Times of Narayanganj

  • Home
  • Times of Narayanganj

Times of Narayanganj TON

29/04/2025

কমিটি আনতে না পেরে এখন তারা আমাদের কমিটি বাতিল করার জন্য উঠেপড়ে লেগেছে : সাহাদাত চৌধুরী

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেআইনজীবীদের চড়-থাপ্পড়নিজস্ব প্রতিবেদক : সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড় দিয়েছেন আইনজীব...
28/04/2025

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে
আইনজীবীদের চড়-থাপ্পড়

নিজস্ব প্রতিবেদক : সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড় দিয়েছেন আইনজীবীরা।

সোমবার(২৮ এপ্রিল) বিকেলে একটি হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান (১৯) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে সকালে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে চড়-থাপ্পড় দিয়ে ধাওয়া করে। পুলিশ দ্রুত তাকে নিয়ে দৌড়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয় আনিসুল হককে।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ অগাস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুলিবিদ্ধ হন সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

এ ঘটনায় ২২ অগাস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে মামলা করেন নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, আনিসুল হক, ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়।

আগুন আতঙ্কে সস্তাপুর মাজার রোড এলকার বাসিন্দারানিজস্ব প্রতিবেদক : ফতুল্লার সস্তাপুর মাজার রোড এলকার বাসিন্দাদের মাঝে আগু...
27/04/2025

আগুন আতঙ্কে সস্তাপুর মাজার রোড এলকার বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক : ফতুল্লার সস্তাপুর মাজার রোড এলকার বাসিন্দাদের মাঝে আগুন আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে ২৩ এপ্রিল মঙ্গলবার রাত দেড়টার দিকে সস্তাপুর হযরত শাহ মাজার সংলগ্ন এলাকায় একটি ঝুটের গোডাউন সহ দুটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের পর থেকে স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত আগুন আতঙ্কে ভূগছেন।

স্থানীয়দের অভিযোগ, এটি একটি আবাসিক এলাকা। অথচ এ এলাকায় অসংখ্য ঝুটের গোডাউন গড়ে উঠেছে। যার অধিকাংশ গোডাউন গড়ে উঠেছে বিভিন্ন বাসা বাড়ীর ভিতরে। ইতোপূর্বে কোন ধরনের দূর্ঘটনা না ঘটায় এতদিন এ বিষয়টি নিয়ে কারো মনে কোন ভয় বা আতঙ্ক দেখা দেয়নি। কিন্তু গত মঙ্গলবার রাতে হৃদয় আহাম্মেদের মালিকানাধীন একটি ঝুটের গোডাউন ও ইমরান আহাম্মেদের মালিকানাধীন হোসিয়ারী কারখানায় প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড ঘটার পর থেকে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কারন এটি একটি ঘনবসতি এলাকা। তারউপর আশপাশে নেই কোন জলাশয় কিংবা পুকুর। সুতরাং এসব ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের পুনরাবৃত্তি ঘটলে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে স্থানীয়রা আগুন নেভানোর কোন উৎস খুঁজে পাবে না। ফলে আগুন আশপাশের বাড়ীঘরে ছড়িয়ে পড়ে ব্যপক প্রান হানীর আশংকা রয়েছে।

গত মঙ্গবারের অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ হোসিয়ারী মালিক ইমরান আহাম্মেদ বলেন, আমার প্রতিষ্ঠানের পাসে থাকা হৃদয় আহাম্মেদের মালিকানাধীন ঝুটের গোডাউনে প্রথমে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে আগুন লাগার খবরটি ফায়ার সার্ভিসকে জানাই। তারপর আমি আমার প্রতিষ্ঠানে যাই। কিন্তু তখনও আমার প্রতিষ্ঠানে আগুন লাগে নাই। ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে দেরী করায় একপর্যায়ে নিজের চোখের সামনে ঝুটের গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে আমার হোসিয়ারী প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫/৩০ লাখ টাকার মেশিন পুড়ে যায়। এতে তিনি কাউকে দোসারোপ না করে নিজের ভাগ্যকে দোষারোপ করে শুধু এটুকু বলেন, আমার প্রতিষ্ঠানের পাশে ঝুটের গোডাউনটা না থাকলে হয়তো আজ আমার এতবড় ক্ষতি হতো না।

অনুসন্ধানে জানাগেছে, উক্ত মাজার রোড এলাকায় অবস্থিত তিন তলা ভবনের পাশে থাকা খালী যায়গায় ঝুটর গোডাউন ভাড়া দিয়ে রেখেছেন বাড়ীর মালিক মরহুম ফরিদ আহাম্মেদের ছেলে বিপ্লব। এর পাশে রয়ে আরেকটি ঝুটের গোডাউন। দুটি গোডাউনের মালিক মনির সহ তিনজন। এসব গোডাউনের পার্শবর্তী কাউসার সহ কয়েকজন দোকানীর সাথে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেন, এটি একটি আবাসিক এলাকা হওয়া সত্বেও ব্যাঙ্গের ছাতার মত অসংখ্য ঝুটের গোডাউন গড়ে উঠেছে এই এলাকায়। এ ব্যপারে আমরা আগে ভয় না পেলেও গত মঙ্গলবার রাতে হৃদয়ের মালিকানাধীন ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের পর থেকে আমাদের দোকানের পাশে উপরোক্ত দুটি ঝুটের গোডাউন থাকায় আমরা এখন চরম নিরাপত্তহীনতায় ভূগছি। কারন এসব গোডাউনে আগুন লাগলে আমরা সহ আশপাশে থাকা বাড়ী ঘরের মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়বে। শুধু তাই নয়, ব্যপক প্রানহানী ঘটারও আশংকা রয়েছে।

তবে গোউন মালিক মনিরের দাবী পর্যাপ্ত আগুন নির্বাপনের ব্যবস্থা রেখেই তারা ঝুটের ব্যবসা পরিচালনা করছেন। আর ঝুটের গোডাউন ভাড়া দেয়া জমির মালিক বিপ্লব বলেন, যেহেতু আগুন লাগার আশংকা রয়েছে সেহেতু আমি তাদের(গোডাউন মালিক পক্ষ) যায়গা ছেড়ে দিতে বলবো।

এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ডল পাড়া ফায়ার সার্ভিসের পরিদর্শক শাহজাহান বলেন, উপরে আবাসিক ভবন আর নীচে ঝুটের গোডাউন, এটা আমাদের আইনে নাই। কারন নীচে আগুন লাগলে উপরে ধোয়া ছড়িয়ে দম বন্দ হয়ে মানুষ মারা যাওয়ার আশংকা রয়েছে। আর যদি উপরে বা আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে তাহলে আরো ব্যপক হারে প্রানহানীর ঘটনা ঘটবে। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান বন্ধ করার ক্ষমতা আমাদের নাই। তবে সচেতানতা মূলক কিছু দিক নির্দেশনা আমরা তাদের দিয়েছি। এসব নির্দেশনা তারা যথাযথভাবে অনুসরণ না করলে পরবর্তীতে ম্যাজিষ্ট্রেট সহ অভিযান পরিচালনা করা হবে।

আওয়ামী লীগের এজেন্ট আমাকে বিতর্কিত করতে চায় : রিয়াদ মোহাম্মদ চৌধুরী নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস...
27/04/2025

আওয়ামী লীগের এজেন্ট আমাকে বিতর্কিত করতে চায় : রিয়াদ মোহাম্মদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান পালিয়ে গেলেও তার দোসররা এখনো নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সম্প্রতি তার বিরুদ্ধে করা মানববন্ধন ও অপপ্রচারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট একটি চক্র পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। রইসউদ্দিন নামের এক ব্যক্তির মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ এনে আমার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা চালানো হয়েছে। অথচ মানববন্ধনে আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ দেখাতে পারেনি।

তিনি আরও বলেন, সম্প্রতি ফতুল্লার হোসেন টেক্সটাইল মিলের অগ্নিকান্ডের ঘটনায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। অথচ মামলার চার্জশিটভুক্ত আসামির তালিকায় আমি নেই। বরং আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীরা ওই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী দাবি করেন, আমি ব্যবসায়ী এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার রাজনীতি সম্পূর্ণ গণতান্ত্রিক ও সংগঠনের নিয়ম মেনে পরিচালিত। যারা ষড়যন্ত্র করে আমাকে বিতর্কিত করতে চায়, তারা আসলে আওয়ামী লীগের এজেন্ট।

তিনি আরও বলেন, "নারায়ণগঞ্জের ইতিহাস বলে, যখনই বিএনপি শক্তিশালী হয়েছে, তখনই আওয়ামী লীগ ষড়যন্ত্রের অশ্রয় নিয়েছে। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমাদের লক্ষ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, সহ-সভাপতি হানিফ কবির, সুমন আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, সহ-প্রচার সম্পাদক কামাল আহমেদ, মিলন ঢালি, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আ. খালেক টিপু, সদস্য সচিব সালাউদ্দিন রানা, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারীসহ অনেকে।

স্কুলটি সরকারি হলেও এর অগ্রগতিতে সবাইকে এগিয়ে আসতে হবে : রিয়াদ মোহাম্মদ চৌধুরী নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে অনুষ্...
22/04/2025

স্কুলটি সরকারি হলেও এর অগ্রগতিতে সবাইকে এগিয়ে আসতে হবে : রিয়াদ মোহাম্মদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াদ মোহাম্মদ চৌধুরী স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, এই স্কুলেই আমার শিক্ষাজীবন শুরু। আমার মা ছিলেন এই স্কুলের শিক্ষিকা, আর এই স্কুলের জমি দান করেছিলেন আমার দাদা মরহুম ওয়াহেদ বক্স চৌধুরী।

স্মৃতিচারণ শেষে তিনি আরো বলেন, স্কুলটি সরকারি প্রতিষ্ঠান হলেও এটি আমাদের সবার। এর অগ্রগতিতে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ফতুল্লার জনপ্রিয় এই নেতা।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবছর আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করা উচিত এবং শিক্ষকদের পরিকল্পিত উন্নয়নের রূপরেখা তৈরীতে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে শিক্ষক মোতালেব হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সমাজসেবিকা ও শিক্ষানুরাগী সেলিনা সুলতানা, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য হাবিবুর রহমান আজাদ।

এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা সুলতানাসহ সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলনিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন...
21/04/2025

সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২১ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় তারা এই মিছিল করে।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ১৫/১৬ জন একটি ব্যনার হাতে মিছিলটি বের করে। মিছিলে অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে।

স্লোগানে তারা বলেন, ‘নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি’, ‘শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘জামাত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম বলেন, “সকালে আওয়ামী লীগের ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি, তবে তা অস্পষ্ট হওয়ায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি। তাদের শনাক্ত করে আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

না’গঞ্জে এনসিপি’র শৃঙ্খলা কমিটিরপ্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিননিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যদের...
21/04/2025

না’গঞ্জে এনসিপি’র শৃঙ্খলা কমিটির
প্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যদের শৃঙ্খলা রক্ষা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের জন্য একটি নতুন শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনকে এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে দলটির যুগ্ম সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে আলোচনায় রয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত দলের তৃতীয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রোববার (২০ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন।

নতুন গঠিত শৃঙ্খলা কমিটির অন্য সদস্যরা হলেন-ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভূঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান এবং সাইয়েদ জামিল।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিটি এনসিপির সদস্যদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যেকোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আ'লীগের ৭ জন আটকনিজস্ব প্রতিবেদক : ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের সাত জনকে আ...
21/04/2025

ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আ'লীগের ৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক : ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের সাত জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-যুবলীগ নেতা আবুল হোসেন, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন ও রাসেল।

এদের মধ্যে কেউ কেউ রাজমিস্ত্রী ও অন্যান্য পেশার পরিচয় দিলেও পুলিশের দাবি, তারা রাজনৈতিক পরিচয় গোপন রেখে মিছিল করার চেষ্টা করছিল।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আজ ভোরে শিবু মার্কেট এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে। তারা রাজমিস্ত্রীসহ বিভিন্ন পেশার পরিচয় দিয়ে অবস্থান নিয়ে গোপনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে তারা মিছিল আয়োজন করছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বন্দরের আলোচিত সোহান হত্যা মামলার প্রধান আসামী কাজল গ্রেফতার নিজস্ব প্রতিবেদক : বন্দরে আলোচিত কিশোর সোহান হত্যা মামলার অ...
21/04/2025

বন্দরের আলোচিত সোহান হত্যা মামলার প্রধান আসামী কাজল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : বন্দরে আলোচিত কিশোর সোহান হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কাজল মিয়া(৫৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রোববার (২০ এপ্রিল) দিনগত রাতে মুন্সিগঞ্জের সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত কাজল মিয়া বন্দর থানার সালেহনগর এলাকার মৃত সামছুউদ্দিনের ছেলে।

গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সিপিসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।

তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরে ২০২৪ সালের ১৩ অক্টোবর রাতে বন্দরের রূপালী আবাসিক এলাকায় দিনমজুর আব্দুস সালামের ছেলে কিশোর সোহানকে (১৫) ধৃত কাজল মিয়া, তার ছেলে রাজ ও ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

কিশোর সোহান বন্দরে সড়কে যানজট নিরসনে কাজ করত। পরে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ১৫ অক্টোবর রাতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ে করেন।

জামিনে মুক্ত আ'লীগের দোসর চেয়ারম্যান মাকসুদনিজস্ব প্রতিনিধি : জামিনে মুক্তি পেয়েছেন বন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যা...
17/04/2025

জামিনে মুক্ত আ'লীগের দোসর চেয়ারম্যান মাকসুদ

নিজস্ব প্রতিনিধি : জামিনে মুক্তি পেয়েছেন বন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর মাকসুদ হোসেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক বছরের জন্য তার জামিন মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলাগুলোর প্রেক্ষিতে জামিন আদেশের পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।

এর আগে গত ৫ মার্চ ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টার মামলায় নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

স্ত্রী হত্যার ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদন্ডনিজস্ব প্রতিনিধি : স্ত্রীকে হত্যার ২৫ বছর যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হ...
17/04/2025

স্ত্রী হত্যার ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি : স্ত্রীকে হত্যার ২৫ বছর যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়েছেন ঘাতক স্বামী আলম ওরফে নবীন (৬০)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলামের রায়ে ওই দন্ডে দন্ডিত হন তিনি। এছাড়া সেই সাথে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

এর সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা স্ত্রী আফসানা হত্যা মামলায় আদালত স্বামী আলম ওরফে নবীনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আসামী আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী আলম ওরফে নবীন সিদ্ধিরগঞ্জের চরহোগলা আদম আলী নেকরামের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. খন্দকার আজিজুল হক হান্টু বলেন, ১৯৯৯ সালের ২ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আফসানা নামে একজন নারীর লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলায় দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে পুলিশ তার স্বামীকে অভিযুক্ত করেন। মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যায় স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দীনিজস্ব প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্...
17/04/2025

সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যায় স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী

নিজস্ব প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে স্বামী ইয়াছিন আলী।

বুধবার(১৬ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুর রহমানের আদালতে তিনি এই জবানবন্দি দেন।

এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ মোহাম্মদ কাইউম খান গণমাধ্যমকে বলেন, সিদ্ধিরগঞ্জে তিন খুনের ঘটনায় আসামী ইয়াছিন মিয়াকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডের চতুর্থ দিন বুধবার ইয়াছিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। জবানবন্দী শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আসামীর জবানবন্দীর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, ইয়াছিন ঈদের আগের দিন জেল থেকে ছাড়া পান। এর পর থেকে তিনি স্ত্রী লামিয়ার সঙ্গে থাকার জন্য চেষ্টা করতে থাকেন। কিন্তু ইয়াছিনের মাদক সেবন, উচ্ছৃঙ্খল ও কর্মক্ষম না থাকায় তার সঙ্গে থাকতে রাজি ছিলেন না লামিয়া। তিনি তার বড় বোন স্বপ্না আক্তারের সঙ্গে দুই বছরের সন্তান আবদুল্লাহ্ রাফসানকে নিয়ে আলাদা বসবাস শুরু করেন। ঈদের পর ৮ এপ্রিল রাত ৯ টার দিকে ইয়াছিন সিদ্ধিরগঞ্জের পশ্চিম মিজমিজি পুকুরপাড় এলাকার লামিয়ার ভাড়া বাড়িতে যান। ইয়াছিন ওই বাড়িতে আসায় লামিয়ার ওপর ক্ষুব্ধ হন তার বড় বোন স্বপ্না আক্তার। স্বপ্না মানসিক ভারসাম্যহীন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে স্বপ্না আক্তার বটি নিয়ে ছোট বোন লামিয়াকে মারতে আসেন। এ সময় ইয়াছিন বাসায় আসায় অশান্তি হওয়ায় তাকে বকাঝকা করেন লামিয়া। এতে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে স্বপ্না আক্তারের হাত থেকে বটি নিয়ে লামিয়ার ঘাড়ে কোপ দেন। এতে লামিয়া মাটিতে লুটিয়ে পড়েন। এসময় বড় বোন স্বপ্না আক্তার চিৎকার শুরু করলে তাকেও বটি দিয়ে কুপিয়ে হত্যা করে ইয়াছিন। পরে নিজের সন্তান আবদুল্লাহ্ রাফসানকে গলার তাবিজের সুতা দিয়ে শ্বাসরোধে হত্যা করে সে।

মো. হাসিনুজ্জামান আরো জানান, হত্যার পর ইয়াছিন স্ত্রী লামিয়া ও তাঁর বোন স্বপ্নার মাথা ও হাত-পা শরীর থেকে আলাদা করে একটি বস্তায় ভরেন। এছাড়া তাদের শরীরের বাকী অংশ কম্বল ও কাঁথা দিয়ে পেঁচিয়ে আরেক বস্তায় ভরেন। পরে বাড়ির সামনে ময়লার ভাগাড়ে তাঁদের তিনজনের মরদেহ চাপা দেন ইয়াছিন। পরে লামিয়া ও স্বপ্নার রক্তমাখা কাপড় লাগেজে ভরে বাসা থেকে ১০০ গজ দূরে পুকুরে ফেলে দেন। ওই একই পুকুরে হত্যায় ব্যবহৃত বঁটিও ফেলে দেন তিনি।

উল্লেখ্য, ১১ এপ্রিল দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকা থেকে দুই নারীর খন্ডিতসহ এক শিশুর অর্ধগলিত বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত লামিয়ার মেজ বোন মুনমুন আক্তার বাদী হয়ে নিহত লামিয়ার স্বামী ইয়াছিন আলী, তাঁর বাবা দুলাল মিয়া এবং বোন শিমু আক্তারকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Times of Narayanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share