14/09/2025
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কিছু প্রশ্নের উত্তর
✅ যোগদানের ৭দিনের মধ্যে YES অপশন চালু না করলেও কোন সমস্যা নেই। ২৫ তারিখের মধ্যে করলেই চলবে।
✅৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে NTRCA কর্তৃপক্ষ। তাই এর মধ্যে নিয়োগপত্র না দিলে NTRCA তে অভিযোগপত্র জমা দিবেন।
✅ এমপিও আবেদনের ২২ নম্বরে লোকেশন সার্টিফিকেট আপলোড দিতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান/পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্যাডে নিতে হবে। তবে না দিলেও সমস্যা নেই সেই ক্ষেত্রে প্রযোজ্য নয় দিতে হবে।
✅ বিশেষ করে MPO সীটে, ব্যাংক একাউন্টে, EFT তে এই ৩ স্থানে নিজের নাম ও জন্মতারিখ একই রাখবেন।
✅MPO আবেদনের জন্য ব্যাংক থেকে যে ২ টি ডকুমেন্টস সংগ্রহ করবেন। নিজের একাউন্টের ব্যাংক প্রত্যয়নপত্র ও টাকা জমার রশিদ।
✅ আপনার পদে যদি পূর্বে কেউ জব করে থাকে, তবে তার একাউন্টের ব্যাংক নন-ড্রয়াল সার্টিফিকেট ও ব্যাংক স্টেটমেন্ট।
✅ নিবন্ধন সম্পর্কিত যেকোনো তথ্য জানতে ফলো
সংগ্রহীত