Few minutes with $umon

Few minutes with $umon Enjoy the space, it’s free, no need to paid.

 #পবিত্র_জুম্মা_মোবারক।
13/09/2024

#পবিত্র_জুম্মা_মোবারক।

 -Everyone....কেমন আছেন আপনারা সবাই??? #স্বাধীন দেশে ফিরে আসলাম। 🥰🥰 #ইনশা_আল্লাহ এখন থেকে নিয়মিত আপনাদের সাথে আড্ডা হবে।
11/09/2024

-Everyone....
কেমন আছেন আপনারা সবাই???
#স্বাধীন দেশে ফিরে আসলাম। 🥰🥰
#ইনশা_আল্লাহ এখন থেকে নিয়মিত আপনাদের সাথে আড্ডা হবে।

 #জীবনে ৬ টি নীতি সবসময় মেনে চলো– প্রার্থনা করার আগে পরিপূর্ন বিশ্বাস করো।– কথা বলার আগে মন দিয়ে ভাল করে শোনো।– খরচ করার...
05/11/2023

#জীবনে ৬ টি নীতি সবসময় মেনে চলো
– প্রার্থনা করার আগে পরিপূর্ন বিশ্বাস করো।
– কথা বলার আগে মন দিয়ে ভাল করে শোনো।
– খরচ করার আগে উপার্জন করো।
– কিছু লোখার আগে চিন্তা করো।
– হাল ছাড়ার আগে চেষ্ঠা করো।
– মরার আগে বাচঁতে শেখা।
– যথা সম্ভব কম কথা বলো এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকো।

30/09/2023

মানুষ এক আজব জাতি যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হবো???
আর এখন বড় হয়ে ভাবছি ইসসস্ আবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম??? 😢😢

20/09/2023

কেমন ছিল মহারানীর রান্না করা ফ্রাইড রাইস???
দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকুন।
ধন্যবাদ।

 #দুনিয়া_শুধু_তামাশা_দেখে।এক বাড়িতে আগুন 🔥🔥 লেগে যায় এবং সবাই সেই আগুন নেভাতে থাকে। সেই বাড়িতে একটা পাখির বাসাও 🪺 ছিল...
01/09/2023

#দুনিয়া_শুধু_তামাশা_দেখে।

এক বাড়িতে আগুন 🔥🔥 লেগে যায় এবং সবাই সেই আগুন নেভাতে থাকে। সেই বাড়িতে একটা পাখির বাসাও 🪺 ছিল। সেই পাখিটা 🦜 তার ঠোঁটে জল ভরে আগুনে ঢালতে শুরু করে। সে বারবার গিয়ে জল 💦💦 এনে আগুনে ঢেলে দিতে থাকে।
একটা কাক এটা দেখছিল এবং সে পাখিটিকে বলল, “এই যে পাগল, তুমি এই আগুন নিভানোর জন্য যতই চেষ্টা কর না কেন, এটা নিভবে না।” তখন পাখিটা বলে উঠল, “আমি জানি, আগুন নিভবে না, কিন্তু যখনই এই আগুনের কথা বলা হবে, তখন আমি আগুন 🔥 নিভিয়ে ফেলার দলে গণ্য হব আর তুমি গণ্য হবে তামাশা 👏 দেখার দলে।

ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতে পছন্দ করে। এই ধরনের লোকদের শনাক্ত করা খুব কঠিন নয়। তারা সেই লোক যারা তোমাকে প্রতিনিয়ত উপহাস করে। এই ধরনের লোকেরা সবসময় তোমাকে নিরুৎসাহিত করবে। তাই নিজেকে সবসময় এই ধরনের লোকদের থেকে দূরে রাখো। মনে রাখবে যে তুমি একা অনেক কিছু করতে পারো, শুধু নিজের উপর বিশ্বাস রাখা প্রয়োজন।

 #যে যেমন করে তার কাছেই তা ফিরে আসেগল্পটি একজন কৃষকের যে প্রতিদিন একটি রুটির দোকানে এক কেজি করে পনির বিক্রি করতো এবং এক ...
28/08/2023

#যে যেমন করে তার কাছেই তা ফিরে আসে

গল্পটি একজন কৃষকের যে প্রতিদিন একটি রুটির দোকানে এক কেজি করে পনির বিক্রি করতো এবং এক কেজি করে রুটি কিনে আনতো ।

রুটির দোকানদার এর সাথে তার অনেক পুরোনো পরিচয় হওয়ায় দোকানদার তার থেকে পনির নেয়ার সময় আর মাপ দেয়ার প্রয়োজন মনে করতো না এবং কৃষকও তার থেকে এক কেজি রুটি কোন মাপঝোপ ছাড়াই নিয়ে চলে যেতো ।

তো একদিন পনিরের দোকানে এক নতুন কর্মচারী চাকুরি নিলো, কৃষক যখন তার পনির বিক্রি করতে আসলো তখন সে পনির কৃষকের থেকে নেয়ার পর সেটা ওজন করে দেখলো। ওজন করতে গিয়ে দেখা গেলো পনির এক কেজির চেয়ে ১০০ গ্রাম কম আছে।

সে তার দোকান মালিককে ঘটনা জানালো এবং দোকানদার খুব রেগে গেলো এবং পরের দিন কৃষক আসার পর সে তাকে খুব বকাঝকা করলো। সে বাজারে বিচার ডেকে নালিশ করলো যে কৃষক তাকে ঠকিয়ে প্রতিদিন ১০০ গ্রাম করে কম পনির দিয়েছে।

তখন বিচারক কৃষকের কাছে এই চুরির কারন জানতে চাইলো । তখন কৃষক বললো – “আমি খুব গরীব মানুষ হুজুর , কিন্তু চোর নই।

আমার বাসায় পরিমাপ করার কোন পাল্লা নেই, তাই প্রতিদিন রুটির দোকান থেকে যে ১ কেজি রুটি নিয়ে যাই সেটি দিয়েই ওজন করে দোকানদারকে সমপরিমান পনির দিয়ে যাই।

তাই আমার জানা ছিলনা যে এখানে ১০০ গ্রাম রুটি কম ছিল। এরপর অনুসন্ধান করে কৃষকের কথা সত্য প্রমাণিত হলো এবং দোকানদার সবার সামনে লজ্জিত হলো ।

গল্পের শিক্ষাঃ #যেমন_কর্ম_তেমন_ফল ।

27/08/2023

#বিবাহ_বার্ষিকী গুলো প্রতি বছরে পালন না করে প্রতি মাসে পালন করা যায়না????

 #প্রজাপতির_গল্পএকবার  একজন মহানুভব ব্যাক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি (ডিম) দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন প্রজাপতি...
26/08/2023

#প্রজাপতির_গল্প

একবার একজন মহানুভব ব্যাক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি (ডিম) দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু বের হতে পারছেনা। সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তাঁর শরীরের বাকি অংশ বের করতে পারছে না । একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবেনা, সে দাপাদাপি করেও থেমে গেছে। এ দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো । এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কেচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেললো।

কি মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করেছে তাইনা? আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এই লোকের কারনে। প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করছিলো তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তাঁর ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিলো। কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করলো তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক। প্রজাপতিটি এর বাকি জীবনে কখনো ঠিক মতো উড়তেই পারেনি, কারন তার ডানা উড়ার জন্য যথেষ্ট্য মজবুত ছিল না।

#গল্পের_শিক্ষাঃ

জীবনের প্রতিটা সমস্যা, প্রতিটা প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিন গুলোর জন্য শক্তিশালী করে। কষ্ট ছাড়া বড় হওয়া যায়না। তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাধে ভর করে পার করে দেয়া আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর।

15/08/2023

নারী আসলে কিসে আটকায় বা সত্যিই কি নারী কোন কিছুতে আটকায় নাকি???
এই ভিডিওতে সেটাই বুঝানোর চেষ্টা করা হয়েছে।
আশা করি এই ভিডিওটি দেখার পরে কারো মনে এই প্রশ্নটা আর থাকবে না যে, নারী আসলে কিসে আটকায়????
ধন্যবাদ।

14/08/2023

#আমি নাকি #ছোটভাই🎈🎈🎈
বন্দুক দিয়ে বেলুন ফুটানোর প্রতিযোগিতায় কে বিজয়ী??? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।
বি.দ্র: এটা আমার করা প্রথম Vlog. আপনাদের সাপোর্ট পেলে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

Address

Narayanganj

Telephone

+8801883988374

Website

Alerts

Be the first to know and let us send you an email when Few minutes with $umon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share