দারুল ক্বিরাত & আইটি হোম

দারুল ক্বিরাত & আইটি হোম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দারুল ক্বিরাত & আইটি হোম, Narayanganj.
(3)

সকল পেইড কোর্সগুলোর ভিডিও ক্লাস আমি এই পেইজে আপলোড করব। প্রতিদিন পাঁচটি ভিডিও ক্লাস আপলোড হবে।
ভিডিও আপলোডের সময়সমূহ:
১। সকাল ৬টায়
২। সকাল ৭টায়
৩। দুপুর ১টায়
৪। সন্ধ্যা ৭টায়
৫। সন্ধ্যা ৮টায়
IMO/ WhatsApp- 01738-311188/ 01978-311188 /01618-311188

24/06/2025

যারা এখন পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশন পাননি আপনাদের জন্য দারুন সুখবর! আর তা হলো এই অ্যাপ্লিকেশনটি কনটেন্ট মনিটাইজেশন ক্লিক করে ফোরামে আমার দেওয়া ফরমটি লেখে ফরমটি সাবমিট করে দেন। দুই তিন দিনের ভিতরে খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন। ইনশাল্লাহ।
📢 Request for Facebook Conten Monetization

Dear Facebook Team,
I respectfully request access to content monetization tools for my page:
🔹 Page Name: দারুল ক্বিরাত & আইটি হোম
🔹 Link: দারুল ক্বিরাত & আইটি হোম
🔹 Category: Education
🔹 Country: Bangladesh

My content is original, engaging, and policy-compliant.
Please review my page for content monetization eligibility.

Thanks & Regards,
Md. Arif Uddin
📧 [email protected]

সকল পেইড কোর্সগুলোর ভিডিও ক্লাস আমি এই পেইজে আপলোড করব। প্রতিদিন পাঁচটি ভিডিও ক্লাস আপলোড হবে।
ভিডিও আপলোডের সময়সমূহ:
১। সকাল ৬টায়
২। সকাল ৭টায়
৩। দুপুর ১টায়
৪। সন্ধ্যা ৭টায়
৫। সন্ধ্যা ৮টায়
IMO/ WhatsApp- 01738-311188/ 01978-311188 /01618-311188

📢 সুখবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য!আলহামদুলিল্লাহ!এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীগণ জাতীয় বেতন স্কেল অনুযায়ী “বিশেষ...
24/06/2025

📢 সুখবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য!

আলহামদুলিল্লাহ!
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীগণ জাতীয় বেতন স্কেল অনুযায়ী “বিশেষ সুবিধা” হিসেবে:

✅ ১ম থেকে ৯ম গ্রেডের জন্য: মূল বেতনের ১০%
✅ ১০ম থেকে ২০তম গ্রেডের জন্য: মূল বেতনের ১৫% (তবে সর্বনিম্ন ১৫০০ টাকা)

এই বিশেষ সুবিধা জুলাই ২০২৫ মাস থেকে প্রদান করা হবে।
ইনশাআল্লাহ!
゚viralvideo #শুভসকাল

দারুল ক্বিরাত & আইটি হোম এর পক্ষ থেকে সবাই কে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।    ゚viralvideo  #শুভসকাল
05/06/2025

দারুল ক্বিরাত & আইটি হোম এর পক্ষ থেকে সবাই কে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।
゚viralvideo #শুভসকাল

01/06/2025

যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়।
#আসসালামুআলাইকুম
Abbas Uddin

31/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

🔍 ২০টি অসাধারণ Windows কিবোর্ড শর্টকাট – কাজ করুন আগের চেয়ে ১০ গুণ দ্রুত! 🚀১. নতুন ফোল্ডার তৈরি 📁Ctrl + Shift + N→ নতুন ...
30/05/2025

🔍 ২০টি অসাধারণ Windows কিবোর্ড শর্টকাট – কাজ করুন আগের চেয়ে ১০ গুণ দ্রুত! 🚀

১. নতুন ফোল্ডার তৈরি 📁

Ctrl + Shift + N
→ নতুন ফোল্ডার তৈরি হবে।

২. ফাইল স্থায়ীভাবে ডিলিট ❌

Shift + Delete
→ Recycle Bin এ না গিয়ে সরাসরি ডিলিট হবে।

৩. ফাইল/ফোল্ডার রিনেম ✏️

F2
→ নাম পরিবর্তনের জন্য প্রস্তুত হবে।

৪. সব সিলেক্ট করুন ✅

Ctrl + A
→ সব ফাইল বা টেক্সট একসাথে সিলেক্ট হবে।

৫. কপি করুন 📄

Ctrl + C
→ ক্লিপবোর্ডে কপি হবে।

৬. পেস্ট করুন 📋

Ctrl + V
→ কপি করা আইটেম পেস্ট হবে।

৭. কাট করুন ✂️

Ctrl + X
→ ফাইল কাট হয়ে যাবে।

৮. পূর্বের কাজ বাতিল ↩️

Ctrl + Z
→ Undo করে আগের অবস্থায় ফেরানো যাবে।

৯. Undo রিভার্স ↪️

Ctrl + Y
→ আগের Undo বাতিল করে রিডু করা যাবে।

১০. File Explorer চালু 📂

Windows Key + E
→ File Explorer খুলে যাবে।

১১. ডেস্কটপে ফিরে যান 🖥️

Windows Key + D
→ সব উইন্ডো মিনিমাইজ হয়ে ডেস্কটপ দেখা যাবে।

১২. Task Manager চালু ⚙️

Ctrl + Shift + Esc
→ Task Manager খুলবে।

১৩. কম্পিউটার লক 🔒

Windows Key + L
→ কম্পিউটার লক হয়ে যাবে।

১৪. সার্চ চালু 🔍

Windows Key + S
→ সার্চ বক্স চালু হবে।

১৫. Run চালু ▶️

Windows Key + R
→ Run ডায়ালগ বক্স খুলবে।

১৬. রিফ্রেশ 🔄

F5
→ ফোল্ডার বা ডেস্কটপ রিফ্রেশ হবে।

১৭. প্রপার্টিজ দেখুন 📑

Alt + Enter
→ সিলেক্ট করা ফাইলের Properties খুলে যাবে।

১৮. নতুন ব্রাউজার ট্যাব 🌐

Ctrl + T
→ নতুন ট্যাব খুলবে।

১৯. ব্রাউজার ট্যাব বন্ধ ❎

Ctrl + W
→ বর্তমানে ওপেন ট্যাব বন্ধ হবে।

২০. Zoom In/Out 🔍➕➖

Ctrl + Mouse Scroll / Ctrl + +/-
→ স্ক্রীনের ভিউ বড় বা ছোট হবে।

আপনার কাজ হোক আরও স্মার্ট, আরও দ্রুত! ⚡️

এখনকার ছেলেমেয়েরা কল্পনাও করতে পারবে না আগে আমরা কি কি কারণে মার খেতাম:১. মাইর খাবার পরে কাঁদলে। ২. মাইর খাবার পর না কা...
28/05/2025

এখনকার ছেলেমেয়েরা কল্পনাও করতে পারবে না আগে আমরা কি কি কারণে মার খেতাম:

১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে।
৬. খেলতে গিয়ে কাউকে মেরে আসলে।
৭. বড়দের কথার উত্তর না দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে নমস্কার/সালাম না দিলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিতে গিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হা করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি থেকে চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না চাইলে।
১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশি করে পিটিয়ে এলে।
২১. বেশি সময় নিয়ে খাওয়া-দাওয়া করলে।
২২. বেশি দ্রুত খাওয়া-দাওয়া করলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে দেরি করলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষণ ধরে গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, জাম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ার সময় ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা অর্থাৎ হোঁচট খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পেলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাতে ডুবাতে চোখ লাল করে ফেললে।
৪৩. বড়দের আড্ডার মধ্যে ঢুকলে।

সকলের এই বিষয়গুলো জানা দরকার
11/05/2025

সকলের এই বিষয়গুলো জানা দরকার

11/05/2025
11/05/2025

অন্যের বিপদ দেখে যদি দুঃখ প্রকাশ না করা হয় এবং এই বিপদ থেকে প্রতিকারের কোন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ঐ বিপদ নিজের উপর আসতে পারে।
゚viralvideo #শুভসকাল

10/05/2025

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when দারুল ক্বিরাত & আইটি হোম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দারুল ক্বিরাত & আইটি হোম:

Share