24/12/2024
আমার পরিচয় আমিই 'গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ' শিক্ষার্থী। দয়া করে পড়ুন, প্রতিবাদ গড়ে তুলুন।
সেদিন গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন থেকে শুরু হয় আমার কলেজ জীবন। আর আমি পরিচয় দেই, "আমি গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের শিক্ষার্থী।"
গত ৫ই আগস্টের পর থেকে, কলেজটির নাম নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাটানি, যার মধ্যে লুটপাট ও ক্ষমতা বিস্তারও চলছে। যখন আমি এসব সামাজিক মাধ্যমে দেখি, তখন খুব কষ্ট লাগে। কেন আমার কলেজ, আমার পরিচয়, আমার স্মৃতি নিয়ে এই ধরনের চক্রান্ত হতে হবে?
আমার প্রশ্ন:
১. কেন আপনি নাম পরিবর্তন করতে চান?
২. নাম পরিবর্তন করবেন কিভাবে?
৩. আমাদের ইতিহাসকে মুছে ফেলবেন কীভাবে?
৪. আমাদের কলেজ জীবনের স্মৃতি, ভালবাসা, সেই নীল পোশাক, অর্জিত সার্টিফিকেট থেকে কীভাবে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ নামটি—এসব কীভাবে মুছে দেবেন?
শুনেন-
যখন একটি দারিদ্র পরিবাদের সন্তান মাধ্যমিক পাস করে বাবাকে অথবা বাবা'হারা সন্তান তার মাকে কে বলতে সাহস পাচ্ছিল না যে আমি কলেজে আমার পড়ালেখা চালিয়ে যাব। কারণ সেই সন্তানটি জানতো তার দিনমুজুর বাবা অথবা সেই মা জননীর কাছে সে রকম টাকা নাই যাতে করে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য একটি কলেজে মাসে পর মাস টাকা দিয়ে পড়াবে। তখন গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ সেই সুযোগ করে দেয় সেই মেধাবীকে ফ্রী পড়ার, তখন গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজই তার হাতে তুলে দেয় বই-খাতা, পোষাক আরও দায়িত্বনেয় নিজ বাড়ির চৌকাঠ থেকে কলেজ গেট পর্যন্ত তার নিরাপদে আসা যাওয়ার (কলেজ বাসের মাধ্যমে)।
উচ্চ মাধ্যমিক পাস করে সেই মেধাবী যখন নিজ কলেজের সম্মাণ রাখে, নিজে স্বপ্ন দেখে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল-ব্যারিস্টার হওয়ার তখনও সেই দারিদ্র্য মেধাবী শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যায় গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ নামটিই।
তাই বলি, কি ভাবে? কি করে? সেই শিক্ষার্থীদের মন থেকে নাম পরিবর্তন হবে তার স্মৃতি বিচরিত সেই "গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের"।
গোপালদীবাসি ও প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রতি অনুরোধ নিজেদের বিবেক কে জাগ্রত করে প্রতিবাদ গড়ে তুলুন। অন্তত সোস্যাল মিডিয়ায় হলেও নিজেদের পরিচয় "গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ শিক্ষার্থী" হিসেবে নাম পরিবর্তন খেলার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।
আমার পরিচয়, আমিই গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ শিক্ষার্থী।
প্রাক্তন শিক্ষার্থী-১ম ব্যাচ। কপি