এসপি ক্রিয়েটিভ আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • এসপি ক্রিয়েটিভ আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট

এসপি ক্রিয়েটিভ আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এসপি ক্রিয়েটিভ আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, Digital creator, Narayanganj.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এসপি ক্রিয়েটিভ আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এ আপনাকে স্বাগতম। এই প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং ও আইটি রিলেটেড কোর্স ও কাজ শিখানো হয়। ধন্যবাদ আপনাকে সবসময় পাশে থাকবেন।

📌 ৭০টি গুরুত্বপূর্ণ MS Word কীবোর্ড শর্টকাট 🎯 (বাংলা ব্যাখ্যাসহ)💡 যারা অফিস, এসাইনমেন্ট, রিপোর্ট বা যে কোনো লেখালেখির কা...
04/07/2025

📌 ৭০টি গুরুত্বপূর্ণ MS Word কীবোর্ড শর্টকাট 🎯 (বাংলা ব্যাখ্যাসহ)
💡 যারা অফিস, এসাইনমেন্ট, রিপোর্ট বা যে কোনো লেখালেখির কাজ করেন, তাদের জন্য এই শর্টকাটগুলো জানা জরুরি। সময় বাঁচবে, কাজের গতি বাড়বে।

🔥 ১–১০
1️⃣ Ctrl + N – নতুন ডকুমেন্ট তৈরি করুন
👉 একটি একদম নতুন Word ফাইল খুলে।

2️⃣ Ctrl + O – পুরানো ফাইল খুলুন
👉 কম্পিউটারে সেভ করা Word ফাইল ওপেন করুন।

3️⃣ Ctrl + S – ফাইল সংরক্ষণ করুন
👉 আপনার কাজটা দ্রুত সেভ করে ফেলুন।

4️⃣ Ctrl + P – প্রিন্ট করার উইন্ডো আনুন
👉 ফাইল প্রিন্ট করতে হলে এটি চাপুন।

5️⃣ Ctrl + C – কপি করুন
👉 যেকোনো টেক্সট বা ছবি কপি করুন।

6️⃣ Ctrl + V – পেস্ট করুন
👉 কপি বা কাট করা কনটেন্ট পেস্ট করুন।

7️⃣ Ctrl + X – কাট করুন
👉 টেক্সট কেটে অন্য জায়গায় নিন।

8️⃣ Ctrl + Z – পূর্বের কাজ বাতিল করুন
👉 ভুল করলে এক ধাপ পিছনে যান।

9️⃣ Ctrl + Y – পূর্বের বাতিল কাজটি আবার আনুন
👉 Undo করার পর আবার Redo করতে।

🔟 Ctrl + A – সবকিছু সিলেক্ট করুন
👉 পুরো ডকুমেন্ট একসাথে নির্বাচন করুন।

📄 ১১–২০
1️⃣1️⃣ Ctrl + B – মোটা (Bold) লেখায় রূপান্তর
👉 টেক্সট হাইলাইট করতে ব্যবহার করুন।

1️⃣2️⃣ Ctrl + I – লেখা হালকা বাঁকিয়ে দিন (Italic)
👉 লেখায় স্টাইল যোগ করতে।

1️⃣3️⃣ Ctrl + U – লেখার নিচে দাগ (Underline)
👉 গুরুত্বপূর্ণ শব্দ বা বাক্য হাইলাইট করতে।

1️⃣4️⃣ Ctrl + E – টেক্সট মাঝখানে আনুন (Center align)
👉 টাইটেল বা হেডিংয়ে উপযোগী।

1️⃣5️⃣ Ctrl + L – বাম পাশে লেখাকে সাজান (Left align)
👉 সাধারণ প্যারাগ্রাফের জন্য।

1️⃣6️⃣ Ctrl + R – ডান পাশে সাজান (Right align)
👉 কিছু ক্ষেত্রে দরকার হয়।

1️⃣7️⃣ Ctrl + J – লেখাকে দুই পাশে সমান করুন (Justify)
👉 প্রফেশনাল লুক দিতে।

1️⃣8️⃣ Ctrl + Shift + > – ফন্ট বড় করুন
👉 সিলেক্ট করা লেখার সাইজ বাড়ান।

1️⃣9️⃣ Ctrl + Shift + < – ফন্ট ছোট করুন
👉 সিলেক্ট করা লেখার সাইজ কমান।

2️⃣0️⃣ Ctrl + Spacebar – সব ফরম্যাট রিসেট করুন
👉 লেখার Bold, Italic, Color সব মুছে ফেলুন।

✏️ ২১–৩০
2️⃣1️⃣ Ctrl + F – কোনো শব্দ খুঁজুন
👉 ডকুমেন্টে কোনো টেক্সট সহজে খুঁজে বের করুন।

2️⃣2️⃣ Ctrl + H – শব্দ খুঁজে পরিবর্তন করুন
👉 Find and Replace অপশন চালু হবে।

2️⃣3️⃣ Ctrl + K – হাইপারলিংক যুক্ত করুন
👉 ওয়েবসাইট বা অন্য ফাইলে লিংক দিন।

2️⃣4️⃣ Ctrl + = – লেখা নিচে নামান (Subscript)
👉 যেমন: H₂O

2️⃣5️⃣ Ctrl + Shift + + – লেখা ওপরে তুলুন (Superscript)
👉 যেমন: X²

2️⃣6️⃣ Ctrl + Shift + L – Bullet List তৈরি করুন
👉 তথ্য বা পয়েন্ট সাজানোর জন্য।

2️⃣7️⃣ Alt + Shift + D – বর্তমান তারিখ ঢোকান
👉 Date Insert হবে।

2️⃣8️⃣ Alt + Shift + T – বর্তমান সময় ঢোকান
👉 Time Insert হবে।

2️⃣9️⃣ Ctrl + Shift + N – সাধারণ স্টাইল অ্যাপ্লাই করুন
👉 ডিফল্ট Paragraph স্টাইল ব্যবহার।

3️⃣0️⃣ Ctrl + Q – প্যারাগ্রাফ ফরম্যাট রিসেট
👉 ইনডেন্ট বা অ্যালাইনমেন্ট মুছে ফেলুন।

🖱️ ৩১–৪০
3️⃣1️⃣ Ctrl + Shift + >/< – ধাপে ধাপে ফন্ট সাইজ বড়/ছোট করুন
👉 বারবার বাড়ানোর জন্য।

3️⃣2️⃣ Ctrl + Del – পরবর্তী শব্দ মুছুন
👉 একসাথে পুরো শব্দ ডিলিট।

3️⃣3️⃣ Ctrl + Backspace – পূর্ববর্তী শব্দ মুছুন
👉 দ্রুত শব্দ মুছতে কার্যকর।

3️⃣4️⃣ Ctrl + Enter – নতুন পেজ শুরু করুন
👉 Page Break দিতে।

3️⃣5️⃣ Shift + Enter – নতুন লাইন শুরু করুন (প্যারাগ্রাফ ছাড়াই)
👉 যেমন এক লাইন নিচে নামতে।

3️⃣6️⃣ Ctrl + Tab – ট্যাব স্পেস দিন
👉 Bullet বা Table-এর ভেতর ব্যবহৃত হয়।

3️⃣7️⃣ Ctrl + 1 – Single Line Spacing
👉 লাইনের মাঝে কম স্পেস।

3️⃣8️⃣ Ctrl + 2 – Double Line Spacing
👉 লাইনের মাঝে বেশি স্পেস।

3️⃣9️⃣ Ctrl + 5 – 1.5 Line Spacing
👉 মাঝামাঝি স্পেসিং।

4️⃣0️⃣ Ctrl + Shift + E – Track Changes চালু/বন্ধ করুন
👉 কে কী পরিবর্তন করছে সেটা ট্র্যাক করুন।

📌 ৪১–৫০
4️⃣1️⃣ Ctrl + Alt + V – স্পেশাল পেস্ট অপশন
👉 কপি করা কন্টেন্ট নির্দিষ্টভাবে পেস্ট করুন।

4️⃣2️⃣ Ctrl + Shift + F – ফন্ট পরিবর্তন
👉 ফন্ট টাইপ সিলেক্ট করার জন্য ডায়ালগ বক্স।

4️⃣3️⃣ Ctrl + Shift + P – ফন্ট সাইজ পরিবর্তন
👉 ফন্ট সাইজ সেটিং খুলবে।

4️⃣4️⃣ Alt + Ctrl + 1 – Heading 1 স্টাইল
👉 ডকুমেন্টে টাইটেল দিতে।

4️⃣5️⃣ Alt + Ctrl + 2 – Heading 2
👉 সাব-টাইটেল বা সেকশন হেডিং।

4️⃣6️⃣ Alt + Ctrl + 3 – Heading 3
👉 আরও সাব-সেকশন।

4️⃣7️⃣ Ctrl + M – প্যারাগ্রাফ ইনডেন্ট
👉 প্যারাগ্রাফ একটু ডানে সরান।

4️⃣8️⃣ Ctrl + T – Hanging Indent
👉 প্রথম লাইন বামে, বাকিগুলো ইনডেন্টেড।

4️⃣9️⃣ Ctrl + Shift + T – ইনডেন্ট কমান
👉 Ctrl + M এর বিপরীত।

5️⃣0️⃣ F7 – Spelling & Grammar Check
👉 বানান ভুল ও গ্রামার চেক করুন।

✅ ৫১–৭০: অতিরিক্ত শর্টকাটস
5️⃣1️⃣ Ctrl + Shift + C – ফরম্যাট কপি করুন
👉 একটি লেখার ফরম্যাট (Bold, Color, Size ইত্যাদি) কপি করে নিন।

5️⃣2️⃣ Ctrl + Shift + V – ফরম্যাট পেস্ট করুন
👉 কপি করা ফরম্যাট অন্য লেখায় প্রয়োগ করুন।

5️⃣3️⃣ Ctrl + Shift + S – স্টাইল নির্বাচন বক্স
👉 লেখার জন্য প্রস্তুতকৃত স্টাইল দ্রুত সিলেক্ট করুন।

5️⃣4️⃣ Ctrl + Shift + N – Normal স্টাইল প্রয়োগ
👉 লেখার স্টাইল রিসেট করে Default-এ নিয়ে আসে।

5️⃣5️⃣ Ctrl + Shift + W – শুধু শব্দে Underline
👉 শব্দের মাঝখানে ফাঁকা অংশে দাগ থাকে না।

5️⃣6️⃣ Ctrl + Shift + D – ডাবল আন্ডারলাইন
👉 লেখার নিচে দুইটি দাগ যুক্ত হয়।

5️⃣7️⃣ Ctrl + Alt + S – উইন্ডো স্প্লিট করুন
👉 এক Word ডকুমেন্টকে দুইভাগে ভাগ করে একসাথে কাজ করুন।

5️⃣8️⃣ Ctrl + Alt + M – মন্তব্য যুক্ত করুন (Comment)
👉 রিভিউ বা নোট দিতে কাজে আসে।

5️⃣9️⃣ Ctrl + Shift + E – Track Changes চালু/বন্ধ
👉 পরিবর্তনগুলো কে করেছে তা ট্র্যাক রাখে।

6️⃣0️⃣ Alt + Ctrl + I – প্রিন্ট প্রিভিউ
👉 প্রিন্টের আগে দেখতে চান? এই শর্টকাট চাপুন।

6️⃣1️⃣ Alt + Shift + P – পেজ নাম্বার দিন
👉 স্বয়ংক্রিয়ভাবে পৃষ্ঠা নম্বর ঢোকান।

6️⃣2️⃣ Ctrl + Shift + G – Word Count দেখুন
👉 কত শব্দ, অক্ষর বা লাইন আছে তা জানুন।

6️⃣3️⃣ Ctrl + F1 – Ribbon বার লুকান বা দেখান
👉 উপরের মেনু হাইড বা শো করতে পারেন।

6️⃣4️⃣ Ctrl + Shift + H – Hidden Text
👉 লেখা হাইড করতে এই অপশন।

6️⃣5️⃣ Ctrl + Alt + 1, 2, 3 – Heading Level 1, 2, 3
👉 ডকুমেন্টে হায়ারার্কিক স্টাইল দিতে খুব দরকারি।

6️⃣6️⃣ Ctrl + Left/Right Arrow – শব্দ ধরে ধরে যান
👉 প্রতিবার একটি শব্দ করে কার্সার সরান।

6️⃣7️⃣ Ctrl + Up/Down Arrow – প্যারাগ্রাফ ধরে নেভিগেট
👉 প্রতিবার একটি প্যারাগ্রাফ করে উপরে/নিচে যান।

6️⃣8️⃣ Ctrl + Home – ডকুমেন্টের শুরুতে যান
👉 এক ক্লিকে একেবারে ওপরে চলে যান।

6️⃣9️⃣ Ctrl + End – ডকুমেন্টের একেবারে শেষে
👉 স্ক্রল না করে সোজা নিচে চলে যান।

7️⃣0️⃣ Alt + Shift + →/← – লিস্ট লেভেল পরিবর্তন
👉 Bullet বা Numbered লিস্টে সাব-লেভেল করুন বা কমান।


🎁 Bonus Tip:
প্রতিদিন ৫টি করে শর্টকাট মনে রাখার চেষ্টা করুন। এক সপ্তাহেই আপনি Word মাস্টার হয়ে উঠতে পারেন!
📢 শেয়ার করুন – আপনার বন্ধু, সহকর্মী বা শিক্ষার্থীদের কাজে আসবে।
#বাংলা_কম্পিউটার_শিখি

💥💻 “কম্পিউটার চালু হচ্ছে না? ডিসপ্লে আসছে না? অথবা “Slow, No Signal, Auto বার বার বন্ধ হয়ে যাচ্ছে! তাহলে জেনে নিন এই ১০ট...
17/06/2025

💥💻 “কম্পিউটার চালু হচ্ছে না? ডিসপ্লে আসছে না? অথবা “Slow, No Signal, Auto বার বার বন্ধ হয়ে যাচ্ছে! তাহলে জেনে নিন এই ১০টি সহজ সমাধান!”

✅ এই ১০টি সহজ Tips অনুসরণ করলেই সমাধান পাবেন ঘরে বসেই!
📦 পোস্ট শেষে বোনাস টিপস রয়েছে রয়েছে।

💻 আপনার কম্পিউটার চালু হচ্ছে না বা ঠিকমতো কাজ করছে না?
⛔ ডিসপ্লে আসছে না? হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে? চলুন একে একে চেক করি...

১। কম্পিউটার একেবারেই চালু হচ্ছে না?
🔍 সম্ভাব্য কারণ:

⚠️পাওয়ার কেবল ঢিলা বা খারাপ
⚠️মেইন সুইচ বন্ধ
⚠️পাওয়ার সাপ্লাই (PSU) নষ্ট

✅ সমাধান:

🔌পাওয়ার কেবল খুলে আবার জোরে লাগান।

👉অন্য একটি সকেটে লাগিয়ে দেখুন।

👉PSU ফ্যান ঘুরছে কি না দেখুন। না ঘুরলে PSU পাল্টাতে হতে পারে।

২। মনিটরে “No Signal” লেখা দেখাচ্ছে?
🔍 কারণ:
⚠️মনিটরের ক্যাবল (VGA/HDMI/DP) ঠিকমতো লাগেনি।

⚠️কম্পিউটার অন হলেও Display Signal পাচ্ছে না।

✅ সমাধান:
🔌VGA/HDMI ক্যাবল খুলে আবার লাগান।

👉মনিটরের Input Source HDMI না VGA সেটা চেক করুন।

👉প্রয়োজনে অন্য ক্যাবল ব্যবহার করে চেক করুন।

৩। কম্পিউটার অন হলেও স্ক্রিনে কিছুই আসে না (Black Screen)?

🔍 কারণ:
⚠️ RAM ঠিকমতো বসেনি বা Dust জমে গেছে।

⚠️ Graphics Card সমস্যা করছে।

✅ সমাধান:

👉 কম্পিউটার বন্ধ করে RAM খুলে নরম ব্রাশ বা কাপড় দিয়ে পরিষ্কার করে আবার লাগান।

👉Graphics Card থাকলে খুলে পরিষ্কার করে আবার লাগান।

👉Onboard VGA দিয়ে মনিটর লাগিয়ে দেখুন কাজ করে কিনা।

৪। কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে?
🔍 কারণ:
⚠️ Processor গরম হয়ে যাচ্ছে (Overheating)

⚠️পাওয়ার সাপ্লাই দুর্বল বা নষ্ট

⚠️Fan বন্ধ, Dust জমে Airflow বন্ধ

✅ সমাধান:
👉Processor Fan ঘুরছে কি না দেখুন।

👉Fan খুলে নতুন Thermal Paste লাগিয়ে আবার লাগান।

👉সমস্ত Dust পরিষ্কার করে Airflow ঠিক করুন।

৫️। Display আসছে, কিন্তু কাজ করতে অনেক স্লো?
🔍 কারণ:
⚠️অনেক বেশি সফটওয়্যার Startup-এ চালু হচ্ছে।

⚠️হার্ডডিস্ক পূর্ণ হয়ে গেছে।

⚠️ভাইরাস বা Malware

✅ সমাধান:
👉Task Manager (Ctrl+Shift+Esc) → Startup ট্যাবে গিয়ে
অপ্রয়োজনীয়গুলো Disable করুন।

👉My Computer → C ড্রাইভ → Properties → Disk Cleanup চালান।

👉একটা ভাল অ্যান্টিভাইরাস দিয়ে Full Scan করুন।

৬️। BIOS থেকে বারবার সময় ঠিক রাখতে পারছেন না?
🔍 কারণ:
⚠️CMOS Battery শেষ হয়ে গেছে।

✅ সমাধান:
👉 Motherboard থেকে ছোট গোল ব্যাটারি খুলে নতুন CR2032 ব্যাটারি লাগান।

👉ব্যাটারি সাধারণত ১ বছর বা তার বেশি টিকে।

৭️। কীবোর্ড বা মাউস কাজ করছে না?
🔍 কারণ:
👉USB পোর্ট নষ্ট

👉BIOS-এ USB Disable হয়ে গেছে

👉ড্রাইভার ইনস্টল নেই

✅ সমাধান:
👉অন্য পোর্টে লাগিয়ে দেখুন।

👉BIOS-এ গিয়ে "USB Legacy Support" Enable আছে কিনা দেখুন।

👉নতুন মাউস/কীবোর্ড দিয়ে চেক করুন।

৮️। BIOS থেকে ‘Beep’ শব্দ আসছে বারবার?
🔍 কারণ:
RAM, VGA বা অন্য হার্ডওয়্যারে সমস্যা থাকলে BIOS Beep দিয়ে জানায়।

✅ সমাধান:
👉কতবার Beep হচ্ছে সেটা গুনে রাখুন।

Beep Code অনুযায়ী সমস্যা ধরুন (একটা ছোট চার্ট নিচে দিলাম):

Beep সমস্যার ইঙ্গিত
1 বার RAM ঠিকমতো নেই
2 বার RAM সমস্যা
3 বার VGA সমস্যা
5 বার Processor সমস্যা

৯️। ফ্যান চলতেছে কিন্তু মনিটরে কিছুই আসছে না?
🔍 কারণ:
👉Processor ঠিকভাবে লাগেনি

👉Motherboard সমস্যা

✅ সমাধান:
👉Processor খুলে Thermal Paste লাগিয়ে ভালোভাবে লাগান।

👉অন্য Motherboard-এ চেক করার চেষ্টা করুন (প্রয়োজনে টেকনিশিয়ান সাহায্য নিন)।

🔟 সফটওয়্যার ওপেন হতে সময় নিচ্ছে বা Error দিচ্ছে?
🔍 কারণ:
👉হার্ডডিস্ক বা SSD তে Bad Sector

👉সফটওয়্যার Corrupt

✅ সমাধান:
👉Command Prompt খুলে টাইপ করুন: chkdsk C: /f /r

👉সফটওয়্যার Reinstall করে দেখুন।

📌 অতিরিক্ত পরামর্শ:
প্রতিবার কাজ করার আগে কম্পিউটার Power OFF করে তারপর কাজ করুন।

কোনো কিছু খুললে আগে মোবাইলে ছবি তুলে রাখুন, যাতে পরে বুঝতে পারেন।

Dust পরিষ্কার করুন প্রতি ১৫–৩০ দিনে একবার।

📘 Excel-এর আরও ১০০টি দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ)১. Alt → মেনু অপশন সক্রিয় করে কীবোর্ডে ন্যাভিগেট করার সুযো...
16/06/2025

📘 Excel-এর আরও ১০০টি দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ)

১. Alt → মেনু অপশন সক্রিয় করে কীবোর্ডে ন্যাভিগেট করার সুযোগ দেয়।
২. Alt + F → ফাইল মেনু খুলবে।
৩. Alt + E → এডিট মেনু খুলবে (পুরাতন সংস্করণে)।
৪. Alt + V → ভিউ মেনু খুলবে।
৫. Ctrl + Shift + F → ফন্ট পরিবর্তনের অপশন খুলবে।
৬. Ctrl + Shift + P → ফন্ট সাইজ পরিবর্তন অপশন।
৭. Ctrl + Shift + > → ফন্ট সাইজ বাড়াবে।
৮. Ctrl + Shift + < → ফন্ট সাইজ কমাবে।
৯. Ctrl + B → সিলেক্ট করা লেখা Bold করবে।
১০. Ctrl + I → Italic করবে।

১১. Ctrl + U → Underline করবে।
১২. Ctrl + 5 → স্ট্রাইকথ্রু প্রয়োগ করবে।
১৩. Ctrl + Shift + & → বর্ডার অ্যাপ্লাই করবে।
১৪. Ctrl + Shift + _ → বর্ডার রিমুভ করবে।
১৫. Ctrl + T → টেবিল তৈরি করবে নির্বাচিত ডেটা দিয়ে।
১৬. Ctrl + N → নতুন Excel ফাইল খুলবে।
১৭. Ctrl + O → বিদ্যমান ফাইল ওপেন করবে।
১৮. Ctrl + S → বর্তমান ফাইল সেভ করবে।
১৯. Ctrl + P → প্রিন্ট অপশন খুলবে।
২০. Ctrl + F → ফাইন্ড অপশন চালু করবে।

২১. Ctrl + H → ফাইন্ড ও রিপ্লেস উইন্ডো খুলবে।
২২. Ctrl + G → নির্দিষ্ট সেলে দ্রুত যাবে।
২৩. Ctrl + Z → পূর্ববর্তী কাজ Undo করবে।
২৪. Ctrl + Y → Undo করা কাজ Redo করবে।
২৫. Ctrl + Arrow Twice → তথ্যের শেষে এবং এক্সেলের শেষ সীমায় যাবে।
২৬. Ctrl + Shift + "*" → নির্বাচিত ডেটার চারপাশের এলাকা সিলেক্ট করবে।
২৭. Ctrl + Alt + L → রিফ্রেশ ফিল্টার ডেটা।
২৮. Ctrl + Shift + Tab → পূর্ববর্তী এক্সেল উইন্ডোতে যাবে।
২৯. Ctrl + W → বর্তমান উইন্ডো বন্ধ করবে।
৩০. Ctrl + F4 → Excel ফাইল বন্ধ করবে।

৩১. Alt + F4 → সম্পূর্ণ Excel অ্যাপ্লিকেশন বন্ধ করবে।
৩২. F1 → সাহায্য (Help) উইন্ডো খুলবে।
৩৩. F7 → বানান পরীক্ষা চালাবে।
৩৪. F11 → চার্ট তৈরি করবে নির্বাচিত ডেটা থেকে।
৩৫. Ctrl + Alt + F1 → নতুন ওয়ার্কবুক খুলবে।
৩৬. Shift + F2 → সেলের জন্য নোট (Comment) যোগ করবে।
৩৭. Shift + Delete → নির্বাচিত রো/কলাম দ্রুত কেটে দেবে।
৩৮. Ctrl + Insert → কপি (Copy)।
৩৯. Shift + Insert → পেস্ট (Paste)।
৪০. Shift + F3 → ফাংশন ইনসার্ট ডায়ালগ খুলবে।

৪১. Ctrl + Shift + ~ → জেনারেল ফরম্যাটে ফিরিয়ে আনবে।
৪২. Ctrl + Shift + & → বর্ডার অ্যাপ্লাই করবে (Repetition Avoid)।
৪৩. Ctrl + Shift + - → বর্ডার রিমুভ করবে।
৪৪. Ctrl + Alt + T → Table Design অপশন চালু করবে।
৪৫. Ctrl + Shift + E → ফ্ল্যাশ ফিল চালু হবে (Excel 2013+)।
৪৬. Alt + F8 → Macro চালু বা তৈরি করবে।
৪৭. Alt + F11 → VBA Editor খুলবে।
৪৮. Ctrl + ` → ফর্মুলা মোড চালু/বন্ধ (রিপিট এড়ানো হয়েছে)।
৪৯. Ctrl + Shift + " → উপরের সেলের মান কপি (রিপিট এড়ানো হয়েছে)।
৫০. Ctrl + Alt + Shift + F9 → সমস্ত ফর্মুলা পুনরায় ক্যালকুলেট করবে।

৫১. Alt + H + D + R → রো ডিলিট করবে।
৫২. Alt + H + D + C → কলাম ডিলিট করবে।
৫৩. Alt + H + D + S → সেল ডিলিট অপশন চালু করবে।
৫৪. Alt + H + I + R → নতুন রো ইনসার্ট করবে।
৫৫. Alt + H + I + C → নতুন কলাম ইনসার্ট করবে।
৫৬. Alt + W + F + F → ফ্রিজ প্যান চালু/বন্ধ করবে।
৫৭. Alt + W + S → স্প্লিট অপশন চালু করবে।
৫৮. Alt + W + L → গ্রিডলাইন চালু/বন্ধ করবে।
৫৯. Alt + A + R → Remove Duplicates অপশন চালু করবে।
৬০. Alt + A + G → Group অপশন চালু করবে।

৬১. Alt + A + U → Ungroup অপশন চালু করবে।
৬২. Alt + A + V → Data Validation চালু করবে।
৬৩. Alt + D + F + F → অটো ফিল্টার চালু/বন্ধ।
৬৪. Ctrl + Alt + Shift + S → Sort অপশন চালু।
৬৫. Ctrl + Alt + Shift + V → Paste Values Only।
৬৬. Ctrl + Shift + ↑ + ↓ → বড় রেঞ্জ একসাথে সিলেক্ট করবে।
৬৭. Ctrl + Shift + ← + → → কলাম রেঞ্জ সিলেক্ট করবে।
৬৮. Ctrl + Alt + Shift + T → Table থেকে টোটাল যোগ করবে।
৬৯. Ctrl + Shift + Enter → Array ফর্মুলা ইনপুট করবে।
৭০. Ctrl + Backspace → সক্রিয় সেলটিকে স্ক্রল করবে।

৭১. Ctrl + End → সর্বশেষ ব্যবহারকৃত সেলে যাবে।
৭২. Ctrl + Home → A1 সেলে যাবে।
৭৩. Ctrl + Shift + End → ডেটা শেষ পর্যন্ত সিলেক্ট করবে।
৭৪. Ctrl + Shift + Home → শুরু থেকে বর্তমান সেল পর্যন্ত সিলেক্ট।
৭৫. Ctrl + Alt + K → Conditional Formatting চালু।
৭৬. Alt + H + L → Data Validation থেকে Drop-down list।
৭৭. Alt + R + C → Protect Sheet অপশন।
৭৮. Alt + R + P → Protect Workbook।
৭৯. Alt + H + M + U → Merge করে Uncenter করবে।
৮০. Alt + H + H → সেল Fill Color দিবে।

৮১. Alt + P + S + P → Page Setup অপশন।
৮২. Alt + P + O → Page Orientation পরিবর্তন।
৮৩. Alt + P + M → Margins পরিবর্তন।
৮৪. Alt + P + A → স্কেল টু ফিট অপশন।
৮৫. Alt + P + B → Page Break প্রিভিউ।
৮৬. Alt + N + S + H → Histogram চার্ট।
৮৭. Alt + N + D → Doughnut চার্ট।
৮৮. Alt + N + Q → Combo Chart।
৮৯. Alt + N + F → Funnel Chart।
৯০. Ctrl + E → Flash Fill চালু (Excel 2013+)।

৯১. Ctrl + Alt + = → SUM ফাংশন Insert।
৯২. Ctrl + Alt + Shift + T → Table Tools চালু।
৯৩. Ctrl + Alt + Shift + M → Comment Pane চালু।
৯৪. Alt + W + I → Page Break Insert।
৯৫. Ctrl + Shift + ^ → Scientific Format (রিপিট এড়ানো হয়েছে)।
৯৬. Alt + Shift + Right Arrow → Group তৈরি।
৯৭. Alt + Shift + Left Arrow → Ungroup তৈরি।
৯৮. Alt + D + L → Data Validation ডায়ালগ।
৯৯. Alt + Shift + F1 → নতুন Worksheet ইনসার্ট।
১০০. Ctrl + Shift + K → Pivot Table রিফ্রেশ।

✅ আপনার কতটি শর্টকাট জানা ছিল? কমেন্টে লিখে জানান! 📥 শেয়ার করে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে! ✍️ আরও শর্টকাট পেতে লিখুন "Excel Shortcut"।

যুক্তরাজ্য প্রবাসী আহমেদাবাদের নাগরিক ভূমি চৌহান যানজটের কবলে পড়ে নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে বিমানবন্দরে আসেন। যে কারন...
13/06/2025

যুক্তরাজ্য প্রবাসী আহমেদাবাদের নাগরিক ভূমি চৌহান যানজটের কবলে পড়ে নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে বিমানবন্দরে আসেন। যে কারনে আর লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ধরতে পারেননি। নিজের দুর্ভাগ্য ভেবে মন খারাপ করে দুপুর দেড়টা নাগাদ ফিরে যান বাড়িতে! আর দুষতে থাকেন যানজটকে! খানিক বাদেই আসে বিমানের দুর্ঘটনার খবর, যেখানে থাকার কথা ছিল তার!

প্রিয় বন্ধু, আপনি প্রতিনিয়ত ভাগ্যকে দোষারোপ করছেন, কিংবা আশেপাশের অনেক কিছুকে দোষারোপ করছেন। নিজের অবস্থান নিয়ে আপনি সন্তুষ্ট না। আপনি কি জানেন আপনার এই অপ্রাপ্তি হয়তো আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে!
আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম, যা বোঝার মতো জ্ঞান মানুষের ক্ষুদ্র মস্তিষ্কে নাই।

🧠 Excel-এর গুরুত্বপূর্ণ ৫০টি শর্টকাট কমান্ড (বাংলা ব্যাখ্যা সহ)যেগুলো প্রতিদিনের কাজে এক্সেল ব্যবহারকারীদের জন্য সময় বাঁ...
12/06/2025

🧠 Excel-এর গুরুত্বপূর্ণ ৫০টি শর্টকাট কমান্ড (বাংলা ব্যাখ্যা সহ)
যেগুলো প্রতিদিনের কাজে এক্সেল ব্যবহারকারীদের জন্য সময় বাঁচায় এবং কাজের গতি বাড়ায়!

✅ বেসিক ফাইল অপারেশন
1️⃣ Ctrl + N – নতুন Excel ফাইল তৈরি করুন
🟢 নতুন করে একটি ফাঁকা ওয়ার্কবুক খুলে ফেলবে।

2️⃣ Ctrl + O – ফাইল ওপেন করুন
🟢 আগের যেকোনো Excel ফাইল ওপেন করার শর্টকাট।

3️⃣ Ctrl + S – ফাইল সেভ করুন
🟢 বর্তমান কাজ করা ফাইলটি সংরক্ষণ করুন।

4️⃣ Ctrl + P – প্রিন্ট অপশন
🟢 ডকুমেন্ট প্রিন্ট দেওয়ার জন্য দ্রুত উইন্ডো খুলে দেয়।

✅ কপি, পেস্ট ও এডিটিং শর্টকাট
5️⃣ Ctrl + C – কপি করুন
🟢 নির্দিষ্ট ডেটা বা সেল কপি করে রাখে।

6️⃣ Ctrl + X – কাট করুন
🟢 ডেটা কেটে নিয়ে অন্যত্র পেস্ট করার জন্য।

7️⃣ Ctrl + V – পেস্ট করুন
🟢 কপি/কাট করা ডেটা পেস্ট করুন।

8️⃣ Ctrl + Z – Undo
🟢 ভুল কিছু করলে পূর্বের অবস্থায় ফিরে যান।

9️⃣ Ctrl + Y – Redo
🟢 Undo করা কাজটি আবার ফিরিয়ে আনুন।

🔟 F2 – সেল এডিট করুন
🟢 সরাসরি সেলে টাইপ করার জন্য।

✅ সেল, রো, কলাম নিয়ন্ত্রণ
1️⃣1️⃣ Ctrl + Space – পুরো কলাম সিলেক্ট করুন
🟢 কার্সার যেই সেলে আছে, সেই কলাম সিলেক্ট হবে।

1️⃣2️⃣ Shift + Space – পুরো রো সিলেক্ট করুন
🟢 সেল অনুযায়ী সম্পূর্ণ রো সিলেক্ট হবে।

1️⃣3️⃣ Ctrl + Shift + "+" – সেল/রো ইনসার্ট
🟢 একটি নতুন সেল, রো বা কলাম যুক্ত করুন।

1️⃣4️⃣ Ctrl + "-" – সেল/রো ডিলিট করুন
🟢 নির্বাচিত সেল বা রো দ্রুত ডিলিট করুন।

✅ ফরম্যাটিং কমান্ড
1️⃣5️⃣ Ctrl + 1 – ফরম্যাট সেলস
🟢 ফন্ট, বর্ডার, অ্যালাইনমেন্টসহ আরও অনেক অপশন পাবেন।

1️⃣6️⃣ Ctrl + Shift + $ – টাকা ফরম্যাট
🟢 সেলের মান টাকা হিসেবে দেখায়।

1️⃣7️⃣ Ctrl + Shift + % – শতাংশ ফরম্যাট
🟢 মানকে শতাংশ হিসেবে রূপান্তর করুন।

1️⃣8️⃣ Ctrl + Shift + # – তারিখ ফরম্যাট
🟢 সেলে তারিখ দেখানোর জন্য।

1️⃣9️⃣ Ctrl + Shift + @ – সময় ফরম্যাট
🟢 টাইম ফরম্যাটে রূপান্তর করুন।

2️⃣0️⃣ Ctrl + Shift + ^ – বৈজ্ঞানিক সংখ্যা ফরম্যাট
🟢 ছোট বড় সংখ্যাকে বৈজ্ঞানিকভাবে দেখান (Scientific notation)।

✅ ফাংশন ও ক্যালকুলেশন
2️⃣1️⃣ Alt + = – AutoSum
🟢 উপরের সংখ্যাগুলোর যোগফল বের করে।

2️⃣2️⃣ Ctrl + ` – ফর্মুলা দেখান
🟢 সেলগুলোর ফর্মুলা/রেজাল্ট দেখানো চালু/বন্ধ।

2️⃣3️⃣ Shift + F9 – নির্বাচিত সেল ক্যালকুলেট
🟢 নির্দিষ্ট অংশ পুনঃহিসাব করুন।

2️⃣4️⃣ Ctrl + Alt + F9 – পুরো ফাইল ক্যালকুলেট
🟢 সব ফর্মুলা রিক্যালকুলেট করে।

✅ নেভিগেশন ও সিলেকশন
2️⃣5️⃣ Ctrl + Arrow Keys – শেষ ডেটা পর্যন্ত দ্রুত যান
🟢 লম্বা ডেটাসেটে একধাপেই নিচে, ডানে বা বামে যাওয়া।

2️⃣6️⃣ Ctrl + Home – প্রথম সেলে যান (A1)
2️⃣7️⃣ Ctrl + End – শেষ ব্যবহৃত সেলে যান
2️⃣8️⃣ Ctrl + Page Up/Page Down – শীট পরিবর্তন
2️⃣9️⃣ Ctrl + Shift + →/←/↑/↓ – একাধিক সেল সিলেক্ট

✅ হাইড-শো ও শটকাট
3️⃣0️⃣ Ctrl + 9 – রো হাইড করুন
3️⃣1️⃣ Ctrl + 0 – কলাম হাইড করুন
3️⃣2️⃣ Ctrl + Shift + ( ) – হিডেন রো/কলাম দেখান
3️⃣3️⃣ Ctrl + K – হাইপারলিংক যুক্ত করুন
3️⃣4️⃣ Ctrl + D – উপরের সেলটি নিচে কপি
3️⃣5️⃣ Ctrl + R – বামের সেল ডানে কপি

✅ টাইম ও ডেট ইনসার্ট
3️⃣6️⃣ Ctrl + ; – আজকের তারিখ লিখুন
3️⃣7️⃣ Ctrl + Shift + : – বর্তমান সময় টাইপ করুন
3️⃣8️⃣ Alt + Enter – একই সেলে নতুন লাইন

✅ ফিল্টার, টেবিল ও স্পেশাল
3️⃣9️⃣ Ctrl + Shift + L – ফিল্টার চালু/বন্ধ
4️⃣0️⃣ Ctrl + T – টেবিল তৈরি করুন
4️⃣1️⃣ Alt + E + S + V – কেবল মান (Values) পেস্ট করুন

✅ কিছু এক্সট্রা টাইমসেভার
4️⃣2️⃣ Ctrl + Shift + & – সেল বর্ডার দিন
4️⃣3️⃣ Ctrl + Shift + _ – সেল বর্ডার সরান
4️⃣4️⃣ Ctrl + Backspace – অ্যাক্টিভ সেলটি দেখান
4️⃣5️⃣ F4 – শেষ অ্যাকশন রিপিট করুন
4️⃣6️⃣ Ctrl + Shift + End – শেষ পর্যন্ত সিলেক্ট
4️⃣7️⃣ Ctrl + Alt + Del – এক্সেল রিস্টার্ট করতে সহায়ক
4️⃣8️⃣ Ctrl + Tab – একাধিক ফাইলের মধ্যে সোয়াপ
4️⃣9️⃣ Ctrl + Shift + Tab – পূর্বের ফাইলে ফিরে যান
5️⃣0️⃣ Ctrl + F4 – বর্তমান ফাইল বন্ধ করুন

🎯 এখন আপনার পালা!
💡 আপনি যদি Excel ব্যবহার করেন, তাহলে এই শর্টকাটগুলো আপনাকে মাসের পর মাস সময় বাঁচাতে সাহায্য করবে!

👇 আপনার কাজের জন্য কোন শর্টকাটটি সবচেয়ে বেশি ব্যবহার হয়? কমেন্টে জানান!
📤 বন্ধুকে ট্যাগ করুন যিনি Excel এ কাজ করেন!
📲 এই পোস্টটি Save করে রাখুন এবং Share দিতে ভুলবেন না!.

04/06/2025

📘 Excel-এর আরও ১০০টি দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ)

১. Alt → মেনু অপশন সক্রিয় করে কীবোর্ডে ন্যাভিগেট করার সুযোগ দেয়।
২. Alt + F → ফাইল মেনু খুলবে।
৩. Alt + E → এডিট মেনু খুলবে (পুরাতন সংস্করণে)।
৪. Alt + V → ভিউ মেনু খুলবে।
৫. Ctrl + Shift + F → ফন্ট পরিবর্তনের অপশন খুলবে।
৬. Ctrl + Shift + P → ফন্ট সাইজ পরিবর্তন অপশন।
৭. Ctrl + Shift + > → ফন্ট সাইজ বাড়াবে।
৮. Ctrl + Shift + < → ফন্ট সাইজ কমাবে।
৯. Ctrl + B → সিলেক্ট করা লেখা Bold করবে।
১০. Ctrl + I → Italic করবে।

১১. Ctrl + U → Underline করবে।
১২. Ctrl + 5 → স্ট্রাইকথ্রু প্রয়োগ করবে।
১৩. Ctrl + Shift + & → বর্ডার অ্যাপ্লাই করবে।
১৪. Ctrl + Shift + _ → বর্ডার রিমুভ করবে।
১৫. Ctrl + T → টেবিল তৈরি করবে নির্বাচিত ডেটা দিয়ে।
১৬. Ctrl + N → নতুন Excel ফাইল খুলবে।
১৭. Ctrl + O → বিদ্যমান ফাইল ওপেন করবে।
১৮. Ctrl + S → বর্তমান ফাইল সেভ করবে।
১৯. Ctrl + P → প্রিন্ট অপশন খুলবে।
২০. Ctrl + F → ফাইন্ড অপশন চালু করবে।

২১. Ctrl + H → ফাইন্ড ও রিপ্লেস উইন্ডো খুলবে।
২২. Ctrl + G → নির্দিষ্ট সেলে দ্রুত যাবে।
২৩. Ctrl + Z → পূর্ববর্তী কাজ Undo করবে।
২৪. Ctrl + Y → Undo করা কাজ Redo করবে।
২৫. Ctrl + Arrow Twice → তথ্যের শেষে এবং এক্সেলের শেষ সীমায় যাবে।
২৬. Ctrl + Shift + "*" → নির্বাচিত ডেটার চারপাশের এলাকা সিলেক্ট করবে।
২৭. Ctrl + Alt + L → রিফ্রেশ ফিল্টার ডেটা।
২৮. Ctrl + Shift + Tab → পূর্ববর্তী এক্সেল উইন্ডোতে যাবে।
২৯. Ctrl + W → বর্তমান উইন্ডো বন্ধ করবে।
৩০. Ctrl + F4 → Excel ফাইল বন্ধ করবে।

৩১. Alt + F4 → সম্পূর্ণ Excel অ্যাপ্লিকেশন বন্ধ করবে।
৩২. F1 → সাহায্য (Help) উইন্ডো খুলবে।
৩৩. F7 → বানান পরীক্ষা চালাবে।
৩৪. F11 → চার্ট তৈরি করবে নির্বাচিত ডেটা থেকে।
৩৫. Ctrl + Alt + F1 → নতুন ওয়ার্কবুক খুলবে।
৩৬. Shift + F2 → সেলের জন্য নোট (Comment) যোগ করবে।
৩৭. Shift + Delete → নির্বাচিত রো/কলাম দ্রুত কেটে দেবে।
৩৮. Ctrl + Insert → কপি (Copy)।
৩৯. Shift + Insert → পেস্ট (Paste)।
৪০. Shift + F3 → ফাংশন ইনসার্ট ডায়ালগ খুলবে।

৪১. Ctrl + Shift + ~ → জেনারেল ফরম্যাটে ফিরিয়ে আনবে।
৪২. Ctrl + Shift + & → বর্ডার অ্যাপ্লাই করবে (Repetition Avoid)।
৪৩. Ctrl + Shift + - → বর্ডার রিমুভ করবে।
৪৪. Ctrl + Alt + T → Table Design অপশন চালু করবে।
৪৫. Ctrl + Shift + E → ফ্ল্যাশ ফিল চালু হবে (Excel 2013+)।
৪৬. Alt + F8 → Macro চালু বা তৈরি করবে।
৪৭. Alt + F11 → VBA Editor খুলবে।
৪৮. Ctrl + ` → ফর্মুলা মোড চালু/বন্ধ (রিপিট এড়ানো হয়েছে)।
৪৯. Ctrl + Shift + " → উপরের সেলের মান কপি (রিপিট এড়ানো হয়েছে)।
৫০. Ctrl + Alt + Shift + F9 → সমস্ত ফর্মুলা পুনরায় ক্যালকুলেট করবে।

৫১. Alt + H + D + R → রো ডিলিট করবে।
৫২. Alt + H + D + C → কলাম ডিলিট করবে।
৫৩. Alt + H + D + S → সেল ডিলিট অপশন চালু করবে।
৫৪. Alt + H + I + R → নতুন রো ইনসার্ট করবে।
৫৫. Alt + H + I + C → নতুন কলাম ইনসার্ট করবে।
৫৬. Alt + W + F + F → ফ্রিজ প্যান চালু/বন্ধ করবে।
৫৭. Alt + W + S → স্প্লিট অপশন চালু করবে।
৫৮. Alt + W + L → গ্রিডলাইন চালু/বন্ধ করবে।
৫৯. Alt + A + R → Remove Duplicates অপশন চালু করবে।
৬০. Alt + A + G → Group অপশন চালু করবে।

৬১. Alt + A + U → Ungroup অপশন চালু করবে।
৬২. Alt + A + V → Data Validation চালু করবে।
৬৩. Alt + D + F + F → অটো ফিল্টার চালু/বন্ধ।
৬৪. Ctrl + Alt + Shift + S → Sort অপশন চালু।
৬৫. Ctrl + Alt + Shift + V → Paste Values Only।
৬৬. Ctrl + Shift + ↑ + ↓ → বড় রেঞ্জ একসাথে সিলেক্ট করবে।
৬৭. Ctrl + Shift + ← + → → কলাম রেঞ্জ সিলেক্ট করবে।
৬৮. Ctrl + Alt + Shift + T → Table থেকে টোটাল যোগ করবে।
৬৯. Ctrl + Shift + Enter → Array ফর্মুলা ইনপুট করবে।
৭০. Ctrl + Backspace → সক্রিয় সেলটিকে স্ক্রল করবে।

৭১. Ctrl + End → সর্বশেষ ব্যবহারকৃত সেলে যাবে।
৭২. Ctrl + Home → A1 সেলে যাবে।
৭৩. Ctrl + Shift + End → ডেটা শেষ পর্যন্ত সিলেক্ট করবে।
৭৪. Ctrl + Shift + Home → শুরু থেকে বর্তমান সেল পর্যন্ত সিলেক্ট।
৭৫. Ctrl + Alt + K → Conditional Formatting চালু।
৭৬. Alt + H + L → Data Validation থেকে Drop-down list।
৭৭. Alt + R + C → Protect Sheet অপশন।
৭৮. Alt + R + P → Protect Workbook।
৭৯. Alt + H + M + U → Merge করে Uncenter করবে।
৮০. Alt + H + H → সেল Fill Color দিবে।

৮১. Alt + P + S + P → Page Setup অপশন।
৮২. Alt + P + O → Page Orientation পরিবর্তন।
৮৩. Alt + P + M → Margins পরিবর্তন।
৮৪. Alt + P + A → স্কেল টু ফিট অপশন।
৮৫. Alt + P + B → Page Break প্রিভিউ।
৮৬. Alt + N + S + H → Histogram চার্ট।
৮৭. Alt + N + D → Doughnut চার্ট।
৮৮. Alt + N + Q → Combo Chart।
৮৯. Alt + N + F → Funnel Chart।
৯০. Ctrl + E → Flash Fill চালু (Excel 2013+)।

৯১. Ctrl + Alt + = → SUM ফাংশন Insert।
৯২. Ctrl + Alt + Shift + T → Table Tools চালু।
৯৩. Ctrl + Alt + Shift + M → Comment Pane চালু।
৯৪. Alt + W + I → Page Break Insert।
৯৫. Ctrl + Shift + ^ → Scientific Format (রিপিট এড়ানো হয়েছে)।
৯৬. Alt + Shift + Right Arrow → Group তৈরি।
৯৭. Alt + Shift + Left Arrow → Ungroup তৈরি।
৯৮. Alt + D + L → Data Validation ডায়ালগ।
৯৯. Alt + Shift + F1 → নতুন Worksheet ইনসার্ট।
১০০. Ctrl + Shift + K → Pivot Table রিফ্রেশ।

✅ আপনার কতটি শর্টকাট জানা ছিল? কমেন্টে লিখে জানান!
📥 শেয়ার করে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে!
✍️ আরও শর্টকাট পেতে লিখুন "Excel Shortcut"।

এস এস সি পরীক্ষার্থীদের ৯০% ছাড়ে কম্পিউটার কোর্সে ভর্তি চলছে- কোর্স শেষে সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয়...
16/05/2025

এস এস সি পরীক্ষার্থীদের ৯০% ছাড়ে কম্পিউটার কোর্সে ভর্তি চলছে-
কোর্স শেষে সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয় যা সকল সরকারি বেসরকারি চাকরীর ও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে গ্রহণযোগ্য।
স্টুডেন্ট পড়াশুনা বা চাকুরী করতে কম্পিউটারের কোন কোন বিষয়গুলো জানতে হয় এবং যা শিখতে পারবেন-
মাইক্রোসফট ওয়ার্ড (অ্যাডভান্স)
মাইক্রোসফট এক্সেল (আডভান্স)
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
বাংলা ও ইংলিশ টাইপিং
মাইক্রোসফট ওয়ার্ড এক্সেস
গ্রাফিক্স ডিজাইন
এডোবি ফটোশপ
এডোবি ইলেস্ট্রেটর
প্রিন্ট
স্ক্যানিং
হার্ডওয়্যার ট্রাবলশুটিং
• পিসি খোলা এবং ফিটিং করা
• ফ্ল্যাশ বা উইন্ডোস করা
অনলাইন আবেদন
• ই-মেইল আদান-প্রদান
• পাসপোর্ট আবেদন
• এনআইডি আবেদন
• চাকুরীর আবেদন
এইচএসসি’র আইসিটি
• এইচটিএমএল
• সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
ডাটা রিকোভারি

কিভাবে ফর্ম তৈরি করবেন?
কিভাবে স্যালারী সিট তৈরি করবেন?
কিভাবে বিল বা বেতন, বোনাস শিট তৈরি করবেন?
এক্সেলের গুরুত্বপূর্ন আডভান্স সূত্রের ব্যবহার
প্রোফেশনাল সিভি তৈরি করার পদ্ধতি যা চাকুরী পেতে খুবুই প্রয়োজন!এবং
চাকুরীর পাওয়ার ক্ষেত্রে সহোযোগিতা।
প্রশ্ন আসতে পারে আমাদের নিডাসায় কেন ভর্তি হবেন?
আত্মবিশ্বাসের সাথে বলতে পারি বন্দরের মধ্যে সবচেয়ে কম খরচে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি।
১২ বছরে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক।
আধুনিক কম্পিউটার ল্যাব
ব্যবহারিক ও প্রজেক্ট ভিত্তিক শিক্ষা
কোর্স শেষে সরকারি অনুমোদিত সার্টিফিকেট
সুতরাং আর বিলম্ব না করে দ্রুত ভর্তি হয়ে "নিজের ক্যারিয়ার গড়ুন"
ক্লাস সম্পর্কিত বিস্তারিতঃ
ক্লাসঃ সপ্তাহে ৩ দিন
সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
কোর্স মেয়াদঃ ৩-৪ মাস।
যোগাযোগঃ
মোগরাপাড়া এসপি কারিগরি কম্পিউটার
মোগরাপাড়া বাজার, মোগরাপাড়া হাই স্কুল সংলগ্ন
০১৮৯৩-৭৪২৭৪৮
#মোগরাপাড়া বাজার এসপি কারিগরি_কম্পিউটার_প্রশিক্ষণ #বন্দর_নিডাসা_একাডেমি
ীক্ষার্থীদেরজন্য

#শিখুন_নিজেকে_গড়ুন
#কম্পিউটার_দক্ষতা #ভবিষ্যৎ_উজ্জ্বল_করুন
#এসএসসি_পরীক্ষার্থীদের_বিশেষ_কোর্স

16/05/2025

এস এস সি পরীক্ষার্থীদের ৯০% ছাড়ে কম্পিউটার কোর্সে ভর্তি চলছে-
কোর্স শেষে সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয় যা সকল সরকারি বেসরকারি চাকরীর ও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে গ্রহণযোগ্য।
স্টুডেন্ট পড়াশুনা বা চাকুরী করতে কম্পিউটারের কোন কোন বিষয়গুলো জানতে হয় এবং যা শিখতে পারবেন-
মাইক্রোসফট ওয়ার্ড (অ্যাডভান্স)
মাইক্রোসফট এক্সেল (আডভান্স)
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
বাংলা ও ইংলিশ টাইপিং
মাইক্রোসফট ওয়ার্ড এক্সেস
গ্রাফিক্স ডিজাইন
এডোবি ফটোশপ
এডোবি ইলেস্ট্রেটর
প্রিন্ট
স্ক্যানিং
হার্ডওয়্যার ট্রাবলশুটিং
• পিসি খোলা এবং ফিটিং করা
• ফ্ল্যাশ বা উইন্ডোস করা
অনলাইন আবেদন
• ই-মেইল আদান-প্রদান
• পাসপোর্ট আবেদন
• এনআইডি আবেদন
• চাকুরীর আবেদন
এইচএসসি’র আইসিটি
• এইচটিএমএল
• সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
ডাটা রিকোভারি

কিভাবে ফর্ম তৈরি করবেন?
কিভাবে স্যালারী সিট তৈরি করবেন?
কিভাবে বিল বা বেতন, বোনাস শিট তৈরি করবেন?
এক্সেলের গুরুত্বপূর্ন আডভান্স সূত্রের ব্যবহার
প্রোফেশনাল সিভি তৈরি করার পদ্ধতি যা চাকুরী পেতে খুবুই প্রয়োজন!এবং
চাকুরীর পাওয়ার ক্ষেত্রে সহোযোগিতা।
প্রশ্ন আসতে পারে আমাদের নিডাসায় কেন ভর্তি হবেন?
আত্মবিশ্বাসের সাথে বলতে পারি বন্দরের মধ্যে সবচেয়ে কম খরচে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি।
১২ বছরে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক।
আধুনিক কম্পিউটার ল্যাব
ব্যবহারিক ও প্রজেক্ট ভিত্তিক শিক্ষা
কোর্স শেষে সরকারি অনুমোদিত সার্টিফিকেট
সুতরাং আর বিলম্ব না করে দ্রুত ভর্তি হয়ে "নিজের ক্যারিয়ার গড়ুন"
ক্লাস সম্পর্কিত বিস্তারিতঃ
ক্লাসঃ সপ্তাহে ৩ দিন
সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
কোর্স মেয়াদঃ ৩-৪ মাস।
যোগাযোগঃ
মোগরাপাড়া এসপি কারিগরি কম্পিউটার
মোগরাপাড়া বাজার, মোগরাপাড়া হাই স্কুল সংলগ্ন
০১৮৯৩-৭৪২৭৪৮
#মোগরাপাড়া বাজার এসপি কারিগরি_কম্পিউটার_প্রশিক্ষণ #বন্দর_নিডাসা_একাডেমি
ীক্ষার্থীদেরজন্য

#শিখুন_নিজেকে_গড়ুন
#কম্পিউটার_দক্ষতা #ভবিষ্যৎ_উজ্জ্বল_করুন
#এসএসসি_পরীক্ষার্থীদের_বিশেষ_কোর্স

অফিস অ্যাপ্লিকেশন কোর্স সম্পূর্ণ বিনামূল্যে বেসিক থেকে মাস্টার ক্লাশ
19/06/2024

অফিস অ্যাপ্লিকেশন কোর্স সম্পূর্ণ বিনামূল্যে বেসিক থেকে মাস্টার ক্লাশ

21/05/2024

এসপি ক্রিয়েটিভ আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এ আগামী 01-06-2024 তারিখ থেকে ফ্রিল্যান্সিং শুরু। ফ্রিল্যান্সিং করুন, কোর্স চলাকালীন ইনকাম করুন।

ফ্রিল্যান্সিং  করুন কোর্স চলাকালীন ইনকাম করুন। এবং কোরিয়া , জাপানিজ ভাষা শিখুন।
19/05/2024

ফ্রিল্যান্সিং করুন কোর্স চলাকালীন ইনকাম করুন। এবং কোরিয়া , জাপানিজ ভাষা শিখুন।

Address

Narayanganj

Telephone

+8801893742748

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসপি ক্রিয়েটিভ আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এসপি ক্রিয়েটিভ আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট:

Share