Nandi path- নান্দীপাঠ 2.0

Nandi path- নান্দীপাঠ  2.0 শুধুই কবিতা...

ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এই সময়মেনে নিয়ে যায় তার পরাজয়জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়
09/10/2025

ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এই সময়
মেনে নিয়ে যায় তার পরাজয়
জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়

বাড়ি বানিয়ে কি করবএকদিন তো মরেই যাব...
30/09/2025

বাড়ি বানিয়ে কি করব

একদিন তো মরেই যাব...

বৃষ্টি হতে পারে, মাধবীবাড়ি যাওজড়োসড়ো এমন দিনেপর্দার আড়ালে থাকো -জানলারদেখোদিনের আলোতেযা চিরকাল লুকিয়ে থেকেছেঅপূর্ব নীরব ...
28/09/2025

বৃষ্টি হতে পারে, মাধবী
বাড়ি যাও

জড়োসড়ো এমন দিনে
পর্দার আড়ালে থাকো -
জানলার

দেখো
দিনের আলোতে
যা চিরকাল লুকিয়ে থেকেছে
অপূর্ব নীরব দৃশ্যপট

মেঘ আজ সারাদিন ডাকবে
নিশ্চিত আমি
উত্তর দিও না তাকে

এই ভরা মৌসুমে
ভেতরের দূর্যোগ কম আর বেশি সবারই থাকে
কী করে যে বোঝাই তোমাকে!

চুল বেঁধে রাখো, মাধবী
হৃদয়ে এমনিতেই হাজার সংকট।

- উদয়ন রাজীব

আর আমার বান্ধবীরা সব রস কষ হীন
22/09/2025

আর আমার বান্ধবীরা সব রস কষ হীন

উত্তরটা আমি পেয়ে গেছি, শুনছ?দিলাম ঝেড়ে ফেলে সমস্ত নিঃশব্দ অভিমান।নিষ্ঠুর পৃথিবীর হিসেবনিকেশের কাছে যে অভিমান অবাঞ্ছিত আ...
19/09/2025

উত্তরটা আমি পেয়ে গেছি, শুনছ?
দিলাম ঝেড়ে ফেলে সমস্ত নিঃশব্দ অভিমান।

নিষ্ঠুর পৃথিবীর হিসেবনিকেশের কাছে
যে অভিমান অবাঞ্ছিত আগাছার মতন,
যার কোনো মূল্য নেই এই যুদ্ধের ময়দানে।

বরং একান্তে আমার সৃষ্টির কাছেই গোপনে জমা থাক
সহস্রবর্ষী ক্ষতবিক্ষত সমস্ত অভিমান।
সৃষ্টিকর্তার সাথে পাপ পূণ্যের বোঝাপড়াটাও
নিতান্ত একান্তেই থাক তবে।

উত্তরটা আমি কিন্তু তোমার কাছ থেকেই পেয়ে গেছি...

এরা গন্ডারের দাদার লেভেলে চলে গেছে...
14/09/2025

এরা গন্ডারের দাদার লেভেলে চলে গেছে...

এই, থাকবে খানিক আরও?এমন সন্ধ্যা হলে গাঢ়?এমন ভিজলে জলে মন,তুমি থাকবে কিছুক্ষণ?নাকি অন্য কোথাও কেউ-তুলেছে বুকের ভেতর ঢেউ,ঢ...
12/09/2025

এই, থাকবে খানিক আরও?
এমন সন্ধ্যা হলে গাঢ়?
এমন ভিজলে জলে মন,
তুমি থাকবে কিছুক্ষণ?

নাকি অন্য কোথাও কেউ-
তুলেছে বুকের ভেতর ঢেউ,
ঢেউয়ে নাও ভাসাবে বলে,
এমন উতলা যাও চলে?

দেখো-
পায়ের ছাপে পা,
কই?
কিছুই কি কাঁপছে না?

যাও, ইচ্ছে হলে যাও
দখিন ঘাটে নাও,
বৈঠাখানাও ঠিক,
যাবে?
জানোতো কোনদিক?

ওহ, সবই যদি জানা,
কে আর করে মানা,
পাল তুলে দাও নায়ে,

আরিহ!
কিছু কাঁপছে বুকের বাঁয়ে?

শেষে পায়ের ছাপেই পা।
কী?
কোথাও কি যাচ্ছো না?

সাদাত হোসাইন...

11/09/2025

পত্র দিও

😍 খুবই রিজনাবল প্রাইজে 💥🧕আবায়া ও বোরকার কাস্টমাইজ প্রি অর্ডার ইজ ওপেন.. অর্ডার করতে হবে সাইজ জানিয়ে।ডেলিভারি হবে ৭ দিনের...
02/03/2025

😍 খুবই রিজনাবল প্রাইজে 💥
🧕আবায়া ও বোরকার কাস্টমাইজ প্রি অর্ডার ইজ ওপেন..
অর্ডার করতে হবে সাইজ জানিয়ে।
ডেলিভারি হবে ৭ দিনের মাঝে।
✅অর্ডার করতে মেসেজ করুন।

Address

Shiddhrigonj
Narayanganj
1430

Alerts

Be the first to know and let us send you an email when Nandi path- নান্দীপাঠ 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nandi path- নান্দীপাঠ 2.0:

Share