Zakaria's Fan

Zakaria's Fan সবসময় নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করি
(5)

মৃত্যু অবধারিত
30/05/2025

মৃত্যু অবধারিত

"“যখন কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসে, মনে রাখবেন >আল্লাহ তার মনে আপনার নাম দিয়েছেন।আপনি সমাধান নন,আপনি শুধু একজন যার...
28/05/2025

"“যখন কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসে, মনে রাখবেন >
আল্লাহ তার মনে আপনার নাম দিয়েছেন।
আপনি সমাধান নন,
আপনি শুধু একজন যারইয়া।
আসলে সাহায্য করেন একমাত্র আল্লাহ।
তাই কারো উপকার করে কখনো অহংকার করবেন না।
বরং বলুন >
আলহামদুলিল্লাহ!
আল্লাহ আমাকে তাঁর রহমতের জন্য ব্যবহার করেছেন।”"

09/03/2025

🙊 বানররা যখন জানতে পারলো যে ভুট্টা ক্ষেত থেকে যে কৃষক তাদের তাড়াতেন সে মারা গেছে, তারা অনেক আনন্দে উদযাপন করেছিল। কিন্ত...
21/02/2025

🙊 বানররা যখন জানতে পারলো যে ভুট্টা ক্ষেত থেকে যে কৃষক তাদের তাড়াতেন সে মারা গেছে, তারা অনেক আনন্দে উদযাপন করেছিল।

কিন্তু এর পরের বছর একেবারেই ভুট্টা হয়নি। তখন তারা বেদনাদায়ক হয়ে কৃষককে বুঝতে পেরেছিল যে যাকে তারা তাদের শত্রু বলে মনে করেছিল আসলে সেই কৃষকই তাদের খাদ্য বৃদ্ধি করেছিল।

লোকেরা আজ আপনার কাজের মূল্য বুঝতে পারে না, তবে তারা আপনার গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন আপনি আর আশেপাশে থাকবেন না!

🕊️একদা জালালউদ্দিন রুমি একবার একটা বনের মধ্য দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি তখন ভাবছেন যে, পাখি...
04/02/2025

🕊️একদা জালালউদ্দিন রুমি একবার একটা বনের মধ্য দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি তখন ভাবছেন যে, পাখিটাকে তিনি কিভাবে খাবেন; আগুনে ঝলসে,নাকি তরকারি রান্না করে!

এমন সময় পাখিটি বলে ওঠে..........

রুমি তুমি তোমার এই জীবনে এতো গোশত খেয়েছো, অথচ তোমার এই আমিষের আকুতি এখনো শেষ হয়না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও; আমি তোমাকে তিনটি পরামর্শ দেবো; যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরিয়ে দেবে।

রুমি কিছুটা বিচলিত হয়ে বললেন.......

“আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও-যদি পছন্দ না হয়; সঙ্গে সঙ্গে হত্যা করবো তোমাকে।

পাখিটি রাজি হয়ে বললো.......

তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও। তাতে তোমার জীবন শ্রেয় থেকে শ্রেয়তর হবে।’

রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন, পাখিটার কথায় বোধ আছে। সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বললেন।

পাখিটি বললো.....

তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেবো।

রুমি তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন; আর পাখি গিয়ে কাছেই একটি গাছের ডালে বসে।

পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে....

রুমী অতীতকে কখনো পালটানো যায় না। সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো। আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে। তুমি এটা পেলে তোমার তিনপুরুষ বসে খেতে পারতে।’

সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকেন; তাকে আবার ধরতে। পাখি তখন জোরে জোরে বললো..……

রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয়; আমার পেটে কী করে তিন কেজি হীরা থাকবে!

তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছো! দ্বিতীয়ত আমি এরই মাঝে তোমাকে ছেড়ে গেছি; তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়।’

পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন।

তিতির পাখিটি বললো—

রুমি শোনো..!

সবাইকে উপদেশ দিতে যেওনা। শুধু তাদেরই উপদেশ দাও; যারা সেটা শুনবে-মনে রাখবে। মনে রেখো কিছু কাপড় এতো জীর্ণ হয়ে যায়,যা আর কখনোই সেলাই করা যায় না।"
©🦃

খেটে বড় হওপা চেটে নয়
22/08/2024

খেটে বড় হও
পা চেটে নয়

স্বাধীন দেশে স্বাগতম।
05/08/2024

স্বাধীন দেশে স্বাগতম।

 #মানবতার দেয়াল
27/07/2024

#মানবতার দেয়াল

আমরা কতটা বোকা তাই না, এতদিন ভাবতাম এটা 1952 সালের চিত্র। আসলে দেয়ালে তো আকাঁ ছিলো 2024 সালের ভবিষ্যৎ।
18/07/2024

আমরা কতটা বোকা তাই না, এতদিন ভাবতাম এটা 1952 সালের চিত্র। আসলে দেয়ালে তো আকাঁ ছিলো 2024 সালের ভবিষ্যৎ।

আসুন আমাদের হৃদয় খুলি!!!
16/07/2024

আসুন আমাদের হৃদয় খুলি!!!

14/07/2024

পুরুষ মানুষের ভালোবাসা।
"
"
"
"
"
☺️☺️😊☺️

Address

Shere Bangla Road
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Zakaria's Fan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakaria's Fan:

Share

Category