M a y a ツ

M a y a ツ Assalamualaikum
(134)

🙂🙂
26/08/2025

🙂🙂

🫤🤦‍♀️
25/08/2025

🫤🤦‍♀️

কখনো কখনো মনে হয়-জীবন যেন কেবলই পরীক্ষা আর যন্ত্রণা দিয়ে ভরা।একটার পর একটা আঘাত, কষ্ট, অবহেলা, হারানোর বেদনা…সবকিছু মিলে...
25/08/2025

কখনো কখনো মনে হয়-
জীবন যেন কেবলই পরীক্ষা আর যন্ত্রণা দিয়ে ভরা।
একটার পর একটা আঘাত, কষ্ট, অবহেলা, হারানোর বেদনা…
সবকিছু মিলে মনে হয় সুখ নামের শব্দটা হয়তো শুধু গল্পের বইতে আছে।

কিন্তু সত্যি বলতে কি-
যন্ত্রণা ছাড়া জীবনের মানে বোঝা যায় না।
যদি অশ্রু না ঝরে, তবে হাসির মূল্য বুঝবো কীভাবে?
যদি রাতের অন্ধকার না নামতো, তবে ভোরের সূর্যোদয় এতটা সুন্দর হতো না।

হয়তো জীবন শুধু যন্ত্রণা নয়,
বরং যন্ত্রণার ভেতর দিয়েই আমাদের জন্য তৈরি হয় শক্তি, ধৈর্য আর সত্যিকারের বেঁচে থাকার উপলব্ধি।

________________মায়া________________

নিজের সঙ্গে বোঝাপড়ায় আমি কখনোই জয়ী হতে পারিনি ,সবসময় আমি হেরেই যাই,জীবন শুধু আমাকে হারিয়ে দেয়।আমি ভেবেছিলাম যেনো স...
25/08/2025

নিজের সঙ্গে বোঝাপড়ায় আমি কখনোই জয়ী হতে পারিনি ,
সবসময় আমি হেরেই যাই,
জীবন শুধু আমাকে হারিয়ে দেয়।

আমি ভেবেছিলাম যেনো সব কিছু জয় করেছি ,
কিন্তু বেলা শেষে দেখি শুধুই শূন্যতা।
হাতে ধরা কিছু নেই, মুঠো ভরে কেবল ফাঁকা হাওয়া।

হেরে যাওয়ার স্বাদ নিতে নিতে আমি ক্লান্ত হয়ে গেছি।
ক্লান্ত শুধু শরীর নয়, মনও হাঁপিয়ে উঠেছে..

প্রতিবারই ভাবি-এইবার হয়তো জয়ী হবো,
কিন্তু জয়ের পথ সবসময়ই আরও দূরে সরে যায়।

পথ যতই চলি,মনে করি এখনো অনেকটা বাকি,
অজানা গন্তব্যে, একা একা হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই ।

_________________মায়া_______________

- বেস্টফ্রেন্ড'রে ভালোবাসতে আমার কোনো কারণ প্রয়োজন হয়না। - বেস্টফ্রেন্ড'রে আমি এমনিই ভালোবাসি। আমার দীর্ঘদিনের মান-অভিম...
25/08/2025

- বেস্টফ্রেন্ড'রে ভালোবাসতে আমার কোনো কারণ প্রয়োজন হয়না।

- বেস্টফ্রেন্ড'রে আমি এমনিই ভালোবাসি। আমার দীর্ঘদিনের মান-অভিমান, বেস্টফ্রেন্ড এর একটা ছোট্ট ম্যাসেজে নিমিষেই শেষ হয়ে যায়।

- কখনো যদি জিজ্ঞাস করেন, আমার জন্য ভালোবাসা মানে কি? আমি শুধু এটাই বলবো যে "বেস্টফ্রেন্ড"। কিন্তু কখনো যদি "বেস্টফ্রেন্ড'কে কেন ভালোবাসি"? এটা বর্ণনা করতে বলেন, তাহলে আমি দুঃখিত। আমার কাছে এর কোনো উত্তর নেই।

- আমি বেস্টফ্রেন্ড'রে ভালোবাসি, এমনিই বাসি। বেস্টফ্রেন্ড'রে কোনো কারণ ছাড়াই ভালোবাসা যায়। কোনো কারণ ছাড়াই, ওর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মিস করা যায়।

- আর বেস্টফ্রেন্ড আমায় সত্যিকারের বেস্টফ্রেন্ড ভাবুক বা নাই ভাবুক, আমি শুধু বেস্টফ্রেন্ড'রেই ভালোবাসি। 🙂❤️‍🩹

________________মায়া ________________

_জীবনটা তখনই সুন্দর ছিল,,        যখন ভাবতাম রাতের আকাশের চাঁদটা,, শুধু আমার নিজের সাথেই হাঁটে❤️‍________________মায়া____...
24/08/2025

_জীবনটা তখনই সুন্দর ছিল,,
যখন ভাবতাম রাতের আকাশের চাঁদটা,, শুধু আমার নিজের সাথেই হাঁটে❤️‍

________________মায়া________________

অনুভূতি হলো এমন এক জিনিস, যা না দেখা যায়, না ছোঁয়া যায়-কিন্তু বুকের ভেতর এমনভাবে নাড়া দেয়, যে মানুষটাকে বদলে দেয় পুরোপুর...
24/08/2025

অনুভূতি হলো এমন এক জিনিস, যা না দেখা যায়, না ছোঁয়া যায়-
কিন্তু বুকের ভেতর এমনভাবে নাড়া দেয়, যে মানুষটাকে বদলে দেয় পুরোপুরি।

কারও হাসি আমাদের ভেতরটা আলোয় ভরিয়ে দেয়, আবার কারও অবহেলা সেই একই ভেতরটা অন্ধকার করে দেয়।
অনুভূতি কখনো শব্দে মাপা যায় না, এটা শুধু হৃদয়ে টের পাওয়া যায়।

তাই মানুষ যতটা শক্ত হোক না কেন, অনুভূতির কাছে গিয়ে সে ভেঙে পড়ে, কেঁদে ফেলে, ভালোবেসে ফেলে…
কারণ অনুভূতি হলো জীবনের সেই নরম জায়গা, যা আমাদের মানুষ বানিয়ে রাখে।

___________________মায়া _________________

জীবনে চলার পথে অনেককিছুর প্রয়োজন আছে। তবে সেই প্রয়োজন পূরণ করতে সবচেয়ে বেশি প্রয়োজন যা তা হলো "মানসিক শান্তি।" মানসিক শা...
24/08/2025

জীবনে চলার পথে অনেককিছুর প্রয়োজন আছে। তবে সেই প্রয়োজন পূরণ করতে সবচেয়ে বেশি প্রয়োজন যা তা হলো "মানসিক শান্তি।" মানসিক শান্তি না থাকলে আপনি কোনোকিছুই ঠিকমতো করতে পারবেন না। আপনি বিশেষ মুহূর্ত গুলোতেও অমনোযোগী হয়ে থাকবেন।
মানসিক শান্তিতে কিভাবে থাকবেন? প্রথমত আপনাকে মানুষ বুঝে মিশতে হবে। মিশুক স্বভাব থেকে বেড়িয়ে আসতে হবে। মানুষ আপনাকে চাওয়া মাত্র পেয়ে গেলেই আপনি তাদের কাছে সস্তা হয়ে যাবেন। নিজেকে সবার জন্য উন্মুক্ত রাখা থেকে বিরত থাকতে হবে।
আপনার মনমানসিকতার সাথে মিলে, আপনাকে ছোটখাটো বিষয়েও উৎসাহিত করে এমন মানুষদের সঙ্গ নিতে হবে। যাদের কাছ থেকে মানসিক অশান্তি পাবেন যতদ্রুত সম্ভব তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হবে সে যতই কাছের হোক বা আপন হোক।
মানুষ আপনাকে স্বার্থপর ভাবতেই পারে। তবে আমি মনে করি নিজের ভালো চাওয়া, নিজেকে ভালো রাখার মাঝে কোনো স্বার্থপরতা নেই। মানসিক শান্তি টা জীবনে খুব বেশি প্রয়োজন। খুব বেশি।

__________________মায়া________________

আমার লেখা কারও মন ছুঁয়ে গেলে ভালো, না ছুঁয়েও গেলে কোনো আক্ষেপ নেই.......পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ভালোবাসুক বা অবহেলা কর...
23/08/2025

আমার লেখা কারও মন ছুঁয়ে গেলে ভালো, না ছুঁয়েও গেলে কোনো আক্ষেপ নেই.......
পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ভালোবাসুক বা অবহেলা করুক, কোনোটাতেই আমার আপত্তি নেই, আমি কবি হতে আসিনি, আমি শুধু আমার অনুভূতির একজন প্রকাশক...!

কারও প্রশংসা, কারও উপহাস -।

কোনোটাই আমার কলমকে থামাতে পারে না। কারণ আমি লিখি নিজের বেদনা, নিজের আনন্দ, নিজের নীরব কান্না আর অব্যক্ত স্বপ্ন গুলোকে শব্দে বাঁধতে। আমার লেখা কারও মন ছুঁয়ে গেলে ভালো, না ছুঁয়েও গেলে কোনো আক্ষেপ নেই....!

__________________মায়া______________

আমি হঠাৎ-ই রিয়েলাইজ করলাম, আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি। কখনো বন্ধু হিসেবে বা পছন্দের মানুষ হিসেবেও ঠিক মানুষকে চুজ করত...
23/08/2025

আমি হঠাৎ-ই রিয়েলাইজ করলাম, আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি। কখনো বন্ধু হিসেবে বা পছন্দের মানুষ হিসেবেও ঠিক মানুষকে চুজ করতে পারিনি। এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্ট যাদের জন্য দিয়েছি তারা সবাই আমাকে নিঁখুত ভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কেউই নই!

পুরো অর্ধেক জীবন কাটিয়ে দিলাম আমি একটা সঠিক মানুষ চুজ করতে পারলাম না!

________________মায়া_______________

না হাঁটছি না দৌড়াচ্ছি তবুও কেনো হাঁপাচ্ছি,,, জীবনের এ কোন অধ্যায় এসে আঁটকে গেলাম...!😅
23/08/2025

না হাঁটছি না দৌড়াচ্ছি তবুও কেনো হাঁপাচ্ছি,,,
জীবনের এ কোন অধ্যায় এসে আঁটকে গেলাম...!😅

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when M a y a ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M a y a ツ:

Share