দৈনিক আমাদের মতলব

দৈনিক আমাদের মতলব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক আমাদের মতলব, Media/News Company, Matlab North, Narayanganj.

আমরা চাঁদপুরের সকল উপজেলাসহ বাংলাদেশের যেকোনো জেলা উপজেলা এবং বিভিন্ন নগর মহানগরের সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লেখনীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের নজরে এনে সমস্যা সমাধানে প্রতিনিয়ত কাজ করি।

“মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত ০১টি  মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ১জন সক্রিয় সদস্য গ্রেফতার।  মতল...
12/09/2025

“মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত ০১টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ১জন সক্রিয় সদস্য গ্রেফতার।
মতলব উত্তর থানাধীন বাংলা বাজার জনৈক সাইফুল ইসলাম সুমন দোকানের সামনে বেলতলী টু বাংলা বাজারগামী পাকা রাস্তার উপর হইতে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য মোঃ আব্দুল হামিদ (৪২), পিতা-মোঃ খলিলুর রহমান, মাতা-আরোজা বেগম, সাং-ব্রাম্বনচক (ঢালী বাড়ী), থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ১টি Yamaha R15 V3 Indian Version Dual ABS 150cc মোটরসাইকেল, মূল্য অনুমান ৪,০০,০০০/- টাকা উদ্ধার করা হয়।

মতলবে স্মার্টফোন কিনে না দেয়ায় কিশোরের গলায় ফাঁ-সনিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্মার্টফোন কিনে না দেওয়া...
11/09/2025

মতলবে স্মার্টফোন কিনে না দেয়ায় কিশোরের গলায় ফাঁ-স
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্মার্টফোন কিনে না দেওয়ায় সাব্বির (১৪) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর)) সন্ধ্যা ৭টার সময় উপজেলার ছেংগারচর পৌরসভার বাজারের বাড়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত কিশোর সাব্বির ওই এলাকার ঠাকুরচর গ্রামের স্বপন সরকারের ছেলে। তার মায়ের নাম রেশমা বেগম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাব্বির মায়ের কাছে স্মার্টফোন কিনে নিতে কয়েকদিন ধরেই বায়না ধরে আসছিল। মা সকিনা বেগম পাথর শ্রমিক হওয়ার কারণে টাকার অভাবে ছেলেকে ফোন কিনে দিতে পারছিলেন না। বুধবারও ফোন কিনে দেয়ার জন্য বায়না ধরে।

স্বজন ও পুলিশ জানায়, সাব্বির ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়াশোনা করত। কয়েক মাস আগে পড়াশোনা বন্ধ করে দেয়। এরপর থেকে সে বাসায় থাকত। মায়ের কাছে স্মার্টফোন কিনে নিতে কয়েকদিন ধরেই বায়না ধরে আসছিল।

বুধবার রাতে মায়ের কাছে একটি স্মার্ট মোবাইল কিনে দেওয়ার বায়না করে। তবে তার মা তাকে মোবাইল ফোন কিনে দিতে অস্বীকৃতি জানালে সে খাবার খাওয়া বন্ধ করে দেয়। এরপর অভিমান করে বাসার একটি রুমের দরজা বন্ধ ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে। পরে রাত ৭টার দিকে সাব্বিরের মরদেহ ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন।

পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সাব্বিরের ছোট ভাই আপন বলেন, ‘দুপুর বেলা থেকেই ওর মায়ের কাছে টাচ ফোন চেয়েছিল। মা টাচ ফোন না দেওয়ায় সে দুপুরের খাওয়া ছেড়ে দেয়। মা টাচ ফোন না কিনে না দেওয়ায় আমাদের অজান্তেই রাত ৭টার সময় অভিমানে রুমের একটি কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

10/09/2025

৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল

চাঁদপুরে সম্ভাব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী ১৩ হাজার : কেন্দ্র ২২নিজস্ব প্রতিবেদক ঃ চাঁদপুর জেলার ১ হাজার ১শ ৫৬টি সরকা...
10/09/2025

চাঁদপুরে সম্ভাব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী ১৩ হাজার : কেন্দ্র ২২

নিজস্ব প্রতিবেদক ঃ চাঁদপুর জেলার ১ হাজার ১শ ৫৬টি সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৬৮ জন। কেন্দ্র ২২ টি। এর মধ্যে বালক ৪ হাজার ৯শ ৪৮ জন এবং বালিকা ৮ হাজার ১ শ ২০ জন। এবারের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দুই-তৃতীয়াংশই বালিকা। তবে জেলার ৬শ ১০ টি কিন্ডার গান্টেন ও প্রায় ৪ শ ৫০ টি এবতেদায়ী মাদ্রাসার বৃত্তি পরীক্ষার্থীর তথ্য এর সাথে সম্পৃক্ত হয় নি।

এদিকে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্ভাব্য বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১শ ৭৯ জন। মোট কেন্দ্র ৭টি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া ৮ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত প্রতিবেদনের তথ্য মতে – হাজীগঞ্জ উপজেলা সরকারি নির্দেশনা মতে ৪০ % হারে ১ হাজার ৮শ ৩০ জন । কেন্দ্র- ৩ টি। এর মধ্যে বালক- ৭শ ৩০ জন এবং বালিকা ১ হাজার ১শ জন। শাহরাস্তি উপজেলায় বালক ৪ শ ৮০ জন এবং বালিকা -১ হাজার ৩শ ৪৯ জন। কেন্দ্র ৪ টি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পর আবারো ২০০৫ সালে ডিসেম্বরে পূর্বের ন্যায় চালু হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এ বছরের ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে পৃথকভাবে এ বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে অংশ নেবে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করা শিক্ষার্থীরা।

বৃত্তি পরীক্ষায় কোন শিক্ষার্থী অংশ নিতে পারবে-তাদের কীভাবে বাছাই করা হবে এবং কত বিষয় ও কত নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা হবে-এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার গুঞ্জন ছিল যে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও রেজিস্ট্রেশন করে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে সেই সুযোগ রাখা হয় নি। সর্বশেষ পাওয়া সংবাদে জানা যায় – শুধু মাত্র সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাই অংশ নিচ্ছে।

অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়,পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়গুলোর (যেখানে প্রাথমিক ও মাধ্যমিক একসঙ্গে) নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

কবে হতে পারে পরীক্ষা : প্রতিবছর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও ছুটির তালিকাসহ বার্ষিক শিক্ষাপঞ্জি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২০২৫ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিকে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১- ১০ ডিসেম্বর পর্যন্ত। এ বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার ১০-১৫ দিন পর বৃত্তি পরীক্ষা নেয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বৃত্তির পরীক্ষার সম্ভাব্য একটি তারিখও জানিয়েছে। সেটি হলো ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর। সেই হিসাবে ২১ ডিসেম্বর বাংলা, ২২ ডিসেম্বর ইংরেজি, ২৩ ডিসেম্বর গণিত এবং ২৪ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এ তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

কারা সুযোগ পাবে : অধিদপ্তর জানায়, তিন ধরনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে সেসব বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে আবার সুযোগ দেওয়া হবে না। শুধু ৪০ % শিক্ষার্থীকে মনোনীত করা হবে। অর্থাৎ কোনো বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ ৪০ জন এবং ৫০ জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ ২০ জন পরীক্ষা দিতে পারবে। অধিদপ্তরের নির্দেশনামতে, প্রথম সাময়িক পরীক্ষার (প্রথম প্রান্তিক) ফলাফলের ভিত্তিতে ৪০ % শিক্ষার্থীকে বাছাই করা হবে বৃত্তি পরীক্ষার জন্য।

প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলে যারা প্রথম দিকে আছে-সেই মেধাক্রম অনুযায়ী ৪০% শিক্ষার্থী বাছাই করে তাদের রেজিস্ট্রেশন করাতে হবে। ২৪ জুলাইয়ের মধ্যে এ নিয়মে শিক্ষার্থী বাছাই করে সেই তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ছকের মাধ্যমে পাঠাতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৃত্তি শাখার এক কর্মকর্তা জানান, শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে নীতিমালা না মানলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শ্রেণিশিক্ষক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কোন বিষয় ও কত নম্বরের পরীক্ষা : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দীর্ঘদিন পর চালু হতে যাওয়া বৃত্তি পরীক্ষা হবে পাঁচ বিষয়ের ওপর। এর মধ্যে তিনটি বিষয়ের ওপর ১০০ নম্বর করে এবং দুটি বিষয় একসঙ্গে করে ৫০ নম্বর করে ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। বিষয়গুলোর মধ্যে বাংলা,ইংরেজি, প্রাথমিক গণিত বিষয়ের ওপর ১০০ নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা হবে। প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট।

এ ছাড়া বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে এক দিনে। দুটি বিষয়কে একটি ধরে পরীক্ষা নেয়া হবে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় অংশ থেকে ৫০ নম্বর এবং প্রাথমিক বিজ্ঞান থেকে ৫০ নম্বরের প্রশ্নপত্র থাকবে। এ পরীক্ষার জন্যও শিক্ষার্থীরা ২ ঘণ্টা ৩০ মিনিট সময় পাবে।

এদিকে-চাঁদপরি সহ দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষাও আবার চালু হচ্ছে। ডিসেম্বরেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাঁচটি বিষয়ের ওপর পরীক্ষায় অংশ নেবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে,২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয় হিসেবে থাকবে কুরআন মাজিদ এবং আকাইদ ও ফিকহ (একত্রে),আরবি প্রথম ও দ্বিতীয় পত্র (একত্রে), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান (একত্রে)।

প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর করে বরাদ্দ থাকবে। মোট নম্বর হবে ৫০০। শুধু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও সংযুক্ত ইবতেদায়ি শাখার শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রতিটি মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৪০% পরীক্ষায় অংশ নিতে পারবে। এ বিষয়ে বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন বোর্ড থেকে শিগগিরই প্রকাশ করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে। সর্ব শেষ–কিন্ডার গান্টেন শিক্ষার্থীগণ স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে বৃত্তি পরীক্ষায় আদৌ অংশগ্রহণ করতে পারবে কী না এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায় নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি, জিএস ও এজিএস এই ৩ শীর্ষ পদেই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন...
10/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি, জিএস ও এজিএস এই ৩ শীর্ষ পদেই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

প্রকাশিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে রাত পৌনে ২টা থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হয়।

আমরা সবসময় চেষ্টা করছি বঞ্চিত ও অসুস্থ সাংবাদিকদের পাশে থাকার জন্য : মুহাম্মদ আব্দুল্লাহনিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সাংব...
09/09/2025

আমরা সবসময় চেষ্টা করছি বঞ্চিত ও অসুস্থ সাংবাদিকদের পাশে থাকার জন্য : মুহাম্মদ আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চাঁদপুর জেলার ১৯ জন সাংবাদিকের মাঝে প্রায় ১৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বক্তব্যে বলেন, কল্যাণ ট্রাস্ট থেকে দেশের ৬৪ জেলার ৩২০জন সাংবাদিককে ২ কোটি ২০ লাখ টাকা অনুদান দেয়া হচ্ছে। প্রতি ৩ মাস পরপর এই অনুদান দেয়া হয়। চাঁদপুরের সাংবাদিকদের মধ্যে ঐক্য আছে। অধিকাংশরাই পেশাদার সাংবাদিক। যাচাই-বাছাইতে স্বচ্ছতা থাকায় ১৯ টি আবেদন গ্রহণ করা হয়।

তিনি বলেন, আমার কাছে দল-মত কোন কিছুই নেই, যিনি একজন প্রকৃত সাংবাদিক এবং অসুস্থ তাকে অনুদান থেকে কোনভাবেই বঞ্চিত করছি না। কারণ এই অর্থ রাষ্ট্রের। এর আগে একটি দলের সাংবাদিককে সব সময় বঞ্চিত করা হয়েছে।

এই সাংবাদিক নেতা বলেন, আমরা সবসময় চেষ্টা করছি বঞ্চিত ও অসুস্থ সাংবাদিকদের পাশে থাকার জন্য। তারপরও কেউ কেউ আমাদের বিষয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করেন।

তিনি সারাদেশে সাংবাদিকদের নানা সমস্যা এবং কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সহায়তার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, যারা সিনিয়র এবং বয়স্ক সাংবাদিক তাদের জন্য মাসিক ভাতা ব্যবস্থা করার জন্যই ট্রাস্টের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।

সভাপতি তো করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত, জেলা তথ্য অফিসার তপন ব্যাপারী ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।

আরো বক্তব্য দেন সাংবাদিক জালাল চৌধুরী, মুনীর চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, আলম পলাশ, লক্ষ্মন চন্দ্র সূত্রধর, মো. শওকত আলী, আবদুল আউয়াল রুবেল, চৌধুরী ইয়াছিন ইকরাম, কেএম সালাহউদ্দিন।

অনুদানের চেক পেয়ে অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক মির্জা জাকির, আল ইমরান শোভন, হাসান মাহমুদ, জিসান আহমেদ নান্নু, এমরান হোসেন রাজন ও মিজানুর রহমান লিটন।

অনুদান প্রাপ্ত অসুস্থ ও দুস্থ সাংবাদিকরা সাংবাদিক কল্যাণ রাষ্ট্রের এই আর্থিক সহযোগিতা পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতা এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নেপালজুড়ে তরুণদের তীব্র বিক্ষোভের মুখে রাজধানী কাঠমান্ডুর ভাইসেপতি এলাকা থেকে মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নিতে শুরু...
09/09/2025

নেপালজুড়ে তরুণদের তীব্র বিক্ষোভের মুখে রাজধানী কাঠমান্ডুর ভাইসেপতি এলাকা থেকে মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নিতে শুরু করেছে সেনাবাহিনী। কারফিউ উপেক্ষা করে ওই এলাকায় মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বাসভবনে একের পর এক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা এবং বিমান চলাচল বন্ধ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্য কাঠমান্ডু পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।

চাঁদপুরের মতলব উত্তরে কোস্টগার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র জব্দমতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরে বিশে...
09/09/2025

চাঁদপুরের মতলব উত্তরে কোস্টগার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র জব্দ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরে বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মতলব উত্তর থানাধীন মোহনপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি রাম দা এবং ২টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ আবদুল কাদেরেরঅনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নান...
09/09/2025

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ আবদুল কাদেরের

অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুল কাদের এ কথা বলেন।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
তিনি বলেন, এত ষড়যন্ত্রের পরেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে। কিন্তু তাদের সঙ্গে তামাশা করা হচ্ছে। নির্বাচন কমিশন সবসময়ই একটি গোষ্ঠীর স্বার্থে কাজ করছে।

তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রের ভেতর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। কাদেরের দাবি, বিএনপি-সমর্থিত প্রার্থী আবিদ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোট প্রার্থনা করেছেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কাদের বলেন, আমরা দেখেছি কেন্দ্রের ভেতরে ঢুকে প্রার্থীরা হাসাহাসি করছে, ভোট চাইছে। এগুলো কি ধরনের নির্বাচন? আমি রাব্বানী স্যারকে ফোন করে বলেছি-এমন পরিস্থিতিতে আপনারা কোথায়? তিনি বলেছেন, আমি তো আছি, আসছি।

বৈষম্যবিরোধী প্যানেলের এ প্রার্থী অভিযোগ করেন, এমফিল ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে বারবার আঁতাত করা হয়েছে। আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে কেন এমফিল নিয়ে এত আগ্রহ ছিল। এ প্রক্রিয়াকে ব্যবহার করেই নির্বাচনে কারচুপি হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা বুঝতে পারছি কেন ছাত্রদল বয়সসীমা তোলার জন্য চাপ দিয়েছিল। নির্বাচন কমিশন কাদের সঙ্গে সমন্বয় করে এসব করেছে? সবকিছু এখন স্পষ্ট হয়ে গেছে। যাদের বড় তালিকায় আনা হয়েছিল, তারাই এখন ভোট নিয়ন্ত্রণ করছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আগে থেকেই আচরণবিধি কার্যকরের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের দিন তার কিছুই বাস্তবায়ন করতে পারেনি। তিনি বলেন, আমরা বহুবার জানিয়েছি নিয়ম-শৃঙ্খলা মানা হচ্ছে না। অথচ ইসি শুধু আশ্বাস দিয়েছে। আসলে তারা কার অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে, সেটা এখন শিক্ষার্থীদের কাছে পরিষ্কার হয়ে গেছে।

এ অবস্থায় আবদুল কাদের বলেন, আমরা চাই না ডাকসু আবার এমন এক গণঅভ্যুত্থানের মুখোমুখি হোক। আমরা আলোচনা করে পরবর্তী অবস্থান জানাব।

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনমতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: ...
08/09/2025

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামে মাদক কারবারি ও মামলাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে সুগন্ধী বেরীবাঁধ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী। এতে শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সুগন্ধী গ্রামের মৃত সিরাজ উদ্দিন আহমেদ সরকারের ছেলে জিয়া উদ্দিন আহমেদ ওরফে রাসেল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মিথ্যা মামলার মাধ্যমে নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের হয়রানি করছে। গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন অজুহাতে তারা প্রায় ৬-৭টি মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ ওঠে।

বক্তারা বলেন, সুগন্ধী একটি আদর্শ গ্রাম। বহু গুণিজনের বসবাস এই গ্রামে। কিন্তু মাদক ব্যবসায়ী ও মামলাবাজ জিয়া উদ্দিন আহমেদ রাসেল ও তার সহযোগীরা এ গ্রামের সুনাম ক্ষুণ্ন করছে। তারা আমাদের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেরীবাঁধ এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ইউপি সদস্য মো. রোকন, সমাজসেবক আমির হোসেন, মো. রিয়াজুল হাসান বাবলুসহ অনেকে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে জিয়া উদ্দিন আহমেদ ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান।

পল্লী বিদ্যুতে ‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থানিজস্ব প্রতিবেদকঃ চার দফা দাবিতে ‘গণছুটি’ ক...
07/09/2025

পল্লী বিদ্যুতে ‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদকঃ চার দফা দাবিতে ‘গণছুটি’ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় জরুরি বিদ্যুৎ সেবা চালু থাকার কথাও বলেছেন আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়। না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আজ রোববার পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে যান পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলন চলাকালীন বিদ্যুৎ সরবরাহ যাতে বিঘ্নিত না হয় সেজন্য উপকেন্দ্রগুলোতে দু’জন করে বিদ্যুৎ কর্মী অবস্থান করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের জানুয়ারি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু হয়। দাবি আদায়ে সবশেষ গত মে ও জুন মাসে শহীদ মিনারের ১৬ দিন অবস্থান কর্মসূচি পালন করা হয়। যদিও দাবি আদায়ে গত ২৩ অক্টোবর বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। সেই কমিটি রিপোর্ট জমা দেয় ৮ মাস পর জুন মাসে। যদিও সে রিপোর্ট এখনও প্রকাশ বা বাস্তবায়ন শুরু করেনি সরকার। এছাড়া গত ১৭ জুন আরও দুটি কমিটি গঠন করা হয়। এসব কমিটি এখনও কোনো রিপোর্ট জমা দেয়নি। তাই তারা আবার আন্দোলনে নেমেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের আন্দোলনকে রাষ্ট্রবিরোধী ইন্ধন বলা হচ্ছে তা সঠিক নয়। তারা কারো ইন্ধনে আন্দোলন করছেন না।

সরকারের আল্টিমেটাম
রোববার বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের দাবী দাওয়া পূরণের প্রচেষ্টা চলছে। এ বিষয়ে সরকার সংবেদনশীল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা। এই সেবা প্রদানে বাধাদান বা বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা–কর্মচারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগ দিতে বলা হলো। না হলে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

গত বছর পল্লী বিদ্যুৎ সমিতির এ ধরনের এক আন্দোলনে দেশে ব্ল্যাক আউটের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপর নেয়। আন্দোলনকারী নেতাদের কয়েকজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। ডজনেরও বেশি কর্মকর্তা–কর্মচারিকে গ্রেপ্তার করা হয়। সমিতিগুলো দাবি, আন্দোলন করা জন্য তাদের কয়েক হাজার কর্মীকে তাৎক্ষণিক বদলি, চাকরিচুত্যসহ নানাভাবে হয়রানি করা হয়। যা এখনও চলমান।

চাঁদপুরে অ্যাম্বুলেন্সে নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক ঃ চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক...
06/09/2025

চাঁদপুরে অ্যাম্বুলেন্সে নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ঃ চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৪) অ্যাম্বুলেন্সে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম মো. মুরাদ হোসেন চাঁদপুর শহরের প্রফেসর পাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা বেপারীর ছেলে। আনঞ্জুমান নামীয় অ্যাম্বুলেন্সটি তিনি ভাড়ায় চালান। ধর্ষণের শিকার ওই নারী জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা। এ ঘটনায় ওই নারীর ছোট বোনজামাতা সদর মডেল থানায় মুরাদ হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

মডেল থানা পুলিশ জানায়, শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টা থেকে সাড়ে ৩টার মধ্যে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা নামক স্থানে এ ধর্ষণের ঘটনা ঘটে। ওই সময় ওই সড়কে থানার উপপরিদর্শক (এসআই) ইবাদুল হক ও সঙ্গীয় ফোর্স টহলরত অবস্থায় ছিলেন। অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে থামানো অবস্থায় দেখে সন্দেহে হলে তল্লাশি চালিয়ে ওই নারীকে উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সসহ চালককে আটক করে থানায় নিয়ে আসেন।

গ্রেপ্তার চালক ও অন্যান্য অ্যাম্বুলেন্স চালকদের সাথে কথা বলে জানা গেছে, চালক মুরাদ হোসেন ঢাকা থেকে রোগী নিয়ে পাশের লক্ষ্মীপুর জেলায় যান। সেখান থেকে চাঁদপুরে আসার পথে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে ঘুরাঘুরি অবস্থায় কয়েকজনের সহযোগিতায় ওই নারীকে যাত্রীবেশে তার অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে আসে। এরপরে সবাই নেমে গেলে অ্যাম্বুলেন্সের মধ্যে ওই নারীকে একা পেয়ে জোরপূর্বক ধষর্ণের ঘটনা ঘটান।

স্বজনরা জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন এবং স্বামী পরিত্যক্তা। তার বাবা মার সাথে বাড়িতে থাকেন। মাঝে মধ্যে মানসিক ভারসাম্যহীনতার কারণে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যেত। মানসিক ভারসাম্যহীন ওই নারী বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির সকলের অজান্তে বের হয়ে যায়। এরপর বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করে পায়নি। শনিবার চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাধ্যমে সংবাদ পায় নিখোঁজ নারী থানা হেফাজতে।

নাম প্রকাশে অনিচ্ছুক চাঁদপুর সরকারি হাসপাতাল এলাকায় অবস্থানরত একাধিক অ্যাম্বুলেন্স চালক জানান, মুরাদের এ ঘটনাই শুধু নয়, হাসপাতালের কর্মচারী ও সহযোগী অ্যাম্বুলেন্স চালকদের সাথে প্রায় সময় অসৌজন্যমূলক আচরণ করেন। চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা রোগীদের ঢাকা মেডিকেলে না নিয়ে অন্য হাসপাতালে নিয়ে যান। এটা তার নতুন কাজ নয়, পুরনো অভ্যাস।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জানতে পেরেছি ওই নারী মানসিক ভারসাম্যহীন। প্রায় সময় নিজ বাড়ি থেকে বের হয়ে যেত। লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে ঘুরাঘুরি অবস্থায় অ্যাম্বুলেন্স চালক তাকে তুলে নিয়ে আসে। এই ঘটনায় তার আত্মীয় থানায় মামলা করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Address

Matlab North
Narayanganj
3643

Telephone

+8801937158723

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক আমাদের মতলব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক আমাদের মতলব:

Share