This Pill

This Pill Marketing

ইভারমেকটিন বিপি (Ivermectin) 0.5%ইভারমেকটিন হলো এভারমেকটিন শ্রেনীর একটি সদস্য, অমেরুদন্ডী প্রানীর স্নুয়া ও পেশী কোষে  প্...
13/02/2025

ইভারমেকটিন বিপি (Ivermectin) 0.5%

ইভারমেকটিন হলো এভারমেকটিন শ্রেনীর একটি সদস্য, অমেরুদন্ডী প্রানীর স্নুয়া ও পেশী কোষে প্রধাণত : গ্লুটামেট - গেটেড ক্লোরাইড চ্যানেলের সাথে সুনির্দিষ্ট এবং উচ্চ সম্পৃক্ততার সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এটা পরজীবিদের মৃত্যু ঘটায়, এটা কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে কোষের আয়নের ঘনত বাড়ায় ফলে স্নায়ু ও পেশী কোষের হাইফার পোলারাইজেশন ঘটে এবং পরজীবীদের মৃত্যু ঘটে।

Ivermectin lotion used - নির্দেশনা :

Ivermectin lotion ৬ মাস বা তার বেশী বয়সী রোগীদের মাথায় উঁকুন সংক্রমণের চিকিৎসার জন্য নির্দেশিত

মাত্রা ও ব্যবহার বিধি :

ইভারমেকটিন লোশন শুধুমাত্র মাথা ও মাথার চুলে ব্যবহারের জন্য এটি মুখে ,চোখে এবং যোনীতে ব্যবহারের জন্য নয়।

ইভারমেকটিন লোশন শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে চুল মাথার ত্বক সম্পূর্ণ আবৃত হয় লোশনটি ১০ মিনিট মাথায় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে টিউব টি শুধু মাত্র ১ বার ব্যবহারের জন্য অব্যবহৃত অংশ ফেলে দিতে হবে

১। ইভারমেকটিন লোশন সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে
২। মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরেধীরে দূরবর্তী চুলে ইভারমেকটিন লোশন প্রয়োগ করতে হবে ,
৩। চুলের সব জায়গায় লোশনটি মালিশ করতে হবে
৪। চুলের প্রতিটি অংশে লোশন টি আবৃত থাকে তা নিশ্চিত করতে হবে যেনো মাথার সমস্ত উঁকুন ও ডিম এলাইস লোশনের সংস্পর্শে আসে
৫। ছোট চুলের জন্য ১টিউব ইভারমেকটিন লোশন বড় চুলের জন্য ২টিউব প্রয়োজন হতে পারে
৬। লোশন টি ব্যবহারের পর ১০ মিনিট অপেক্ষা করতে হবে তারপর মাথা চুল ধুয়ে ফেলতে হবে
সতর্কতা :
শিশুরা যাতে না খেয়ে ফেলে তাই বড়দের সতর্ক থাকা উচিত গর্ভস্থায় বা স্তন্যদান কালে ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে
লোশন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে।

এটি বাজারে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস বাজারজাত করে থাকে এর উল্লেখযোগ্য হলো:-

Alice lotion মূল্য : ১৩০ টাকা
প্রস্তুতকারক : স্কায়ার ফার্মাসিউটিক্যাল লি:
Licnil lotion মূল্য: ১৩০ টাকা
প্রস্তুতকারক : এস কে এফ ফার্মাসিউটিক্যাল লি:

পোষ্টটি শেয়ার করুন

17/11/2024

👤ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কিছু পরামর্শ

ডায়াবেটিসকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রোগটিকে গুরুত্ব না দিলে হৃদরোগ, কিডনির সমস্যা, স্নায়ুর ক্ষতি এবং দৃষ্টি সমস্যার মতো গুরুতর জটিলতা সৃষ্টি হতে পারে। আবার ডায়াবেটিস হওয়া মানেই কিছু সারাজীবনের জন্য অসুস্থ হয়ে যাওয়া নয়। খাদ্যতালিকাগত কিছু পরিবর্তন এবং জীবনধারার সামঞ্জস্য এনে পুরোপুরি সুস্থ অবস্থায় জীবনযাপন করতে পারেন ডায়াবেটিস রোগী। সুশৃঙ্খল জীবন ব্যবস্থা, রুটিনমাফিক জীবন, কিছু খাদ্যভ্যাস, আর নিয়মিত ব্যায়াম এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কিছু বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন।

১। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে আমাদের সব ধরনের অঙ্গ-প্রত্যঙ্গই হতে পারে ক্ষতিগ্রস্ত। কিডনির রোগ, চোখের সমস্যা, হৃদরোগ, স্ট্রোক, পায়ে গ্যাংগ্রিনসহ নানা জটিল রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। তিন মাধ্যমে আমরা এই রোগকে কব্জায় রাখতে পারি। প্রথম মাধ্যম হচ্ছে ডায়েট। সুষম খাবার খেতে হবে ডায়াবেটিক রোগীকে। খাবার খাওয়া নিয়ন্ত্রণ করা মানে খাবার বাদ দেওয়া নয়। সঠিক খাবার সঠিক সময়ে খাওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় মাধ্যম হচ্ছে শারীরিক পরিশ্রম করা। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট বা প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করতে হবে। সেটা হতে পারে হাঁটা, সাঁতার বা সাইকেল চালানো। তৃতীয়ত, চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করা। চিকিৎসকের দেওয়া ওষুধ খাওয়া, নিয়মিত চেকআপ করা ও সঠিক জীবনযাপন পদ্ধতি আমাদের এই রোগের ক্ষতি থেকে রক্ষা করতে পারে।

২। খাবারের সময় একবারে বেশি খাবার না খেয়ে খাবারের সময়কে ৬ ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে। যারা ইনসুলিন নিচ্ছেন তারা অন্তত তিন থেকে চার ঘণ্টা পরপর কিছু না কিছু খাবার খেতে চেষ্টা করবেন।

৩। প্রতিটি মানুষের জন্য শর্করা অপরিহার্য। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য প্রয়োজন এমন শর্করা, যা ভেঙে ডায়াবেটিস রোগীদের দেহে কম গ্লুকোজ তৈরি করবে এবং রক্তের গ্লুকোজের পরিমাণ বাড়াবে না বা শর্করার পরিমাণ বাড়াবে না। যেমন লাল আটার রুটি, লাল চালের ভাত ইত্যাদি। তবে মিষ্টি জাতীয় খাবারগুলো ডায়বেটিস রোগীদের এড়িয়ে চলাই ভালো।

৪। রান্নায় অবশ্যই তেলের পরিমাণ কম ব্যবহার করতে হবে। তবে ওমেগাযুক্ত তেলের ব্যবহার করা যায়। যেসব খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেমন ইলিশ মাছ, টুনা মাছ, রূপচাঁদা মাছ, বাদাম ইত্যাদি সপ্তাহে অন্তত দুইদিন হলেও খেতে হবে।

৫। প্রতিদিন রঙিন শাকসবজি ও ফল খেতে হবে। এগুলো থেকে পাওয়া যায় খনিজ, আঁশ ও ভিটামিন। ডায়াবেটিস রোগীদের প্রতিদিন কিছু না কিছু আঁশযুক্ত খাবার খেতে হয়।

16/11/2024

শীতে হাঁপানি রোগীরা কী কী নিয়ম মানবেন?

দরজায় কড়া নাড়ছে শীত। এই মৌসুমে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতাও কমবে। আর এই আবহাওয়ায় শ্বাসকষ্টের সমস্যা বাড়ে অনেকের। বিশেষ করে কারও হাঁপানি থাকলে শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই বেড়ে যেতে পারে

শীতের সময়ে বাতাসে ধূলিকণার পরিমাণ বাড়ে। পাশাপাশি নিউমোনিয়া থেকে সাধারণ সর্দি, শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগের জীবাণু কম তাপমাত্রায় সক্রিয় হয়ে ওঠে। ফলে সংক্রমণ বাড়ে। আর সেই সংক্রমণ থেকে হতে পারে শ্বাসকষ্ট।

*** শীতে হাঁপানি রোগীরা যেসব নিয়ম মেনে চলবেন

১) করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মাস্ক পরা ছেড়ে দিয়েছেন বহু মানুষ। এই মাস্ক কিন্তু ধোঁয়াধুলো এবং বিভিন্ন জীবাণু সংক্রমণ থেকেও বাঁচায়। তাই বাড়ির বাইরে বের হলে মাস্ক অতি অবশ্যই পরবেন।

২) বাইরে থেকে এসে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। ব্যাগে স্যানিটাইজার রাখলে খুব ভালো হয়।

৩) প্রতিদিনের খাওয়া এমন হতে হবে, যাতে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। ফুসফুসের জোরও বাড়াতে হবে। প্রোটিন রাখতেই হবে রোজের তালিকায়। মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, বাদাম, শাক ইত্যাদি প্রোটিনে সমৃদ্ধ খাবার খেতে হবে। পর্যাপ্ত জল খেতে হবে, যাতে শরীর আর্দ্র থাকে।

৪) যে সব বয়স্ক মানুষ হাঁপানিতে ভুগছেন, তাদের প্রত্যেকের উচিত বাধ্যতামূলকভাবে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া। সঙ্গে ইনহেলার অবশ্যই রাখতে হবে।

৫) ঘন ঘন দুধ চা বা কফি খাবেন না। বাইরে বেরোলে নরম পানীয়, ঠান্ডা শরবত বা আইসক্রিম ভুলেও খাবেন না। যদি শ্বাসকষ্ট হয় বা হাঁপানির টান ওঠে, তা হলে ঈষদুষ্ণ জলে একচিমটে নুন ফেলে খেতে পারেন। তাতেও আরাম পাবেন।

৬) আমলকি খাওয়া খুবই ভালো। আমলকির রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমলকি খেলে ফুসফুস থেকে দূষিত পদার্থ বা টক্সিন বেরিয়ে যায়। প্রতি দিন অল্প করে তুলসির রস খেলে সর্দি-কাশি, কফ জমতে পারবে না। তুলসি পাতা ফুটিয়ে চা করেও খেতে পারেন।

৭) শ্বাসনালি ও ফুসফুস ভালো রাখতে নিয়ম করে ব্রিদিং এক্সারসাইজ করুন। অভিজ্ঞ প্রশিক্ষকের পরামর্শ নিয়ে অনুলোম-বিলোম, কপালভাতি করতে পারেন। ফুসফুস ভালো রাখতে বাড়িতে বসেই কিছু যোগাসন করুন। তা হলে সারা বছর হাঁপানি নিয়ন্ত্রণে থাকবে।

08/09/2024
পাইকারি বিক্রয় করা হয়
06/07/2024

পাইকারি বিক্রয় করা হয়

23/11/2023
12/11/2023

Address

বস্তল, সোনার গাঁ
Narayanganj
1440

Alerts

Be the first to know and let us send you an email when This Pill posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share