Sohel Rana

Sohel Rana For Sponsorship
Email: [email protected]
for business needs

তন্দুরি চা ট্রাই করেছেন কি?  #চা_মানেই_ইস্পাহানি_মির্জাপুর  #তন্দুরিচা
15/07/2025

তন্দুরি চা ট্রাই করেছেন কি?
#চা_মানেই_ইস্পাহানি_মির্জাপুর
#তন্দুরিচা

🇫🇯🌴 ফিজিতে আমার দিনগুলো 🌊জীবনের একটা অসাধারণ অধ্যায় কেটেছে ফিজি নামের ছোট্ট অথচ স্বপ্নের মতো এক দ্বীপদেশে। কতদিন যে ছিলা...
13/07/2025

🇫🇯🌴 ফিজিতে আমার দিনগুলো 🌊

জীবনের একটা অসাধারণ অধ্যায় কেটেছে ফিজি নামের ছোট্ট অথচ স্বপ্নের মতো এক দ্বীপদেশে। কতদিন যে ছিলাম সেখানে—দিন গুনিনি, শুধু প্রতিটি মুহূর্ত অনুভব করেছি।

নীল সাগর, সবুজ প্রকৃতি, শান্ত জীবনধারা আর সর্বোপরি ফিজিয়ান মানুষের অকৃত্রিম হাসিমুখ—সবকিছুই হৃদয়ে গেঁথে গেছে।
এমন একটা জায়গা যেখানে সময় যেন ধীর হয়ে যায়, আর প্রকৃতি প্রতিদিন নতুন করে প্রেমে পড়ায়।

আমি সত্যিই কৃতজ্ঞ যে এই অভিজ্ঞতা আমার জীবনের অংশ হয়েছে।
বিদায় নিলেও হৃদয়ের গভীরে ফিজি চিরকাল রয়ে যাবে। 💙

Bula Vinaka, Fiji! 🇫🇯
(ধন্যবাদ, ফিজি!)

12/07/2025

ফিজি এম্বাসি কি বাংলাদেশ আছে সত্য না মিথ্যা জানুন !

ভ্রমণই ভালোবাসা—আমার মতো ঘুরতে ভালোবাসেন, এমন সঙ্গীরা কোথায়?
11/07/2025

ভ্রমণই ভালোবাসা—আমার মতো ঘুরতে ভালোবাসেন, এমন সঙ্গীরা কোথায়?

10/07/2025

আশা করি সবাই ভালো আছেন।

আজ যারা ফিজির জন্য ইন্টারভিউ দিয়েছেন, এবং যারা সিলেক্টেড হয়েছেন—আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনারা ফিজি যেতে পারবেন সফলভাবে।

সবার জন্য রইল দোয়া ও শুভকামনা। 🌍✈️ 🇫🇯
ফিজি প্রবাস যাত্রা হোক শুভ ও সফল।

  সৌন্দর্যমণ্ডিত মুহূর্তকে ধারণ করেছে। ছবিতে দেখা যাচ্ছে একটি শান্ত সমুদ্রের উপরে বেশ কয়েকটি নৌকা (sailboats ও catamaran...
09/07/2025

সৌন্দর্যমণ্ডিত মুহূর্তকে ধারণ করেছে। ছবিতে দেখা যাচ্ছে একটি শান্ত সমুদ্রের উপরে বেশ কয়েকটি নৌকা (sailboats ও catamarans) নোঙর করে রয়েছে। সূর্যাস্তের সময় আকাশে লাল, কমলা এবং বেগুনি রঙের মনোমুগ্ধকর ছোঁয়া পড়েছে, যা পুরো দৃশ্যটিকে আরও স্বপ্নময় করে তুলেছে। সামনে নারকেল গাছের পাতা ছবির উপরিভাগে ফ্রেমের মতো এসেছে, যা ট্রপিক্যাল দ্বীপের আবহকে ফুটিয়ে তোলে।

ছবিটির কিছু বিশেষ বৈশিষ্ট্য:

ফিজির শান্ত ও নীলচে সমুদ্র।

সূর্যাস্তের সময়ের মনোমুগ্ধকর রঙ।

ভেসে থাকা নৌকাগুলি পর্যটকদের বিশ্রামের বা যাত্রার প্রস্তুতির ইঙ্গিত দেয়।

দ্বীপের আবহাওয়া, নারকেল গাছ ও সমুদ্র ফিজিকে একটি আদর্শ ট্রপিক্যাল গন্তব্য হিসেবে তুলে ধরে।

এই ধরনের দৃশ্য ফিজির মতো দ্বীপ-দেশের স্বাভাবিক রূপ, যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। প্রকৃতি ও শান্তির মিশেলে এটি নিঃসন্দেহে এক অতুলনীয় গন্তব্য। 🌅⛵🇫🇯

06/07/2025

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আমিও ভালো আছি আপনারা যদি সবাই একসাথে ফোন দেন যেমন হোয়াটসঅ্যাপে, ইমু, মেসেঞ্জার, ফোন নাম্বারে তাহলে কিভাবে কথা বলো সবার সাথে বলেন আজকে না হলে ৩০০ কল আসছে সারাদিনে এমনি কথা বলতে বলতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপরও যখন যার কল সামনে আসতেছে তারটা রিসিভ করতেছি কল।

📌 ফিজি কাজের ভিসা ২০২৫ 🇫🇯🔹 স্বল্প খরচে বৈধভাবে বিদেশে কাজের সুযোগ!🔹 ফিজি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ🔹 সুপার সব, জেনারে...
04/07/2025

📌 ফিজি কাজের ভিসা ২০২৫ 🇫🇯
🔹 স্বল্প খরচে বৈধভাবে বিদেশে কাজের সুযোগ!
🔹 ফিজি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ
🔹 সুপার সব, জেনারেল লেবার,নির্মাণ ও বিভিন্ন খাতে লোক প্রয়োজন
🔹 বসবাস কোম্পানির ও খাওয়া - নিজের
🔹 অন্যান্য সুযোগ সুবিধা ফিজির আইন অনুযায়ী

🎯 যাদের পাসপোর্ট আছে, এখনই যোগাযোগ করুন!

📞 যোগাযোগ: +8801950241680
📩 ইনবক্স করুন বিস্তারিত জানার জন্য

☕ সৌদি আরবে কফি শপে ভালো চাকরি – সুযোগ এখন আপনার হাতের মুঠোয়! 🇸🇦আপনি কি কফি শপে কাজ করতে চান?আপনার কি অভিজ্ঞতা আছে বা শ...
04/07/2025

☕ সৌদি আরবে কফি শপে ভালো চাকরি – সুযোগ এখন আপনার হাতের মুঠোয়! 🇸🇦

আপনি কি কফি শপে কাজ করতে চান?
আপনার কি অভিজ্ঞতা আছে বা শিখতে আগ্রহী?
তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন!

🔹 আকর্ষণীয় বেতন
🔹 ভালো পরিবেশ
🔹 নিরাপদ কাজের সুযোগ
🔹 বৈধ ভিসার মাধ্যমে যেতে পারবেন
🔹 কফি শপে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

📞 যোগাযোগ করুন আজই – সুযোগ সীমিত!
📩 ইনবক্স করুন অথবা নিচের নাম্বারে কল দিন:
📱 8801950241680

শেয়ার করুন আপনার পরিচিতদের মাঝে – কেউ একজন জীবন বদলাতে পারে!

02/07/2025

আসসালামালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পরে আজকে লাইভে চলে আসলাম।
সবাই লাইভ শেয়ার করবেন। ❤️❤️

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Sohel Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohel Rana:

Share

Category