16/04/2023
ঠিক এখনই বসে একটা লিস্ট করে ফেলুন তো— আল্লাহর কাছে কী কী চান?
মানুষ চান? ধন-দৌলত? খ্যাতি? সম্মান?
সবকিছু আপনার চাওয়ার চেয়েও বেশি দিতে পারেন আল্লাহ।
আজকে বসেই একটা লিস্ট করুন। কীভাবে করবেন? আচ্ছা, দাঁড়ান কয়েকটা হিন্টস দিই—
আমরা মানুষ হিসেবে যথেষ্ট পাপী! তাহলে শুরুতেই দরকার— ক্ষমা। তাই ক্ষমা চাওয়াটা শুরুতেই লিখবেন। এরপর, চাইবেন আল্লাহর রহমত। আল্লাহর রহমতের চাদরে যেন আবৃত থাকি।
এরপর, রিযিক। শয়তান ও অমানুষ হতে পানাহ্। ভার্চ্যুয়াল দাজ্জাল হতে পানাহ্। এই চাওয়াটাও জরুরি।
একজন জীবন সঙ্গী চান। চাইবেন না? বুকে প্রশান্তি ও চক্ষু শীতলকারী একজন মানুষ। এটা জরুরি ভিত্তিতে চান। যাদের জীবন সঙ্গী আছে— আপনারা চাইবেন সংসারের সুন্দর, সুন্দরের অধিক যাপন।
সু-স্বাস্থ্য চান। ইবাদাত করতেও শরীর সুস্থ থাকা চায়। সুতরাং নো কম্প্রমাইজ।
বিদ্যা-বুদ্দি চান। জ্ঞান, হিকমা চান। কারণ, যে জানে— এবং যে জানে না— তারা কখনোই এক না!
জান্নাত চাইবেন না? জাহান্নামের আগুন হইতে রক্ষা? ফিতনা হইতে রক্ষা? এগুলোও লিখে রাখুন।
এবার আপনার ব্যক্তিগত চাওয়াগুলো লিখুন। জাগতিক চাওয়াগুলো।
এরপর, সুন্দর মৃত্যু।
এভাবে আরও আরও যা চান— লিখে রাখুন। এই পবিত্র রমজানে চাইতে থাকুন। চাওয়ার একটা অভ্যাস তৈরি হবে। এই অভ্যাসটা জরুরি।
চাইতে হয় আল্লাহর প্রশংসা করে। হালাল রুজি প্রার্থনা কবুল হওয়ার শর্ত। এসবও মাথায় রাখুন।
রাসুলের শানে দরুদ পড়ুন। প্রার্থনার আগে ও পরে। সিজদায় তাসবিহ্ পাঠান্তে চান। নামাজে সালাম ফেরানোর আগে চান।
ইফতাগফার পড়ে চান। চাওয়ার পরেও ইসতাগফার পড়ুন।
ও হ্যাঁ, গীবত থেকে নিজেকে মুক্ত রাখার হিম্মত চাইবেন। শক্তিশালী মানুষ হতে হলে রাগ নিয়ন্ত্রণ থাকতে হয়। এটা জরুরি-ভিত্তিতে চাইবেন।
ধৈর্য চাইবেন। সবচেয়ে ওজনদার আমল নাকি ভালো ব্যবহার। এটাও লিস্টে লিখে রাখুন।
মা-বাবার জন্য চাইবেন না? অনেক করে চাইবেন। নিজের সন্তান-সন্ততি'র জন্যও চান। পাড়া-প্রতিবেশি আত্মীয়স্বজনদের জন্যও চান।
আর হ্যাঁ, ঋণমুক্তি আরও জরুরি ভিত্তিতে চান। হাক্কুল ইবাদ খুব জরুরি। খুবই জরুরি।
আর, ক্ষমা। তওবা। এটা যেন আমাদের নিত্য-সঙ্গী হয়।
এভাবেই নিজের জন্য চাইতে থাকুন। আর বিশ্বাস রাখুন আল্লাহ একদিন এতবেশি দেবেন যে,খুশি হয়ে যাবোন ইনশাআল্লাহ।
#জয়ন্তজিল্লু