Mishu 0.2

Mishu 0.2 পাশে থাকলে পাশে পাবেন ইনশাআল্লাহ
সবাই সাপোর্ট করবেন 😊😊

অথচ একদিন খালেদা জিয়ার বাসার সামনের ট্রাক সরাতে কেউ যায়নি। তখন অনেক ছোট ছিলাম, বাট এটুকু মনে আছে, খালেদা জিয়া গাড়িতে...
06/05/2025

অথচ একদিন খালেদা জিয়ার বাসার সামনের ট্রাক সরাতে কেউ যায়নি।

তখন অনেক ছোট ছিলাম, বাট এটুকু মনে আছে, খালেদা জিয়া গাড়িতেও চড়ে বসেছিলেন। ঐদিন ১০০০ কর্মী, বা ১০ টা নেতাও উনার বাসায় ছিলেন না।

আর আজ এয়ারপোর্ট থেকে উনার গাড়ি নড়তে পারছে না। এতো ভীড়।

আজ এয়ারপোর্টে কোন নেতাই দেখা করতে না যাওয়া করেন নাই।

অথচ এই নেতারাই খালেদা জিয়াকে জেলে দিয়ে চলে এসেছিলেন। স্বেচ্ছা কারবরণ করে একজনও বলেন নাই যে আমার নেত্রী জেলে। আমিও জেলে যাবো। বাসায় যাবো না।

দিনশেষে সবটাই আসলে আপনার দুঃসময় আর সুসময়ের উপর।

সুসময়ে আপনার গাড়ি মানুষের ভীড়ে নড়তে পারবে না।

আর দুঃসময়ে আপনি অনেক দূর তাকিয়েও একটা মানুষ খুঁজে পাবেন না।

শুধু খালেদা জিয়া না, পৃথিবীর প্রায় সব মানুষের ক্ষেত্রেই কথাটা সত্য। নেপোলিয়ানের মতো মানুষও ক্ষমতা হারানোর পর বৌ এর সাথে দেখা করতে চেয়েছিলেন।

উনার বৌ উনার সাথে দেখা করে নাই।

ক্ষমতাহীন আপনার আমার লাইফটাও কি এমন না? ভালো রেজাল্ট করলে মা বাবার মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত যে আপনি কার ছেলে। খারাপ করলে আবার মা বাবা অস্বীকার করে বসতো, যে না ও আমার ছেলে না, তোমার ছেলে।

সুসময় আপন মানুষ তৈরি করে।

আর দুঃসময় আপনাকে সবার কাছেই পর করে দেয়।।

এভাবেই আমাদের বেঁচে থাকতে হয়, বেঁচে থাকতে হবে।

এটাই সম্ভবত মানবজাতির নিয়তি 🙂

সম্পর্কগুলো গাছের মতোই…মাঝে মাঝে একটু পানি, একটু যত্ন, একটু বোঝাপড়ার দরকার হয়?কিন্তু আমরা বুঝতে পারি,যখন ফুল শুকিয়ে যায়,...
04/05/2025

সম্পর্কগুলো গাছের মতোই…
মাঝে মাঝে একটু পানি, একটু যত্ন, একটু বোঝাপড়ার দরকার হয়?

কিন্তু আমরা বুঝতে পারি,
যখন ফুল শুকিয়ে যায়, তখন পানি দেওয়ার আর মানে থাকে না।

যত্ন না পেলে, ভালোবাসার সবচেয়ে গভীর সম্পর্কও একদিন মরে যায়।

তাই শুঁকিয়ে যাওয়ার আগেই…
সম্পর্কের যত্ন নিই।

সম্পর্ক হোক হালাল, পথ চলা হোক জান্নাত পযর্ন্ত!
ইংশা আল্লাহ!
জীবন সুন্দর যদি মানুষ টা সঠিক হয়।

নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না, নারী বদলায় নীরবে গোপনে | নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে | নারী কখনো এমনি এমনি বদলায় ...
08/02/2025

নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না, নারী বদলায় নীরবে গোপনে | নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে | নারী কখনো এমনি এমনি বদলায় না | নারী বদলায় প্রিয় মানুষের বদলে, নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে | নারী বদলায় অভিমানে, নারী বদলায় অসম্মানে |

না'রী কখনো হুটহাট ব'দলায় না, না'রী ব'দলায় ধৈয্যের বাধঁ ভেঙে গেলে | না'রী ব'দলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুরালে | না'রী ব'দলায় আত্মসম্মানে আ'ঘাত আনলে | নারী কখনো শখ করে বদলায় না, নারী বদলায় বদলাতে হয় বলে | নারী বদলায় কান্নার নোনা জলে, নারী বদলায় অসহ্য কষ্ট পেলে, নারী বদলায় হৃদয়ের র!ক্ত ক্ষ' রণের ক্ষতে💔

29/11/2024

ভারতীয়রা যেহেতু এত করে চাচ্ছে কিছু দিনের জন্য ব্রাহ্মণবাড়িয়াটা দিয়ে দেখা যেতে পারে হজম করতে পারে কি না।😶

02/11/2024

শাকভাজি করার ব্যাপারটা কাইন্ড অফ পুরুষমানুষের ভালোবাসার মতো,চুলায় তোলার সময় তো দেখলাম একগাদা ছিলো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি ওমা,অলমোস্ট নাই হ'য়ে গেছে!' 🤷‍♀️

28/10/2024

অতীত আমাকে আকর্ষণ করে, বর্তমান আতঙ্কিত করে, কারণ ভবিষ্যতে রয়েছে অমোঘ মৃত্যু।

27/10/2024

আসসালামুলাইকুম শুভ সকাল

একবার মন থেকে উঠে গেলে, সেই মানুষের কোনো স্মৃতিই ডিলিট করার প্রয়োজন হয় না। তার ছবি, তার মেসেজ,তার ফোন নম্বার,তার সোশ্য...
25/10/2024

একবার মন থেকে উঠে গেলে, সেই মানুষের কোনো স্মৃতিই ডিলিট করার প্রয়োজন হয় না। তার ছবি, তার মেসেজ,তার ফোন নম্বার,তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর যাবতীয় যা যা আছে.. কোনোকিছুই ডিলিট করার প্রয়োজন হয় না।
তার হেরে যাওয়া দেখলেও কষ্ট হয় না তার সফলতা দেখলেও আফসোস হয় না।

ডিলিট করার প্রয়োজন তখনই হয় যখন আমরা তাকে জোর করে ভুলতে চাই, মন থেকে সরিয়ে দিতে চাই।
কিছু মানুষ তার কর্মের ফলেই আমাদের মন থেকে উঠে যায়, তার জন্য আলাদা করে কোনোকিছুই ভাবতে হয় না! একবার মন থেকে উঠে গেল মানে চিরতরেই গেলো! There's no coming back!❤️

রাতে আমার স্বামীকে বললাম,জান চলো একদিন আমরা ম্যাচিং করে ড্রেস পরি। সে আমাকে বললো,জান আমি তো সেলোয়ার-কামিজ পরতে পারবো না...
17/10/2024

রাতে আমার স্বামীকে বললাম,জান চলো একদিন আমরা ম্যাচিং করে ড্রেস পরি। সে আমাকে বললো,জান আমি তো সেলোয়ার-কামিজ পরতে পারবো না।🙂

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mishu 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share