03/09/2025
জীবন হয়তো সবসময় রঙিন নয়, কখনও তা মলিন, ক্লান্ত আর অগোছালো। কিন্তু এই অগোছালো সময়ের মাঝেই হঠাৎ কিছু মুহূর্ত আমাদের থামিয়ে দেয়, ভাবতে শেখায় - “সুখ আসলে দূরে কোথাও নয়, খুব কাছেই আছে " - এক কাপ চায়ের ভাঁজে, কিংবা ক্ষুদ্র ফুলের হাসিতে।যে মানুষ এই ছোট ছোট সৌন্দর্যকে আঁকড়ে ধরতে পারে,তার জীবন কখনোই শূন্য হয় না। 🌿✨