Meherunnasa Pakhi

Meherunnasa Pakhi ��
"Sunsets are proof that endings can be beautiful too."
(1)

আর কোলবালিশ তো একা ওঠাতে গেলে হিমশিম  খেতে হয় 🥴
05/09/2025

আর কোলবালিশ তো একা ওঠাতে গেলে হিমশিম খেতে হয় 🥴

আসেন ভেলপুরি খাই😊😋         #ভেলপুরি
05/09/2025

আসেন ভেলপুরি খাই😊😋

#ভেলপুরি

ডিসকোন আইসক্রিম হচ্ছে ব্যাডা মানুষের মতো। প্রথম বাইটে মনে হবে, আরেহ! এইটা নিয়ে হুদাই মানুষ এতো নেগেটিভ রিভিউ কেনো দিছে! ...
04/09/2025

ডিসকোন আইসক্রিম হচ্ছে ব্যাডা মানুষের মতো।
প্রথম বাইটে মনে হবে, আরেহ! এইটা নিয়ে হুদাই মানুষ এতো নেগেটিভ রিভিউ কেনো দিছে! এত্তো পারফেক্ট টেস্ট! তারপর আয়েশ করে খেতে যাবেন, ভেঙ্গে পরবে! হাজার চেষ্টা করেও ব্যালেন্স করতে পারবেন না।
এরপর হঠাৎ এতো পানসে লাগবে, মনে হবে, এ কি! তাও ফেলতে পারবেন না, কারণ টাকা দিয়ে কিনছেন, তাও আবার আইসক্রিম!
কিছুক্ষণ পর কফি ফ্লেভারটা মুখে সয়ে যাবে৷ মনে হবে, শুরুতে এতো চকলেট দিয়ে মুখ মিষ্টি করে না ফেললেই তো পারতো। শুরুতে এতো ইমপ্রেস করার কি দরকার ছিলো! এটাই তো ভালো ছিলো।
একটু যখন খুশি হয়ে যাবেন, আর ভাববেন, খুব একটা খারাপ ও না, শেষটাও তাহলে ভালোই হবে। সব আইসক্রিমের লাস্ট পার্ট তো এমনিই সবচাইতে মজা হয়। আরো খুশি হবেন যখন দেখবেন, লাস্ট বাইটের সাইজ ও এক্সপেকটেশন থেকে বড়।
কিন্তু তখনই টুইস্ট। এতো বিশ্রী একটা চকলেয় দিয়ে রাখছে নিচের পার্টে যে এতোক্ষণ যা খায়ছেন সব ভুলে যাবেন। মনে হবে, এ আমি কেনো কিনলাম! কেনো এর পেছনে ১০০৳ খরচ করলাম! পুরো মুখ নষ্ট হয়ে যাবে। নিজেকে গালি দিবেন। মনে হবে, এই জীবনে এই আইসক্রিম আর কোনোদিন আমি খাবো না।

কিন্তু এরকিছুদিন পর আবার খেতে ইচ্ছা করবে 🫠
©️

কি বলল বুঝলাম না কেউ বুঝলে একটু বলে যাবেন,,,,,                  #
03/09/2025

কি বলল বুঝলাম না
কেউ বুঝলে একটু বলে যাবেন,,,,,
#

পা*গল হওয়া যাবে না🥴🥴                 #
01/09/2025

পা*গল হওয়া যাবে না🥴🥴

#

কথা তো ঠিকই 😶‍🌫️
01/09/2025

কথা তো ঠিকই 😶‍🌫️

30/08/2025
যত দোষ নন্দ ঘোষ 😏
30/08/2025

যত দোষ নন্দ ঘোষ 😏

Good night 🌃
30/08/2025

Good night 🌃

প্রজাপতি খুঁজে পেলে জানাবেন 😶‍🌫️       #শুভসকাল
30/08/2025

প্রজাপতি খুঁজে পেলে জানাবেন 😶‍🌫️

#শুভসকাল

এমন একটা গাছ আমার হোক🥹             #শুভসকাল
30/08/2025

এমন একটা গাছ আমার হোক🥹

#শুভসকাল

স্টুডেন্টের বড়বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছিল কালকে। তাই পাশেই স্টুডেন্টের চাচার ফ্লাটে পড়াতে বসার ব্যবস্থা হলো। সোফায় বসতে...
29/08/2025

স্টুডেন্টের বড়বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছিল কালকে। তাই পাশেই স্টুডেন্টের চাচার ফ্লাটে পড়াতে বসার ব্যবস্থা হলো। সোফায় বসতেই চোখে পড়লো এক অভূতপূর্ব দৃশ্য। শুধু বোতল আর বোতল। খাটের তলায় তারা মিলেমিশে একসাথে বাস করছে। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো -
যেন এক অজানা বোতল রাজ্যে এসে পড়েছি।

স্টুডেন্ট নোটখাতা আনতে যেই নিজেদের ফ্লাটে গেল -
অমনি আমি ফোন বের করে দুটো ছবি খিঁচে নিলাম। তবে শেষ রক্ষা আর হলোনা। ক্যামেরার ফ্ল্যাশের ষড়%*যন্ত্রে, স্টুডেন্ট বুঝে গেল আমি ছবি তুলছিলাম। অগত্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাব মে%*রে বললাম, -
"আমার নয়ন শুধুই করে নতুন কিছুর খোঁজ,
যেটাই দেখি ক্যামেরাবন্দি করে ফেলি রোজ।"

এটা বলেই ফেঁ%*সে গেলাম। স্টুডেন্ট আমাকে রীতিমতো হুম%*কি দিলো, যদি আমি "বোতলভরা বৃষ্টির পানি" নিয়ে তাকে একটা কবিতা না লিখে দিই -
তাহলে সবাইকে বলে দিবে যে, আমি বোতলের ছবি তুলেছি ! 😑

অতঃপর নিজের স্কচটেপ মা%*রা মানসম্মান বাঁচাতে বাধ্য হয়ে মিনিট ত্রিশেক খেটেখুটে মোটামুটি অখা%*দ্য একটা কাব্য দাঁড় করালাম - ↙
"
বৃষ্টিগুলো বন্দী হলো
বোতল কারাগারে,
এটার চেয়ে দুঃখের খবর
কি আর হতে পারে?

আকাশ থেকে টিকেট কেটে
ঘুরতে এসেছিলো,
নদী নালা শ্রাবণ ধারায়
ভরতে এসেছিল।

হঠাৎ করেই আটকা পড়ে
শক্ত বোতল ঘরে -
সেই থেকেই বসত তাদের
বদ্ধ, অনাদরে!

এক বোতলের বৃষ্টি ডেকে
আরেকটারে কয়,
'শুনেছিলাম মানবজাতি
অনেকটা নির্দয়!

এখন সেটা হাড়েহাড়ে
পাচ্ছি ও ভাই টের,
অপেক্ষাতে কলজে শুকায়
শুভ সকালের! '

ছাড়া কি আর পাবো আদৌ?
প্রশ্ন সবার মনে,
কেউ কেউ ডুকরে উঠে
কাঁদে সংগোপণে!

আরেক বৃষ্টি উত্তর দেয়
'হাসালি ভাই মোরে,
আপন ভাইকে ছাড়েনা মানুষ
ছাড়বে সে কি তোরে?

মানুষগুলো হিং%*স্র প%*শুর
রূপ করেছে ধারণ,
খু%*ন গু%*মে আর হাত কাঁপে না
মন করে না বারণ!

ক্ষমতাধরের অপরাধে
আঙ্গুল তুলে যেই,
কথাবার্তা না বলে তার
হাতটা কে%*টে নেয়।

আমরা নাহয় ক্ষুদ্র জিনিস
এইটুকু নেই দাম,
বাষ্প থেকে এসে আবার
বাষ্পতে গেলাম।

কিন্তু যারা সর্বশ্রেষ্ঠ
খোদার সেরা জীব,
তাদের কাজ আর কর্ম কেন
উদ্ভট ও আজীব?

বিচারদিনে কঠিন ধরা
খেলেই পাবে টের,
ঠুনকো বাহুর বাহাদুরি
সেদিন হবে বের। "

চোখের জলে বৃষ্টিগুলো
এইটুকুই বলে,
বোতলবন্দী জীবন কাটে
রাত্রি কি সকালে। 🌹

বৃষ্টিগুলো সব যদি হয়
শুধুই বোতল বন্দী,
কেমনে হবে মেঘের সাথে
আবার তাদের সন্ধি?
আমার বরং এসব রেখে
লেখাপড়ায় মন দি! ☺

এটা লিখেই স্টুডেন্টকে পড়ে শুনলাম। ও কিছুই বললোনা আর। চোখ বড়বড় করে তব্দা মে%*রে তাকিয়ে রইলো। আমি ওকে সেই অবস্থায় রেখে,
আসরের আজান দিতেই আমি বাসা ছেড়ে পিচ ঢালা পথে বেরিয়ে পড়লাম।
©️

Address

Dhaka
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meherunnasa Pakhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meherunnasa Pakhi:

Share