Saraf's Family

Saraf's Family Please! follow my page❤️
(9)

শুভ জন্মদিন আমার জানের ছোট ভাই❤️তুই আমার জীবনের সেই উপহার, যার কোনো তুলনা হয় না। তুই আমাদের থেকে অনেক দূরে, প্রবাস জীবনে...
24/07/2025

শুভ জন্মদিন আমার জানের ছোট ভাই❤️

তুই আমার জীবনের সেই উপহার, যার কোনো তুলনা হয় না। তুই আমাদের থেকে অনেক দূরে, প্রবাস জীবনে একা একা থাকিস। তুই জানিস শৈশবের সেই খুনসুটি, কান্না আর হাসির প্রতিটি মুহূর্ত আজও মনে গেঁথে আছে — তুই ছিলি, আছিস, থাকবি… আমার দুই ভাই আমার জীবনের সবচেয়ে আপন মানুষ।

আজ তোর জন্মদিনে বোনের একটাই প্রার্থনা—
আল্লাহ যেন তোকে হাজার গুণ বেশি সুখ, শান্তি আর সফলতা দেয়। দুনিয়ার সব ভালোবাসা দিয়ে তোদের আগলে রাখতে চাই… কারণ তোরা শুধু ভাই না, তোরা আমার হৃদয়ের একটা টুকরো। 💖

শুভ জন্মদিন ভাই!
দয়ালের কাছে প্রার্থনা তুই সবসময় সুস্থ থাক, ভালো থাক, জীবনে প্রতিষ্ঠিত হো🎂🫶

23/07/2025

মিরপুরের একটি স্কুলে আজ আবার আগুন😭

22/07/2025

অভিশপ্ত জুলাই

Sheikh Sohel Rana ShaFiqul IsLam আমাকে আবার একটু বার্গার খেতে নিয়ে যাও🫣
18/07/2025

Sheikh Sohel Rana ShaFiqul IsLam আমাকে আবার একটু বার্গার খেতে নিয়ে যাও🫣

17/07/2025

বদ নজর শুধু একটি মানুষের সাময়িক ক্ষতি করে না, জীবনটাও কেড়ে নেয়ার ক্ষমতা রাখে🥺

#বদনজর ゚

পেজে এক্টিভ না থাকলে কি ফলোয়ার কমে যায়🥲
14/07/2025

পেজে এক্টিভ না থাকলে কি ফলোয়ার কমে যায়🥲

জন্মদিনে যারা আমাকে একটিবারের জন্য হলেও মনে রেখেছেন, একটা শুভেচ্ছা বার্তায় আমাকে ভালোবাসা জানিয়েছেন—আমি সত্যিই কৃতজ্ঞ।...
09/07/2025

জন্মদিনে যারা আমাকে একটিবারের জন্য হলেও মনে রেখেছেন, একটা শুভেচ্ছা বার্তায় আমাকে ভালোবাসা জানিয়েছেন—
আমি সত্যিই কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আমাকে অন্তরের গভীরে ছুঁয়ে গেছে। এই পৃথিবীতে এখনো কিছু সম্পর্ক, কিছু অনুভব সত্যিই মূল্যবান— সেটা আবার অনুভব করলাম আপনাদের মাধ্যমে।

সকলকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ ও দোয়া।
আল্লাহ আমাদের সকলের জীবন সুখ আর শান্তির চাদরে আবৃত্ত করে দিক 🤍

শুকরিয়া সারাফের পাপা❤️
09/07/2025

শুকরিয়া সারাফের পাপা❤️

ইতিহাসের ময়দানে কারবালার পূর্বাভাস… এক অশ্রুসিক্ত মুহূর্ত 😭একদিন মাওলা মুহাম্মদ (সাঃ)–এর কাছে জিবরাঈল (আঃ) এলেন কাফনের ক...
02/07/2025

ইতিহাসের ময়দানে কারবালার পূর্বাভাস… এক অশ্রুসিক্ত মুহূর্ত 😭

একদিন মাওলা মুহাম্মদ (সাঃ)–এর কাছে জিবরাঈল (আঃ) এলেন কাফনের কাপড় নিয়ে।

নবীজী (সাঃ) কাপড়টিকে ভাগ করে দিলেন—
🔹 একটুকরা দিলেন মা ফাতেমা (সাঃ আঃ)-কে,
🔹 একটুকরা দিলেন মাওলা আলী (কা:)-কে,
🔹 একটুকরা দিলেন ইমাম হাসান (আঃ)-কে,
🔹 এবং একটি রাখলেন নিজের জন্য।

🌸 মা ফাতেমা (সাঃ আঃ) জিজ্ঞেস করলেন:
“বাবা, আমার হুসাইনের জন্য কিছু রাখলেন না?” 🥺

নবীজী (সাঃ) কান্নায় ভেঙে পড়ে বললেন:
> “ফাতেমা! কাফন তাকে দেওয়া হয়, যাকে গোসল দেওয়া হয়।কিন্তু হুসাইন এমনভাবে শহীদ হবে যে, তার গোসল দেওয়ার কেউ থাকবে না! তার দেহ ছিন্নভিন্ন হয়ে যাবে, মাথাও থাকবে না!” 😭

চোখের জলে নবীজীর দাড়ি মোবারক সিক্ত হয়ে যায়।
মা ফাতেমা কেঁদে বলেন,
“তাহলে আপনি আমার হুসাইনকে রক্ষা করবেন না?”

নবীজী বলেন:
> “আমি তখন থাকবো না।”
“তাহলে ওর পিতা আলী?”
“আলীগণও থাকবেন না।”

🌿 ফাতেমা (সাঃ আঃ) দৃঢ়ভাবে বললেন:
“তাহলে আমি যাবো ময়দানে, আমি রক্ষা করবো আমার হুসাইনকে।”

নবীজী বললেন:
> “তুমিও আমার পরেই চলে যাবে, মা।” 😭

ফাতেমা আবার জিজ্ঞেস করেন:
“তাহলে ওর ভাই হাসান? সেতো রক্ষা করবে!”
নবীজী আবার কাঁদলেন:
> “মা রে, হাসানও তখন থাকবে না!” 😭

এই কথা শুনে মা ফাতেমা অঝোরে কাঁদতে থাকেন…
“তাহলে আমার হুসাইনের জন্য কাঁদবে কে? কে স্মরণে রাখবে তাকে?”

নবীজী (সাঃ) বলেন:
> “ফাতেমা, আমি দোয়া করি — তুমি আমিন বলো।
আল্লাহ এমন একটি কওম সৃষ্টি করবেন, যারা কেয়ামত পর্যন্ত হুসাইনের জন্য কাঁদবে, তাকে স্মরণ করবে।উনারা সবাই মিলে মুনাজাত করেন।"

🌙 এরপর ছোট ছোট পায়ে এগিয়ে আসে হুসাইন (আঃ)।
তিনি জিজ্ঞেস করেন:
“নানা, যারা আমার জন্য কাঁদবে — আপনি তাদের কী দিবেন?”
নবীজী বলেন:
> “আমি তাদের জন্য শাফায়াত করবো।” 😭

এরপর হুসাইন যান পিতা আলী (কা:)-এর কাছে:
“বাবা, আপনি কী দিবেন?”
মাওলা আলী (কা:) কাঁদতে কাঁদতে বলেন:

> “আমি কেয়ামতের গরমে তাদের খুঁজে এনে
হাউজে কাউসারের পানি পান করাবো।” 😭

এরপর তিনি যান মা ফাতেমার (সাঃ আঃ) কাছে:
“মা, আপনি কী দিবেন যারা আমার জন্য কাঁদবে তাদের?”
মা কেঁদে বলেন:

> “আমি জান্নাতের দরজায় এলোচুলে দাঁড়িয়ে ফরিয়াদ করবো,
হে আল্লাহ! যারা আমার হুসাইনের জন্য অশ্রুপাত করেছে,
তুমি তাদের আমাকে আগে জান্নাতে দাও,
না হলে আমি জান্নাতে যাবো না!” 😭

শেষে হুসাইন যান ভাই হাসানের (আঃ) কাছে:
“ভাইয়া, আপনি কী দিবেন?”
হাসান (আঃ) জড়িয়ে ধরে বলেন:

> “কিয়ামতের দিন অনেক গরম হবে। যারা তোমার জন্য কাঁদবে, আমি তাদের আল্লাহর আরশের ছায়া দেবো।” 😭

📚 সূত্র: ‘শামে কারবালা’

এমন হৃদয়বিদারক সত্য জানার পরই তো🔥 কাজী নজরুল ইসলাম লিখেছিলেন: “হুসাইনের জন্য কাঁদে না যার মন, মুসলিম নয়, মুনাফিক তুই, রাসুলের শত্রু সেই জন।”

যারা হুসাইনের জন্য কাঁদে, তারা শুধুই শোকাহত নয়😭তারা আশার আলো, সত্য ও ইনসাফের পথে চলার প্রতীক🙏
আল্লাহ আমাদের সবাইকে সেই মহাসত্য কাফেলার অন্তর্ভুক্ত করুন। আমিন। 🤲

মাওলা হোসাইন মানে আত্মত্যাগ।তাঁর রক্তে লেখা ছিল একটাই বার্তা—"সত্যের পাশে থাকো, আল্লাহর সন্তুষ্টিই শ্রেষ্ঠ সফলতা।"কারবাল...
02/07/2025

মাওলা হোসাইন মানে আত্মত্যাগ।
তাঁর রক্তে লেখা ছিল একটাই বার্তা—
"সত্যের পাশে থাকো, আল্লাহর সন্তুষ্টিই শ্রেষ্ঠ সফলতা।"

কারবালার তপ্ত বালুকায় তিনি প্রমাণ করে গেছেন—
"ইবাদত শুধু নামাজে নয়, অন্যায়ের মুখে সত্য বলা-ও ইবাদত।"

তিনি মরে যাননি, তিনি আজও বেঁচে আছেন—
প্রতিটি মুমিনের হৃদয়ে,প্রতিটি মুক্ত প্রাণে।
🕋 হোসাইন মানে ইসলামের প্রাণ।
আধ্যাত্মিক বিপ্লবের এক নীরব আহ্বান🙏

কাউকে ডেডিকেট করে কিছু লিখছি না-★আমার কোন আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন মূল সমস্যার শুরুটা হয়েছিল আপনাদ...
01/07/2025

কাউকে ডেডিকেট করে কিছু লিখছি না-

★আমার কোন আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন মূল সমস্যার শুরুটা হয়েছিল আপনাদের কাছ থেকেই।
★যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নিবেন আপনাদের কোন কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে।
★যদি আমার মায়া-টান আপনাদের ওপর থেকে কমে যায়, তাহলে বুঝে নিবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বাংবার ক্ষত-বিক্ষত করেছে।
★যদি আমার কোনো কথাকে খোঁচা দেয়া মনে হয়, তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচামার্কা কথা আপনারাও আমাকে বহুবার বলেছেন। তাই নিজেও ফেরত পাচ্ছেন।
★যদি আমি আগের মত আপনাদের সাথে মিশতে না পারি তাহলে বুঝে নিবেন আপনাদের দেয়া কোন আঘাত আমি আজও ভুলতে পারিনি।
★যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাঁধছে না তাহলে বুঝে নিবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারনেই আমার ভদ্রতা লোপ পেয়েছে।

দুনিয়ায় সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আছে। তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। যেমম লেবু বেশি চিপলে তেতো বের হয়🤗

আহ্‌রে কারবালা 🥲(অশ্রুসিক্ত আত্মত্যাগের মহাকাব্য)তপ্ত বালুর বুকে লেখা, এক অশ্রুর ইতিহাস,যেখানে সত্য বলেছিল — “মিথ্যার নয...
01/07/2025

আহ্‌রে কারবালা 🥲
(অশ্রুসিক্ত আত্মত্যাগের মহাকাব্য)

তপ্ত বালুর বুকে লেখা, এক অশ্রুর ইতিহাস,
যেখানে সত্য বলেছিল — “মিথ্যার নয় সহবাস!”
তলোয়ারের ঝলকে ছিলো কেবল এক ধ্বনি —
“আল্লাহু আকবার! আল্লাহু আকবার!”
শত মৃত্যু পেরিয়েও, ইসলাম ছিল অমলিন ধ্বনি।

হোসাইন দাঁড়িয়ে একা, তাবু জুড়ে কান্নার সুর,
সাথী নেই পাশে, আছে কেবল রক্ত আর ধূলি-বিবর।
পিপাসাক্লান্ত শিশু মুখ ফাঁটে, ফাঁটে ঠোঁট,
আলি আসগরের হাসিতে ঝরে নিঃশব্দ রক্তের ছোট,
এ যেন পূর্বশর্ত—ইসলাম প্রতিষ্ঠার মৌন চেতনা।

জয়নাবের আঁচলে আগুন, চোখে নিঃশেষ ব্যথার রেখা,
ভাইয়ের নিথর দেহ খুঁজে, কাঁদেন নির্ঘুম একা।
জুলজানার পায়ে রক্ত, ফিরে আসে নিঃস্ব ঘোড়া,
হোসাইন তো নেই আর, পড়ে থাকে শূন্য পাঁজরা,
তবুও বুকে দীপ্ত শপথ—সত্যে জীবন দিব শতবার।

না, এ শুধু যুদ্ধ নয়—এ এক আত্মার শোকগাঁথা,
যেখানে নবীর কলিজার টুকরো লিখে ইতিহাস-ছাপা।
কারবালা হলো ঈমানের শপথ, সজাগ প্রত্যয়,
প্রতি অশ্রুতে লুকিয়ে শহীদের ত্যাগের পরিচয়।

এ মহাকাব্য জয়ের নয়, এ আত্মত্যাগের শ্রেষ্ঠ গান,
কারবালার মাটি জুড়ে বাজে ধ্বনি — “হক্‌ রাহে প্রাণ!”
সত্য, ধৈর্য, ঈমান আর শহাদাত —
এই তো ইসলামের প্রকৃত পরিচয়, চিরস্মরণীয় তাজ।

১০ই মহররম—হোক সে চেতনার দীপ্ত দিন,
নানার উম্মতের জন্য হোসাইন দিলেন রক্ত-উৎসর্গ বিনিময়হীন।
কারবালা আজও জ্বলে, ঈমানের অম্লান আলোয়,
এক কণ্ঠে বলি —
ইয়া হোসাইন! আপনার রক্তে লেখা সত্য কখনো মুছিবার নয়।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saraf's Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share