Garments Stock Lot BD

Garments Stock Lot BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Garments Stock Lot BD, Digital creator, Paik Para Near Jogobindo High School, Narayanganj.

Which one will you prefer for today?
03/01/2024

Which one will you prefer for today?

একজন ওয়ার্কিং ওমেন,বা রোজকার বাইরে যেতে হয় এমন মহিলাদের আন্ডার ওয়্যার প্রয়োজন হয় সারাবছর।সেক্ষেত্রে পিরিয়ড বিহীন দিনগুলো...
08/12/2023

একজন ওয়ার্কিং ওমেন,বা রোজকার বাইরে যেতে হয় এমন মহিলাদের আন্ডার ওয়্যার প্রয়োজন হয় সারাবছর।সেক্ষেত্রে পিরিয়ড বিহীন দিনগুলোতে একটু লাইট ওয়েট কিছু হলে ক্যারি করে সুবিধা,ইউজ করেও আরাম পাওয়া যায়💕

এই এক্সপোর্ট কোয়ালিটি পিউর কটনের লাইট ওয়েট প্যান্টিগুলো তেমনই। একদম হালকা ফিল দেবে পরার পরে,আর আরামে ইচ্ছে করবে সারামাসই পরে বের হতে😁

সাইজ হবে S/M/L/XL

অফিস গোয়িং আপুদের জন্য বেস্ট একটা সলুশন হলো, "ভিক্টোরিয়াস সিক্রেট" ৭ পিস প্যান্টি।যা প্রতিদিন ওয়াশ করার ঝামেলা থাকবে না!...
07/12/2023

অফিস গোয়িং আপুদের জন্য বেস্ট একটা সলুশন হলো, "ভিক্টোরিয়াস সিক্রেট" ৭ পিস প্যান্টি।

যা প্রতিদিন ওয়াশ করার ঝামেলা থাকবে না!
আবার অনেক বেশি আরামদায়কও।

বহুদিন পর এপাড়ায় আসা!তা সবাই কেমন আছেন?জমিয়ে খিচুড়ি খাওয়ার এই দিনে কে,কি দিয়ে দুপুরের খাবার সারছেন?ছবিতে, কুশিকাটার টেবি...
07/12/2023

বহুদিন পর এপাড়ায় আসা!
তা সবাই কেমন আছেন?

জমিয়ে খিচুড়ি খাওয়ার এই দিনে
কে,কি দিয়ে দুপুরের খাবার সারছেন?

ছবিতে, কুশিকাটার টেবিল ম্যাট।
যা আপনার টেবিল ক্লথকে গরম খিচুড়ির প্লেটের হাত থেকে অনায়াসেই বাঁচিয়ে দেবে ❤️।

Burberry Mens Boxer পেয়ে যাবেন M  =28-32 ইঞ্চিL   =33-35 ইঞ্চিXL =36-40 ইঞ্চিএই তিন সাইজে। সুতরাং, আর দেরি না করে এখনই আ...
14/11/2023

Burberry Mens Boxer পেয়ে যাবেন
M =28-32 ইঞ্চি
L =33-35 ইঞ্চি
XL =36-40 ইঞ্চি

এই তিন সাইজে।

সুতরাং, আর দেরি না করে এখনই আপনার সাইজ জানিয়ে অর্ডার করুন আমাদের ইনবক্সে 🖤।

হ্যাপি শপিং 💜।

Have A Good Morrow with 7 Victorias 💜.
14/11/2023

Have A Good Morrow with 7 Victorias 💜.

স্টিডফাস্টে আপগ্রেডের জন্য ৩ দিন আগের পার্সেল পেন্ডিং! অথচ পরদিনই তাদের হাতে পৌছাবার কথা😐অফিশিয়াল পেইজে আগেই ঘোষণা দিলে ...
07/11/2023

স্টিডফাস্টে আপগ্রেডের জন্য ৩ দিন আগের পার্সেল পেন্ডিং! অথচ পরদিনই তাদের হাতে পৌছাবার কথা😐
অফিশিয়াল পেইজে আগেই ঘোষণা দিলে সাময়িক অন্য কোম্পানির সার্ভিস নিতাম,ক্রেতাও যথাসময়ে পার্সেল পেতেন।
সবারই প্রফেশনাল বিহেভিয়ার থাকা উচিৎ।
নতুন যারাই অর্ডার করবেন, কিছু সময় হাতে রাখবেন।আমরা পেপার ফ্লাই ডেলিভারি দেব।অভিজ্ঞতা কেমন হয় বলা যায়না।কারণ আগে ইউজ করিনাই।

শুভ সকাল।
05/11/2023

শুভ সকাল।

পরিচিত এক আপু অনলাইন থেকে কেনাকাটার সময় তার আত্মীয়দেরও জিজ্ঞেস করেন তাদের কোন প্রডাক্ট লাগবে কি না! (সম্ভাব্য আত্মীয়দের ...
04/11/2023

পরিচিত এক আপু অনলাইন থেকে কেনাকাটার সময় তার আত্মীয়দেরও জিজ্ঞেস করেন তাদের কোন প্রডাক্ট লাগবে কি না! (সম্ভাব্য আত্মীয়দের অর্থাৎ যাদের সেই প্রডাক্টটি প্রয়োজন হতে পারে)।

তাহলে সে একসাথে সবগুলো অর্ডার দিয়ে দিবেন!
-------
এই কাজটি সে একবার দু'বার করেই ক্ষান্ত হন নি!
বরং প্রতিটি অনলাইন অর্ডারেই সে এককাজ করেন!

একদিন হুট করে জিজ্ঞেস করাতে,বলে উঠেন, ডেলিভারি চার্জ কিছুটা বেঁচে যায়।অর্থাৎ, একসাথে কয়েকজন অর্ডার করলে গড়পড়তায় ডেলিভারি চার্জ ভাগ করে নিলেই তখন সেটা খুব বড় এমাউন্ট মনে হয় না!

এমন অনেকেই আছে যারা ডেলিভারি চার্জকে উটকো ঝামেলা মনে করেন! ওয়েস্ট অফ মানি মনে হয়।

তাদের জন্য কিন্তু আমার সেই আপুটা বেস্ট উদাহরণ!
একই সাথে অনেকে অর্ডার করলে,যেমন আনন্দ লাগে!
তেমনি ডেলিভারি চার্জের মতো, মাথাব্যথাকে ঝেরেও ফেলা যায়!

তা আপনি কি এমন সম্মিলিত অর্ডার করেছেন কখনো?

এখন   এ লেডিস প্যান্টিসের পাশাপাশি ম্যান্স বক্সার ও পেয়ে যাবেন,ইনশাআল্লাহ। সুতরাং নিজের সাথে প্রিয় মানুষের কেনাকাটাও হোক...
04/11/2023

এখন এ লেডিস প্যান্টিসের পাশাপাশি ম্যান্স বক্সার ও পেয়ে যাবেন,ইনশাআল্লাহ।

সুতরাং নিজের সাথে প্রিয় মানুষের কেনাকাটাও হোক আমাদের সাথে।

অতঃপর   এবার টাঙ্গাইলে, আলহামদুলিল্লাহ ❤️।
04/11/2023

অতঃপর এবার টাঙ্গাইলে, আলহামদুলিল্লাহ ❤️।

Address

Paik Para Near Jogobindo High School
Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Garments Stock Lot BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share