Shomoy Chitro-সময়চিত্র

Shomoy Chitro-সময়চিত্র লুকিয়ে থাকা সত্য উন্মোচন করাই আমাদের কাজ।

16/10/2025

"বর্তমান সরকারের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের দ্বারাই বৈষম্য সৃষ্টি হয়েছে।"

তোমরা হয়তো যাইবা ভুলে, খুনী হাসিনার ইতিহাস।সে মায়ে রাখবে মনে, যে ছুঁইছে পোলার লাশ।
10/10/2025

তোমরা হয়তো যাইবা ভুলে,
খুনী হাসিনার ইতিহাস।
সে মায়ে রাখবে মনে,
যে ছুঁইছে পোলার লাশ।

08/10/2025

আমরা প্রায়শই জিয়াউর রহমান-এর পরিকল্পনাগুলোর মধ্যে শুধু 'সবুজ বিপ্লব' বা 'খাল খনন কর্মসূচি'-এর কথাই জেনে থাকি। কিন্তু তাঁর গ্রামীণ ও কৃষি-কেন্দ্রিক ভাবনা আরও অনেক গভীর ও সুদূরপ্রসারী ছিল।

06/10/2025

আজ, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদের উল্টো দিকের সড়কে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, নারায়ণগঞ্জ অভিমুখে যাওয়া একটি অটো রিকশাকে বেপরোয়া গতিতে আসা মৌমিতা বাস পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় অটো রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় অটোতে থাকা দুইজন পুরুষ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও, একজন মহিলা যাত্রীসহ আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পরপরই দায়ী গাড়ির ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় পথচারীরা তাদের ধাওয়া করে ধরে ফেলে এবং ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়। গণধোলাইয়ের ফলে চালক ও সহকারী দুজনই আহত হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: এই ঘটনার বিস্তারিত চিত্র ও তথ্য ভিডিওতে রয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ করা হচ্ছে।

জিয়ার আদর্শে গড়ি দেশ,শান্তি আর প্রগতির হোক পরিবেশ।দেশপ্রেমের মন্ত্রে হই উজ্জীবিত,নতুন এক বাংলাদেশ হোক প্রতিষ্ঠিত।
05/10/2025

জিয়ার আদর্শে গড়ি দেশ,
শান্তি আর প্রগতির হোক পরিবেশ।
দেশপ্রেমের মন্ত্রে হই উজ্জীবিত,
নতুন এক বাংলাদেশ হোক প্রতিষ্ঠিত।

01/10/2025

আলহাজ্ব শাহ আলম সাহেব শুধু নেতা নন, জনগণের বন্ধু ও ভরসার প্রতীক।

30/09/2025

আমরা চাই শান্তি
🎙️ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

পৃথিবীর ইতিহাসে এমন দুর্লভ ছবি একটাই আছে, যেখানে একজন রাষ্ট্রপ্রধানের বক্তব্য চলাকালীন সময়ে তাঁরই পাশে খালি গায়ে দাঁড়...
29/09/2025

পৃথিবীর ইতিহাসে এমন দুর্লভ ছবি একটাই আছে, যেখানে একজন রাষ্ট্রপ্রধানের বক্তব্য চলাকালীন সময়ে তাঁরই পাশে খালি গায়ে দাঁড়িয়ে আছে একজন অতি সাধারণ মানুষ, যিনি প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি। এমন ছবির প্রেক্ষাপটে অবলীলায় লেখা যায় শত সহস্র গল্প, উপন্যাস, উপাখ্যান, হয়তো-বা কোনো আখ্যান। কিন্তু লিখবো না। গগনবিদারী চিৎকার করে সবাইকে বলবো, আজ আর তার প্রয়োজন নেই! নির্দ্বিধায় বলবো; লিখবো না কাগজে, লিখবো না ফলকে—লিখে রাখবো হৃদয়ের মণিকোঠায়।

"জিয়া তুমি আছো মিশে,
সারা বাংলার ধানের শীষে"🌾🌾

29/09/2025

ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের ভুঁইগড় এলাকায় সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ংকর দূর্ঘটনা।

27/09/2025

পাগল দেখলে তোমরা লাঠি দিয়ে দৌড়ানি দাও, আবার কেউ সেই পাগলের ভালোর জন্য মাথার জট চুল কাটলে আর গোসল করিয়ে পরিষ্কার করালে তোমরাই তার সমালোচনা করো।
হায়রে সুশীল সমাজ 😅

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shomoy Chitro-সময়চিত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share