14/10/2025
আমি ধ্বংস..."
এই জীবনে যতটুকু দুঃখ আমি পেয়েছি, সত্যি বলছি - তার এক বিন্দুও বহন করার শক্তি আমার ছিলো না। কখনো চাইলেই কাঁদতে পারিনি, কখনো কারো কাঁধে মাথা রেখে বলতে পারিনি, "আমি ভালো নেই।"
তাই নিজের ভিতরেই সব জমিয়েছি - হাসিমুখের আড়ালে, নীরবতার গভীরে।
মানুষ ভাবে আমি শক্ত, আমি নির্লিপ্ত, আমি সব পারি। অথচ জানে না, ভেতরে ভেতরে আমি কতবার ভেঙেছি, একা রাতে বালিশ ভিজেছি, চোখের জল দিয়ে গোপনে যুদ্ধ চালিয়ে গেছি। আমি নিজেকে এতবার জোড়া লাগিয়েছি, যে এখন নিজের আসল রূপটাই ভুলে গেছি।
কখনো ভেবেছি - হয়তো এই দুঃখগুলো সামলে নিতে পারবো, হয়তো সময় ঠিক করে দেবে সবকিছু।
কিন্তু বাস্তবতা হলো- আমি আয়ত্তের বাইরে দুঃখ ধারণ করতে করতে এখন নিজেই ধ্বংস হয়ে গেছি। এখন মনে হয়, আমি আর আমি নেই। আমি কেবল এক ভাঙা মানুষ, যার ভিতরে অনেক কথা জমে আছে - কিন্তু শোনার কেউ নেই।
সবাই বলে, "খারাপ সময় সব সময় থাকে না,সময় ভালো হয়ে যাবে" - কিন্তু কেউ বোঝে না, সময় শুধু ক্ষত তৈরি করে, সেগুলো শুকায় না।
আমি এখন কেবল একটু নীরবতা - মুখে হাসি, চোখে অন্ধকার, আর মনে একরাশ দুঃখের বোঝা
নিয়ে প্রতিদিন বেঁচে থাকার অভিনয় করে যাই। আমি
ধ্বংস হয়েছি, তবুও মুখে বলি - "ভালো আছি...!"😅
____________মায়া ___________