05/03/2025
দুই নারীবাদী নেত্রী আনন আর আয়লা ঢাকার মোহাম্মদপুরে পাবলিক প্লেসে বিড়ি খাইতেছিল। খাইতেই পারে। এক মুরুব্বি আইসা বলসে এইখানে বিড়ি খাওয়া যাবে না, এইখান থেকে চলে যান। কিন্তু মেয়ে দুইটা চলে যায় নাই, ওই মুরুব্বির সাথে তর্ক করসে। গরম চা ওই মুরুব্বির মুখে ছুইড়া মারছে। তারপর কাপটাও ছুইড়া মারছে। আঘাত লেগে মুরুব্বির নাক দিয়ে রক্ত বাইর হইছে। রক্ত দেখে ওই মেয়ে দুইটার উপরে জনগণ ক্ষেপে গেছে। এইভাবে মব জাস্টিসের মত পরিস্থিতি তৈরি হইছে। যেইটা আনন নিজেই তার ফেসবুক স্টাটাসে স্বীকার করছে।
পাবলিক প্লেসে বিড়ি খাইতে নিষেধ করছে, এইটা অপরাধ হইসে, সেটা নাহয় মানলাম। কিন্তু কারো দিকে গরম চা সহ কাপ ছুড়ে মারা কি কোন অপরাধ না? এইটা তো আরও বড় অপরাধ। অথচ এইটাকে বলা হচ্ছে প্রতিবাদ।
শুধু কল্পনা করেন যে, একজন পুরুষ কোন নারীর দিকে গরম চা ছুড়ে মারছে, তখন কী ঘটবে?
জনগণ ক্ষেপে গেছে মূলত মুরুব্বির শরীরে রক্ত দেখে।
ওই দুই মেয়ের বিড়ি খাওয়া দেখে না। কিন্তু নারীবাদীরা প্রচার করতেছে এমনভাবে, যেন বিড়ি খাওয়া দেখে ক্ষেপে গেছে।
পুলিশ মেয়ে দুইটাকে গণপিটুনি থেকে বাঁচানোর জন্য সরিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে। অথচ নারীবাদীরা প্রচার করতেছে যে গ্রেফতার হইছে। আরে ব''ল''দ গ্রেফতার হইলে ওই মেয়ে স্টাটাস দিতেছে কেমনে?
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে, পাবলিক প্লেসে ধুমপান করাটা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই আইনত নিষিদ্ধ।
এই কথার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করতেছে। পদত্যাগ চাইতেছে। এইটা কি এমন কোন খারাপ কথা বলছে? আইনে যা লেখা আছে তাই বলছে।
মব জাস্টিস খারাপ বুঝলাম, কিন্তু তোরা আগে কাপ ছুড়ে মেরে মুরুব্বির নাক ফাটাইলি ক্যান? নারী হওয়ার সুবিধা নিয়ে অপরাধ করেও পার পেয়ে যাবি, তাই?
কয়েকমাস আগে তোরা যে একটা ছেলেকে ধরে নিয়ে এসে, তারপর পুলিশ আসা সত্ত্বেও পুলিশের হাতে তুলে না দিয়ে, নিজেরাই ছেলেটাকে হেনস্তা করতেছিলি ওইটা কি মব জাস্টিস ছিল না?
Fahim The Great 🪙