
24/07/2025
শুভ জন্মদিন আমার জানের ছোট ভাই❤️
তুই আমার জীবনের সেই উপহার, যার কোনো তুলনা হয় না। তুই আমাদের থেকে অনেক দূরে, প্রবাস জীবনে একা একা থাকিস। তুই জানিস শৈশবের সেই খুনসুটি, কান্না আর হাসির প্রতিটি মুহূর্ত আজও মনে গেঁথে আছে — তুই ছিলি, আছিস, থাকবি… আমার দুই ভাই আমার জীবনের সবচেয়ে আপন মানুষ।
আজ তোর জন্মদিনে বোনের একটাই প্রার্থনা—
আল্লাহ যেন তোকে হাজার গুণ বেশি সুখ, শান্তি আর সফলতা দেয়। দুনিয়ার সব ভালোবাসা দিয়ে তোদের আগলে রাখতে চাই… কারণ তোরা শুধু ভাই না, তোরা আমার হৃদয়ের একটা টুকরো। 💖
শুভ জন্মদিন ভাই!
দয়ালের কাছে প্রার্থনা তুই সবসময় সুস্থ থাক, ভালো থাক, জীবনে প্রতিষ্ঠিত হো🎂🫶