Learning Hub

Learning Hub Learning Hub is an Educational content creator

কেন আপনি যা চান তা পাচ্ছেন না?অনেকে ভাবে সফলতার জন্য Motivation-ই সবচেয়ে দরকারি।আসলে এটা বড় ভুল! Motivation সাময়িক,আস...
21/08/2025

কেন আপনি যা চান তা পাচ্ছেন না?

অনেকে ভাবে সফলতার জন্য Motivation-ই সবচেয়ে দরকারি।
আসলে এটা বড় ভুল! Motivation সাময়িক,
আসল গেম চেঞ্জার হলো Consistency আর Discipline।

আমরা প্রায়ই ভাবি—
“আমি একটা ব্যবসা শুরু করবো।”
“জিমে গিয়ে ফিট হবো।”
“রিডিং হ্যাবিট গড়ে তুলবো।”
কিন্তু মাস শেষে দেখি, কিছুই হলো না।

সমস্যা কোথায়?
👉 Action এর অভাব – সবাই জানে কী করতে হবে, কিন্তু প্রতিদিন কাজ করে খুব কম মানুষ।
👉 ছোট ছোট অগ্রগতি পাত্তা দেন না – সফলতা হঠাৎ আসে না, প্রতিদিন ১% উন্নতি এক বছরে ৩৭ গুণ পরিবর্তন আনে।
👉 Discipline এর গুরুত্ব বোঝেন না – মুড ভালো থাকলে Motivation কাজ করে, কিন্তু Discipline কাজ করে সব সময়।

সমাধান কী?
- নিজেকে জবাবদিহি করুন – নিজের কাছে যদি নিজে দায়িত্বশীল না হন, কিছুই বদলাবে না।
- একটা সিস্টেম তৈরি করুন – আপনার লক্ষ্য অনুযায়ী একটি রুটিন তৈরি করুন, যেটা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হবে।
- প্রতিদিন ১% উন্নতি করুন – ছোট ছোট পরিবর্তন একসময় বড় সফলতা তৈরি করে।

👉 সফলতা কোনো ম্যাজিক নয়, বরং প্রতিদিনের ছোট ছোট কাজের ফল।
Consistency + Discipline = সত্যিকারের Achievement।

(Copied)

Quality Matters.
21/08/2025

Quality Matters.

19/08/2025

স্বপ্ন দেখার পাশাপাশি চেষ্টা করাটা অনেক গুরুত্বপূর্ণ একেবারে ফর‍যের মতো। চেষ্টার মাঝে আন্ততৃপ্তি থাকে, চেষ্টা না করাটা অপরাধের মতো,সর্বোচ্চ চেষ্টা করে কোনো বিষয়ে সফল হতে না পারলে বুঝতে হবে নিশ্চয়ই সৃষ্টিকর্তা এর চেয়েও কল্যাণকর কিছু আপনার জন্য রেখেছেন, কখনোই নিরাশ হতে নেই পরবর্তী ধাপের জন্য আবার চেষ্টা করুন।

02/08/2025

ক্যারিয়ারের নির্দিষ্ট লক্ষ্য থাকা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই লক্ষ্যে পৌছানোর জন্য ভালো একজন মেন্টর সিলেকশন প্রয়োজন, নির্দিষ্ট ক্যাারিয়ারে পৌছানোর জন্য নিজের স্কিল বাড়ানোর জন্য কিছু ইনভেস্ট থাকা প্রয়োজন যার মাধ্যমে আপনি নিজের যোগ্যতা ও দক্ষতার উন্নতি করতে পারবেন। আপনার চাকরির রিলেটিড সার্কুলার গুলোয় কি কি স্কিল গুলোর কথা উল্লেখ থাকে সেগুলো এ্যানালাইছিস করা যেতে পারে সে অনুযায়ী আপনার স্কিল গুলো চাহিদা অনুযায়ী ডেভেলপ করতে পারেন। আপনার আশেপাশে ছোট বা বড় ভাই বা বন্ধু যখন আপনার রিলেটেড চাকরির কোন ইন্টারভিউ দিয়ে আসে তার কাছে কি কি প্রশ্ন করা হয়েছিলো ও কম্পানির কি কি বিষয় গুলোতে আগ্রহ ছিলো সে সমস্ত বিষয় গুলো তার কাছ থেকে জেনে নেয়া যেতে পারে। সর্বপরি সব সময়ের জন্য চাকরির ইন্টারভিউতে আংশগ্রহনের মানুষিকতা রাখতে হবে আপনাকে আগাম প্রস্তুতি রাখতে হবে যেন আপনি আপনার প্রশ্নের উত্তর তখনই দিতে পারেন কারণ কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা দেখেছি অনেক জায়গায় সিভি দেয়ার ফলে মাঝে মাঝে হুটহাট করে কিছু কল চলে আসতো আর তখনই কিছু প্রশ্ন জিজ্ঞেস করে ফেলে ওই কলটাই আসলে ইন্টারভিউ কাভার করে ফেলে, জীবনে ভালো সুযোগগুলো খুব কমই আসে।

02/08/2025

প্রায়শই চাকরির জন্য অনেকেই রিকোয়েস্ট করে অথচ তারা জানেনা তাদের ক্যারিয়ারের গোল কি, তারা আসলে কি হতে চায় এবং তাদের স্কিলগুলো কি কি, কম্পিউটার নলেজ এখনকার যুগে ফরযের উপর ফরয অথচ গ্রামের শতকরা প্রায় ৯৫% বেকার যুবক এখনো কম্পিউটারের কাজ জানেনা, আপনি মাস্টার্স সম্পুর্ন করেছেন অথচ আপনার কোন স্কিল নেই আপনি ইংলিশে দুর্বল কমিউনিকেশন করতে জানেন না তাহলে কি ভাবে আপনার ক্যারিয়ার সাজাবেন?অধিকাংশ বেকারের একই কথা একটা চাকরি চাই, কি চাকরি চাই সেটা জানা নাই আপনার যেটা ভালো মনে হয় দেন😴

29/07/2025
Logic.
24/06/2025

Logic.

23/06/2025

আপনি যতবেশি অন্যের প্রতি যত্নশীল ও দায়িত্ববান হবেন একটা সময় গিয়ে ঠিক ততোটাই দোষী হবেন।
So Oil your own machine.

02/06/2025

সমাজে বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ার কারণগুলো কি কি হতে পারে?

01/06/2025

লার্নিং হাবে আপনাকে স্বাগতম! এখানে আপনি আপনার শেখার যাত্রা শুরু করতে পারবেন, নতুন দক্ষতা অর্জন করতে পারবেন এবং আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারবেন।

Development

Address

Narayanganj
6670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learning Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share