
13/02/2025
ইভারমেকটিন বিপি (Ivermectin) 0.5%
ইভারমেকটিন হলো এভারমেকটিন শ্রেনীর একটি সদস্য, অমেরুদন্ডী প্রানীর স্নুয়া ও পেশী কোষে প্রধাণত : গ্লুটামেট - গেটেড ক্লোরাইড চ্যানেলের সাথে সুনির্দিষ্ট এবং উচ্চ সম্পৃক্ততার সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এটা পরজীবিদের মৃত্যু ঘটায়, এটা কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে কোষের আয়নের ঘনত বাড়ায় ফলে স্নায়ু ও পেশী কোষের হাইফার পোলারাইজেশন ঘটে এবং পরজীবীদের মৃত্যু ঘটে।
Ivermectin lotion used - নির্দেশনা :
Ivermectin lotion ৬ মাস বা তার বেশী বয়সী রোগীদের মাথায় উঁকুন সংক্রমণের চিকিৎসার জন্য নির্দেশিত
মাত্রা ও ব্যবহার বিধি :
ইভারমেকটিন লোশন শুধুমাত্র মাথা ও মাথার চুলে ব্যবহারের জন্য এটি মুখে ,চোখে এবং যোনীতে ব্যবহারের জন্য নয়।
ইভারমেকটিন লোশন শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে চুল মাথার ত্বক সম্পূর্ণ আবৃত হয় লোশনটি ১০ মিনিট মাথায় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে টিউব টি শুধু মাত্র ১ বার ব্যবহারের জন্য অব্যবহৃত অংশ ফেলে দিতে হবে
১। ইভারমেকটিন লোশন সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে
২। মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরেধীরে দূরবর্তী চুলে ইভারমেকটিন লোশন প্রয়োগ করতে হবে ,
৩। চুলের সব জায়গায় লোশনটি মালিশ করতে হবে
৪। চুলের প্রতিটি অংশে লোশন টি আবৃত থাকে তা নিশ্চিত করতে হবে যেনো মাথার সমস্ত উঁকুন ও ডিম এলাইস লোশনের সংস্পর্শে আসে
৫। ছোট চুলের জন্য ১টিউব ইভারমেকটিন লোশন বড় চুলের জন্য ২টিউব প্রয়োজন হতে পারে
৬। লোশন টি ব্যবহারের পর ১০ মিনিট অপেক্ষা করতে হবে তারপর মাথা চুল ধুয়ে ফেলতে হবে
সতর্কতা :
শিশুরা যাতে না খেয়ে ফেলে তাই বড়দের সতর্ক থাকা উচিত গর্ভস্থায় বা স্তন্যদান কালে ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে
লোশন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে।
এটি বাজারে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস বাজারজাত করে থাকে এর উল্লেখযোগ্য হলো:-
Alice lotion মূল্য : ১৩০ টাকা
প্রস্তুতকারক : স্কায়ার ফার্মাসিউটিক্যাল লি:
Licnil lotion মূল্য: ১৩০ টাকা
প্রস্তুতকারক : এস কে এফ ফার্মাসিউটিক্যাল লি:
পোষ্টটি শেয়ার করুন