Asaduzzaman Rafi

Asaduzzaman Rafi Welcome to my page! I believe in the power of eye-catching visuals to make a lasting impression and engage your audience.

I'm Md Asaduzzaman Rafi, a multi-talented professional working in the realms of Social Media Design, Digital Marketing, WordPress, and Digital Content Creation. 🎨💼🌐✍️

As a Social Media Designer, I bring your online presence to life with visually stunning graphics, captivating videos, and cohesive branding. In the world of Digital Marketing, I excel at creating strategic campaigns and optimizing a

d performance to drive results. By leveraging data-driven insights and targeted audience engagement, I help businesses maximize their online visibility and achieve their marketing goals. With my expertise in WordPress, I can create beautiful and functional websites that truly represent your brand. From seamless user experiences to responsive designs, I ensure your website leaves a lasting impact on visitors and converts them into loyal customers. As a Digital Content Creator, I thrive on crafting compelling stories that resonate with your audience. Whether it's writing engaging blog posts, creating persuasive ad copy, or developing impactful marketing materials, I have the skills to captivate your audience and drive meaningful connections. I stay up to date with the latest trends and industry best practices, always striving to deliver innovative and effective solutions tailored to your unique needs. If you're looking to elevate your online presence and achieve outstanding results, let's connect and collaborate. Together, we can turn your vision into a digital success story!

মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে, কোথায় কোথায় যেতে পারবেন..টাইম লাইনে রেখে দিতে পারেন--♦️১)  #উত্তরা_উত্তর (Uttara North): ...
18/02/2025

মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে, কোথায় কোথায় যেতে পারবেন..
টাইম লাইনে রেখে দিতে পারেন--

♦️১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা।

♦️২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

♦️৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন বাজার, এয়ারপোর্ট, । উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

♦️৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়,মুসলিম বাজার, ইসিবি চত্বর,রুপনগর,আবাসিক,দুয়ারিপাড়া,আরিফাবাদ।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।
মতিঝিল থেকে: ৮০ টাকা।

♦️৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, আধুনিক,ইসিবি চত্বর, মিরপুর ১১, মিল্কভিটা,চলন্তিকা মোড়,শিয়াল বাড়ি,প্রশিকা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।
মতিঝিল থেকে: ৭০ টাকা।

♦️৬) #মিরপুর_১০ (Mirpur- 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, পাশেই ফলপট্টিতে ব্যাংক জব প্রস্তুতির সেরা প্রতিষ্ঠান Turning Point Job Aid পেয়ে যাবেন। মিরপুর-১,২,BRTA, হোপ মার্কেট,শাহ আলী মার্কেট,চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

♦️৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

♦️৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।

♦️৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।

♦️(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ,নব থিয়েটার, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।

♦️(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

♦️(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

♦️(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ জাদুঘর, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

♦️(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

♦️(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

♦️(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।
বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।

উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭

Bus Station 🚉 in Iran 🇮🇷
05/02/2025

Bus Station 🚉 in Iran 🇮🇷

04/02/2025

“অসম্ভব” শুধুই এক মিথ্যা ভয়! 🔥

যে স্বপ্নকে সবাই অযৌক্তিক ভাবে, সেখান থেকেই জন্ম নেয় বাস্তবতার নতুন অধ্যায়! 🚀

04/02/2025

এই ভাই বানাতে পারেন যে কোন ধরনের লুকিং গ্লাস

Father's Sacrifice 💕
03/02/2025

Father's Sacrifice 💕

জীবন পরিবর্তন করার জন্য আহমদ লাট সাহেব হুজুরের দুটি কথায় যথেষ্ট ৷ (এই দুটি কথা সাথীদেরকে নিয়ে মুজাকারা করার সুযোগ হয়ে...
03/02/2025

জীবন পরিবর্তন করার জন্য আহমদ লাট সাহেব হুজুরের দুটি কথায় যথেষ্ট ৷ (এই দুটি কথা সাথীদেরকে নিয়ে মুজাকারা করার সুযোগ হয়েছে৷ আলহামদুলিল্লাহ!!)

★★

হুজুর বলেন : আল্লাহ পাক মানুষকে বানাইছেন (مكلف/মুকাল্লাফ) অর্থাৎ আল্লাহ পাকের বন্দেগির জন্য, আল্লাহ পাকের বিধি বিধান পালন করার জন্য ৷
মানুষ ছাড়া বাকি সব মাখলুক বানাইছেন:مسخر তথা মানুষের খেদমতের জন্য, মানুষ যদি আল্লাহর বিধান যথাযথভাবে পালন করে৷ তাহলে আল্লাহর সব মাখলুক মানুষের খেদমত করবে ৷

এমনকি ক্ষতিকারক মাখলুক ও তার উপকার করবে৷ তার কল্যাণে আসবে৷ আর যদি মানুষ আল্লাহর বিধানকে লংঘন করে, তাহলে আল্লাহর সব মাখলুক মানুষের কল্যাণে আসার বিপরীতে ক্ষতির কারণ হবে৷

এমনকি ঘরের আপন মানুষ তার স্ত্রী পর্যন্ত তার ক্ষতির কারণ হবে৷ সন্তান-সন্ততি ও তার ক্ষতির কারণ হবে৷ আত্মীয়-স্বজন প্রতিবেশী বন্ধু-বান্ধব সবই ক্ষতির কারণ হবে৷

মোট কথা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের কল্যাণ থেকে সে বঞ্চিত হবে৷ সুতরাং আল্লাহকে আপন করে নাও ৷

দুনিয়ার সবকিছু তোমার আপন হয়ে যাবে৷ আল্লাহর বিধি বিধান মেনে চলো৷ দুনিয়ার সব কিছু তোমার কল্যাণে আসবে মৃত্যুর পরে পাবে চিরস্থায়ী জান্নাত ৷

21/01/2025

Can you feel this Moment?

10/01/2025
উফ শীত 🔥
03/01/2025

উফ শীত 🔥

03/01/2025

জুমার দিনের সবচেয়ে বড় আমল তো হল, অত্যন্ত গুরুত্বের সাথে জুমার নামায আদায় করা। ভালোভাবে পাক-পবিত্র হয়ে পরিষ্কার ও উত্তম জামা-কাপড় পরিধান করে শুরু ওয়াক্তে মসজিদে চলে যাওয়া এবং নামায ও দুআ-যিকিরে মগ্ন থাকা। এরপর একাগ্রতার সাথে ইমাম সাহেবের খুতবা শোনা এবং উত্তমরূপে জুমার নামায আদায় করা। এটাই হল, জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক ফযীলতের আমল।

MASNUN

Address

Sumilpara, Adamjee
Narayanganj
1413

Website

https://www.asadprobd.com/

Alerts

Be the first to know and let us send you an email when Asaduzzaman Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asaduzzaman Rafi:

Share