Anima R Diya

Anima R Diya Honest,Dedicated and Humble ☺️

আমার বাবা: ভালোবাসা আর শাসনের এক মমতাময় ছায়াআমার কাছে বাবা দিবস কিংবা মা দিবস মানে শুধু কোনো নির্দিষ্ট একটা দিন নয়—বরং জ...
18/06/2025

আমার বাবা: ভালোবাসা আর শাসনের এক মমতাময় ছায়া

আমার কাছে বাবা দিবস কিংবা মা দিবস মানে শুধু কোনো নির্দিষ্ট একটা দিন নয়—বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা জীবন। একসময় আমিও সবাইর মতো করে দিবস উদযাপন করতাম। কিন্তু যখন উপলব্ধি করলাম, আল্লাহ তাআলা আমাকে আমার বাবা-মায়ের মাধ্যমে এই পৃথিবীতে এনেছেন, তখন বুঝলাম—এই জীবনটাই তাঁদের ভালোবাসা, সম্মান আর যত্নে উৎসর্গ করার জন্য। পারি আর না পারি, প্রতিটি দিন আমি চেষ্টা করি তাঁদের ভালো রাখতে, পাশে থাকতে।

বাবা-মা নিয়ে বললে তো একটা জীবনই কম পড়ে যাবে। তবে আজ শুধু বাবাকে নিয়েই একটু বলি।

আমি ছোটবেলায় খুব ‘বাবা প্রিয়’ ছিলাম, আর এই জায়গাটা গড়ে দিতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল আমার মায়ের। তিনি সবসময় চাইতেন আমি যেন বাবার সান্নিধ্যে থাকি। বাবা কখনোই আমার সাথে উচ্চস্বরে কথা বলেননি। তাঁর শাসনের ধরনটা ছিল একেবারেই আলাদা—শান্ত, কোমল, আর বুদ্ধিদীপ্ত।

আমার বয়স তখন প্রায় চার বছর। আমি ছিলাম বাবা-মার বড় মেয়ে। একদিন দাঁত দিয়ে হাতের নখ কাটছিলাম, মা সেটা দেখে আমাকে নিয়ে গেলেন বাবার কাছে। মায়ের চোখে এটা ছিল একরকম "অপরাধ" 😄

আমি তো ভয়েই একেবারে চুপসে গেছি। ভাবছি, বাবা এখন রেগে যাবেন, ধমক দেবেন। কিন্তু না, বাবা আমাকে কাছে ডাকলেন, হাসিমুখে জিজ্ঞেস করলেন,
– "তুমি কি এটা করেছো?"
আমি মাথা নাড়িয়ে স্বীকার করলাম।

তখন তিনি খুব শান্তভাবে বললেন,
– "দেখো, এটা ভালো কাজ না। দাঁত দিয়ে নখ কাটা উচিত না। আর যদি আবার করো, তাহলে কিন্তু তোমাকে মুরগির ঘরে আটকে রাখবো!"

আমি তো ভয়ে কাঁপছি! মুরগির সেই ছোট, গন্ধযুক্ত, নোংরা ঘরে আমি কিভাবে থাকবো! 😳
সেই এক কথায় পুরো ব্যাপারটাই এমনভাবে গেঁথে গেল মনে, যে আর কোনোদিন দাঁত দিয়ে নখ কাটার সাহসই করিনি।

এমন ছিলো বাবার শাসন—না কোনো চিৎকার, না কোনো ভয় দেখানো; তবু আজও স্মৃতিতে কড়া নাড়ে তাঁর সেই কোমল অথচ দৃঢ় শিক্ষা।

বাবা মানে শুধু একজন অভিভাবক না, তিনি জীবনের প্রথম শিক্ষক, নিরাপত্তার দেয়াল, আর নীরব ভালোবাসার প্রতীক। আজও মনে হয়, তাঁর একটা কথাই জীবনের পথ বদলে দিতে পারে।

Anima R Diya

আমার বাবা: ভালোবাসা আর শাসনের এক মমতাময় ছায়াআমার কাছে বাবা দিবস কিংবা মা দিবস মানে শুধু কোনো নির্দিষ্ট একটা দিন নয়—বরং জ...
17/06/2025

আমার বাবা: ভালোবাসা আর শাসনের এক মমতাময় ছায়া

আমার কাছে বাবা দিবস কিংবা মা দিবস মানে শুধু কোনো নির্দিষ্ট একটা দিন নয়—বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা জীবন। একসময় আমিও সবাইর মতো করে দিবস উদযাপন করতাম। কিন্তু যখন উপলব্ধি করলাম, আল্লাহ তাআলা আমাকে আমার বাবা-মায়ের মাধ্যমে এই পৃথিবীতে এনেছেন, তখন বুঝলাম—এই জীবনটাই তাঁদের ভালোবাসা, সম্মান আর যত্নে উৎসর্গ করার জন্য। পারি আর না পারি, প্রতিটি দিন আমি চেষ্টা করি তাঁদের ভালো রাখতে, পাশে থাকতে।

বাবা-মা নিয়ে বললে তো একটা জীবনই কম পড়ে যাবে। তবে আজ শুধু বাবাকে নিয়েই একটু বলি।

আমি ছোটবেলায় খুব ‘বাবা প্রিয়’ ছিলাম, আর এই জায়গাটা গড়ে দিতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল আমার মায়ের। তিনি সবসময় চাইতেন আমি যেন বাবার সান্নিধ্যে থাকি। বাবা কখনোই আমার সাথে উচ্চস্বরে কথা বলেননি। তাঁর শাসনের ধরনটা ছিল একেবারেই আলাদা—শান্ত, কোমল, আর বুদ্ধিদীপ্ত।

আমার বয়স তখন প্রায় চার বছর। আমি ছিলাম বাবা-মার বড় মেয়ে। একদিন দাঁত দিয়ে হাতের নখ কাটছিলাম, মা সেটা দেখে আমাকে নিয়ে গেলেন বাবার কাছে। মায়ের চোখে এটা ছিল একরকম "অপরাধ" 😄

আমি তো ভয়েই একেবারে চুপসে গেছি। ভাবছি, বাবা এখন রেগে যাবেন, ধমক দেবেন। কিন্তু না, বাবা আমাকে কাছে ডাকলেন, হাসিমুখে জিজ্ঞেস করলেন,
– "তুমি কি এটা করেছো?"
আমি মাথা নাড়িয়ে স্বীকার করলাম।

তখন তিনি খুব শান্তভাবে বললেন,
– "দেখো, এটা ভালো কাজ না। দাঁত দিয়ে নখ কাটা উচিত না। আর যদি আবার করো, তাহলে কিন্তু তোমাকে মুরগির ঘরে আটকে রাখবো!"

আমি তো ভয়ে কাঁপছি! মুরগির সেই ছোট, গন্ধযুক্ত, নোংরা ঘরে আমি কিভাবে থাকবো! 😳
সেই এক কথায় পুরো ব্যাপারটাই এমনভাবে গেঁথে গেল মনে, যে আর কোনোদিন দাঁত দিয়ে নখ কাটার সাহসই করিনি।

এমন ছিলো বাবার শাসন—না কোনো চিৎকার, না কোনো ভয় দেখানো; তবু আজও স্মৃতিতে কড়া নাড়ে তাঁর সেই কোমল অথচ দৃঢ় শিক্ষা।

বাবা মানে শুধু একজন অভিভাবক না, তিনি জীবনের প্রথম শিক্ষক, নিরাপত্তার দেয়াল, আর নীরব ভালোবাসার প্রতীক। আজও মনে হয়, তাঁর একটা কথাই জীবনের পথ বদলে দিতে পারে।

Anima R Diya

প্রি অর্ডারযারা আরাম ও ফ্যাশন দুটোই চায় তাদের জন্য টোট ব্যাগ সবচেয়ে উপযুক্ত। ভেতরে প্রচুর স্পেস থাকায় প্রয়োজনীয় সবকিছু এ...
02/11/2023

প্রি অর্ডার

যারা আরাম ও ফ্যাশন দুটোই চায় তাদের জন্য টোট ব্যাগ সবচেয়ে উপযুক্ত। ভেতরে প্রচুর স্পেস থাকায় প্রয়োজনীয় সবকিছু একসাথে নিতে পারবেন।

টোট ব্যাগের আরেকটা সুবিধা হলো- এটা নোংরা হয়ে গেলে পরিষ্কার করার জন্য ধোয়া যায়, এতে ব্যাগের কোনো ক্ষতি হয় না।

ক্যানভাস ম্যাটেরিয়ালের এই টোট ব্যাগ পেয়ে যাবেন
D Mart পেজে৷
প্রাইস : ৩৫০ টাকা মাত্র।

05/09/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Amazing
02/07/2023

Amazing

Happy Eid Ul Adha Mubarak ❤️❤️
29/06/2023

Happy Eid Ul Adha Mubarak ❤️❤️

27/06/2023
মেন্দি ❤️
27/06/2023

মেন্দি ❤️

Address

Naryanganj
Narayanganj
1421

Telephone

+8801622160716

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anima R Diya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anima R Diya:

Share