Learn For Your Own Success

Learn For Your Own Success More learn more success
(5)

13/07/2025
12/07/2025

যদি আপনার বউ আপনার কথা না শোনে, এতে মন খারাপের কিছুই নেই। কারো বউই কথা শোনে না, আর এর কোনো চিকিৎসাও নেই !

সবাই শুধু ঠকায়।
11/07/2025

সবাই শুধু ঠকায়।

10/07/2025

স্বামীর স্বপ্ন পূরণ করলাম।

゚viralシfypシ゚viralシalシ

06/07/2025

লাইফের কি এমন ইম্পরট্যান্ট কাজ করতে এলাম।

゚viralシfypシ゚viralシalシ

আজকে আমি দেখব স্টার আমাকে কে কে গিফট করে  ゚viralシfypシ゚viralシalシ  ゚viralシfypシ゚viralシalシ
04/07/2025

আজকে আমি দেখব স্টার আমাকে কে কে গিফট করে ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシalシ

01/07/2025

ডিভোর্সি মহিলা তুই জামাই দরছ আর ছারছ।

শাড়িটার দাম কত বলেন দেখি?
29/06/2025

শাড়িটার দাম কত বলেন দেখি?

28/06/2025

খাল্লামা আপনি ভিউ পান না দেখে আমাকে নিয়ে পড়ে আছেন।

26/06/2025

জামাই সাথে ঝগড়া।

ফেসবুক ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। মেটা ঘোষণা করেছে, এখন থেকে ফেসবুকে আলাদা করে ‘ভিডিও’ বা ‘রিলস’ বলে কিছু থাক...
26/06/2025

ফেসবুক ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। মেটা ঘোষণা করেছে, এখন থেকে ফেসবুকে আলাদা করে ‘ভিডিও’ বা ‘রিলস’ বলে কিছু থাকবে না—সব ধরনের ভিডিও-ই আপলোডের সঙ্গে সঙ্গে ‘রিলস’ হিসেবে প্রকাশিত হবে। অর্থাৎ, ভিডিও পোস্ট করে যারা আয় করতেন, তাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সেই পথ।

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শুধু বিনোদনের নয়, অনেকের আয়ের উৎসও ছিল। কেউ পণ্য বিক্রি করে, কেউবা কনটেন্ট তৈরি করে মাসে লাখ টাকা পর্যন্ত আয় করতেন। কিন্তু মেটার নতুন আপডেট অনুযায়ী, এখন থেকে ভিডিও পোস্ট করলেই তা রিলস হিসেবে গণ্য হবে এবং আয়ের সুযোগ কেবল রিলসের মাধ্যমেই থাকবে।

আগে ফেসবুকে ভিডিও এবং রিল—এই দুটি আলাদা বিভাগে কনটেন্ট পোস্ট করা যেত। এখন সবকিছুকে একটি সহজ ইন্টারফেসে নিয়ে আসছে মেটা, যেখানে ভিডিও তৈরি, সম্পাদনা এবং শেয়ার করার সব সুবিধা থাকবে একসঙ্গে।

এই আপডেটের সঙ্গে থাকছে আরও কিছু নতুন টুল, যা ব্যবহার করে ভিডিও আরও আকর্ষণীয় করা যাবে। বড় পরিবর্তনের মধ্যে রয়েছে সময়সীমার সীমাবদ্ধতা তুলে দেওয়া। আগে যেখানে রিলসের দৈর্ঘ্য সীমিত ছিল ৬০ বা ৯০ সেকেন্ডে, এখন ব্যবহারকারীরা চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ থেকে শুরু করে ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও পর্যন্ত আপলোড করতে পারবেন।

তবে সব ভিডিওই এখন থেকে গণ্য হবে রিলস হিসেবে। স্বাভাবিকভাবে, যাঁরা পুরনো নিয়মে ভিডিও কনটেন্ট বানিয়ে আয় করতেন, তাঁদের এখন রিলস বানানো ছাড়া উপায় থাকছে না। এতে কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ধরন এবং কৌশলে বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

Address

Siddhirganj, Narayangang, Dhaka
Narayanganj
1430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn For Your Own Success posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share