দৈনিক জনতার সংগ্রাম

দৈনিক জনতার সংগ্রাম সত্য প্রকাশে
আমরাই এগিয়ে…..
•••••
24 hours online news web portal

07/05/2024
রূপগঞ্জের শীর্ষ ভূমিদস্যু গাজী ৫ বিঘা থেকে ৭ হাজার বিঘা সম্পত্তির মালিক কিভাবে হলো- স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়ার অ...
28/12/2023

রূপগঞ্জের শীর্ষ ভূমিদস্যু গাজী
৫ বিঘা থেকে ৭ হাজার বিঘা
সম্পত্তির মালিক কিভাবে হলো-
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়ার অভিযোগ
-----------------------------------
গত ১৫ বছরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)
আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) সম্পদ
মাত্র ৫ বিঘা জায়গা ছিল, সেখানে আজকে
১৫ বছর পর তার মোট জায়গার পরিমান
৭.০০০ বিঘার ও বেশি !! যার ৯০% জোর পূর্বক অবৈধ ভাবে দখল তথা ডাকাতি করেছে,
এলাকা ঘুরে দেখা যায়, রূপসী খাদুন এলাকায় বিশাল জায়গার নাম দেয়া হয়েছে ‘গাজী নগর’। এই এলাকায় কেউ জমি কিনতে পারবেন না বলে অলিখিত ঘোষণাও দেয়া আছে।
তবে অভিযোগ পাওয়া গেল, উপজেলার খাদুন, রূপসী ও বরপা এলাকায় কয়েকশ’ বিঘা জমি এমপির দখলে। অভিযোগ, এসব জমির অর্ধেকই জবরদখল করা। খাদুন এলাকায় বিশাল জায়গাজুড়ে রয়েছে গাজী টায়ার উৎপাদন কারখানা। ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিমপাশে বরপা কর্ণগোপ এলাকায় উঁচু প্রাচীর ঘেরা বিস্তীর্ণ অঞ্চলে গাজী পাইপস ফ্যাক্টরির এলাহী নির্মাণযজ্ঞ চলছে। রাস্তার এপার থেকে যতদূর চোখ যায় সবই গাজীর জমি।
সরেজমিন দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পূর্বপাশে খাদুন এলাকায় প্রায় ৭ বিঘা জমির চারপাশ উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। অভিযোগ রয়েছে, এখানকার অর্ধেক জমি কিনে বাকি অংশ জোর করে দখলে নিয়েছে গাজীর লোকজন। আবার যাদের কাছে জমি কেনা হয়েছে তাদের ন্যায্যমূল্যও দেয়া হয়নি।
জমি রেজিস্ট্রি নিয়ন্ত্রণ : এই এলাকায় কেউ গাজীর সম্মতি ছাড়া জমি কেনাবেচা করতে পারেন না। জমি রেজিস্ট্রি করতে হলে আগাম সব বর্ণনা গাজীর নিয়োগকৃত লোকজনকে জানাতে হয়। যে কারণে রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসের কর্তাব্যক্তিরা এমন বেআইনি কর্মকাণ্ডকে নিয়মে পরিণত করেছেন। তাই বেআইনি হলেও নতুন নিয়ম অনুযায়ী স্থানীয় কেউ জমি কিনতে চাইলে জমির বিস্তারিত আগেই এমপির লোকজনকে জানাতে হয়। তা না হলে জমি রেজিস্ট্রি হয় না। কোনো দলিল লেখকও জমির দলিল লিখতে রাজি হন না। তাই এব্যাপারে স্বতন্ত্র প্রার্থী জননেতা
আলহাজ্ব শাহজাহান ভূইয়ার বলেন-
রূপগঞ্জের সাধারণ জনগণ ও প্রকৃত আওয়ামী লীগ নেতাকর্মীরা গাজীর পরিবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তারা আগামীতে ৭ তারিখেই প্রমান করে দিবে কেটলি মার্কায় আমাকে ভোট দিয়ে।

রূপগঞ্জে নৌকায় ভোট চাওয়ার নামেঅনুমতি ছাড়া জোরপূর্বক অন্যের স্ত্রী ও সুন্দরী মেয়েদের ছবি তুলে ফেইসবুক লাইভে শেয়ার করে নির...
27/12/2023

রূপগঞ্জে নৌকায় ভোট চাওয়ার নামে
অনুমতি ছাড়া জোরপূর্বক অন্যের স্ত্রী ও
সুন্দরী মেয়েদের ছবি তুলে ফেইসবুক লাইভে শেয়ার করে নির্বাচনী প্রচারণায় অতিষ্ঠ গ্রামবাসী
--------------
নারায়ণগঞ্জ-১ আসন (রূপগঞ্জে) আসন্ন
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে
বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচনী
প্রচারণায় সময়-অসময়ে মানুষের বাড়িতে
গিয়ে গিয়ে ছাত্রলীগ ও যুবলীগের বখাটে
নেতা কর্মীরা উঠতি বয়সের মেয়েদের সাথে অনেকটা জোরপূর্বক ছবি তোলে এবং
সুন্দরী নারীদের ভিডিও করে ফেইসবুক
লাইভে শেয়ার করে তাদের জননিরাপত্তা
হুমকিতে ফেলে দিচ্ছে।
এ ধরনের ঘটনায় অনেক ক্ষেত্রে ভিকটিম নিজেও জানেন না তাঁর তথ্য ও ছবি ব্যবহার করে অপরাধী বা অপরাধীরা ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে আপত্তিকর কনটেন্ট। আপনার ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে, তাতে স্পষ্টত তিনি ব্ল্যাকমেল ও সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী অপরাধ করছেন।
এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে অন্য কোনো ব্যক্তির অনুমতি ছাড়া যদি তাঁর ছবি তোলে, প্রকাশ করে বা প্রেরণ করে, তাহলে এমন কাজ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের পরিস্থিতির ক্ষেত্রে অপরাধ। কোনো ব্যক্তি এ ধরনের অপরাধ করলে তিনি অনধিক ১০ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিতে হবেন।

আমি স্বতন্ত্র, আমি গণতন্ত্র, আমি বিএনপি, আমি হেফাজত, আমি জামায়াত,আমি চরমোনাই,আমি শ্রমিক, আমিই সর্বসাধারণ জনগণ-ড. তৈমূর আ...
27/12/2023

আমি স্বতন্ত্র, আমি গণতন্ত্র,
আমি বিএনপি, আমি হেফাজত,
আমি জামায়াত,আমি চরমোনাই,
আমি শ্রমিক, আমিই সর্বসাধারণ জনগণ
-ড. তৈমূর আলম খন্দকার
-----★---★-----
আমার টাকা-পয়সা, ধন-সম্পদ বেশি নেই,
আছে বড় একটি মন ও সৎ পরিকল্পনা,
তরুন ও নতুন প্রজন্ম আমার অহংকার,
এবং সকল শ্রেণীর জনগণই আমার সম্পদ।
দেশবাসীর খুব ভালো করেই জানা আছে।
আমি যদি চাইতাম অনেক আগেই
আমার জন্মস্থান থেকে এমপি হইতে
তাহলে আজও আমি নারায়ণগঞ্জ-১ আসনের
এমপি হয়ে থাকতাম, কারো একবাপের সন্তান নেই আমার জনপ্রিয়তাকে সরিয়ে ফেলার,
কিন্তু আমি এমপি-মন্ত্রী হতে চাইনি,
দলের আনুগত্য করে শুধুমাত্র
নারায়ণগঞ্জ-নারায়ণগঞ্জ করেই
আমার জীবনের ৬৫ বছর পার করেছি।
তাই এটা আমার জীবনের শেষ বয়সের নির্বাচন,
এর পর আমি বাচবো- নাকি মারা যাবো
আল্লাহই ভালো জানেন,
তবে এবারের নির্বাচনে আমি আছি,
আমি থাকবো, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)
জনগণের স্বতন্ত্র প্রার্থী হয়েই সোনালী আশ
(পাঠ) মার্কা প্রতিক নিয়ে আমি নির্বাচন করবো,
আল্লাহ ছাড়া কেই আমাকে রুখতে পারবেনা ইনশাআল্লাহ, আমি গুলি খাওয়া রাজপথের প্রোডাকশন।

Address

সত্য প্রকাশে আমরাই এগিয়ে…. . রূপগঞ্জ মিডিয়া সেন্টার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক জনতার সংগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share