GEI tv

GEI tv সত্য ও ন্যায়,মানুষের অধিকারের কথা বলে GEI tv

06/06/2025

গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এর নিজস্ব সু-বিশাল জমির উপর প্রধান শাখা উদ্বোধন উপলক্ষে অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন মাওলানা মানফুজুর রহমান সাহেব।

05/06/2025
যেকোনো পড়ালেখা হতে হবে পরিকল্পিত, বড়দের পরামর্শে: আব্দুল্লাহ মাহমুদঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন তরুণ...
22/03/2025

যেকোনো পড়ালেখা হতে হবে পরিকল্পিত, বড়দের পরামর্শে: আব্দুল্লাহ মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন তরুণ আলেম মাওলানা আবদুল্লাহ মাহমুদ। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায়। বাবা মাওলানা তাসলিমুদ্দিন। স্থানীয় একটি আলিয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

ভর্তি পরীক্ষায় 'খ' ইউনিট থেকে আব্দুল্লাহ মাহমুদের মেরিট পজিশন ৭৬৮। পরীক্ষার প্রস্তুতি, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা প্রসঙ্গে তিনি কথা বলেছেন আওয়ার ইসলামের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মাদ হুজাইফা

আওয়ার ইসলাম: আপনি কওমি মাদরাসার সর্বোচ্চ জামাত দাওরায়ে হাদিস পড়েছেন। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, এ বিষয়ে আপনার অনুভূতি জানতে চাই।

আব্দুল্লাহ মাহমুদ: আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। বেশি ভালো লাগছে যেহেতু আমি এবং আমার বোন একই সাথে চান্স পেয়েছি।

ঢাবিতে ভর্তির চান্স পেয়ে আমার মনে হয়েছে— জীবনের পরিকল্পিত পথেই এগোচ্ছি। তবে হাইআতুল উলয়ার রেজাল্টের পরের অনুভূতির সঙ্গে তুলনা করলে এটি কমই হবে। কারণ দাওরায়ে হাদিসের পরীক্ষার জন্য যেমন এফোর্ট দিয়েছি এখানে তার অর্ধেকও দিইনি।

আওয়ার ইসলাম: দাওরায় হাদিস কত সালে কোন মাদরাসায় পড়েছেন? হাইআতুল উলয়া পরীক্ষায় আপনার রেজাল্ট কী ছিল?

আবদুল্লাহ মাহমুদ: দাওরায়ে হাদিস পড়েছি গত বছর অর্থাৎ ১৪৪৫ হিজরি/২০২৪ খ্রিষ্টাব্দে আল্লামা মাহফুজুল হক পরিচালিত জামিয়া রাহমানিয়া আজিজিয়ায়। আলহামদুলিল্লাহ, হাইআতুল উলয়ায় আমি মেধা তালিকায় ‘দ্বিতীয় স্থান’ অর্জন করেছিলাম।

আওয়ার ইসলাম: আপনি মাদরাসায় পড়াশোনা করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কখন থেকে দেখা শুরু করলেন? অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছেন?

আবদুল্লাহ মাহমুদ: প্রথমত করোনা মহামারির সময় সমাজের মানুষদের সঙ্গে মিশতে গিয়ে আমি বুঝতে পারি, সমাজ আমাকে অপাঙ্ক্তেয় জ্ঞান করছে। আমি জানি না— এটি আমার ব্যর্থতা নাকি সমাজের। বাকি শুধু কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে অনেক যোগ্য মানুষকে আমাদের সোসাইটি, দেশ মার্জিনালাইজড করে আসছে। তখন আমি আমার পরিকল্পনায় কিছুটা ভিন্নতা আনি। আমি আমার উস্তাজের সাথে পরামর্শ করে আমাদের আঞ্চলিক একটি আলিয়া মাদ্রাসা থেকে পরীক্ষা দিই। যদিও পরীক্ষা দেওয়ার সময় দেশের বাহিরে পড়ালেখা করারও একটা সুপ্ত বাসনা ছিল। আর অনুপ্রেরণার যে কথা বললেন, এখানে আমাদের ডিমোটিভেটই বেশি করা হয়। তবুও কয়েকজন বড় আলেম যেমন শায়েখ আহমাদুল্লাহ, আব্দুল্লাহ মাসুম সাহেবসহ অনেকের থেকে সরাসরি অনুপ্রেরণা পেয়েছি। বিশেষত ‘রাহমানিয়া মাদরাসা’ আমার চিন্তার পরিধি বাড়িয়েছে। আরও অনেক ঘটনা-অনুঘটনা আছে সেগুলো অজানাই থাকুক।

আওয়ার ইসলাম: মা-বাবা, পরিবার, বন্ধু বা শিক্ষক—কার কোন সহযোগিতা বা পরামর্শ বিশেষ কাজে এসেছে?

আবদুল্লাহ মাহমুদ: উপর্যুক্ত সকলের পরামর্শই অনেক কাজে দিয়েছে। বেশি অনুপ্রেরণা যুগিয়েছে ইকবালের এই পঙক্তিটা —‘মানজিল সে আগে বাড়্হ কার মানজিল তালাশ কার/মিল জায়ে তুঝকো দারয়া তো সামানদার তালাশ কার।’

আওয়ার ইসলাম: কখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন?

আবদুল্লাহ মাহমুদ: প্রস্তুতিটা আসলে খুব সিরিয়াসলি নেওয়া হয়নি। তবে পরীক্ষার তিন মাস আগ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি।

আওয়ার ইসলাম: ঢাবিতে আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করবেন?

আবদুল্লাহ মাহমুদ: ইসলামি অর্থনীতি নিয়ে পড়ার ইচ্ছে ছিল। ইসলামি অর্থনীতির যেহেতু পৃথক ডিপার্টমেন্ট নেই আর ইসলামিক স্টাডিজের সিলেবাসে ইসলামি অর্থনীতির বিরাট একটা অংশ আছে, তাই ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টেই হয়তো ভর্তি হবো ইনশাআল্লাহ।

আওয়ার ইসলাম: এরপরে আপনার স্বপ্ন কী?

আবদুল্লাহ মাহমুদ: এই প্রশ্নটা আসলে আমার জন্যে বেশ বিব্রতকর। আমার স্বপ্নের কথা শুনলে অনেকে হাসাহাসি করবে। পাবলিকলি আমি জীবনের স্বপ্নের কথা বলতে চাই না। তবে আমার স্বপ্ন যতটা না ব্যক্তিগত তার চেয়ে বেশি উম্মাহকেন্দ্রিক। আল্লাহ তায়ালা স্বপ্নটা পূর্ণ করলে সবাই জানবে। অন্যথায় সবার জেনেও মনে হয় লাভ হবে না।

আওয়ার ইসলাম: কওমি তরুণদের মধ্য থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তাদের নিয়ে কিছু বলুন এবং এ ব্যাপারে তাদের পদক্ষেপ কী হতে পারে?

আবদুল্লাহ মাহমুদ: আমার মনে হয় ব্রডলি কাজ করার ক্ষেত্রে ঢাবির ব্যাকগ্রাউন্ড অনেকটা কাজে দেবে। এরপরও যেকোনো পড়ালেখাই হোক— সেটা অবশ্যই পরিকল্পিত, বড়দের পরামর্শ নিয়েই করা উচিত। ঢাবিতে চান্স পাওয়া যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেকটা কঠিন আর এক্ষেত্রে বাংলা, ইংরেজির ব্যাসিকটা অনেক স্ট্রং থাকতে হয়, তাই এইদিকে ফোকাস দিতে হবে একটু বেশি। আমি সকলের কাছে আগামীর জন্যে দোয়া চাই।

20/03/2025
২০২৫ ইং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ১৫ তম জাতীয় বার্ষিক হিফজ পরীক্ষা ১ম ২য় ও ৩য় স্থান অধিকার অর্জন করে Global Educa...
19/03/2025

২০২৫ ইং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ
১৫ তম জাতীয় বার্ষিক হিফজ পরীক্ষা ১ম ২য় ও ৩য় স্থান অধিকার অর্জন করে Global Education Institute এর শিক্ষার্থীরা।

আলহামদুলিল্লাহ!! আপনাদের প্রিয় প্রতিষ্ঠান "গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট" এর ছাত্ররা সর্বোচ্চ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের ১৮ জন ছাত্র কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫ জন মমতাজ (A+) পেয়েছে।
আলহামদুলিল্লাহ মোট ৪ জন মেধা তালিকায় স্থান অর্জন করেন।

★সংখীপ্ত ফলাফল ★
মোট পরীক্ষার্থীঃ ১৮ জন
মেধাস্থান: ৪ জন
মুমতাজ (A+): ১১ জন
জায়্যিদ জিদ্দান: ৩ জন

সকলের কাছে দোয়া দরখাস্ত আল্লাহ্ তা'য়ালা যেনো সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখেন এবং প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখুন আমীন।

07/03/2025
কারাগারে রুটি-কলা ভাগ করে খাচ্ছেন পলক ও সুমনBy Editor / মার্চ ৫, ২০২৫অর্থ সংকটে কারাগারে মানবেতর অবস্থায় থাকার কথা দাবি ...
06/03/2025

কারাগারে রুটি-কলা ভাগ করে খাচ্ছেন পলক ও সুমন
By Editor / মার্চ ৫, ২০২৫
অর্থ সংকটে কারাগারে মানবেতর অবস্থায় থাকার কথা দাবি করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেখানে তাকে অন্য বন্দিদের সঙ্গে রুটি কলা ভাগ করে খেতে হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে পলককে বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

সকাল ১১টায় হেলমেট, হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় তাকে। বিচারক এজলাসে আসেন ১১টা ৬ মিনিটে। এর মধ্যেই সাংবাদিকদের শুনিয়ে বেশ কিছু কথা বলেন পলক।

এর আগে অন্য কয়েদিদের সঙ্গে হেঁটে আসার সময়ও বেশ কিছু কথা বলেন তিনি।

আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশে পলক বলেন, চিড়া মুড়ি খাওয়ারও টাকা নাই। কারাগারে সুমনের (ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন) সঙ্গে রুটি কলা ভাগ করে খাই।

তিনি আরও বলেন, জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন। সবার কম করে হলেও সাত দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথা বলব।

এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন। জবাবে পলক বলেন, আমি কোনো বেআইনি কথা বলছি না।

আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন পলক। তিনি বলেন, কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেয়। আইনজীবীরা কথা বললে রিমান্ড বেড়ে যায়।

এর পর মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সালাম দেন পলক। তবে প্রথমে সাড়া না দিলেও পরবর্তীতে পিপি তার সালামের উত্তর দেন। এরপর পলক বলেন,যাক এইবার পিপি স্যারের মন নরম হয়েছে।

আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন,আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন।

শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম। পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়।

06/03/2025

Address

Global Education Institute, Ayub Nagar, Shiddirgonj
Narayanganj
1430

Alerts

Be the first to know and let us send you an email when GEI tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GEI tv:

Share

Category