Tahsin's Shadow

Tahsin's Shadow ইচ্ছেঘুড়ি

14/09/2025

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কিছু প্রশ্নের উত্তর

✅ যোগদানের ৭দিনের মধ্যে YES অপশন চালু না করলেও কোন সমস্যা নেই। ২৫ তারিখের মধ্যে করলেই চলবে।

✅৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে NTRCA কর্তৃপক্ষ। তাই এর মধ্যে নিয়োগপত্র না দিলে NTRCA তে অভিযোগপত্র জমা দিবেন।

✅ এমপিও আবেদনের ২২ নম্বরে লোকেশন সার্টিফিকেট আপলোড দিতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান/পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্যাডে নিতে হবে। তবে না দিলেও সমস্যা নেই সেই ক্ষেত্রে প্রযোজ্য নয় দিতে হবে।

✅ বিশেষ করে MPO সীটে, ব্যাংক একাউন্টে, EFT তে এই ৩ স্থানে নিজের নাম ও জন্মতারিখ একই রাখবেন।

✅MPO আবেদনের জন্য ব্যাংক থেকে যে ২ টি ডকুমেন্টস সংগ্রহ করবেন। নিজের একাউন্টের ব্যাংক প্রত্যয়নপত্র ও টাকা জমার রশিদ।

✅ আপনার পদে যদি পূর্বে কেউ জব করে থাকে, তবে তার একাউন্টের ব্যাংক নন-ড্রয়াল সার্টিফিকেট ও ব্যাংক স্টেটমেন্ট।

✅ নিবন্ধন সম্পর্কিত যেকোনো তথ্য জানতে ফলো

সংগ্রহীত

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
14/09/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

13/09/2025

রাত নির্ঘুম বসে আছি একা.....

আলহামদুলিল্লাহ💙
13/09/2025

আলহামদুলিল্লাহ💙

তোমার দোয়া হয়তো দেরি হচ্ছে, কিন্তু তা ফিরিয়ে দেওয়া হয়নি। আল্লাহর কাছে সবকিছুর সময় নির্দিষ্ট।"
13/09/2025

তোমার দোয়া হয়তো দেরি হচ্ছে, কিন্তু তা ফিরিয়ে দেওয়া হয়নি। আল্লাহর কাছে সবকিছুর সময় নির্দিষ্ট।"

"আর তিনিই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তারপর এর দ্বারা মৃত পৃথিবীকে জীবিত করেন। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন র...
11/09/2025

"আর তিনিই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তারপর এর দ্বারা মৃত পৃথিবীকে জীবিত করেন। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে।"
(সূরা রূম ৩০:২৪)

যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার প...
10/09/2025

যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী। (সূরা নছর)

09/09/2025
অসুস্থ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা 😢😢😢
07/09/2025

অসুস্থ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা 😢😢😢

06/09/2025

"জীবন একদিনে বদলাবে না, কিন্তু প্রতিদিনের ছোট্ট প্রচেষ্টা একদিন তোমার জীবনটাই বদলে দেবে।"

06/09/2025

“আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না।”
(সুরা মুহাম্মদ: ২২-২৩)

Address

Narayanganj

Telephone

+8801620611492

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahsin's Shadow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share