কুলসুম

কুলসুম – কিছু অপূর্ণতা নিয়েই জীবন সুন্দর.!🤗 🥀
I'm not alone because Allah is always with me 💗
(90)

জামাতের নের্তী  , আল্লাহ হেদায়েত দিক Janina Tv কে। 🎅
03/01/2026

জামাতের নের্তী , আল্লাহ হেদায়েত দিক Janina Tv কে। 🎅

30/12/2025

বেগম জিয়া শুধু বিএনপি নয়, বাংলাদেশের সকল মজলুমের নেত্রী ছিলেন।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুক(আমিন)।

একটা জলজ্যান্ত মানুষ, ইনসাফের কথা বলতো,ন্যায় বিচার চাইতো,যে সিস্টেম ব্যবহার করে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠছিলো সেই সিস্টেম ...
26/12/2025

একটা জলজ্যান্ত মানুষ, ইনসাফের কথা বলতো,ন্যায় বিচার চাইতো,যে সিস্টেম ব্যবহার করে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠছিলো সেই সিস্টেম বদলানোর স্বপ্ন দেখতো,সাধারণ মানুষের কাছে যাইতো,মানুষকে স্বপ্ন দেখাইতো ইনসাফের রাষ্ট্র গড়ার,খুব সাধারণ জীবনযাপন করতো সেই মানুষটারে হুট করে গুলি করে মেরে ফেললো!!!!
তার কয়দিন আগেও ত একটা টকশো তে বলছিলো তাকে বিভিন্ন নাম্বার থেকে হত্যার হুমকি দেয়,তার মধ্যে ১০টার মত নাম্বার থানায় দিয়েছেন, কারা তাকে এই হুমকি দিতো,কেন দিতো প্রসাশন কি সেগুলা বের করতে পারতো না.?
এত আধুনিকতা প্রযুক্তি দিয়ে কোন বা** ফালায়,দেশে অহরহ খুন-খারাবির ঘটনা ঘটে প্রশাসন অনেক জটিল হত্যাকান্ডের মূল বের করে আনতে পারে, বিচার হোক বা না হোক অত্যন্ত এটা নিশ্চিত করতে পারে কে মারলো,কেন মারলো,কিন্তু ওসমান হাদি ভাইয়ের বেলায় কেন এত বেখেয়ালি.???
সারাদেশের মানুষের দাবি হাদি হত্যার বিচার হোক,বিচার ত দূরে থাক তাকে কেন, কি কারণে, কার হুকুমে মারা হলো সেটা পর্যন্ত কেউ জানেনা..।
দূর্নীতি,চাঁদাবাজি, অন্য কারো দাসত্ব এসব করতে দিবো না বলে হুংকার দেওয়াই কি তার এমন নির্মম পরিণতি.?
নাকি দেশপ্রেমি হওয়ার অপরাধ
সরকারের এমন নিরবতা কি মানা যায়.?
Collected.......

মানুষ টা কি সুন্দর করে বললেন 'প্রেয়সী কখনো কুৎসিত হয়না!' ❤️চিত্ত মিডিয়া র আলোচিত 'জুয়েল রানা' কে তো সবাই এতোদিন চিনতেন ত...
23/12/2025

মানুষ টা কি সুন্দর করে বললেন 'প্রেয়সী কখনো কুৎসিত হয়না!' ❤️
চিত্ত মিডিয়া র আলোচিত 'জুয়েল রানা' কে তো সবাই এতোদিন চিনতেন তার বাচনভঙ্গি'র জন্য, এবার 'মানুষ' জুয়েল রানা কেও চিনেন!

ভদ্রলোকের স্ত্রী'র ক্যান্সার হয়েছিলো, তখন মাথার চুল পড়ে যায়,চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিলো। সেই কথা বলতে বলতে উনি কান্না করে দেন, তবুও তার স্ত্রী কে বলেছিলেন দেখো, 'প্রেয়সী কখনো কুৎসিত হয়না!'
উনি তখনো বলতেছিলেন 'আমার স্ত্রী সত্যি ই অনেক সুন্দর'

স্ত্রী'র প্রতি ভালোবাসার কোনো অভাব নাই উনার। সে ভদ্রমহিলা ও এই ভদ্রলোক কে প্রচুর সাপোর্ট দিয়েছেন। উনি একদম সহজ স্বীকারোক্তি করেছেন উনার স্ত্রী উনার লাইফের সবচেয়ে বড়ো সাপোর্টার।

উনার এই প্রকৃতি প্রেম এর জন্য উনার ফ্যামিলি উনাকে মেনে নেয় নি! ফ্যামিলির কেউ তাকে গ্রহণ ই করে নাই, সেই টাইমেই সম্ভবত এই ভদ্রমহিলা উনাকে সাপোর্ট দিয়েছে আর চেয়েছে উনার 'শখ' টা যাতে কখনো হারিয়ে না যায়!
উনার ওয়াইফ এই মানুষ টা কে ভালোবাসেই চেয়েছিলেন যাতে উনি সব সময় প্রকৃতির সাথে থাকে আর বদলে না যায়!

'ঠিকঠাক' পার্টনার পাওয়ার এই এক সুবিধা! মানুষ টা কখনো আপনাকে চেঞ্জ করতেই চাইবেনা, উলটা চাইবে আপনি যেমন আছেন,যেভাবে খুশি আছেন;সেভাবেই যেনো থাকেন। সে তার নিজের ইচ্ছামতো আপনাকে চেঞ্জ করতে চাইবেনা!

এমন মানুষ লাইফে থাকলে আর কি ই বা লাগে বলেন? উনি উনার ওয়াইফ কে তার ক্যান্সারের সময় বলেছিলেন 'প্রেয়সী কখনো কুৎসিত হয়না' আর সেই প্রেয়সী চেয়েছিলো উনি উনার মতো সুখে থাকুক!

ভালোবাসা সুন্দর,বেশিইই সুন্দর। ভালোবাসার প্রকাশ টাও আরো বেশি সুন্দর। ঠিকঠাক মানুষ পেয়ে গেলে জীবন আসলে 'ফুল' হয়ে যায়! ❤️💜💜💕💚

কফিনের গায়ে লেখা নামটা দেখে থমকে গিয়েছিলাম! ‘ওসমান গণি’—এটা তো আমাদের পরিচিত হাদি ভাই নন! 😭 ভেবেছিলাম হয়তো অন্য কারো লা*...
22/12/2025

কফিনের গায়ে লেখা নামটা দেখে থমকে গিয়েছিলাম! ‘ওসমান গণি’—এটা তো আমাদের পরিচিত হাদি ভাই নন! 😭 ভেবেছিলাম হয়তো অন্য কারো লা*শ, কোথাও একটা ভুল হচ্ছে! কিন্তু সত্যটা যখন জানলাম, তখন বুকটা ফেটে যাচ্ছিল। 💔

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, সিঙ্গাপুর থেকে আসা কফিনটির গায়ে বড় করে লেখা— ‘ওসমান গণি’। অথচ আমরা তাকে চিনি ‘শরীফ ওসমান হাদি’ নামে। মনের অজান্তেই ভেবেছিলাম, হয়তো ভুল করে অন্য কারো কফিন চলে এসেছে। কিন্তু তার ভেরিফাইড পেইজের পিন পোস্টে দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি মিলিয়ে দেখতেই সব পরিষ্কার হয়ে গেল।

আসলে তার পুরো নাম ‘শরীফ ওসমান গণি বিন হাদি’। আরবের রীতি অনুযায়ী ছেলের নামের শেষে বাবার নাম যুক্ত থাকে। তার বাবার নাম ছিল ‘হাদি’।

বাবা পৃথিবী ছেড়ে গেছেন অনেক আগেই। কিন্তু মানুষ ভালোবেসে তাকে ‘উসমান’ না ডেকে বাবার নামেই ‘হাদি’ বলে ডাকতো। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "বাবা নেই, তাই মানুষ যখন আমাকে বাবার নামে ডাকে, তখন মনে হয় বাবা আমার সাথেই আছেন। বাবার নামে ডাকলে আমার ভালোই লাগে।"

কী অদ্ভুত মায়া, তাই না? আজ তিনি সেই প্রিয় বাবার কাছেই ফিরে গেলেন। নাম নিয়ে বিভ্রান্তি থাকলেও, এই কফিনে শুয়ে থাকা মানুষটি যে আমাদের কলিজার টুকরো হাদি ভাই, তা মানতে আজ খুব কষ্ট হচ্ছে।

নামের পেছনের এই আবেগঘন গল্পটি হয়তো অনেকেরই অজানা। হাদি ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় এবং সত্যটা সবাইকে জানাতে পোস্টটি শেয়ার করুন। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করে সাথেই থাকুন।

আহারে 😂
21/12/2025

আহারে 😂

শহিদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে অবতরণ করেছেঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫: চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যাওয়া ...
19/12/2025

শহিদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে অবতরণ করেছে

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫: চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যাওয়া শহিদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে পৌঁছেছেন।

হাদি ভাইয়ের ছেলে। ও বাবা ডাকবে কাকে? আল্লাহ তুমি ওদের বিচার করো। 🥲🥲
18/12/2025

হাদি ভাইয়ের ছেলে। ও বাবা ডাকবে কাকে? আল্লাহ তুমি ওদের বিচার করো। 🥲🥲

18/12/2025

হাদি ম*রেনি!
বেঁচে থাকবে শতাব্দীর পর শতাব্দী ধরে,
কোটি মানুষের হৃদয়ে,
অনুপ্রেরণার বাতিঘর হয়ে✊

18/12/2025

যখন তুমি এসেছিলে দুনিয়ায় কেদেছিলে তুমি হেসেছিলো ভুবন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন...!!

আমি হাদি ভাইকে কোনোদিন সামনাসামনি দেখিনি।ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই।কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমি যুক্ত নই।ত...
18/12/2025

আমি হাদি ভাইকে কোনোদিন সামনাসামনি দেখিনি।
ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই।
কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমি যুক্ত নই।

তবুও আজ হৃদয়টা কেমন ছটফট করছে, চোখ গরিয়ে অশ্রু পরছে একটা গভীর অস্বস্তি !😓

প্রশ্ন একটাই গুলির মুখে আজ হাদি কাল কে?
এদেরকি আদৌও শাস্তি হবে???

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ আপনি ওনাকে শহীদ হিসেবে কবুল করুন। জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার ...
18/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ আপনি ওনাকে শহীদ হিসেবে কবুল করুন। জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার মাছুম বাচ্চা সহ পরিবারের সকলের অভিভাবক হয়ে যান। আমিন।🤲

Address

Dhaka
Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুলসুম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুলসুম:

Share