমি সবার নজরে মহা পুরুষ, আর না থাকলে কাপুরুষ।
টাকা থাকলে তোমার সব কথাই বাণী। আর না থাকলে নর্দমার পানি।
তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে। কারণ তুমি পুরুষ। তুমি মানুষ নও তুমি শুধুই একটা রক্ত মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন।

80/20 Rules
20/03/2025

80/20 Rules

12/01/2025

২০২৫ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ও অ্যাস্ট্রোনমি সোসাইটি চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

তিনি বলেন, আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আর মাত্র সাত সপ্তাহের অপেক্ষার পরই শুরু হবে ইবাদতের মাস রমজান। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খবর গালফ নিউজের।

অর্থাৎ এবারের রমজান মাসটি যদি ২৯ দিনের হয়। তাহলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ।

31/12/2024

✅ এই ৭টি লক্ষণ দেখলেই বুঝবেন সফলতা বেশি দূরে নয়,বরং আপনি সফলতার খুব কাছাকাছি আছেন!!
================================
১.প্রথমত একা হয়ে যাবেন।
২.প্রচন্ড রকম হতাশায় ভুগবেন।
৩.বন্ধুবান্ধবের সংখ্যা কমে যাবে।
৪.বারবার ব্যর্থ হতে থাকবেন।
৫.সবজায়গায় অসম্মানিত হতে থাকবেন।
৬.অনেক কষ্ট পাবেন।
৭.পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবেন।
_________________}}}}}}}}}}}}}}
✍️যদি এগুলো আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনি সফলতা পাবার জন্য পুরোপুরি প্রস্তুত।

📌মনে রাখবেন রাত গভীর না হলে সকাল হয় না।আর রাত গভীর হওয়া মানে আলো হারিয়ে যাওয়া নয় বরং ভোরের আলোর কাছাকাছি পৌঁছে যাওয়া।

📌নদীতে পুরোপুরি ভাটা না লাগলে তার আগে তো জোয়ার শুরু হয় না।ভাটার ফলে পানি সর্বোচ্চ পরিমাণ কমে গেলেই, তখনই আসে নদীতে জোয়ার। ভাটা নদী খালি হবার লক্ষণ নয় বরং জোয়ারের পূর্বলক্ষণ।
______________________________
✍️তাই নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করুন এবং সৃষ্টিকর্তার উপর ভরসা হারাবেন না।

✍️বর্তমান সময় আপনার পক্ষে না থাকলেও আজকের পরিশ্রমই আপনাকে সফল ভবিষ্যতে পৌঁছে দিবে। সুতরাং হাল ছাড়বেন না,পরিশ্রম করতে থাকুন, আজ অথবা কাল সফলতা আসবেই আসবে।
______________________________
📌ইনশাআল্লাহ।।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩
16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩

দোকানের নামের সাথে “মেসার্স” অথবা “ট্রেডার্স” কেন লেখা থাকে?মেসার্স: 'মেসার্স' ইংরেজি শব্দটি সাধারণত বিভিন্ন বাণিজ্যিক প...
09/12/2024

দোকানের নামের সাথে “মেসার্স” অথবা “ট্রেডার্স” কেন লেখা থাকে?
মেসার্স: 'মেসার্স' ইংরেজি শব্দটি সাধারণত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামের আগে ব্যবহৃত হতে দেখা যায়। কিন্তু এই শব্দটি বেশির ভাগ ক্ষেত্রেই ভুলভাবে ব্যবহার করা হয় আমাদের দেশে। অজ্ঞতা এবং অসচেতনতার কারণেই এটা হয়ে থাকে।
'মেসার্স’ শব্দটি ইংরেজি ‘মিস্টার’ শব্দের বহুবচন। সুতরাং যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কোনো মানুষের নামে এবং তার সঙ্গে অন্য আরো মানুষের সংশ্লিষ্টতা প্রকাশ করে (যেমন ‘আলম অ্যান্ড ব্রাদার্স’ বা ‘গণেশ অ্যান্ড কম্পানি’), সেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে ‘মেসার্স’ শব্দটি ব্যবহার করা যেতে পারে। তবে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কোনো মানুষের নামে নয় (যেমন ‘কর্ণফুলী ট্রেডার্স’ বা ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’), সেসব প্রতিষ্ঠানের নামের আগে ‘মেসার্স’ শব্দটির ব্যবহার সঠিক নয়।
আবার আমরা যেমন নিজেরা নিজেদের নাম বলার ক্ষেত্রে ‘মিস্টার’, ‘জনাব’ বা ‘শ্রী’ বলি না (উদাহরণস্বরূপ কারো নাম জিজ্ঞেস করলে তিনি যেমন নিজের নাম ‘আমার নাম মিস্টার নূরুল আলম’ বা ‘আমার নাম শ্রী মোহন লাল মহাজন’ বলেন না), বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘মেসার্স’ শব্দটির ব্যবহার অনুরূপ হওয়া উচিত। অর্থাৎ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম (আলম অ্যান্ড ব্যাদার্স বা ‘গণেশ অ্যান্ড কম্পানি’ হলেও নিজে ‘মেসার্স’ শব্দটি ব্যবহার করা যাবে না (যেমন সাইন বোর্ডে, লেটার হেডে, বিভিন্ন লাইসেন্সে ইত্যাদি)। এই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্য করে বাইরে থেকে কেউ যখন যোগাযোগ করবেন (যেমন চিঠি বা ই-মেলের মাধ্যমে), তখন তাঁরা লিখবেন ‘মেসার্স আলম অ্যান্ড ব্রাদার্স’ বা ‘মেসার্স গণেশ অ্যান্ড কম্পানি’। এটাই অভিপ্রেত এবং শোভনীয়।
আবার ‘মিস্টার’ শব্দটি পুংলিঙ্গ এবং ‘মেসার্স’ শব্দটি তার বহুবচন হলেও কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে, কোনো স্ত্রীলোকের নামে হলে এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে (যেমন ‘নাসিমা অ্যান্ড ব্রাদার্স’), উপরিউক্ত নিয়মে এই ক্ষেত্রেও ‘মেসার্স’ শব্দটি ব্যবহার করা যায়।
ব্রাদার্স: ইংরেজি Brothers এর বাংলা ( বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে) অর্থ হল পেশা, সমিতিভুক্ত ব্যক্তিবর্গ।
ট্রেডার্স : ইংরেজি Trade শব্দের বাংলা অর্থ ব্যবসায় এবং ট্রেডার্স এর অর্থ ব্যবসায়ী ( বহুবচন)।
-- Collected

07/09/2024

৩৫

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Injamul Hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share