Tumi - তুমিツ

Tumi - তুমিツ Welcome to the Official Page Of Tumi- তুমি.. Like | Comment | Share. Stay with us.

আমার বৌ এর রান্না ভালো ছিলো না😭ওর রান্নায় কোনদিন নুন কম হত তো কখনো মশলার গন্ধ করতো। আম্মা অনেক চিল্লাইতো।আম্মার কমন ডায়ল...
08/11/2024

আমার বৌ এর রান্না ভালো ছিলো না😭
ওর রান্নায় কোনদিন নুন কম হত তো কখনো মশলার গন্ধ করতো।
আম্মা অনেক চিল্লাইতো।
আম্মার কমন ডায়লোগ ছিলো -

এইডি কি রান্ধো?
খাওন যায় না।
আমি মইরা গেলে আমার পোলার তো না খায়া ম/রা লাগবো।

ও যখন রেগে রেগে আমাকে জিজ্ঞাসা করতো

- কি রান্না কেমন হইসে? খাওন যায়?

আমি খুব নরম স্বরেই বলতাম

- হুম যাবে না কেন?

ভয় পাইতাম কিনা জানিনা। কেন মিথ্যা বলতাম তাও জানিনা।
চাইলে বলতে পারতাম
- এমনে না ওমনে রান্না কইরো।
তাহলে ভালো হবে।

কোনদিন বলি নাই।

একদিন অফিসে খাবারের বাটি খোলার সাথে সাথে খুব সুন্দর ঘ্রাণ আসলো।
বিয়ের ৭ মাসে এই ঘ্রাণ আমি ওর রান্নায় পাই নাই।
সেদিন খাবার এত মজা হইসিলো যে আমাকে আরো ২ প্লেট খেতে দিলে খেয়ে ফেলতে পারতাম।

আবেগ ধরে রাখতে না পেরে ওকে ফোন করলাম। হয়ত বলা উচিৎ ছিলো

- আজ রান্না অনেক দারুন হইসে।
এমনে রান্না কইরো।

কিন্তু প্রশংসা করলাম না।
আমার কাছে জিনিসগুলা খুব বিব্রতকর লাগতো।
স্বামী আবার স্ত্রীকে থ্যাঙ্কস , স্যরি , প্রশংসা কেন করবে?
রান্নাটা তার ডিউটি। ভালো করলে প্রশংসা করাটা আমার ভালো লাগে না।

আমি ফোন করে বললাম

- কই আজকে না মার্কেটে যাইতে চাইসিলা?রেডি হয়ে আমার অফিসে ৫ টার সময় চলে আইসো।

বৌ ব্যাপক খুশি হয়ে গেলো।
আচ্ছা বলে ফোনটা রেখে দিলো।

আমি অফিস শেষ করে ঘড়ির কাটায় দেখলাম ৫.১০ বাজে।
ফোন দিলাম।
ফোন রিং বাজে কেউ ধরে না।
ফোন দিতেই থাকলাম।
ফোন বাজতেই থাকলো।
কোন খবর নাই।
আম্মা কে ফোন দিলাম পরে শুনলাম ও অনেক আগেই বাসা থেকে বের হয়ে গেছে।
৬ টা বেজে গেলো।
অস্থির লাগা শুরু করলো।

এদিক সেদিক খোঁজ করা শুরু করলাম।
হাতে ফোনটা দিয়ে কল দিয়েই যাচ্ছি। এরপর একজন ফোন ধরলো।

দৌড়ে গেলাম আয়েশা মেমরিয়াল হাসপাতালে। মহাখালীর ফ্লাইওভার পার হওয়ার সময় বাসের চাপা খেয়েছে বৌ আমার।
পা দুইটা নাকি ঐখানেই ঝুলতেসিলো।
ফোন ধরলো এক সার্জেন্ট … সে ই বললো।
এতক্ষণ ফোনটা তারা খেয়াল করে নাই।
তাই রিসিভ করতে পারে নাই।
যত দ্রুত সম্ভব গেলাম।

আমাকে দেখতে দেয় না ডাক্তাররা। বারবার অনুরোধ করলাম। দিলোনা। বলল

- এত মুমূর্ষু অবস্থায় আপনি দেখতে পারবেন না।

৪ ঘন্টা পর তখন রাতের ১২.৩০ টা বেজে গেছে।
ঢাকায় যত আত্মীয় ছিলো সবাই চলে আসলো।
আমাকে ডাক্তার ডেকে বলল

- পা তো আমরা কেটে ফেলেছি। রক্ত অনেক গিয়েছে। জ্ঞান নেই। আসলে আপনে দেখে আইসেন।

ভোর হয়ে গেলো। ঘুমাইতে পারলাম না। ঘুম আসলোও না। কারো সাথে কথা বলতে পারছিলাম না।

এরপর নার্স এসে বলল
- জ্ঞান এসেছে কিন্তু বেশি মানুষ যাবেন না। ১/২ জন যেতে পারেন।

আইসিউতে ঢুকে কলিজা কামড় দিয়ে উঠলো।
ওর দুইটা পা নাই। চেহারায় কোন মেকাপ নাই। কাঁটা ছেঁড়া দাগ। কিন্তু আজকে ওকে অনেক সুন্দর লাগছিলো।

সামনে গিয়ে কেন যেনো ঐদিন মুখ দিয়ে বের হয়ে গেলো - তোমাকে আজ সুন্দর লাগছে।

ওর মুখে অক্সিজেন মাক্স। হাতে প্লাস্টার। সম্ভবত হাত ধরতে চাচ্ছিলো আমার। ইশারা দিয়ে কি যেন বলসিলো।

৫ মিনিটও থাকতে পারলাম না।
নার্স বের করে দিলো।

কে জানতো ঐটা আমাদের শেষ দেখা হবে।
বিকেলেই শারিরীক অবস্থা খারাপ হতে লাগলো।
মাগরিবের পরপর জীবনের সাথে যুদ্ধ করে চলেই গেলো।

৯ বছর হয়ে গেছে ও মারা গেছে😔
আমি হোটেলে খেতে বসলেই বাবুর্চিকে খুঁজে বলি
- রান্না অনেক ভালো হইসে।
এমনেই রান্না কইরেন।

আমার কাছে মনে হয় আমার মুখে প্রথম আর শেষবারের মত প্রশংসা শুনতেই আল্লাহ তারে ঐ আধা বেলা বাঁচায়া রাখসিলো।
তাও আফসোস লাগে সেদিন ফোনে একবার বলা দরকার ছিলো

- রান্নাটা অনেক ভালো হইসে……💔

Copied

পুরুষদের বলছি বাবা মা ভাই বোন আত্নীয় স্বজন বন্ধু বান্ধবী এদের খুশি রাখার জন্য আপনি কি আপনার স্ত্রীকে আঘাত করছেন,, তাহলে ...
06/11/2024

পুরুষদের বলছি বাবা মা ভাই বোন আত্নীয় স্বজন বন্ধু বান্ধবী এদের খুশি রাখার জন্য আপনি কি আপনার স্ত্রীকে আঘাত করছেন,,

তাহলে পোস্টটি পড়ুন,,,

বাবা মা বিয়ের পরে এদের ভরসা করা একেবারেই উচিৎ নয়,কারন তারাই তখন আপনার প্রতি নির্ভরশীল,,
ছেলে হিসেবে আপনার উচিৎ তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা,,

তার মানে এটা নয় যে স্ত্রীর সুখটা কেরে এনে আপনি তাদের দিবেন,,

বাবা মায়ের টা বাবা মাকে দিন আর স্ত্রীর টা স্ত্রীকে দিন,, উভয়কে সমান ভাবেই সুখি করুন,,,

এরপরে আসি ভাইয়ের কাছে,,

ভাই - ভাই যতই ভাব ভালোবাসা থাকুক না কেন,, স্বার্থে আঘাত লাগলে প্রানের ভাইও আপনাকে চিনবে না,, নিজের সংসার সন্তান হলে সে আপনার মতো ভাইকে সেকেন্ডের মধ্যে ভুলে যাবে,,,
তখন আলাদা সংসার পাতানোর জন্য বলেই ফেলে আমি আমার বউ বাচ্চা নিয়ে বা আমার সম্মান নিয়ে আলাদা থাকবো,,একসাথে থেকে আমায় এই সংসারে বেশি টাকা দিতে হয়,,,

আর সবচেয়ে বড় পয়েন্ট এখানেই,,

ভাই- যতই র*ক্তের সম্পর্কের হোক না কেন,,
তার ভালোবাসা কতটা খাটি সেটা বুঝতে পারবেন যখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা উঠবে,,

আপনার ভাবে ১ ইঞ্চি বেশি আসলেই বুঝে যাবেন ভাই কতটা আপন,,,

এবার আসি বোনের কাছে,,

বোন সেতো বিয়ে দিলেই পরের বাড়ির বউমা,,
তাই তার কাছে আশা করা বোকামি যে সে সারাজীবন পাশে থাকবে,, তবে বোনের সাথে সম্পর্ক টিকে যায় শেষ অব্দি,,,

আত্নীয়স্বজন ,,,,

এরা তখনই আপনাকে সরন করবে যখন আপনার ম্যানিব্যাগটা ভর্তি থাকবে,, বা যখন আপনাকে তাদের খুব প্রয়োজন হবে,,

বন্ধু বান্ধবী,,,

যতদিন ট্রিট নামক ভালোবাসা ঢেলে দিবেন ততদিন তারা আপনার কাছে ছায়ার মতো লেগে থাকবে,,,

রইলো বাকি স্ত্রী,,

আপনি তাকে সম্পূর্ণ উজার করে ভালোবাসা ঢেলে দিন,, কখনো তাকে ধমক বা নিজের নিয়ন্ত্রণে রাখবেন না,,
তাকে শুধু বুঝান আপনি তাকে ভালোবাসেন, তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ,,,

তার মুখের হাসির কারন হউন,,,
দেখবেন এই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ অব্দি থেকে যাবে,,,,

তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে কখনোই আঘাত করবেন না,,
বার বার বুঝাবেন না সে পরের বাড়ির মেয়ে,,,

তাকে বুঝান সব তোমার - এমনকি আমিও তোমার,,,

আজকাল বেশিরভাগ স্ত্রী স্বামীর ভালোবাসা যত্ন সম্মান সাপোর্ট,, এগুলো পায়না দেখেই বিচ্ছেদের সংখ্যা অন্যতম,,,

তাই অত্যাচারী পুরুষ না হয়ে বীর পুরুষ হউন আর সেটাও হউন নিজের স্ত্রীর জন্য,,,

যেন আপনার স্ত্রী সবার সামনে আপনাকে নিয়ে অহংকার করতে পারে,!"""!!
((collected))

゚viralシ ゚

06/11/2024

নিজেকে উচ্চ
আর অপরকে তুচ্ছ
মনে করার নামই হলো অহংকার।

" নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।" সুরা: লোকমান,আয়াত-১৮

এই বাড়িটা আজ ৬দিন পর্যন্ত এভাবেই লাইটিং করে রাখা হয়েছে।ছেলের বাড়ি। বিয়ে করেছে ১৭বছরের প্রেমের সম্পর্কে বেধে থাকা প্র...
05/11/2024

এই বাড়িটা আজ ৬দিন পর্যন্ত এভাবেই লাইটিং করে রাখা হয়েছে।
ছেলের বাড়ি। বিয়ে করেছে ১৭বছরের প্রেমের সম্পর্কে বেধে থাকা প্রিয় মানুষটাকে। অনেক ছোট বয়স থেকে কথা দিয়ে রাখা ছেলেটা আজ ব্যারিস্টার।বউ ডাক্তার। সফল তারা।
তাদের দুজনের এই সফলতার পিছনে সাপোর্ট হিসেবে কাজ করেছে ছেলের বাবা।বাবা ছেলেকে এই মেয়ে ছাড়া অন্য কারো সাথে মিশতে দেয়নি,অন্য কোথাও জড়িয়ে যাওয়ার ভয়ে নিজে ছেলেকে ভার্সিটিতে দিয়ে আসতেন আবার আনতেন।
মেয়েটাকে আগলে রাখতো নিজের মেয়ের মত। কখনো ছেলেটার বাড়িতে মেয়েটা আসেনি,একেবারে বউ করে আনবে তাই।
মেয়ের বাবা মায়ের সাথে গোপনে সব ঠিকঠাক করে রেখেছিলো। যা ছেলেমেয়ে কেউই জানতেন না। যেন তারা কোন অনৈতিক সম্পর্কে জড়িয়ে না পরেন সেইদিকটা পর্যন্ত ও খেয়াল রেখেছিলো খুব করে। মেয়েটাও শ্বশুর কে পাগলের মত ভালবাসে।

সবকিছুর পরে গত শুক্রবার বিয়ের ডেট ফিক্সড হয়। তাদের বিয়ের আয়োজন দেখে,শুনে আমাদের চক্ষু ছানাবড়া।
মেয়ে এ টু জেড শ্বশুর বাবার পছন্দে পরবে। বাবা নিজ হাতে সবকিছু শপিং করেছে মেয়েকে সাথে নিয়ে নিয়ে।
তার জীবনের সমস্তটুকু দিয়ে সে মেয়েটার সব স্বপ্ন পুরনের জন্য প্লান করেছে।
তার সবথেকে বড় স্বপ্ন ছিল তার ছেলের বিয়ের চেয়েও ওই মেয়েকে তার ঘড়ে আনা। এবং এই বিয়েতে সাতদিন পর্যন্ত লাইট জলবে তার বাড়িতে!
নিজের বাড়িতে লাইট ছাড়া আর কোন ঝামেলা করেনি।সবকিছু সেন্টারে হবে এইভাবেই ফিক্সড করেছিলো!
বিয়ের এক সপ্তাহ আগে সবকিছু এরেঞ্জ শেষ। গত মঙ্গলবার সকালে বাড়িতে লাইটিং করবে।

সোমবার রাতে..
সেই ছেলের বাবাটা স্বপ্ন পুরন নিজ চোখে দেখার আগেই চলে গেলেন..
মানে আমি জাস্ট ধপ করে বসে পরছিলাম সেদিন সংবাদটা শুনেই!
মেয়েটা সেন্সলেস হয়ে পরেছিলো!
ছেলেটা পাগল পাগল!
সমস্ত আয়োজন, সব প্লান নিভে গেলো এক মুহুর্তে! একটা সুন্দর গাড়ি ঢুকতো বাড়িতে। ছেলের বিয়ের গাড়ি! ফুল দিয়ে সাজানো গাড়ি! পুতুলের মত একটা বউমা বসে থাকবে!
সেখানে বাড়িতে ঢুকলো লাশের গাড়ি..
হঠাৎ স্ট্রোক! পাচ মিনিটেই শেষ!
দুনিয়ার সকল আয়োজন বুঝি এমনি মিথ্যে!!?
ছেলেটা বিয়ে করেছে পরশু শুক্রবার মসজিদে কাজী ডেকে ইমাম সাহেবকে নিয়ে বিয়ে পরিয়ে বাসায় চলে আসছে! বউ শাড়ি পরেনি,সাজেনি! সারাদিন তারা বাবার কবরের পাশেই কাটিয়েছে!
উফফফফ জীবন..
ঠিক শনিবার থেকে বাড়িতে লাইট জলছে! ছেলেটা ইচ্ছে করেই পাগলের মত বলেছে তোমরা লাইট সাজাও! আমার বাবা দেখুক তার বাড়িতে সাতদিন পর্যন্ত লাইট জলছে।
লাইট জলেছে আমরা প্রতিবেশীরা দেখছি! আর বুকের ভিতর হুহু করছে!
লাইটটাই শুধু জলছে,মন পুড়ছে!
লাইট হয়ত কাল খুলে ফেলবে!
আমি হতভম্ব! বারান্দায় গেলেও আমার চোখ
ঝাপসা হয়ে আসে এই লাইটিং দেখে!!!!!
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগিরা!

কবরস্থানের দিকে তাকালে, মনে হয়! পৃথিবীর সব ‘আয়োজন' বৃথা!🥀
(collected)
fans

03/11/2024

বাল্যকালের বান্দবীর বাসায় গেলাম ❤️😊 ゚ fans

অভাব আসলে অভাব না থাকলে হইতো মানুষের স্বভাব নষ্ট হবে বলেই বিধাতা মানুষকে কিছু না কিছু অভাব দিয়েছেন। আমরা মানুষেরা কেউ না...
01/11/2024

অভাব
আসলে অভাব না থাকলে হইতো মানুষের স্বভাব নষ্ট হবে বলেই বিধাতা মানুষকে কিছু না কিছু অভাব দিয়েছেন। আমরা মানুষেরা কেউ না কেউ কোন না কোন অভাবে ভুগছি, কারো টাকার অভাব, কারো ঘুমের অভাব, কারে খাবারের অভাব আবার কারো ভালোবাসার অভাব। আসলে অভাব কখনো মানুষের পিছু ছাড়বে না, তাই বলা যেতে পারে অভাব না থাকলে হইতো আমরা মানুষ ই না। অভাবে পরেই তো বিধাতার কাছে বার বার চাওয়া,😊
( collected )

01/11/2024

শ্বাশুড়ি তার ছেলেকে বিয়ের দিন বললো,"মানিয়ে নেওয়ার দায়িত্ব তোমার, ব‌উমার নয় কারণ সে তার সব কিছু ছেড়ে আসছে, তুমি নয়" ❤️

01/11/2024

👉🏼মানুষ যত্নের কাঙ্গাল,
যত্ন পেলে মানুষ মোমের মতো গলে যায়!😊

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tumi - তুমিツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category