16/08/2025
অনেক সময় অনেক কিছুই লিখতে ইচ্ছে হয়। আবার আমার ইন্ট্রোভার্ট স্বভাবের কারণে প্রকাশ করি না অনেক কিছুই। আমি বক্তাবলী পরগনার সন্তান। এই এলাকার ভালো মন্দ অবস্থা আমাকে প্রভাবিত করে। দীর্ঘ ১৭ বছর শিক্ষা বিস্তারের সাথে জড়িত ছিলাম। সরকারী বেসরকারী শিক্ষক প্রশিক্ষণ, অনলাইনে শিক্ষা বিষয়ক কয়েকটি কোর্স ও করেছি। এ যাবত যাদেরই শিক্ষা দিয়েছি দায়িত্ব নিয়ে বলতে পারি কাউকে কোন ভুল শিক্ষা দেইনি, কিংবা যে বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয়ে পাণ্ডিত্য দেখাতে যাই নি। অনেক সুযোগ পেয়েছি জীবনে শিক্ষা বিক্রি করে অর্থ উপার্জনের। শিক্ষা বিক্রি বলতে যেই বিষয়ে আমার জ্ঞ্যান অল্প ঐ বিষয়ে শিক্ষা প্রদানের প্রস্তাব পাওয়া তাও শহরের নামিদামি একটি প্রতিষ্ঠান থেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখছি ভুল শিক্ষার ছড়াছড়ি। যেই বিষয়ে আপনি নিজেও ভালোকরে জানেন না সেই বিষয়ে কি সুন্দর করে জ্ঞান বিতরণ করে যাচ্ছেন। কোমলমতি শিক্ষার্থীরাত আর বুঝে না আসলে আপনি কি শিক্ষা দিচ্ছেন। আচ্ছা এই যে না জেনেও শিক্ষার্থীদের সাথে অনেক বেশি পাণ্ডিত্যের ভাব ধরছেন এটা কি ঠিক হচ্ছে? এটা কি এক ধরণের প্রতারণা নয়? অর্থ উপার্জনের জন্য আপনি বা আপনারা যে শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে হেলাফেলা করছেন এর জন্য কি নিজের বিবেকের কাছে অপারধবোধ হয় না? অভিভাবকরাও তো ঠিক মত খোঁজ নিচ্ছেন না আপনার সন্তানকে কার কাছে শিক্ষা নিতে পাঠাচ্ছেন সে আসলে ঐ বিষয়ে আপনার সন্তান কে কি শিক্ষা দিচ্ছে? গত কয়েক বছর ধরে আমাদের এখানে শিক্ষার যে চরম অবনতি হচ্ছে তার জন্য অনেকাংশে দায়ী অভিভাবকদের এই উদাসীন মনোভাব। কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠানই একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের চাবিকাঠি নয়। ভালো ফলাফল একটি সম্মিলিত প্রচেষ্টা। বাচ্চা সময় থেকেই ছেলে মেয়েদের শিক্ষার মধ্যে আনন্দ খুঁজে পেতে সহায়ক পরিবেশ, সঠিক উপকরণ নিশ্চিত করতে হবে। তাহলেই অর্জিত হবে কাঙ্ক্ষিত ফলাফল।
পুনশ্চঃ আজকে একজন শিক্ষার্থীর খাতা দেখলাম। একজন শিক্ষক গণিত করিয়েছেন, ইংরেজি পড়িয়েছেন এবং দুটোই ভুল। শিক্ষার্থীর সামনে তার শিক্ষকের মানহানি না করে চুপিসারে চলে আসছি। সেই শিক্ষক আবার নাকি বেশ জনপ্রিয়ও বটে। আচ্ছা শিক্ষকদের জনপ্রিয়তার মাপকাঠি কী? আমিত কখনো জনপ্রিয় শিক্ষক হতে পারিনি, তাই জানতে ভিষণ ইচ্ছে হয়।