23/03/2024
Udemy হল একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যারা এই প্রযুক্তির দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন কাজ শিখার ।যার মধ্যে প্রায় সব বিষয়েরই কোর্স রয়েছে। যেমন, পদার্থ, গণিত, রসায়ন, স্কেচ আঁকা, প্রোগ্রামিং, আর্কিটেকচার, মিউজিক, ব্যবস্যা, আর্ট, ইয়োগা, ভিবিন্ন ভাষা শিক্ষা, মোটর ড্রাইভিং, গেমস, গিটার, ড্রাম, বেহালা, মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, IELTS, Spoken English সহ আরো হাজার রকমের কোর্স। এখানে কিছু রয়েছে ফ্রী কিছু রয়েছে পেইড। তবে ফ্রী গুলো দিয়েই আপনি অনেক কিছু শিখতে পারবেন।
ইউডেমি এবং ইউটিউব এর মধ্যে পার্থক্য কি
ইউডেমি এবং ইউটিউব দুটি আলাদা ওয়েবসাইট। তবে দুটি সাইটের ভিডিও লেসন বা টিউটোরিয়ালরয়েছে।তবে ইউটিউবে টিউটোরিয়াল গুলো ফ্রিতে পাওয়া যায়। আর ইউডেমি হলো প্রিমিয়াম সাইট। এখানে আপনাকে ডেমো কোর্স দেখে মূল কোর্সটি কিনে শিখতে হবে। মানে চার্জ দিতে হবে।ইউটিউবে আপনি সব বিষয়ে সবসময় ভাল এবং মানসম্মত কন্টেন্ট পাবেন না, কারণ সস্তায় তো সব সময় যে ভাল কিছু পাওয়া যাবে এমন তো নয়! তাই ইউডেমির কোর্সগুলো বেশি মানসম্ম।
পরিশেষে বলব,যত ভালো কোর্সই করেন না কেন কোন লাভ নেই যদি আপনার মধ্যে নিজের ইচ্ছে শক্তি না থাকে। মূলত শেখাটা হলো বড় কথা । ইন্টারনেটে অনেক রিসোর্স আছে যা আমরা খুঁজতে চাই না। নিজের মনোবল কে তৈরি করুন । শেখার জন্য যে কোর্স যেখান থেকে করেন না কেন, আপনি বিভিন্ন ব্লগসাইট ভিজিট না করে কোন কিছুর সমাধান পাবেন না। যেখান থেকে শিখেন না কেন ইউটিউব এবং বিভিন্ন ব্লগসাইট কে যদি কাজে না লাগাতে পারেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না। ইউটিউব এবং ইউডেমি কে কাজে লাগিয়ে নিজের স্কিল দক্ষ করে তুলুন।