M a y a ツ

M a y a ツ Assalamualaikum
(134)

ভালোবাসা-শব্দটা যত মিষ্টি শোনায়, বাস্তবে ততটাই ভয়ংকর এক খেলা।কারও কাছে এটা পুতুল খেলা, যেখানে অনুভূতি কেবল সাজানো দৃশ্যে...
19/10/2025

ভালোবাসা-শব্দটা যত মিষ্টি শোনায়, বাস্তবে ততটাই ভয়ংকর এক খেলা।
কারও কাছে এটা পুতুল খেলা, যেখানে অনুভূতি কেবল সাজানো দৃশ্যের অংশ।
আর কারও কাছে এটাই জীবন-মরণ-নিঃস্বার্থ এক আত্মত্যাগ, যেখানে প্রতিদিন একটু করে মরে যায় মানুষটা, শুধু একটা হাসির আশায়।

ভালোবাসা সবার জন্য নয়, এটা তাদের জন্য... যারা বোঝে হৃদয়ের নীরব কান্না, আর অনুভব করে না বলা শব্দের ওজন।

_____________মায়া _____________

কখনো কখনো মনে হয়, জীবনটা যেনো এক অদৃশ্য নাটকের মঞ্চ।সবাই অভিনয় করে চলে-কেউ হাসির মুখে কাঁদে, কেউ চোখের পানিতে লুকায় ভালো...
18/10/2025

কখনো কখনো মনে হয়, জীবনটা যেনো এক অদৃশ্য নাটকের মঞ্চ।
সবাই অভিনয় করে চলে-কেউ হাসির মুখে কাঁদে, কেউ চোখের পানিতে লুকায় ভালোবাসা।
বাহির থেকে যত সহজ মনে হয়, ভিতরে ততটাই জটিল, ততটাই অচেনা।

জীবনের এই রহস্যটাই হয়তো তাকে বেঁচে রাখে-
না বুঝেও বুঝে যাওয়া, না পেয়ে থেকেও পাওয়া অনুভব করা...!
হয়তো এই অজানার মাঝেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য।

_____________মায়া _____________

আপনার জীবনের সিধান্ত কেবল আপনার হাতেই থাকা উচিত।কারণ, আপনি যদি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেন,তাহলে একসময় দ...
17/10/2025

আপনার জীবনের সিধান্ত কেবল আপনার হাতেই থাকা উচিত।
কারণ, আপনি যদি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেন,
তাহলে একসময় দেখবেন-আপনি বেঁচে আছেন, কিন্তু নিজের জন্য নয়,
কারও প্রয়োজনের পুতুল হয়ে।
নিজের সিদ্ধান্তে ভুল হোক, কিন্তু সেটি নিজের হোক
কারণ তাতেই আছে মুক্তির স্বাদ, আত্মসম্মানের পরিপূর্ণতা।

______________মায়া______________

মানুষ একটু ভালো থাকার আশায়,নিজের মতো করে কিছু সুখ খোঁজে।কিন্তু সেই খোঁজে গিয়ে কত মুখে পরিয়ে দেয় মিথ্যার মুখোশ,কত হৃদয় ভে...
16/10/2025

মানুষ একটু ভালো থাকার আশায়,
নিজের মতো করে কিছু সুখ খোঁজে।
কিন্তু সেই খোঁজে গিয়ে কত মুখে পরিয়ে দেয় মিথ্যার মুখোশ,
কত হৃদয় ভেঙে দেয় নিঃশব্দে…

আমরা ভুলে যাই-
ভালো থাকা অন্যকে ধোঁকা দেওয়া নয়,
ভালো থাকা নিজেকে সৎ রাখা।
একদিন সময় নিজেই মুখোশ খুলে দেয়,
আর তখন বোঝা যায়-
সেই সামান্য সুখের আশায় আমরা হারিয়েছিলাম নিজেকেই।

_____________মায়া _____________

অপেক্ষা আর উপেক্ষার মাঝে পার্থক্য বুঝো? একটা ভালোবাসার, অন্যটা অবহেলার। অপেক্ষা আশা নিয়ে চোখ রাখে রাস্তার দিকে। আর উপেক্...
14/10/2025

অপেক্ষা আর উপেক্ষার মাঝে পার্থক্য বুঝো? একটা ভালোবাসার, অন্যটা অবহেলার। অপেক্ষা আশা নিয়ে চোখ রাখে রাস্তার দিকে। আর উপেক্ষা চোখ ফিরিয়ে দেয় চিরতরে।

অপেক্ষা হয়ত দীর্ঘ সময়ের জন্য, তবু অপেক্ষা থেকে যায়, কখনো এক কাপ চায়ের ধোঁয়ার মাঝে ;কখনো বিরহের কবিতায় ; কিন্তু উপেক্ষা চলে যায় নীরবে, নিঃশব্দে ; অবহেলায়।
অপেক্ষা বলে তুমি আসবে। ।
উপেক্ষা বলে তুমি ছিলে।
তবু দুইয়ের মাঝে হেঁটে চলে জীবন। যার এক প্রান্তে আশ্বাস আর আরেক প্রান্তে বিষাদ। তুমি কোনটা দিয়েছো আমায়? অপেক্ষা না উপেক্ষা? নাকি দুটোই দিয়েছো একসাথে?


_______________মায়া ______________

আমি ধ্বংস..."এই জীবনে যতটুকু দুঃখ আমি পেয়েছি, সত্যি বলছি - তার এক বিন্দুও বহন করার শক্তি আমার ছিলো না। কখনো চাইলেই কাঁদত...
14/10/2025

আমি ধ্বংস..."
এই জীবনে যতটুকু দুঃখ আমি পেয়েছি, সত্যি বলছি - তার এক বিন্দুও বহন করার শক্তি আমার ছিলো না। কখনো চাইলেই কাঁদতে পারিনি, কখনো কারো কাঁধে মাথা রেখে বলতে পারিনি, "আমি ভালো নেই।"
তাই নিজের ভিতরেই সব জমিয়েছি - হাসিমুখের আড়ালে, নীরবতার গভীরে।
মানুষ ভাবে আমি শক্ত, আমি নির্লিপ্ত, আমি সব পারি। অথচ জানে না, ভেতরে ভেতরে আমি কতবার ভেঙেছি, একা রাতে বালিশ ভিজেছি, চোখের জল দিয়ে গোপনে যুদ্ধ চালিয়ে গেছি। আমি নিজেকে এতবার জোড়া লাগিয়েছি, যে এখন নিজের আসল রূপটাই ভুলে গেছি।
কখনো ভেবেছি - হয়তো এই দুঃখগুলো সামলে নিতে পারবো, হয়তো সময় ঠিক করে দেবে সবকিছু।
কিন্তু বাস্তবতা হলো- আমি আয়ত্তের বাইরে দুঃখ ধারণ করতে করতে এখন নিজেই ধ্বংস হয়ে গেছি। এখন মনে হয়, আমি আর আমি নেই। আমি কেবল এক ভাঙা মানুষ, যার ভিতরে অনেক কথা জমে আছে - কিন্তু শোনার কেউ নেই।
সবাই বলে, "খারাপ সময় সব সময় থাকে না,সময় ভালো হয়ে যাবে" - কিন্তু কেউ বোঝে না, সময় শুধু ক্ষত তৈরি করে, সেগুলো শুকায় না।
আমি এখন কেবল একটু নীরবতা - মুখে হাসি, চোখে অন্ধকার, আর মনে একরাশ দুঃখের বোঝা
নিয়ে প্রতিদিন বেঁচে থাকার অভিনয় করে যাই। আমি
ধ্বংস হয়েছি, তবুও মুখে বলি - "ভালো আছি...!"😅

____________মায়া ___________

13/10/2025

Mujhase mohabbat
Ka izhaar karati
Kaash koi ladki
Mujhe pyar karati...🥰❤️‍🩹

゚viralシ

পাওয়ার চেয়ে না পাওয়ার আকাঙ্ক্ষাটাই সুন্দর… কারণ, না-পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে স্বপ্নের সবচেয়ে বিশুদ্ধ অংশটা।যেখানে আশা ম...
13/10/2025

পাওয়ার চেয়ে না পাওয়ার আকাঙ্ক্ষাটাই সুন্দর…
কারণ, না-পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে স্বপ্নের সবচেয়ে বিশুদ্ধ অংশটা।
যেখানে আশা মরে না, বরং অপেক্ষার আলোয় জ্বলে ওঠে আরও উজ্জ্বল হয়ে।
যা পাওয়া যায়, তা একদিন অভ্যস্ততায় হারিয়ে যায়

কিন্তু যা পাওয়া যায়নি, সেটাই হয়তো চিরকাল হৃদয়ের এক কোণে বেঁচে থাকে...!

___________মায়া __________

জীবনে কিছু মানুষ থাকে যারা দূরে থেকেও বড্ড কাছের মানুষ হয়ে যায়। কাছের মানুষ হওয়ার জন্য দূরত্ব হিসাবের করার প্রয়োজন প...
13/10/2025

জীবনে কিছু মানুষ থাকে যারা দূরে থেকেও বড্ড কাছের মানুষ হয়ে যায়। কাছের মানুষ হওয়ার জন্য দূরত্ব হিসাবের করার প্রয়োজন পড়ে না। দিন শেষে ঘটে যাওয়া গল্পগুলো যাকে নির্দ্বিধায় বলে ফেলা যায়, যে মানুষটা দূরে, অথচ গোটা আমিটা'কে কখনো একা থাকার মতো অনুভূতি থেকে কয়েকশো মাইল দূরে রাখতে পারে, সেই মানুষটা দূরের থেকেও বড্ড কাছের মানুষ হয়ে উঠতে পারে। আমি এই শহরে এমন মানুষ দেখেছি যারা একসাথে এক ছাদের তলায় থেকেও তাদের দুজনের পৃথিবী একে অপরের বিপরীতমুখী। কাছের মানুষ হওয়ার জন্য কাছে থাকার থেকেও বড় বিষয় হলো পাশে থাকা, সাথে থাকা....!!

___________মায়া_________



13/10/2025
😑😑
13/10/2025

😑😑

12/10/2025

শ্রীমঙ্গল ❤️‍🩹
゚viralシ

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when M a y a ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M a y a ツ:

Share