Ummah 24

Ummah 24 hi,this is a ummah 24.I have a page please follow get my videos everytime

11/01/2025

ফিলিস্তিনি এক শিশুর ঈমানী যাসবাহ

06/01/2025

কথা গুলো তিতা হলেও কথাগুলো সত্য

01/01/2025

সৃষ্টির সেরা জীব মানুষের অনাচার থেকে বাঁচার আকুতি বাকহীন মাজলুমদের 😢।
পাখিগুলো যদি রবের নিকট বলে মালিক, আমরা তো ঘুমিয়ে ছিলাম, আমাদের তো কোন অপরাধ ছিলো না, জবাব দিতে পারবেন তো। 😭

04/11/2024

৫ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলন সকলে যোগদিন।

উন্নয়নের আসল রহস্য বের হলো.....বাবার জমি বেচা টাকার উন্নয়ন এটা না...?১। মেট্রোরেল জাপানের থেকে ঋণ নিয়ে করা হয়েছে।২। পদ্ম...
04/10/2024

উন্নয়নের আসল রহস্য বের হলো.....
বাবার জমি বেচা টাকার উন্নয়ন এটা না...?
১। মেট্রোরেল জাপানের থেকে ঋণ নিয়ে করা হয়েছে।
২। পদ্মাসেতু চীনের থেকে ঋণ নিয়ে করা হয়েছে।
৩। মডেল মসজিদ সৌদির ৮ হাজার কোটি টাকার অনুদানে করা। কিন্তু সেটা নিজের নামে চালিয়ে দিয়েছে।
৪। কর্ণফুলি নদীর টানেল চীনের থেকে করা।
শুধু তাই না, এসব প্রকল্পে মূল খরচের চেয়ে বহু গুণ খরচ দেখিয়ে আখের গুছিয়েছে তারা।
আর এখন এই সব ঋণের বোঝা দেশের সাধারণ জনগণের মাথায় আছে।কারোর বাপে শোধ করবে না।
১) উচ্চমূল্যে বিদ্যুৎ দেয়া আদানি পাবে ৮০ কোটি ডলার, এজন্য প্রত্যাশিত বিদ্যুৎ দিচ্ছে না! প্রতি ইউনিট ০৭ টাকার বিদ্যুৎ কেন ১৪ টাকায় কেনা হলো,,,
২) তেল দেয়া কোম্পানিগুলো পাবে ৫০ কোটি ডলার! তারাও তেল দেয়া প্রায় বন্ধ করে দিয়েছে!
৩) দেশের গ্যাস অনুসন্ধান না করে উচ্চমূল্যে এলএনজি আমদানি করে সামিটের মাধ্যমে ডলার লুট করেছে বলে ডলার সংকট! গ্যাসের অভাবে বন্ধ আছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র!
৪) সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান পিডিবির কাছে কেউ পাবে ৪ হাজার কোটি/কেউ ৩৫০০ কোটি টাকা! অথচ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দিয়েছে!
২০২৪ এ এসে যারা জীবনে প্রথমবার এতো লোডশেডিং দেখে দেখে আফসোস আর কষ্টে মারা যাচ্ছেন প্রায়, তারা এবার বলেন দেখি আপনারা কারা কারা ১০ বছর ধরে বিদ্যুৎ বিল দেন নাই?
যদি দিয়ে থাকেন, ওই টাকা খাইলো কোন দেশপ্রেমিক ?
©

16/08/2024

দীর্ঘ এক বছর পরে, ৩০০ কোটি টাকা ব্যয় করে, চালু হচ্ছে মেট্রোরেল 😂😂😂শনিবার

আলহামদুলিল্লাহ!আজ একটি সুন্দর দিনআনন্দের দিন
03/05/2024

আলহামদুলিল্লাহ!
আজ একটি সুন্দর দিন
আনন্দের দিন

01/03/2024

ফিলিস্তিনিদের নিয়ে বাচ্চাটির মুখে সিদ্দিকী হুজুরের গজল
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার

01/03/2024

দেশটা নয়তো কারো বাপের ভিটা

একটা ভয়াবহ সংবাদ। "এক মাসের মধ্যে দারুল উলূম দেওবন্দের উপর  বুলডোজার চলবে। অন্যথায় হি*ন্দু সমাজ গিয়ে দারুল উলূম ভেঙে ফ...
27/02/2024

একটা ভয়াবহ সংবাদ।

"এক মাসের মধ্যে দারুল উলূম দেওবন্দের উপর বুলডোজার চলবে। অন্যথায় হি*ন্দু সমাজ গিয়ে
দারুল উলূম ভেঙে ফেলার আল্টিমেটাম দিয়েছে"।

প্রিয় নবিজীর প্রতিশ্রুত কালের দিকে এগিয়ে
যাচ্ছে আমরা হবো মহাসত‍্যের কাফেলা।

হাজার বছরের মুসলমানদের ঐতিহ্যের ভালোবাসার বাবরি মসজিদ কে তারা রা*ম মন্দির বানিয়েছে এবং প্রতিনিয়ত মুসলিম মা বোনদের কে নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে।

এখন তাদের হিংস্র কালো চোখ পড়েছে উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের দিকে

আর বিপরীত দিকে দাদারা আমাদের দেশে শ্বশুরবাড়িতে বসবাস করতেছে। আর ওপারে
আমার মা বোন প্রতিনিয়ত চিৎকার করেই যাচ্ছে।

জানি হাজারো বুজুর্গের চোখের পানির বদৌলতে হলেও এই জামিয়ার কিছুই হবে না ইনশাআল্লাহ। তবুও বুকের মধ্যে একটা ভয় কাজ করছে। তবে জামিয়ার যদি কিছু হয়েই যায়! এই ভীতু মনটাই ভয়ংকর হিংস্র হয়ে উঠবে ইনশাআল্লাহ।

হে আল্লাহ! জামিয়াকে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেয়ার শক্তি আমাদের দান করুন। অভিশপ্তদের বিরুদ্ধে আমাদের ঈমানি শক্তি বাড়িয়ে দিন। গাফলতির ঘুম থেকে মুসলিম যুবকদের জাগ্রত করে দিন। আমীন।

22/02/2024

৬ বছরের বাচ্চাটি উর্দু গজল গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে | আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। শহীদদের স্মরণ এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সিদ্দিকীয়া ইসলামীয়া মাদ্রাসা

Address

Narayanganj

Telephone

+8801829833215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ummah 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ummah 24:

Share