karthik chandra sutra dhar

karthik chandra sutra dhar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from karthik chandra sutra dhar, Digital creator, Narayanganj.

28/04/2024
28/11/2023

সবাই তোহ ভালোবাসি বলতে পারে,কিন্তু অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমান করতে পারে ক'জন? সেই মানুষটি জানবেই না কখনো,তার অপেক্ষায় প্রহর গুনছে কোনো দুটি দৃষ্টি। সেই প্রহর কী আদৌও শেষ হবে?প্রহর নিজেও জানে না সে কথা। তবুও অপেক্ষা, বুঝি শেষ হবে না কোনোদিনই। অদ্ভুদ অপেক্ষা, আর অদ্ভুত তার ব্যাথা
বিশ্বাস / যত্ন / সম্মান / মায়া / সেক্রিফাইস / কমিটমেন্ট! কিন্তু বর্তমানে কয়টা সম্পর্কে এগুলো দেখা যায়?
এখন ভালোবাসার মানে এসে দাড়িয়েছে Give and Take টাইপ অথচ আমরা কাউকে মন থেকে ভালোবাসার অনুভূতিটাই কখনো অনুভব করি না।
" কিছু কিছু মানুষকে আমাদের এমনিতেই ভালোলাগে -- সাধারণত আমরা ওই মানুষটার সৌন্দর্যে মুগ্ধ হই না। তার কথা বলায় -- আচরনে কিংবা ব্যাক্তিত্বে মুগ্ধ হয়। মায়ায় পরে যায় ভালোবেসে ফেলি খুব বাজেভাবে " !!!
সত্য তো এটাই ভালোবাসার প্রকৃত সংজ্ঞায় হচ্ছে বিয়ে।

[ ভালোবাসুন ♥ মনকে 🙍‍♀️] √

27/11/2023

🙏🙏🙏🌷🙏🙏🙏
প্রশ্নঃ- রাস-লীলা, রাস-পূর্ণিমা, রাস-যাত্রা কি?
উত্তরঃ সর্ব্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি শ্রীমতি রাধারাণী সহিত গোপীকাগণকে নিয়ে বৃন্দাবনের রাগমন্ডলে মহারাস লীলা করেন।

প্রশ্নঃ- রাস কী?
উত্তরঃ- ঈশ্বরের সাথে আত্মার মহামিলনই রাস।

প্রশ্নঃ- গোপী কে?
উত্তরঃ- আত্মা, যারা তাদের পূণ্যবলে ভগবানের সাথে মিলিত হয়েছে।

প্রশ্নঃ- রাসে কী দৈহিক কাম বাসনা জাগ্রত হয়?
উত্তরঃ- কখনোই না কারণ দৈহিক কামনা বাসনার দেবতা কামদেব যখন রাস মন্ডলে এসে দৈহিক কাম ছড়াতে চেয়েছিল তখন ভগবান তাকে কদম গাছের সাথে বেধে রেখেছিল। কারণ, পরমাত্মার সাথে আত্মার মিলনে কোন কামনা বাসনা থাকে না, শুধু থাকে পবিত্র প্রেমভক্তি।

প্রশ্নঃ- রাসলীলার নামে পুরুষ-মহিলার নৃত্যকীর্ত্তনের যৌক্তিকতা কি?
উত্তরঃ- রাসলীলা কখনই অনুকরণীয় নয়। প্রজাপতি ব্রহ্মা, মহাদেব শিব, স্বর্গরাজ ইন্দ্র, সমস্ত দেব-দেবী, গন্ধর্ব, অপ্সরা-কারও পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর হ্লাদিনী শক্তি শ্রীরাধারাণীর রাসলীলা অনুপ্রবেশ বা অনুকরনের যোগ্য নয়।
তবে সে বিষয়ে মানুষের পক্ষে আর কি কথা?
শ্রীব্রহ্মা ৬০ হাজার বছর তপস্যা করেও ভগবদহ্লাদিনী শক্তি ব্রজগোপিকাগণের চরণের ধূলিকণা মাত্র লাভ করার আকাঙ্ক্ষাও পূরণ করতে সক্ষম হননি। বৈকুন্ঠের লহ্মীদেবী শ্রীকৃষ্ণের রাসলীলায় প্রবেশ করার সৌভাগ্য পর্যন্ত লাভ করতে পারেননি, তাই তিনি যমুনার অপর পারে কৃষ্ণপাদপদ্ম ধ্যানেই উপবিষ্ট হয়ে থাকলেন। মহাদেব শিব রাসলীলা দর্শনে গিয়েই বঞ্চিত হয়েছিলেন। অতএব যেখানে এইরকম অবস্থা ঘটে, সেই ক্ষেত্রে কি করে মল-মূত্র-কফ-পিত্ত বিশিষ্ট আধিব্যাধিযুক্ত, ধর্মনিষ্ঠাহীন, ব্রতহীন, কামুক, লম্পট দুরাচারী, মদ্য-মাংস প্রিয়, নেশাসেবী, জড়বুদ্ধিসর্বস্ব এঁচড়ে পাকাদের দল নিজেরাই রাধাকৃষ্ণ সেজে রাসলীলা করতে পারে? বা রাধাকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে বাজে কথা বলতে পারে।

23/11/2023

যোগ-বিজ্ঞানের আলোকে একাদশী উপবাসের ব্যাখ্যাঃ

উপ-বস-ঘঞ প্রত্যয়ে উপবাস এর প্রকৃত অর্থ ‘সামীপ্য বাস’ অর্থাৎ ভগবৎ সমীপে বাস করার নামই উপবাস। পাঁচটি কর্মেন্দ্রিয় ও পাঁচটি জ্ঞানেন্দ্রিয় এই দশ ইন্দ্রিয় ও মন স্থির করে ভগবৎ সমীপে উপবেশন করাই একাদশী উপবাসের প্রকৃত অর্থ। কেবল অনাহার বা অভুক্ত অবস্থায় ধর্মকর্মাদি করলেই এই ইন্দ্রিয় স্থির করা সম্ভব নয়। শুদ্ধ খাবার ও যোগাভ্যাসের মাধ্যমে ইন্দ্রিয়াদির স্থিরত্ব লাভ করতে পারলেই ইন্দ্রিয় সংযম স্থায়ী হয়। তখন আর বাইরের অনিত্য সুখ-ভোগের কামনা বাসনা ও মায়া মোহে চিত্তকে অভিভূত করতে পারে না। সেই অবস্থায় সাধকের ক্ষুধা তৃষ্ণা আপনা আপনি হ্রাস পেতে থাকে। সাধক সর্ব্বদা আত্মানন্দে বিভোর থাকাতে স্থিত প্রজ্ঞারূপ পারণ বা পূর্ণভাবে “তৎপরায়ন” অবস্থায় বাইরের কর্ম্মানুষ্ঠান করলেও সাধক কর্ম্মে আবদ্ধ বা ভবিষ্যত প্রারদ্ধেরও সৃষ্টি হতে হয় না।

একাদশ রুদ্র হলেন মানব শরীরের দশ চালিকা শক্তি এবং এক আত্মা। বৃহদারন্যক উপনিষদে একাদশ রুদ্র হলেনঃ প্রাণ, অপান, উদান, ব্যান, সমান, নাগ, কুর্ম্ম, কৃকল, দেবদত্ত, ধনঞ্জয় ও আত্মা।।

মানব দেহের দশ চালিকা শক্তি ও মন অর্থাৎ একাদশ রুদ্রের কথা ভাগবতের ৩/৬/৯ উল্লেখিত রয়েছে।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when karthik chandra sutra dhar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to karthik chandra sutra dhar:

Share