Bisuddhotar Sondhane

Bisuddhotar Sondhane বিশুদ্ধ সুন্দর অথবা অসামঞ্জস্য যা চোখে পড়ে তাই তুলে ধরি।
(28)

20/09/2025

গত এক মাসে ১০০০ এর নিচে ফলোয়ার এমন অনেক কেই আমি সাপোর্ট দিয়েছি,তাদের কেউ থাকলে উওর দিও, এই কার্যক্রম চলমান থাকবে

20/09/2025

“ভারতে জীবিত কবর দেওয়া শিশু উদ্ধার”
ঘটনা সংক্ষেপ

ঘটনা: ভারতের উত্তর প্রদেশ (Shahjahanpur জেলা) এলাকায় প্রায় ২০ দিন বয়সী এক মেয়ে শিশুকে জীবিতভাবে মাটি চাপা দেওয়া হয়েছিল।

উদ্ধার: একটি রাখাল (এক ব্যক্তি যিনি ছাগল চরাতেন) মাটি নিচ থেকে কান্নার শব্দ শুনে কাছে গিয়ে দেখেন শিশুর একটি হাত মাটির বাইরে বেরিয়ে আছে।

পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে খুঁড়ে বের করে উদ্ধার করে।

চিকিৎসা: শিশুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর ছিল: মুখ ও নাকের মধ্যে কাদা ঢুকে গিয়েছিল, শ্বাসপ্রশ্বাসে সমস্যা ছিল, দেহে সংক্রমণ ও অক্সিজেনের ঘাটতি ধরা পড়েছে।

আইনি ও অনুসন্ধানমূলক বিষয়: পুলিশ শিশুটির মা-বাবাকে এখনও শনাক্ত করতে পারেনি, ঘটনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

বর্তমান অবস্থা

শিশুর অবস্থা এখনও “আশঙ্কাজনক” বক্তব্য হাসপাতালের তরফ থেকে পাওয়া গেছে।

চিকিৎসকরা সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছেন। এছাড়া প্লাস্টিক সার্জনসহ বিশেষজ্ঞ দল দায়িত্ব নিয়েছে।

প্রেক্ষাপট ও সম্ভাব্য কারণ

লিঙ্গভিত্তিক বৈষম্য: বাচ্চা মেয়ে হওয়ায় জন্মের পরই বা জন্মের আগেই “female infanticide” বা মেয়েরা unwanted সন্তান হিসেবে বিবেচনার কারণে এ ধরনের নিষ্ঠুর ঘটনা ঘটতে পারে।

অবহেলা ও সামাজিক সচেতনতার অভাব: গরীব বা প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য ও শিশু সুরক্ষা সংক্রান্ত সচেতনতার অভাব রয়েছে। পরিবার ও সমাজে মেয়েদের অবস্থা প্রায়শই অবহেলার পড়ে।

আইন ও প্রশাসনিক ব্যবস্থা: ভারতের আইন অনুযায়ী, শিশুর প্রতি এ ধরনের নির্যাতন বা হত্যা প্রচেষ্টা অপরাধ; তবে বাস্তবে মামলা-পর্যায় ও দোষীদের বিচারের প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং অনেক সময় সঠিকভাবে হয় না।

প্রশ্ন রয়েছে

কে বা কারা শিশুটিকে জীবিতভাবে দাফন করেছিল এবং কেন? তদন্ত চলছে।

পরিবারিক পটভূমি – কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল — আর্থ-সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থান ইত্যাদি।

শিশুটির যুদ্ধযজ্ঞ শেষ পর্যন্ত কেমন হবে — অভিজ্ঞ চিকিৎসা ও সময় পেলে কি সুস্থ হতে পারবে।

আলহামদুলিল্লাহ।
20/09/2025

আলহামদুলিল্লাহ।

আমাকে ভালোবাসা দিয়েই যাচ্ছে।
20/09/2025

আমাকে ভালোবাসা দিয়েই যাচ্ছে।

পোস্ট সামনে পেলেই সাড়া দিবেন! এখন রিচ বেশি হলেই মনিটাইজেশন দিচ্ছে!
19/09/2025

পোস্ট সামনে পেলেই সাড়া দিবেন! এখন রিচ বেশি হলেই মনিটাইজেশন দিচ্ছে!


পোস্ট সামনে পেলেই সাড়া দিবেন! এখন রিচ বেশি হলেই মনিটাইজেশন দিচ্ছে!
19/09/2025

পোস্ট সামনে পেলেই সাড়া দিবেন! এখন রিচ বেশি হলেই মনিটাইজেশন দিচ্ছে!



দূরের কিছু বন্ধুদের জন্য ড্রাগনের শাখা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলাম
19/09/2025

দূরের কিছু বন্ধুদের জন্য ড্রাগনের শাখা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলাম

নারায়ণগঞ্জের খবর। ফুটপাতে গাছ লাগানো হয়েছে। বর্তমানে এই অবস্থা। এখন কি হবে?
19/09/2025

নারায়ণগঞ্জের খবর। ফুটপাতে গাছ লাগানো হয়েছে। বর্তমানে এই অবস্থা। এখন কি হবে?

19/09/2025

এক গ্রামে একটি কূপ ছিল। কূপটি ছিল ভূতুরে আর তার পানি ছিল একদম তলানিতে। গ্রামের লোকজন যখনই পানি তুলতে তাতে বালতি ফেলত প্রতিবারই বালতিশূন্য রশি উঠে আসত। এমন অদ্ভুতকাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে, কূপটি জীনের বাসা। এখানে ভয়ংকর একটা জীন বাস করে।

কিন্তু এভাবে আর কদিন।চলে? তাদের পানি সংগ্রহ করতে হবে। এর একটা বিহিত করা দরকার। কিন্তু কূপে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না।এমন সময় এক যুবক কূপে নামতে রাজি হলো। সে বলল, আমি কূপে নামব।।আমার কোমরে রশি বেঁধে নামিয়ে দিবেন। তবে শর্ত হল রশির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার পিতাকে থাকতে হবে।

গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী সুঠাম এতগুলো মানুষ থাকতে তার পিতাকে লাগবে কেন?!

প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করল। তবুও তার এক কথা অবশ্যই তার পিতাকে সাথে রাখতে হবে। তার পিতাকে খুঁজে আনা হলো। সবাই মিলে যুবককে কূপে নামিয়ে দিল। ভেতরে গিয়ে সে দেখল, কূপের তলার পানির ঠিক একটু উপরে একটি কোঠর রয়েছে একটি বানর। এই শয়তান বানরটিই বালতি রেখে দিত।

যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে রশি টানার নির্দেশ দিল।বানরটি ছিল যুবকের কাঁধে। এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম দৃষ্টিগোচর হল বানরের চেহারা। হঠাৎ করে ভূতদর্শন চেহারা দেখে সবাই মনে করল, জীনটা উঠে আসছে। তাই রশি ফেলে সবাই পালালো ।

কিন্তু একজন রশি ছাড়ল না। আর সে হলো ছেলেটির পিতা। বহুকষ্টে ছেলেকে টেনে তুলল উপরে। ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল।

তখন সবাই বুঝতে পারল কেন সে পিতাকে রশি ধরার শর্ত দিয়েছিল। কারণ, পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও পিতা/মাতা সরবে না। তাই আসুন পিতা/মাতাকে ভালোবাসি। তাদের সঠিক মূল্যায়ন করি।

ধাক্কা দেবেন না ধাক্কা দিলে কখনোই সফলতা পাবেন না। যদি এই পোস্ট আপনার কাছে পৌঁছায় দয়া করে একটু রেসপন্স করে যাবেন, যাতে ...
19/09/2025

ধাক্কা দেবেন না ধাক্কা দিলে কখনোই সফলতা পাবেন না। যদি এই পোস্ট আপনার কাছে পৌঁছায় দয়া করে একটু রেসপন্স করে যাবেন, যাতে করে আমি আপনার আইডি বা প্রোফাইল থেকে ঘুরে আসতে পারি ,

নারায়ণগঞ্জ শহরের আইল্যান্ড গুলোর এই অবস্থা। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া জরুরী।
19/09/2025

নারায়ণগঞ্জ শহরের আইল্যান্ড গুলোর এই অবস্থা। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া জরুরী।

মদিনার রাস্তায় শিশুটি এভাবে ওজন মাপার মেশিন নিয়ে বসেছিল। কেউ ওজন করলে তাকে বিনিময়ে কিছু অর্থ দেয়। আমি ছবি তুলতে গেলে...
19/09/2025

মদিনার রাস্তায় শিশুটি এভাবে ওজন মাপার মেশিন নিয়ে বসেছিল। কেউ ওজন করলে তাকে বিনিময়ে কিছু অর্থ দেয়। আমি ছবি তুলতে গেলে সে মুখ ঢেকে ফেলে। (২০১৭সাল)

Address

Missionpara, Narayangonj
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Bisuddhotar Sondhane posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bisuddhotar Sondhane:

Share