কুলসুম

কুলসুম – কিছু অপূর্ণতা নিয়েই জীবন সুন্দর.!🤗 🥀
I'm not alone because Allah is always with me 💗
(94)

15/07/2025

কেমন আছেন সবাই??

24/06/2025

আমি প্রতিশোধের আগুনে ক্ষিপ্ত হইনা কখনো। এতে করে যদি তোমরা আমাকে দূর্বল মনে কর ব্যর্থতা তোমাদের। আমি ক্ষমাপরায়নে বিশ্বাসী।

বার বার সুযোগ দিয়েছি বলে আমি এতটাও বোকা নয় যে তোমাদের ফাদঁ বুঝিনি, আমি চেয়েছি সেই সুযোগ কাজে লাগিয়ে তোমরা শুধরে নাও নিজেদের।

আমি নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দিয়ে আনন্দ উপভোগ করি।
হেরে গিয়েও জিতে যাওয়া যায় এটা সহজ নয় প্রয়োজন একটা শান্ত মগজ। আর এতে সুন্দর একটা মনের আর্বিভাব প্রকাশ পায়।

তোমাদের কটু কথা উপেক্ষা করে চলি বলে আমি উত্তরহীনা নয়, আমি চুপ থাকি কারন তোমাদের ভুলের জন্য একদিন তোমরাই অনুতপ্ত হবে।
কেননা বলে বলে কাউকে শুধরানো যায়না।

সবকিছু প্রমান করতে যায়না বলে আমি অপরাধী?
কখনোই না, সময়ের হিসেব সময় ঠিকই দিয়ে দিবে।

আমি কখনো সৌন্দর্যকে প্রাধান্য দিইনা, প্রাধান্য দিই একটা সুস্থ সুন্দর মনকে।

তোমরা আমাকে ঠিক যেভাবে আকৃতি দিবে তোমাদের কাছে আমি ঠিক তেমন।
কারো কাছে নিজেকে প্রমান করতে যাওয়ার মতো বাজে কাজ দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয়।

তবে সবশেষে আমার লক্ষ্য একটাই আমি এমন ভাবে হেরে যাবো তোমরা জিতে গিয়েও পস্তাবে।

(সংগৃহীত)

28/05/2025

আমি চাঁদের আলোর মত নির্দিষ্টহীন।

17/05/2025

সবার আগামী কাল সুন্দর হোক।

12/05/2025

*****৭১, ****২৪,***" রাজাকার, মুক্তিযুদ্ধা — সেই পুরনো বিতর্কেই সবার যত ব্যস্ততা।

কিন্তু মানুষ চায় খাবার, চাকরি, নিরাপত্তা, চিকিৎসা, বিচার বিভাগের নিরপেক্ষতা, ভবিষ্যতের নিশ্চয়তা।

কিছু দিন পরপর সেই পুরোনো টপিক ঘেঁটে বসে থাকলে—আমাদের সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলো তো থেকেই যাবে!

11/05/2025

সবার জন্য শুভকামনা রইল 😊

09/05/2025

assalamualaikum
kmn achen sobai??

07/05/2025

আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী 😢😢😢

05/05/2025

তোমার জীবনে আমি এক বিভেষিকাময় ছায়া।💔

05/05/2025

দুঃখের নৌকায় আমি অভাগী মাঝি।🙂

05/05/2025

শুভ সকাল বন্ধুরা।

04/05/2025

জীবন বয়ে যাওয়া নদীর মত ই চলমান।
যা কিছুই হোক জীবন চলছে জীবনের মত।🙂

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুলসুম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুলসুম:

Share