Tamanna ahmed

Tamanna ahmed I am Tamanna Ahmed,I am Bangladeshi vloger,sponsor by [email protected]
(2)

20/08/2025

যা মানুষকে নিজের সীমার বাইরে ঠেলে দেয়।
যা বলে, "তুমি পারো। চেষ্টা করো, আবার উঠো।"

20/08/2025

একটা পুরোনো কাঠের বইয়ের দোকান। শহরের এক কোণে, সবার চোখের আড়ালে। প্রতিদিন খুব কম মানুষই সেখানে যায়। দোকানের মালিক, চাচা রফিক, বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই, চোখে চশমা, মুখে সবসময় একরকম শান্ত হাসি।

একদিন একটা মেয়ে আসে, নাম অর্পা। খুব চুপচাপ, বই পছন্দ করে। সে একটা পুরোনো উপন্যাস কিনে নিয়ে যায়। তবে বাড়ি গিয়ে দেখেই অবাক — শেষ পাতায় একটা চিঠি।

চিঠিটা লেখা একজন সৈনিকের, তার প্রিয়জনের উদ্দেশ্যে। “যদি আমি ফিরে না আসি, এই চিঠিটা যেন কখনো না হারায়,” — এই ছিল চিঠির শেষ লাইন।

অর্পা ফেরত যায় দোকানে, চাচা রফিক চুপ করে শুনে যান। তারপর ধীরে ধীরে বলেন, “এই দোকানে শুধু বই না, মানুষের গল্প জমে থাকে। কেউ রেখে যায়, কেউ পেয়ে যায়।”

18/08/2025

নিজেকে চালাক ভাবা মানুষগুলো সবচেয়ে বোকা।

18/08/2025

হা হা হা মূর্খ। কোনো সমস্যা নেই।
everything is fair and lovely

17/08/2025

সব সময় চিৎকার করে নিজের কষ্ট বোঝাতে হয় না।
অনেক সময় চুপচাপ সহ্য করাটাও এক ধরনের সাহস।
জীবনে এমন কিছু সময় আসে, যখন কারো সাথে যুদ্ধ নয়,
বরং নিজেকে শান্ত রাখাটাই সবচেয়ে বড় জয়।

আজকাল অনেক কিছু বলি না। কারণ বুঝেছি—
সব কথা সবাই বুঝবে না,
আর বোঝার চেষ্টাও করবে না।

তাই আজকাল নিজেকে বোঝাই,
আর চুপচাপ এগিয়ে যাই…

#শান্ত_থাকা #নিজেকে_গড়ি #জীবনের_পাঠ

17/08/2025

কেউ একজন আমার ইমু,হোয়াটসঅ্যাপ, ফেসবুক হেক করতে চেয়েছিলো,তারা ব্যর্থহয়েছে। কেউ একজন আমার মোবাইলটাই চুরি করে নিলো।কোনো সমস্যা নেই everything is fair and lovely

15/08/2025

জীবনের গল্পটা এমনই... 🌿

কখনও কখনও মনে হয় সবকিছু থমকে গেছে। চারপাশটা কেমন অচেনা লাগে, মানুষগুলো বদলে যায়, স্বপ্নগুলো ঝাপসা হয়ে যায়। কিন্তু একটা জিনিস কখনো ভোলা উচিত না— আপনি এখনো বেঁচে আছেন, মানে আপনার সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

14/08/2025

প্রতিটি কঠিন সময় আসলে একটা নতুন শুরুর দরজা। হয়তো আজ আপনি কষ্টে আছেন, কিন্তু আগামীকাল এই কষ্টই আপনাকে গড়ে তুলবে আরও শক্তিশালী একজন মানুষ হিসেবে।

🌱 নিজেকে সময় দিন।
🌱 ভুলগুলো থেকে শিখুন।
🌱 আর কখনো নিজেকে ছোট মনে করবেন না। #জীবন #অনুপ্রেরণা #নিজেকে_ভালোবাসুন #ফেসবুক_পোস্ট

14/08/2025

সবাই পাশে থাকে, যতক্ষণ আপনি "ভালো" থাকেন।
আপনি যখন ভেঙে পড়বেন, তখনই চিনবেন—
কে আপনাকে ভালোবেসেছিল, আর কে শুধু সুযোগ খুঁজছিল।

#হারানো #ভুলমানুষ #অভিজ্ঞতা

14/08/2025

হারানোর পর বোঝা যায় কারা সত্যি ছিল

Address

Kanchan Bholabo Atlapur
Narayanganj
1720

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamanna ahmed:

Share