বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কালিয়া নড়াগাতি থানা

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কালিয়া নড়াগাতি থানা

বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কালিয়া নড়াগাতি থানা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কালিয়া নড়াগাতি থানা, Digital creator, Narayanganj.

বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কালিয়া নড়াগাতি থানা। এটি একটি পেজ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন আছি সব সময় আপনাদের পাশে।
অন্যায় নির্যাতন জুলুম নিপীড়িত মানুষের পাশে এবং অন্যায়ের বিপক্ষের লড়াকু সৈনিক হয়ে আপনাদের পাশে থাকবো। আমাদের পাশে থাকবেন ধন্যবাদ।

12/10/2024

আপনার আশেপাশে ভয় দেখিয়ে কেউ টাকা চাচ্ছে?
ঘুষ, চাদাবাজি, বা যেকোন অনিয়ম হোক না কেন আমাদের পাঠান আমরা আপনার পরিচয় গোপন করে তা প্রকাশ করবো।

যিনি এ অনিয়ম করবে আমরা তার সন্তানের স্কুলের সামনে তার দূর্নীতির চিত্র তুলে ধরব। সে যে মসজিদে নামাজ পরে তার আশেপাশে এড়িয়েয় পোস্টার করে লাগিয়ে দিব। তার শশুর বাড়ির এলাকায় ফেইসবুক বুস্ট করব, যেন লজ্জায় তার পরিবার মুখ না দেখাতে পারে।

পদত্যাগ যখন আপনি করেন্নি তাহলে আসেন দেখা করি চা খাই প্রেম হলে হবে না হলে বন্ধুত্ব করি আর  বন্ধুত্বের খাতিরে আবার আপনাকে ...
18/09/2024

পদত্যাগ যখন আপনি করেন্নি তাহলে আসেন দেখা করি চা খাই প্রেম হলে হবে না হলে বন্ধুত্ব করি আর বন্ধুত্বের খাতিরে আবার আপনাকে প্রধানমন্ত্রীত্বের জায়গায় বহাল রাখিবো আমরা দেশের জনগণ 🙂

ছেলের ১৮তম জন্মদিন এ মায়ের চিঠিপ্রিয় ফাইয়াজ,আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বু...
18/09/2024

ছেলের ১৮তম জন্মদিন এ মায়ের চিঠি

প্রিয় ফাইয়াজ,
আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে 'মা, ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে! তুমি কাঁদো কেন?'

জানো বাবা, সেদিন বাজার করতে গিয়ে যেই চকোলেট এর শেল্ফ এর সামনে দিয়ে যাচ্ছি- আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় সিল্ক এর প্যাকেট আমাকে দেখিয়ে বলেছ মুনাম্মা নেই এটা?' বাবা আমি আর চকোলেট কিনি না, মাহা মাইরীন ও আর আবদার করেনা।

সেইদিন মাইরীন মাহাকে বলছে 'জানো মাহা-মা আর কখনও বিরিয়ানি রাঁধবে না। ভাইয়া যে নাই, তাই।' সত্যিই তো বাবা, আমি কী করে রান্না করবো বলো? তোমাকেই তো খাওয়াতে পারবো না!

আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি জানি না বাবা- শুধু আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম-। যেখানে কেউ নাই! চুপচাপ।

আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমণ্ডি ২৭ নম্বর ক্রস করতে হয়, জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি। সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমণ্ডি ২৭ টা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্যে।

আচ্ছা বাবা এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কুরবানির ঈদ, পহেলা বৈশাখ আসবে..- আমি কী করবো বলো তো? আমাদের না একসাথে শপিং এ যাওয়ার কথা! তারপর শপিং শেষে পিৎজ্জ্বা আর কফি খেয়ে রিকশা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা!

আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি, তুমি যে কত কত উপদেশ দাও আমাকে! কত বড় হয়ে গেছো তুমি আব্বা!

জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি, তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ ফাইয়াজ কি বুঝতে পারছে, ওর জন্য আমি কত কষ্টে আছি? ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নাই। তোমাকে ছাড়া বেঁচে থাকা তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে। আবার মনে হয়, এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে! তখন আবার কথা বদলে ফেলি। শুধু চাই তুমি ভালো থাকো।

তুমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছো। কারণ, যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করছে- তুমি নিশ্চয়ই জানতে পারছো। মাতৃভূমির ক্রান্তিলগ্নে যেই ছেলে বীরের মত প্রাণ দেয়, তাকে কেউ ভালো না বেসে পারে‌ বাবা? সমস্ত পৃথিবী তোমাকে এখন চেনে, আব্বা।

অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন বাবা।

তোমার মুনাম্মা
১২ সেপ্টেম্বর ২০২৪

যারা আওয়ামীলীগের পক্ষে আজকে আন্দোলন করেন তারা দেশ সম্পর্কে কিছু কি জানেন? তারা যদি হাসিনার আসল রুপ দেখতেন তাহলে হয়তো বুঝ...
18/09/2024

যারা আওয়ামীলীগের পক্ষে আজকে আন্দোলন করেন তারা দেশ সম্পর্কে কিছু কি জানেন? তারা যদি হাসিনার আসল রুপ দেখতেন তাহলে হয়তো বুঝতেন, হাসিনা কেমন দেশপ্রেমিক? একটু মনযোগ দিয়ে পড়ুন
কি হয়েছে? সেই দিন।
্ট রাতেই শেখ হাসিনা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেইফ এক্সিটের জন্য অনেক বার রিকুয়েস্ট করে কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্টে রিজেক্ট করে দেয়।
পরদিন সকালে #আর্মি #নেভি এয়ারফোর্স এবং #পুলিশ চিফ গণভবনে যায়।
তারা পৌঁছানোর আগেই শেখ হাসিনা প্রচন্ড রাগান্বিত অবস্থায় অবস্থান করছিলেন।
পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের তাদের #অস্ত্র_লোড রাখার নির্দেশ দেন। শেখ হাসিনার নির্দেশে এসএসএফ ও তাদের অস্ত্র লোড রাখে সেই মুহূর্তে #চার বাহিনীর চিফ গণভবনে আসলে।এসএসএফ তাদের দিকে অস্ত্র তাক করে।
কাউন্টার পজিশন নেয় সেনাপ্রধানের ফোর্সও।
দুই বাহিনীর মাঝে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে পড়ে যান শেখ হাসিনা।
তখন শেখ রেহানা ওই রুমে অবস্থান করছিলেন। আর্মি চিফ এবং এয়ার চিফ মার্শাল স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করেন। তারা শেখ রেহানাকে অন্য কক্ষে নিয়ে যান। এরপর সজীব ওয়াজেদ জয়কে ফোন করা হয়।
#জয় সেনাপ্রধানকে বলেন “তোকে উপরে উঠাইছে আমার মা, তুই কি করিস বসে বসে? তোরও তো বউ বাচ্চা আছে; দেখে নিব” জবাবে সেনাপ্রধান জয়কে বলেন “ #জয় শান্ত হও। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
এই মুহূর্তে হয় ম্যাডাম (শেখ হাসিনা) রিজাইন দিবেন, নয়ত আমি স্টেপ আউট করব।
তখন এসএসএফ আমাকে মেরে ফেলবে। আর আমাকে মারলে আমার ফোর্স তোমার মাকে হ ত্যা করবে” পরবর্তীতে।
কোন উপায় না পেয়ে শেখ হাসিনা পদত্যাগ করেন।
এবং দেশ ছেড়ে যাওয়ার পূর্বে পুলিশের আইজিপিকে নির্দেশ দেন "আমি চলে যাওয়ার এক মাসের মধ্যে দেশের এমন অবস্থা করবেন যেন আগামী ২০-২৫ বছরে দেশ মাথা তুলে দাঁড়াতে না পারে" ―
সকলের নিকট সংবাদটি পৌঁছেদিন,কত বড় জালেম থেকে আল্লাহ আমাদেরকে হিফাযত করেছেন আমীন।

27/08/2024
23/08/2024

শেয়ার করুন👇

22/08/2024
10/08/2024

বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন মাদ্রাসার ছাত্রদের কে ও ভুলবে না। মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিচ্ছে এটা খুবই প্রশংসনীয় ।

09/08/2024

আমরা দেশের জন্য কাজ করি আর তুমি চাঁদাবাজি করবা সাব্বাস ছাত্র ভাইয়েরা তোমাদের হাতে দেশ নিরাপদ।।✊

09/08/2024

আমরা কখনোই আপনাদের ভুলতে পারবো না।
আপনারা জাতির সূর্যসন্তান ❤️

Address

Narayanganj

Telephone

+8801609862486

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কালিয়া নড়াগাতি থানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কালিয়া নড়াগাতি থানা:

Share