
20/04/2025
মাত্র ১০ টাকায় অসাধারণ চিকিৎসা সেবা! ঢাকার এই ১০টি হাসপাতালে টিকিটেই মিলছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
স্বাস্থ্যসেবা এখন আর বিলাসিতা নয়, বরং সবার অধিকার। ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে মাত্র ১০ টাকায় মিলছে বহির্বিভাগে (OPD) চিকিৎসাসেবা। সাধারণ মানুষ যাতে কম খরচে মানসম্মত চিকিৎসা পায়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।
এখানে রইল ঢাকার ১০টি সরকারি হাসপাতালের নাম, ঠিকানা ও যোগাযোগ নম্বর—যেখানে মাত্র ১০ টাকার টিকিটেই আপনি পেতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আর অনেক সময় বিনামূল্যে ওষুধও।
১. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
ঠিকানা: কুর্মিটোলা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬
ফোন: +880-2-55062350
ওয়েবসাইট: kurmitolahospital.gov.bd
২. ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন: 02-58151368, 02-48120079, 02-48118808
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: nins.gov.bd
৩. ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি (নাক-কান-গলা) অ্যান্ড হসপিটাল
ঠিকানা: লাভ রোড, বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা-১২০৮
ফোন: 02-8878155
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: nient.gov.bd
৪. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (DMCH)
ঠিকানা: বকশিবাজার, ঢাকা-১২০৩
ফোন: 02-9668690
ওয়েবসাইট: dmc.gov.bd
৫. মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঠিকানা: মুগদা, ঢাকা-১২১৪
ফোন: 02-7215400
ওয়েবসাইট: mmch.gov.bd
৬. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭
ফোন: 02-9122560
ওয়েবসাইট: shsmc.gov.bd
৭. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন: 02-9137292
ওয়েবসাইট: nhf.gov.bd
৮. জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা: মহাখালী, ঢাকা-১২১২
ফোন: 02-9893491
ওয়েবসাইট: nicrh.gov.bd
কীভাবে সেবা পাওয়া যাবে?
সকাল বেলা হাসপাতালে গিয়ে মাত্র ১০ টাকায় OPD টিকিট কাটলেই আপনি পেতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। অনেক সময় রোগ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।
এই সেবাগুলো পেতে হলে—
সকাল সকাল হাসপাতালে উপস্থিত থাকুন
জাতীয় পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন
সঠিকভাবে টিকিট সংগ্রহ করুন এবং সিরিয়াল অনুসরণ করুন
সাশ্রয়ী চিকিৎসা সেবা পেতে এই হাসপাতালগুলোতেই আসুন—মাত্র ১০ টাকায়।
#স্বাস্থ্যসেবা #১০টাকায়চিকিৎসা #সরকারিহাসপাতাল #ঢাকা