
04/03/2025
চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের রোজা পালনে বাধা দেওয়া হচ্ছে। ২০১৭ সাল থেকে চীনা কর্তৃপক্ষ উইঘুরদের রোজা রাখা নিষিদ্ধ করেছে এবং তাদের সংস্কৃতি, ধর্ম ও ভাষা বিলোপের লক্ষ্যে কথিত 'পুনঃশিক্ষা' শিবির স্থাপন করেছে। ২০২১ ও ২০২২ সালে কিছুটা শিথিলতা এনে ৬৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের রোজা পালনের অনুমতি দেওয়া হলেও, ২০২৩ সালে আবারও সব বয়সের উইঘুর মুসলিমদের রোজা রাখা নিষিদ্ধ করা হয়েছে। এমনকি, কেউ রোজা রাখছেন কিনা তা শনাক্ত করতে প্রতিটি এলাকায় গুপ্তচর নিয়োগ করা হয়েছে।